স্মার্ট কার্ড বিতরণ ২০২৪: স্লিপ ও আইডি কার্ড হারালেও স্মার্ট কার্ড পাবেন

স্মার্ট এনআইডি কার্ড গ্রহণের সময় পুরাতন লেমিনেটেড আইডি কার্ড দেখাতে না পারলে আর সরকারি ফি দিতে হবে না। তবে ফটোকপি অথবা জিডি কপি দেখাতে হবে, জানুন বিস্তারিত।

Advertisement
স্লিপ ও লেমিনেটেড আইডি কার্ড হারালেও ফি ছাড়া স্মার্ট কার্ড বিতরণ
  • Save

আগে NID Smart Card গ্রহণ করার সময় পুরাতন লেমিনেটেড আইডি কার্ড ফেরত দেখানোর প্রয়োজন হত। কোন ব্যক্তি পেপার লেমিনেডেট কার্ড দেখাতে না পারলে সরকারি ফি প্রদান করে স্মার্ট কার্ড গ্রহণ করতে হত।

কিন্তু এখন পুরাতন আইডি কার্ড দেখাতে না পারলে জিডি কপি জমা দিয়ে ফি প্রদান ছাড়াই স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।

Advertisement

এই সম্পর্কে একটি বিস্তারিত নিদের্শনা দিয়ে গত ৮ অক্টোবর ২০২৩ তারিখে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপন অনুসারে পুরাতন ও নতুন ভোটারদের কিভাবে স্মার্ট কার্ড বিতরণ করা হবে তার নির্দেশনা দেয়া হয়।

পুরাতন ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ

পুরাতন ভোটারদের স্মার্ট কার্ড বিতরণের সময় পেপার লেমিনেটেড কার্ড পাঞ্চ করে ফেরত প্রদান করতে হবে। এছাড়া ১০ আংগুলের ছাপ ও ছোখের আইরিশ গ্রহণ করে স্মার্ট কার্ড প্রদান করতে হবে।

যাদের লেমিনেটেড আইডি কার্ড হারিয়ে গেছে, তারা শুধুমাত্র আইডি কার্ডের ফটোকপি দেখিয়ে স্মার্ট কার্ড নিতে পারবেন। ফটোকপি না থাকলেও, ১৭ ডিজিটের এনআইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে আপনার পরিচয় নিশ্চিত করে Smart Card পাওয়া যাবে।

Advertisement

তবে সরকারি নোটিশ অনুযায়ী, পুরাতন আইডি কার্ডের ফটোকপি না থাকলেও থানায় জিডি করে, জিডি আবেদনের ফটো কপি জমা দিয়ে Smart NID Card বিতরণের কথা বলা হয়েছে। এক্ষেত্রে কোন ফি পরিশোধ করতে হবে না।

স্মার্ট কার্ড কিভাবে পাবো
  • Save

নতুন ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ

নতুন নিবন্ধিত ভোটারের ক্ষেত্রে ভোটার নিবন্ধন স্লিপ হারিয়ে গেলেও ভোটারের পরিচয় নিশ্চিত হয়ে স্মার্ট কার্ড বিতরণ করা যাবে।

এক্ষেত্রে যাদের পূর্বে ১০ আঙ্গুলের ছাপ ও ছোখের আইরিশের স্ক্যান করা হয়নি, তাদের আইরিশ ও দশ আঙ্গুলের ছাপ নিয়ে কোন প্রকার ফি ছাড়াই স্মার্ট কার্ড প্রদান করা হবে।

আপনার স্মার্ট কার্ড প্রিন্ট হয়েছে কিনা অনলাইন থেকেই স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে নিতে পারেন। জানতে পারবেন কখন স্মার্ট কার্ড পাবেন।

Advertisement
Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।