নতুন ও আধুনিক ফরম্যাটে আসছে জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন সনদ

জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন সনদের পুরাতন নমুনা পরিবর্তন হয়ে আসছে আধুনিক QR কোড যুক্ত নতুন সনদ। জানুন কি কি থাকছে নতুন জন্ম নিবন্ধন সনদে।

Advertisement
জন্ম নিবন্ধন সনদ নতুন ফরম্যাট
  • Save

বর্তমানে জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন সনদের টেমপ্লেট বা নমুনাটি দেয়া হয় ২০১৮ সালে। কিন্তু খুব শীঘ্রই ২৫ জুলাই থেকে এই নমুনা পরিবর্তন করে QR কোড সংযুক্ত নতুন ফরমেটে সনদ দেয়া হবে।

পুরাতন সনদের ক্ষেত্রে বাংলা ও ইংরেজি তথ্যের জন্য আলাদা আলাদা সনদ প্রিন্ট করার প্রয়োজন হত, যেটি নাগরিকদের জন্য একটু অসুবিধা ও বটে। তবে নতুন সার্টিফিকেটে নাগরিকের বাংলা ও ইংরেজি তথ্য উভয়ই থাকবে একই সনদে। এর ফলে আলাদা করে অতিরিক্ত একটি বাংলা বা ইংরেজি সনদের প্রয়োজন হবে না।

Advertisement

জালিয়াতি রোধের জন্য নতুন সনদে ব্যবহার করো হবে QR Code এবং Bar Code। QR কোডটি স্ক্যান করেই সার্টিফিকেটটি অনলাইনে যাচাই (Verification) করা যাবে। এর ফলে জাল ও ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে ব্যবহার রোধ হবে।

নতুন জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের বৈশিষ্ঠ্য

আসুন জেনে নিই নতুন জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধনে কি কি বৈশিষ্ঠ্য থাকছে:

  • সনদের শীর্ষদেশে বাংলাদেশ সরকারের লোগো এবং মাঝখানে জলছাপে এ অফিসের লোগো;
  • আগের সনদের তথ্য অপরিবর্তিত রেখে উপরের কোনায় QR Code এবং ডান কোনায় Bar Code যুক্ত করা হয়েছে;
  • QR Code এ জন্ম নিবন্ধন যাচাই করার লিংক এবং Bar Code এ জন্ম বা মৃত্যু নিবন্ধন নম্বর;
  • একই সনদে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই ব্যক্তির তথ্য থাকবে। তবে সনদের মুল কাঠামোটি ইংরেজিতেই থাকবে।

কখন থেকে নতুন ফরমেটে জন্ম নিবন্ধন সনদ দেয়া হবে

গত ১৮ জুলাই তারিখে প্রকাশিত, জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেলের কার্যালয়ের একটি নোটিশে জানানো হয় আগামী ২৫ জুলাই ২০২৩ সাল থেকে সকল জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয় থেকে নতুন ফরমেটে জন্ম নিবন্ধন দেয়া হবে।

Advertisement

নতুন জন্ম নিবন্ধন সনদের নমুনা

জন্ম নিবন্ধন সনদ নতুন ফরম্যাট
  • Save
জন্ম নিবন্ধন সনদ নতুন ফরম্যাট

নতুন মৃত্যু নিবন্ধন সনদের নমুনা

মৃত্যু নিবন্ধন সনদ নতুন ফরম্যাট
  • Save
মৃত্যু নিবন্ধন সনদ নতুন ফরম্যাট
  • Save
Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।