জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম

জন্ম নিবন্ধন বয়স (Age) সংশোধন করতে চান? জানুন কি কি লাগবে, কিভাবে অনলাইনে বয়স সংশোধন ফরম পূরণ করবেন, কোথায় জমা দিবেন বিস্তারিত তথ্য।

Advertisement

আগে যারা জন্ম নিবন্ধন করেছিলেন, দেখা যায় তাদের জন্ম নিবন্ধনে থাকা জন্ম তারিখ ও অন্যান্য আইডি ডকুমেন্টের জন্ম তারিখের সাথে মিল থাকে না। এর কারণ মূলত অসতর্কতা।

আমরা অসতর্কতাবশত জন্ম নিবন্ধন করার সময়, আমাদের বিভিন্ন ডকুমেন্টের সাথে জন্ম তারিখ ও তথ্য মিল রেখে না করার কারণেই এমন বয়স (Age) গরমিল অসুবিধায় পড়তে হয়।

এখন অনলাইন জন্ম নিবন্ধন সিস্টেমের কারণে জন্ম তথ্য যাচাই মাধ্যমেই বিভিন্ন সেবা প্রদান করা হয়, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন, পাসপোর্ট বা ব্যাংক একাউন্ট করতে হয়। তাই জন্ম নিবন্ধনের বয়স অবশ্যই অন্যান্য ডকুমেন্টের সাথে মিল থাকতে হবে।

Advertisement

Update: শিক্ষা সনদ, জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট দিয়ে জন্ম নিবন্ধনে জন্ম সাল ও বয়স সংশোধন সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। তবে উপযুক্ত প্রমাণ প্রমাণ সাপেক্ষে শুধুমাত্র তারিখ ও মাসের সংশোধন করা যাবে। জানুন বিস্তারিত – জন্ম নিবন্ধনে বয়স সংশোধন

নিশ্চই আপনার জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে চান, তাই এই পেইজে এসেছেন। তাহলে জেনে নিন জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম, কি কি লাগে, অনলাইনে জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার ফরম কিভাবে পূরণ করবেন সব বিস্তারিত।

জন্ম নিবন্ধন বয়স বাড়ানো বা কমানোর উপায়

ভুলবশত জন্ম নিবন্ধনে বয়স বেশি বা কম দেয়া হলে আপনি অবশ্যই উপযুক্ত প্রমাণ আপলোড করে অনলাইনে আবেদন করে তা বাড়াতে বা কমাতে পারবেন।

Advertisement

যদি আপনার শিশুর জন্ম নিবন্ধনের সময় টিকা কার্ড ব্যবহার করে থাকেন এবং দেখা গেল যে, সন্তানের জন্ম নিবন্ধন করার পরই ভুল ধরা পড়ল তবে আপনি অনলাইনে বা ফরম পূরণকরে টিকা কার্ড পুনরায় জমা দিয়েই জন্ম নিবন্ধন সংশোধন করতে পারেন।

আবার হতে পারে, আপনার জন্ম তারিখ ১৯৮৭ কিন্তু জন্ম নিবন্ধন করার সময় কম্পিউটার অপারেটর বা আপনাদের ভুলবশত এটি ১৯৭৮ হয়ে গেছে। এক্ষেত্রে আপনি আপনার সঠিক যে কোন একটি প্রমাণ যেমন, সার্টিফিকেট, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা প্রযোজ্য অন্যান্য ডকুমেন্ট দিয়ে সংশোধন করাতে পারেন।

যদি আপনার নিজের এনআইডি বা জাতীয় পরিচয়পত্র বা জে.এস.সি., এস.এসসি, এইচ.এসসি বা যে কোন বোর্ড পরীক্ষার সনদের সঠিক জন্ম তারিখ থাকে তা দিয়ে আপনি জন্ম নিবন্ধন বয়স সংশোধন করতে পারেন।

আপনার যদি কোন প্রমানই না থাকে এবং জন্ম তারিখ অস্বাভাবিক ভুল হয় যেমন, আপনার বয়স ৩০ বছর কিন্তু জন্ম সনদ অনুসারে ২০/৪০ বছর হয়ে যায়। সেক্ষেত্রে আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন বা এনআইডি সাবমিট করতে পারেন।

Advertisement

আবার হতে পারে, আপনার ২/৩ ভাই বোন। দেখা যাচ্ছে বড় ভাইয়ের চেয়ে আপনার বয়স বেশি লেখা হয়েছে। এক্ষেত্রে আপনার পিতার ও ভাইবোনে জন্ম সনদ সাবমিট করে আবেদন করতে পারবেন।

অর্থাৎ জন্ম নিবন্ধন সংশোধনের ক্ষেত্রে সঠিক বয়স প্রমাণের স্বপক্ষে কোন ও না কোন প্রমানক আপনাকে উপস্থাপন করতে হবে।

এখন জেনে নিই জন্ম নিবন্ধনে বয়স সংশোধন করতে কি কি কাগজপত্র লাগে।

জন্ম নিবন্ধন বয়স সংশোধন করতে কি কি লাগে

  • ই পি আই কার্ড (শিশুর টিকা কার্ড)।
  • পিএসসি/জেএসসি/এসএসসি বা শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত যে কোন সনদ যেখানে সঠিক বয়স আছে।
  • জাতীয় পরিচয়পত্র
  • পুরাতন হাতে লেখা জন্ম নিবন্ধন (ইস্যু সম্পর্কিত ফাইল- যদি হাতে লেখা পুরাতন জন্ম নিবন্ধনে সঠিক জন্ম নিবন্ধন থাকে)
  • হাসপাতাল/ চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র (জন্ম গ্রহণের সময় যে হাসপাতালে চিকিৎসা নেয়া হয়েছিল)
  • হাসপাতাল কর্তৃক প্রদত্ত জন্ম সনদের সত্যায়িত কপি বা পুরণকৃত আবেদনপত্রে বার্থ এটেডেন্সের এর প্রত্যয়ন বা ইপিআই (টিকা কাড) কার্ডের সত্যায়িত আনুলিপি।
  • পিতার জাতীয় পরিচয়পত্র বা মাতার জাতীয় পরিচয়পত্র (যদি অস্বাভাবিক জন্ম তারিখ দেওয়া থাকে এবং অন্য কোন প্রমান না থাকে)

জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম

জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার জন্য প্রথমে সঠিক বয়স প্রমাণের ডকুমেন্ট আপলোড করে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করুন। এরপর অনলাইন আবেদনটি ২ কপি প্রিন্ট করুন। প্রমাণপত্র সহ আবেদনটির ১ কপি ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ কাউন্সিলর অফিসে জমা দিন এবং অন্যটি উপজেলা বা উচ্চতর কর্তৃপক্ষের অফিসে জমা দিন। আবেদনটি যাচাই করার পর অনুমোদন করা হলে, বয়স সংশোধন হবে।

Advertisement

জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিচের ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ ১ঃ জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার ফরম পূরণ করুন

অনলাইনে জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার ফরম পূরণ করতে ভিজিট করুন https://bdris.gov.bd/।এখানে নিচের মত একটি পেইজ আসবে। মেন্যু থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন মেন্যুতে ক্লিক করুন।

জন্ম নিবন্ধন বয়স সংশোধন

এবার আপনার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে আপনার নিবন্ধন এন্ট্রি বের করুন।

জন্ম নিবন্ধন বয়স সংশোধন

এখান থেকে নির্বাচন করুন বাটনে ক্লিক করুন।

এরপর নিচের মত একটি পেইজ পাবেন। এখানে সবগুলো তথ্য সঠিকভাবে পূরণ করে এবং প্রমাণপত্র আপলোড করে আবেদনটি সাবমিট করতে হবে।

জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার ফরম

উপরের তথ্যগুলো পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি জমা দিন।

সতর্কতাঃ আবেদন জমা দেয়ার পর অবশ্যই অ্যাপ্লিকেশন আইডি- কোথাও লিখে নিন।

তারপর আবেদন প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট করে নিন বা পিডিএফ হিসেবে সেভ করে নিন। আপনার প্রিন্টার না থাকলে, এলাকার কোন কম্পিউটার সেবার প্রতিষ্ঠান থেকে অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ দিয়ে ২ কপি জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট করে নিন।

ধাপ ২ঃ আবেদনটি ইউনিয়ন/পৌরসভা/ কাউন্সিলর অফিসে জমা দিন

বয়স সংশোধনের আবেদনটি এবং সঠিক বয়স প্রমাণের আপলোড করা ডকুমেন্টের একটি ফটোকপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/ পৌরসভা বা কাউন্সিলর অফিসে জমা দিন।

তারা আপনার থেকে প্রয়োজনীয় ফি নিবে এবং আপনার আবেদনটি রিসিভ করে Higher Authority (উচ্চতর কর্তৃপক্ষের) বিবেচনার জন্য পাঠাবে।

ধাপ ৩ঃ উপজেলা/উচ্চতর কর্তৃপক্ষের নিকট আবেদন ও প্রমাণপত্র জমা দিন

এই ধাপে, আপনার আবেদনের কপি ও বয়স প্রমাণের ডকুমেন্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বা আপনার এলাকা অনুযায়ী উচ্চতর কর্তৃপক্ষের অফিসে জমা দিন।

উচ্চতর কর্তৃপক্ষের অফিস কোনটি বা কোথায় পরবর্তী কার্যক্রমের জন্য যেতে হবে তা আপনার ইউনিয়ন পরিষদ/পৌরসভা অফিস থেকে জেনে নিতে পারবেন।

ধাপ ৪ঃ জন্ম নিবন্ধন সংশোধন তথ্য যাচাই ও সনদ সংগ্রহ করুন

৩/৪ দিন পর অনলাইনে আপনার জন্ম নিবন্ধন সংশোধন তথ্য যাচাই করে দেখুন যে আপনার আবেদনটি অনুমোদন হয়েছে কিনা। যদি অনুমোদন হয়, আবার ইউনিয়ন পরিষদ/ পৌরসভা অফিস থেকে সংশোধিত জন্ম নিবন্ধন সংগ্রহ করুন।

ব্যাস কাজ শেষ।

জন্ম নিবন্ধন বয়স পরিবর্তন

ইচ্ছাকৃত ভাবে ভুল না হলেও অসৎ উদ্দেশ্যে বা জালিয়াতির জন্য কেউ জন্ম নিবন্ধন বয়স কমানো/ বাড়ানো বা পরিবর্তন করতে যাবেন না।এটি করা দন্ডনীয় অপরাধ।

জন্ম তারিখ কমানো বা বয়স ইচ্ছাকৃত ভাবে কমানোর জন্য অনেকে একাধিক জন্ম নিবন্ধন করতে যায়। যদিও এখন তা করা অনেকটাই কঠিন। এধরণের কাজ অবশ্যই আইনগত ও শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং কেউ এ ধরণের কাজে জড়াবেন না।

শেষকথা

আগের করা জন্ম নিবন্ধনগুলোতে বয়স ভুল হওয়া স্বাভাবিক একটি বিষয়। কারণ প্রথমবার এসব জন্ম নিবন্ধনগুলো হাতে লেখা হয়েছিল তারপর ম্যানুয়েলি এগুলো ডাটা এন্ট্রি দিয়ে অনলাইনে আপলোড করা হয়। তাই তাদের ভুলে এসব ভুল হতে পারে।

এক্ষেত্রে সঠিক প্রক্রিয়া অনুসরণ করে জন্ম নিবন্ধন সংশোধন করবেন। নতুনভাবে জন্ম নিবন্ধন করা যাবে না।

আশা করি জন্ম নিবন্ধনে বয়স সংশোধন বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। তারপরও কোন প্রশ্ন থাকলে নিচের প্রশ্নগুলো দেখতে পারেন, কমেন্টে জানাতে পারেন বা সরাসরি ফেইসবুক পেইজে যোগাযোগ করুন।

জন্ম নিবন্ধনের বিষয়ে কোন প্রশ্ন? কমেন্ট করুন, দ্রুত উত্তর দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

জন্ম নিবন্ধন বয়স সংশোধন নিয়ে সাধারণ প্রশ্নের উত্তর

জন্ম নিবন্ধনে বয়স কমানো যায় কিভাবে?

সঠিক বয়স প্রমাণের জন্য উপযুক্ত ডকুমেন্ট আপলোড করে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করার মাধ্যমে জন্ম নিবন্ধনে বয়স কমানো যাবে।

অনলাইনে কিভাবে জন্ম নিবন্ধন বয়স সংশোধন করব?

https://bdris.gov.bd/ ওয়েবসাইটে গিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন মেন্যুতে যান। তারপর সঠিক জন্ম তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। সবশেষে প্রয়োজনীয় প্রমাণ আপলোড করে আবেদনটি সাবমিট করুন। তারপর পরবর্তী কার্যক্রমের জন্য আবেদনটি প্রমাণপত্র সহ ইউনিয়ন পরিষদ/ পৌরসভা অফিসে জমা দিন।

জন্ম নিবন্ধন নিয়ে আরো তথ্য

  1. জন্ম নিবন্ধন সংশোধন
  2. জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট
  3. জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
  4. নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন
  5. জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি
  6. অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই
  7. জন্ম নিবন্ধন অনলাইনে না থাকলে কি করতে হবে
  8. জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয়
  9. জন্ম নিবন্ধন প্রতিলিপির জন্য আবেদন
হোমপেইজে যানHome
জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল তথ্য দেখুনজন্ম নিবন্ধন
Advertisement

Similar Posts

54 Comments

    1. কোনটা ভুল বলে দিলে ভাল হত। ভুল হলে ছবি কোথা থেকে দিলাম? এখানে যা আছে ১০০% ই আপডেট ও সঠিক তথ্য। দয়া করে বলবেন কোনটি ভুল, আমরা যাচাই করব।

      1. আমার জন্মনিবন্ধন ডুবাই থেকে করা এখন সমস্য হল তারা বাংলা নাম এড করে নাই। কি ভাবে এই ভুল সংশোধন করা যায়?

      2. আমার জন্ম নিবন্ধনে বয়স ভুল দেওয়া। আমার একাডেমিক সার্টিফিকেট এ ও অন্য বয়স দেওয়া। এখন এটা কিভাবে ঠিক করবো?

      3. ভাই আমার আগের জন্ম নিবন্ধন ছিল হাতে লেখা, সেই অনুযায়ী এনআইডি কার্ড করছি, পাসপোর্ট করছি, ড্রাইভিং লাইসেন্স করছি, স্কুল সার্টিফিকেট করছি, এখন সমস্যা হচ্ছে ইউনিয়ন পরিষদে গিয়ে নতুন করে জন্ম নিবন্ধন বের করতে গিয়েছি ডিজিটাল টা, সে আমার বয়স কমিয়ে দিয়েছে, আমার আগের বয়স আছে,01.02.1995. আর এই নতুনটার বয়স করেছে,10.03.1999. এখন একটু সংশোধন করার কোন নিয়ম একটু বলবেন,, ইউনিয়ন পরিষদে গেছি সেখানে বলেছেন বয়স সংশোধন নাকি বন্ধ করে দিয়েছে, কি করবো একটু জানাবেন ভাই প্লিজ,,,

  1. আমার বাচ্চার জন্ম সাল অসাবধানতা বসতঃ ভুল হয়েছে অনলাইনে ফর্ম পূরণের পর সাবমিট করলে ২০১৩ সালের পর জানিয়ে এরর আসছে এখন কি করি।

  2. o জেলা সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণ পরীক্ষার রিপোর্ট
    এটি করতেই হয় যখন অন্য কোনো প্রমাণ না দেয়া যায়; এক ভূক্তভোগীর থেকে জানলাম

  3. ভাই আমার জন্মতারিখ ভুল এখন আমার কোন সার্টিফিকেট বা কোন ডকুমেন্ট নাই কারন আমি একজন মাদরাসার স্টুডেন্ট এখন আমি প্রমানপএ ছাড়াই আবেদন করেছি আবেদন গ্রহন হয়েছে কিন্তু আমার কোন প্রমাণপএ নাই এখন আমার কি করনীয়। দয়া করে একটু জানাবেন।

  4. আমার জন্ম নিবন্ধন এ তাঃ ৪/১/২০০৫ আর সার্টিফিকেট এ ১/৪/২০০৫ দেয়া আছে মাস আর তারিখ শিক্ষক ভুল করে ফেলেছে । অনলাইনে আবেদন করার পর JSC , SSC এর উপযুক্ত সার্টিফিকেট প্রমাণ হিসেবে দেয়ার পরে ও উপজেলা সচিব যদি এপ্রুভ না করে তাহলে কি করবো ?

    1. আসসালামু আলাইকুম
      আমার জন্ম তারিখ পাসপোর্ট করার জন্য বাড়িয়ে দিয়েছিলাম ১১/০৫/১৯৯৬
      পরে বিদেশ যাওয়া হয়নি আমার,
      কিন্তু আমার আসল বয়স ১১/০৫/২০০২
      এখন আমি আইডি কার্ড ও জন্ম নিবন্ধন এর বয়স অনুযায়ী করে ফেলছি
      কিন্তু এসএসসি সার্টিফিকেটে আমার বয়স আসল টাই আছে অর্থাৎ ১১/০৫/২০০২এটা
      এখন এনআইডি আর জন্ম নিবন্ধন এর বয়স
      আমার এসএসসি সার্টিফিকেটের বয়সের সাথে মিলছে না
      সার্টিফিকেটে মিলাতে হবে
      এখন করণীয় কি
      দুনোটা থেকে কি বয়স কমাতে হবে আর কমানো যাবে কিনা একটু যদি জানাতেন অনেক উপক্রিত হতাম ভাই।

  5. জন্ম নিবন্ধন এর বয়স সংশোধন এর আবেদন পত্রটি ইউনিয়ন পরিষদে জম্য দেওয়ার সময় কি কোন ফি দেওয়া লাগে? সংশোধনী ফি কখন পরিশোধ করতে হবে? ডকুমেন্ট হিসেবে শুধু এসএসসি সনদ দিলে কি আবেদন সম্পূর্ণ হবে?
    ইউনিয়ন পরিষদে এক কপি আবেদন দিয়ে আবার উপজেলা পরিষদ এ ও এক কপি আবেদন দিতে হবে?
    আর সংশোধন হওয়ার পর বুঝবো কিভাবে, ইউনিয়ন পরিষদের থেকে কি কোন ম্যাসেজ দিয়ে জানাবে আপনার কাজ হয়েছে, এখন নতুন জন্ম সনদ এসে সংগ্রহ করুন? জন্ম সনদ সংগ্রহ করার সময় কি কোন ফি দিতে হবে?

  6. আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করাবো,সবাই বলছে জন্মনিবন্ধন কাগজে বয়স কমানো যাবে,সত্যিই কি যাবে? আর করনীয় কি?এছাড়া ওর নামের ইংরেজিতে একটা অক্ষর বাদ গেছে,এটাও সংশোধন করতে চাচ্ছি

  7. আমার ছেলের জন্মতারিখ ভুল হয়েছে। টিকাকার্ড ছারা আর কোন প্রমানপত্র নেই। আমার কি করনীয় জানালে উপকৃত হবো।

  8. আমার আইডি কার্ড ও সার্টিফিকেট এর ২০০৩আছে
    কিন্তু জন্মনিবন্ধন এ ২০০০ দেওয়া।
    অনেক দিন ধরে সংসদন করবো করবো করে আর করা হয় নি।
    এখন করতে গেছি বলে হবে না।
    কি করা যায় এখন

      1. আমার মায়ের বয়স NID তে ০৯- ০৭- ১৯৭৮ কিন্তু জন্ম নিবন্ধনে ০৯-০৭-১৯৭৭ দেওয়া আমার মায়ের কোনো সার্টিফিকেট নেই এখন কি শুধু NID কার্ড দিয়ে জন্ম নিবন্ধনের বয়স ঠিক করা যাবে? আবার আমার মায়ের জন্ম নিবন্ধন নাম্বার ১৯৭৭ দিয়ে শুরু এখন এক্ষেত্রে কি করতে পারি? আমি NID কার্ডে অনুসারে জন্ম নিবন্ধন তারিখ পরিবর্তন করতে চাচ্ছি

  9. আমার ছেলের জন্ম সাল 2015.কিন্তু জন্ম সনদে 2016. পৌরসভায় অনেক বার গিয়েছি।অরা বলে 2913 পরে নাকি জন্ম সাল সংশুধন বন্ধ।এখন কি করনিও।টিকার কাড আছে।

  10. আমি ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম সেখানকার উদক্তা জানালেন বয়স সংশোধন করার র্সর্ভার বন্ধো হয়ে গেছে এখন কীভাবে কি করবো এখন এটা আমার খুবই প্রোয়জন।দয়া করে যদি একটা সুপরামস দিতেন উপকৃত হতাম?

  11. আমার ছেলের জন্ম নিবন্ধন আমার জন্মস্থানে করা হয়েছে যেখানে নাম,মায়ের নাম অ বয়স ভুল। তাছারা আমি কর্ম জীবনের কারনে আমার জন্মস্থানে থাকি না ।আমি আমার বর্তমান ঠিকানায় স্থায়ী হয়ে গেছি। এখন জন্ম নিবন্ধন যেখানে সেখানেই ভোটার আইডি করতে হয়। আমি চাচ্ছি আমার ছেলের জন্ম নিবন্ধন নতুন করে আমার বর্তমান ঠিকানায় করতে, যাতে সে ভোটার আইডি করতে কোন জামেলায় পরতে না হয়। আমার প্রশ্ন হচ্ছে আমি কি নতুন করে জন্ম নিবন্ধন করতে পারব কিনা? করতে পারলে আগের নিবন্ধনটি কি আটো বাটীল হোয়ে যাবে?

    1. আগের জন্ম নিবন্ধন বাতিল করে নতুন করে করার আবেদন করতে হবে। পারবেন। অটো বাতিল হয়না, আবেদন করি বাতিল করতে হবে।

  12. আমার জন্মসনদ হাতের লেখা এবং অনলাইন করা সেখানে বয়স ২০/১১/১৯৯৬ আর পাসপোর্টে ২০/১১/৯৩ আমি কি বয়স পাসপোর্টের সাথে সংশোধন করতে পারবো?

      1. আমার কোনো ডকুমেন্টস নেই,,,, যা দিয়ে আমার বয়স বাড়াতে পারবো,,,কিন্তু আমার যে জন্ম নিবন্ধন আছে। তাতে আমার বয়স অনেক কম,দেওয়া,, এখন যদি আমি, নতুন করে জন্ম নিবন্ধন করি। তাহলে কি করা যাবে না।

        1. নতুন আবেদন করতে পারবেন, তবে প্রমাণ লাগবে, সার্টিফিকেট বা ডাক্তারী পরীক্ষার সনদ। এজন্য ইউনিয়ন পরিষদে আগেরটা বাতিল করতেও হবে। তাই আগে কথা বলুন।

  13. আশা করি ভালো একটা সাজেশন পাবো,,,,,ভুলতো তারাই করে যারা সকল তথ্য নিয়ে বোকার মত লিখে,,,,,কিন্তু পরে সেই ভোগান্তি ভুগতে হয় জনগন কে,,,পিছনে ঘুরঘুরতে জীবন সেষ,,,আমার বয়সের ভুল,,,,আডমিট কাড এ ২০০৫,,,জম্ন নিবন্ধন এ ২০০৪,,,,,শুধু এটাই না,,,, আমার জন্ম নিবন্ধন এ আডমিট কাডে সাথে কোন কিছুর এ মিল নেই,,,,,,এখন কি ভাবে কি করবো,,,প্লিজ রিপল্পাই দিয়ে,,,,,ভুলতো তারাই করেছে,,,,,যারা স্বশিক্ষায় শিক্ষিত হয়েও মুরখের মত কাজ করেছে,,,,ভোগান্তি তে জনগন🙏

    1. জন্ম নিবন্ধনে বয়স সংশোধন বন্ধ করা হয়েছে। হয়তো সামনে আবার সুযোগ দিতে পারে, কিছুদিন অপেক্ষা করুন। যদি জন্ম নিবন্ধন সংশোধন করা না যায়, তখন স্কুলে রেজিস্ট্রেশনে বয়স সংশোধন করাতে হবে বোর্ড থেকে।

  14. আমার সন্তানের জন্ম নিবন্ধনে ভুল বসত জন্ম তারিখ ৩০/১২/২০১৬ এর স্থলে ০৫/০৫/২০১৭ করা হয় (ভুলটি ইউনিয়ন পরিষদ থেকেই করা হয়)। তারা অবশ্য বিষয়টা নিয়ে সেই সময় দুঃখ প্রকাশ করেছিলেন এবং যেহেতু বয়স কমে গেছে তাই পরিবার থেকে তখন তেমন কেউ কিছু ভাবে নাই (আমি চাকরির কারণে এলাকার অনেক দূরে অবস্থান করি)। কিন্তু এখন সন্তানের ভর্তিতে ব্যাপক সমস্যা হচ্ছে। তাই সন্তানের জন্ম নিবন্ধন সংশোধন করা অতি প্রয়োজনীয় হয়ে গেছে।

    এক্ষেত্রে উক্ত তারিখ মোতাবেক আমার সন্তানের জন্ম নিবন্ধন সংশোধন করা সম্ভব হবে কি…???
    যদি সংশোধন করা সম্ভব হয়, তাহলে সঠিক প্রক্রিয়াটি জানাবে প্লিজ।
    ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।