পাসপোর্ট আবেদন, পাসপোর্ট চেক, রিনিউ ও তথ্য সংশোধন সংক্রান্ত তথ্য ও পরামর্শ
এক নজরে সম্পূর্ণ লেখা
ই পাসপোর্ট কি
অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ই-পাসপোর্ট একটি বায়োমেট্রিক পাসপোর্ট যার একটি ইলেকট্রনিক চিপ রয়েছে। চিপটিতে সমস্ত বায়োমেট্রিক তথ্য রয়েছে, যা পাসপোর্টধারীর প্রমাণীকরণে ব্যবহৃত হবে।
এটি চিপস এবং অ্যান্টেনা সহ একটি মাইক্রোপ্রসেসর ব্যবহার করে। গুরুত্বপূর্ণ পাসপোর্ট তথ্য চিপে সংরক্ষিত আছে। ই-পাসপোর্টে নেওয়া বায়োমেট্রিক তথ্য হল ছবি, আঙুলের ছাপ এবং ছোখের আইরিশের ছবি। ইলেকট্রনিক বর্ডার কন্ট্রোল সিস্টেম (ই-বর্ডার) বাইরের বৈধতার সাথে পাসপোর্ট চিপের বায়োমেট্রিক তথ্যের তুলনা করে।
Global Passport Index অনুসারে বাংলাদেশ ই পাসপোর্ট র্যাংকিং ৮৯। Passport Rank এর উপর ভিত্তি করে, বাংলাদেশ ই পাসপোর্টধারীরা ৪৬টি দেশে বিনা ভিসায় বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন।
ই পাসপোর্ট কোন কোন জেলায় চালু হয়েছে
বর্তমানে সমগ্র বাংলাদেশেই ই পাসপোর্ট কার্যক্রম চালু আছে। তারপরও অনলাইনে আবেদনের পূর্বে জেনে নিন ই পাসপোর্ট কোন কোন জেলায় চালু হয়েছে।
ই পাসপোর্ট করতে কত টাকা লাগবে
পাসপোর্টের ধরণ যেমন, পৃষ্ঠা সংখ্যা, মেয়াদ, ও ডেলিভারীর ধরণের উপর ভিত্তি করে ফি ভিন্ন হয়ে থাকে।
পাসপোট ৪৮ পাতা ও ৬৪ পাতার হয়ে থাকে। আর মেয়াদের ক্ষেত্রে ৫ বছর ও ১০ বছর মেয়াদী হয়। ডেলিভারীর ক্ষেত্রে ৩ ধরনের ডেলিভারী সুবিধা রয়েছে যেমন,
- Regular -সাধারণ
- Express – জরুরী
- Super Express – অতি জরুরী
ই পাসপোর্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
বিভিন্ন পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার | পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার |
আবেদন | ই পাসপোর্ট করার নিয়ম ও পাসপোর্ট আবেদন ফরম |
অনলাইন আবেদন বাতিল | পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম |
ফি পরিশোধ | ই পাসপোর্ট ফি কত ২০২২ ই পাসপোর্ট ফি পরিশোধ করার নিয়ম |
পাসপোর্ট চেক | ই পাসপোর্ট চেক |
রিনিউ | ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম |
পাসপোর্ট হারিয়ে গেলে | পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় |
পাসপোর্ট সংক্রান্ত অন্যান্য তথ্যের লিংক
পাসপোর্ট আবেদন ফরম সংক্রান্ত তথ্য
- ই পাসপোর্ট অনলাইন আবেদন
- সরকারি চাকরিজীবিদের ই পাসপোর্ট করার নিয়ম
- বাচ্চাদের পাসপোর্ট করার নিয়ম
- পাসপোর্ট হারিয়ে গেলে জিডি করার নিয়ম
ই পাসপোর্ট ফি জমা
- ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম
- ই পাসপোর্ট ফি কত
- আমেরিকা থেকে ই পাসপোর্ট ফি জমা
- সংযুক্ত আরব আমিরাত থেকে ই পাসপোর্ট ফি জমা
পাসপোর্ট হয়েছে কিনা | ই পাসপোর্ট চেক করার নিয়ম
পাসপোর্ট এনরোলমেন্টের পর পাসপোর্টের বর্তমান অবস্থা কি, পাসপোর্ট হয়েছে কিনা এসব অনলাইন থেকেই চেক করতে পারবেন।
সকল আপডেট তথ্যের জন্য Eservicesbd Facebook Page