ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড | NID Card Download

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে চান? দেখুন কিভাবে অনলাইন থেকে নিজেই নিজের জাতীয় পরিচয় পত্র ডাউনলোড বা NID Card Download করবেন।

Advertisement
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
  • Save

অনলাইন থেকে খুব সহজেই আপনার Mobile বা Computer থেকে আপনার নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড বা NID Card Download করতে পারবেন। হারিয়ে গেলে পুনরায় Download বা রিইস্যুর জন্য আবেদন করতে পারবেন।

শুধুমাত্র আপনার ভোটার স্লিপ নম্বর/এনআইডি নম্বর ও মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন। আগে জেনে নিই এই জন্য কী কী প্রয়োজন হবে।

Advertisement

আপনাদের জাতীয় পরিচয় পত্র নিয়ে যে কোন সমস্যা নিয়ে প্রশ্নের উত্তর পাবেন NIDBD ওয়েবসাইটে। নতুন ভোটার হওয়া থেকে শুরু করে সকল তথ্য পাবেন এই ওয়েবসাইটে।

ভোটার আইডি কার্ড ডাউনলোড

ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে ভিজিট করুন services.nidw.gov.bd ওয়েবসাইট। এরপর NID নম্বর, জন্ম তারিখ ও ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করুন। তারপর, মোবাইল নম্বর ও ফেইস ভেরিফিকেশন শেষে একাউন্টে লগইন করুন। সবশেষে ডানপাশ থেকে ডাউনলোড লিংকে ক্লিক করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন।

বাংলাদেশ নির্বাচন কমিশন স্মার্ট কার্ড চেক বা নতুন NID Card Downlod করা খুব কঠিন কোন কাজ নয়। কিভাবে অনলাইন থেকে নিজেই ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন তার প্রক্রিয়া ধাপে ধাপে দেখানো হলো।

Advertisement

যারা পুরাতন ভোটার তারা সরাসরি অনলাইন থেকে NID Card Download করতে পারবেন না। পুরাতন ভোটার আইডি কার্ড বের করার জন্য ফি পরিশোধ করে রিইস্যুর আবেদন করতে হবে।

ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে যা লাগবে

নিজের ভোটার আইডি কার্ড দেখার জন্য বা ডাউনলোড করার জন্য আপনার যা যা দরকার হবে,

  • ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর
  • জন্ম তারিখ
  • বর্তমান ও স্থায়ী ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা)
  • একটি স্মার্টফোন বা ল্যাপটপ বা কম্পিউটার
  • সচল মোবাইল নম্বর (ওটিপি ভেরিফিকেশনের জন্য)
  • অন্য একটি এন্ড্রয়েড স্মার্ট ফোন (ফেইস ভেরিফিকেশনের জন্য)

১. NID Wallet মোবাইল এ্যাপ ডাউনলোড করুন

ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে ফেইস ভেরিফিকেশনের জন্য (Face Verification) নির্বাচন কমিশনের মোবাইল এ্যাপ NID Wallet অপর মোবাইলে ইন্সটল করতে হবে। Google Play Store এ যান এবং সার্চ করুন NID Wallet লিখে। তারপর এপটি ইনস্টল করুন।

২. Services.nidw.gov.bd সাইটে রেজিস্ট্রেশন করুন

জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে আপনাকে Account Register বা Sign up করতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করুন। NID Account এই লিংকে যান। নিচের মত একটি পেইজ আসবে। রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন।

Advertisement
ভোটার আইডি কার্ড ডাউনলোড
  • Save
Advertisement

৩. জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিন

ভোটার স্লিপ নম্বর, জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে NID Website এ রেজিস্ট্রেশন করতে হবে।

এখানে আপনার জাতীয় পরিচয় পত্র / ভোটার আইডি কার্ড / স্মার্ট কার্ড নম্বর লিখুন। যদি নতুন ভোটার হয়ে থাকেন, ভোটার আবেদনের ফরম নম্বরটি লিখুন। ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করা যাবে।

তারপর আপনার জন্মতারিখ ও ছবিতে দেখানো Code টি Type করে সাবমিট বাটনে ক্লিক করুন।

এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন
  • Save

৪. স্থায়ী ও বর্তমান ঠিকানা সিলেক্ট করুন

এবার নিচের মত একটি পেইজে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানার বিভাগ, জেলা ও উপজেলা বাছাই করতে বলা হবে। আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা) বাছাই করুন।

Advertisement
NID Card Download
  • Save

৫. মোবাইল ভেরিফিকেশন করুন

উপরের সব তথ্য সঠিক থাকলে আপনার Mobile Number দেখানো হবে। অথবা আপনি নতুন একটি সচল মোবাইল নম্বর দিয়ে আপনার Account Verify করতে হবে।

এই নম্বরের একটি Verification OTP পাঠানো হবে। এখানে আপনার মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখুন এবং বার্তা পাঠান বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি Verification Code পাঠানো হবে। কোডটি উপরের ছবিতে দেখানো ঘরে লিখুন এবং বহাল বাটনে ক্লিক করুন।

ভোটার আইডি কার্ড ডাউনলোড
  • Save

৬. ফেইস ভেরিফিকেশন কোড স্ক্যান করুন

এবার আপনার Face Verification এর জন্য একটি QR কোড দেখানো হবে। NID Wallet অ্যাপ দিয়ে QR Code টি স্ক্যান করে আপনার Face Verification করতে হবে।

NID Wallet ফেইস ভেরিফিকেশন
  • Save

৭. আপনার Face Verification করুন

NID Wallet QR Code স্ক্যান করার পর আপনার Face Verification করার অপশন আসবে। এখানে দেখানো হবে কিভাবে প্রথমে আপনার সোজাসুজি ছবি তুলবেন, তারপর চোখ ক্যামেরার দিকে রেখে মাথা একটু বামে ও ডানে ঘুরাবেন। ফেইস স্ক্যান চালু করার জন্য Start Face Scan বাটনে ক্লিক করুন।

ক্যামেরা মুখ বরাবর ধরুন। এরপর চোখের পলক ফেলুন, ক্যামেরায় দিকে চোখ রেখে মাথা একটু ডানে ও বামে ঘোরান। নিচের ৩টি Face Icon এর উপর সবুজ টিক আসলে ভেরিফিকেশন সম্পন্ন হবে।

ভোটার আইডি কার্ড ডাউনলোডের জন্য ফেইস ভেরিফিকেশন
  • Save
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড: ফেইস ভেরিফিকেশন

৮. পাসওয়ার্ড সেট করুন

Face Verification সম্পন্ন হলে একটি Password সেট করতে বলা হবে । ভবিষ্যতে ফেইস ভেরিফিকেশনের ঝামেলা ছাড়া একাউন্টে লগ ইন করতে পাসওয়ার্ড সেট করার জন্য আমার পরামর্শ থাকবে। ভবিষ্যতে পুনরায় এনআইডি কার্ড ডাউনলোড ও সংশোধন করতে আপনার অনেক সুবিধা হবে।

জাতীয় পরিচয়পত্র পাসওয়ার্ড সেট
  • Save

পাসওয়ার্ড সেট করার সাথে সাথে আপনার NID Website এ লগ ইন হয়ে যাবে। আপনি আপনার ছবি ও Profile দেখতে পাবেন।

৯. ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করুন

NID Wallet দিয়ে Face ভেরিফিকেশন সম্পন্ন করে NID একাউন্টে লগইন করার পর আপনার জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। NID কার্ড ডাউনলোড করার জন্য ডান পাশে ডাউনলোড লিংকে ক্লিক করুন।

আইডি কার্ড ডাউনলোড
  • Save

মনে রাখবেন যারা পুরাতন ভোটার তারা অনলাইন থেকে এন আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না। এখানে দেখুন পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড লিংকhttps://services.nidw.gov.bd/

আরও পড়তে পারেন- ভোটার আইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন ফরম

ভোটার আইডি কার্ড ডাউনলোড
  • Save
ভোটার আইডি কার্ড ডাউনলোড

মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করার নিয়ম

শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করার কোন সুযোগ নেই। তবে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ জানা থাকলেই এনআইডি সেবার ওয়েবসাইট থেকে মোবাইল নাম্বার দিয়ে Registration করে জাতীয় পরিচয় পত্র বের করতে পারবেন।

যদি আপনি জানতে চান যে কারো মোবাইল নাম্বার দিয়ে কিভাবে কোন ব্যক্তির নাম ঠিকানা বের করা যায়, আমি বলব এটি সাধারণ জনসাধারণের জন্য অসম্ভব। কারণ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার কারণেই এ ধরণের কোন সুযোগ নেই।

তবে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিয়ে আপনি কারো তথ্যের সত্যতা যাচাই করতে পারেন এখানে – অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড সংক্রান্ত প্রশ্নসমূহ

অনলাইনে ভোটার আইডি কার্ডের তথ্য দেখার জন্য services.nidw.gov.bd সাইটে NID বা Voter Slip নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ফেইস ভেরিফিকেশনের পর একাউন্টে লগইন করে ভোটার আইডি কার্ড দেখা যাবে।

যদি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর বা ভোটার নিবন্ধন স্লিপ নম্বর থাকে, আপনি আপনার জাতীয় পরিচয়পত্র দেখতে পারেন বা ডাউনলোড করতে পারেন।

আপনার ভোটার নিবন্ধন ফরম স্লিপ হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করে সঠিক ভোটার আইডি নাম্বার দিয়ে হারানো কার্ডের জন্য আবেদন পত্র আপনার উপজেলার নির্বাচন অফিসে জমা দিতে হবে।

নতুন জাতীয় পরিচয় পত্র পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচন অফিসে জমা দেওয়ার পর, যাচাই বাছাই করে আপনার বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে। আবেদন অনুমোদনের পর আপনার মোবাইলে এসএমএস পাবেন এবং আপনি অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন।

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে প্রথমে নিকটস্থ থানায় GD করতে হবে। এরপর জিডি কপি Upload করে অনলাইনে রিইস্যুর আবেদন করতে হয়। আবেদন অনুমোদনের পর অনলাইন থেকে প্রিন্ট করার জন্য জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন।

যারা ২০১৯ সালে ভোটার নিবন্ধন করেছিলেন, তাদের ইতোমধ্যে স্মার্ট কার্ড দেয়া হয়েছে। আর যারা এখনো স্মার্ট জাতীয় পরিচয়পত্র পান নি, তারা জাতীয় পরিচয়পত্র অনলাইন কপি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের ধরণ অনুযায়ী সংশ্লিষ্ট তথ্যের প্রমাণস্বরুপ প্রয়োজনীয় কাগজ পত্র প্রয়োজন হবে। যেমন, এসএসসি সনদ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন, পিতা-মাতার আইডি কার্ড ইত্যাদি। পড়ুন- জাতীয় পরিচয়পত্র সংশোধন

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আরো তথ্য

হোমপেইজে যানEservicesbd
জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল তথ্যজাতীয় পরিচয় পত্র
ভোটার নিবন্ধননতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম
এনআইডি ডাউনলোডফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড
তথ্য যাচাইফেইস ভেরিফিকেশন ছাড়া জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই
রিইস্যুহারানো জাতীয় পরিচয়পত্র ডাউনলোড
সংশোধনজাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম
Advertisement

Similar Posts

33 Comments

      1. আমি ২০১৫ সালে ভোট তুলছিলাম এখন পযন্ত আমার আইডি কার্ড পায়নি। নিবাচন অফিসে গেলে তারা সাচ দিয়ে বলে এখন ও তৈরি হয়নি।।এখন আমি জানতে চায় আমার আইডি কার্ড কি হইছে বা কবে পাবো।

  1. এখন এইটা শো করতেছে যখন ডাউনলোড অপশনে
    ক্লিক করি।।কিন্তু পিডিএফ ডাউনলোড হচ্ছ্বে না
    ডাউনলোড এনআইডি
    নির্দেশাবলী:

    ১. নতুন নিবন্ধিত ভোটার যাদের জাতীয় পরিচয়পত্র এখনও মুদ্রিত হয়নি, তারা বিনা ব্যয়ে জাতীয় পরিচয়পত্র অনুলিপি ডাউনলোড করতে পারবেন।

    ২. যারা এর আগে জাতীয় পরিচয়পত্র পেয়েছিলেন তাদের পুনরায় জাতীয় পরিচয়পত্র অনুলিপি ডাউনলোড করার জন্য হারিয়ে যাওয়া বা ক্ষতির জন্য ফি দিয়ে আবেদন করতে হবে।ি
    ৩. যারা সংশোধনের জন্য আবেদন করেছেন তারা সংশোধিত জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন সংশোধন হওয়ার পরে।

  2. যাদের জাতীয় পরিচয়পত্র প্রিন্ট করা হয়েছে, ডেলিভারী দেওয়া হয়েছে, বা নির্বাচন অফিসে ডেলিভারীর জন্য পাঠানো হয়েছে, তাদের আইডি কার্ড ডাউনলোড করা যাবেনা। আপনি নির্বাচন অফিসে কার্ড সংগ্রহ করার জন্য যোগাযোগ করুন। যদি সেখানে না পান, কার্ড হারিয়ে গেছে এই মর্মে একটি জিডি করে, জাতীয় পরিচয়পত্র রিইস্যুর জন্য আবেদন করুন।

  3. আমি ২০১৫ সালে ভোট তুলছিলাম এখন পযন্ত আমার আইডি কার্ড পায়নি। নিবাচন অফিসে গেলে তারা সাচ দিয়ে বলে এখন ও তৈরি হয়নি।।এখন আমি জানতে চায় আমার আইডি কার্ড কি হইছে বা কবে পাবো।

  4. আসসালামু আলাইকুম ভাই
    আমি গত কয়েক বসর হচ্ছে যে আমি স্থান পরিবর্তন করেছি যে স্থান পরিবর্তনের পর যে এনআইডি কার্ড পাওয়া যাবে কি ভাবে প্লিজ যানাবেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।