অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার নিয়ম

প্রয়োজনীয় প্রমান বা ডকুমেন্ট আপলোড করে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ভিডিওসহ দেখানো হল

Advertisement
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন
  • Save

আপনার জন্ম নিবন্ধনে ভুল রয়েছে? কোন ব্যাপার না। জন্ম নিবন্ধনে কোন ভুল থাকলে অনলাইনেই তা সংশোধনের আবেদন করতে পারবেন।

জন্ম নিবন্ধন তথ্য সংশোধন ২০২৪ সালের আপডেট সব তথ্য, কিভাবে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করা যায়, কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করা যায় তা নিয়ে আজকের আলোচনা। আশা করি আপনার উপকারে আসবে।

Advertisement

আপডেট: জন্ম নিবন্ধন সংশোধন কার্যক্রম চালু হয়েছে (নিচে বিস্তারিত দেখুন)

আসুন প্রথমে জেনে নিই, জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি কাগজপত্র লাগবে।

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য প্রথমে ভিজিট করুন bdris.gov.bd/br/correction এই লিংকে। এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে সার্চ করুন এবং নিবন্ধন কার্যালয় বাছাই করুন। যে তথ্য সংশোধন করতে চান, তা সিলেক্ট করে সঠিক তথ্য লিখুন। সবশেষে প্রমাণ আপলোড করে আবেদন সাবমিট করুন এবং প্রিন্ট কপি ইউনিয়ন পরিষদ/পৌরসভা/কাউন্সিলর অফিসে জমা দিন।

Advertisement

আপনার জন্ম নিবন্ধন সংশোধন আবেদনটি অনুমোদন হলে, সংশোধিত Birth Certificate সংগ্রহ করতে হবে।

আরও দেখুন:

আসুন প্রথমে জেনে নিই, জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি কাগজপত্র লাগবে।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে

জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য জাতীয় পরিচয় পত্র, একাডেমিক সার্টিফিকেট, হাসপাতালের সনদ, ও কাউন্সিলর বা চেয়ারম্যানের প্রতয়নপত্র লাগে। এছাড়া জন্ম নিবন্ধনে ঠিকানা সংশোধন করতে খাজনা বা হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদ, অথবা ইউটিলিটি বিলের কপি প্রয়োজন হয়।

Advertisement

জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন করতে কি কি কাগজ লাগে তা নিচে ছকে দেখানো হলো। সংশোধনের ধরণ এবং বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন কাগজপত্রের প্রয়োজন হতে পারে।

জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের ক্ষেত্রে নিম্মোক্ত ডকুমেন্টের যেকোন ১টি প্রয়োজন হতে পারে।

নাম ও পিতা-মাতার নামজাতীয় পরিচয় পত্র
শিক্ষাগত যোগ্যতার সনদ
পাসপোর্টের কপি
পিতা-মাতার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র
টিকা কার্ড/ হাসপাতালের সনদ
বয়স বা জন্ম তারিখসরকারি নির্দেশে জন্ম সাল সংশোধন করা যাবে না। শুধুমাত্র দিন ও মাস সংশোধন করা যাবে।
স্থায়ী ঠিকানা পরিবর্তনকাউন্সিলর বা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র
স্থায়ী ঠিকানার হালনাগাদ কর পরিশোধের রসিদ
বর্তমান ঠিকানা পরিবর্তনবিদ্যুৎ/ ইউটিলিটি বিলের কপি

অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন প্রক্রিয়া

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করার পূর্বে জন্ম নিবন্ধন যাচাই করে নিন যে এটি অনলাইন কিনা। জন্ম নিবন্ধন অনলাইনে থাকলেই সংশোধনের আবেদন করতে পারবেন। সংশোধনের আবেদন প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হলো।

ধাপ ১: জন্ম নিবন্ধন ওয়েবসাইটে ভিজিট করুন

প্রথমে https://bdris.gov.bd/br/correction এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখানে নিচের মত একটি পেইজ আসবে। মেন্যু থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন মেন্যুতে ক্লিক করুন।

Advertisement
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন
  • Save

ধাপ ২: জন্ম নিবন্ধন তথ্য বের করুন

বক্সে আপনার ১৭ ডিজিটের নিবন্ধন নম্বর লিখুন ও জন্ম তারিখ সিলেক্ট করুন। তারপর অনুসন্ধান বাটনে ক্লিক করে আপনার নিবন্ধন তথ্য খুঁজে নিন।

যদি আপনার নিবন্ধন নম্বরটি ১৭ ডিজিটের না হয়। আপনি যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনে জন্ম নিবন্ধন করেছেন, সেখানে যোগাযোগ করে সঠিক নম্বরটি জেনে নিন। অথবা, নিজেও আপনার ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ১৭ ডিজিটে রুপান্তর করতে পারবেন।

এজন্য একটি কৌশল ব্যবহার করতে হবে। অনুসন্ধান বা Search বাটনে ক্লিক করার পর নিচের মত আপনার নিবন্ধন এন্ট্রিটি দেখতে পাবেন। এখানে নির্বাচন করুন বাটনে ক্লিক করুন এবং কনফার্ম করুন।

জন্ম নিবন্ধন সংশোধন
  • Save

ধাপ ৩: নিবন্ধন কার্যালয় বাছাই করুন

এ ধাপে আপনি নিবন্ধন কার্যালয় বাছাই করতে হবে (আপনি যে ইউনিয়ন বা পৌরসভায় জন্ম নিবন্ধন করেছিলেন)। এখানে, আপনার দেশ, বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন বা উপজেলা সিলেক্ট করে আপনি যে পৌরসভা বা ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করেছিলেন তা বাছাই করুন।

জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন
  • Save

ধাপ ৪- সংশোধনের তথ্য বাছাই করুন

এ ধাপে আপনি যে তথ্যসমূহ সংশোধন করতে চান তা ফরমে সংযোজন করে আপনার চাহিত শুদ্ধ তথ্যটি লিখুন। নিচের ছবিতে দেখুন কিভাবে সংশোধন করার জন্য তথ্য যুক্ত করবেন।

মনে করুন আপনি বাংলা নাম সংশোধন করতে চান, তাহলে বিষয় এর পাশে ড্রপডাউন থেকে নাম বাংলায় সিলেক্ট করুন। এভাবে আপনি যেই যেই তথ্য সংশোধন করতে চান, তা এখানে ক্লিক করে সংযোজন করুন।

জন্ম নিবন্ধন সংশোধন
  • Save
জন্ম নিবন্ধন তথ্য সংশোধন

ধাপ ৫- সংশোধিত তথ্য ও সংশোধনের কারণ দিন

নিচের ছবিতে দেখুন আমি ৩টি তথ্য এখানে সংশোধনের জন্য আবেদন করছি। আবেদনের কারণ হিসেবে ”ভুলভাবে লিপিবদ্ধ হয়েছে” এটি সিলেক্ট করুন। জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে ক্যালেন্ডার থেকে আপনার জন্মসাল, মাস ও তারিখ সিলেক্ট করতে হবে।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন
  • Save
জন্ম নিবন্ধন তথ্য সংশোধন

ধাপ ৬- ঠিকানা লিখুন

এরপর একটু নিচে স্ক্রল করুন। এখানে আপনার জন্মস্থান, স্থায়ী ও বর্তমান ঠিকানার জেলা-উপজেলা সিলেক্ট করুন। তারপর ঠিকানা বর্তমান জন্ম নিবন্ধনে যেভাবে আছে ঠিক সেভাবে লিখুন। নিচের ছবিতে দেখুন কি কি তথ্য আপনাকে পূরণ করতে হবে।

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন
  • Save
জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন

ধাপ ৭- প্রমাণপত্র আপলোড ও আবেদন জমা দিন

জন্ম নিবন্ধন সনদ সংশোধন ফরম পূরণ শেষে যিনি আবেদন করছেন তার যোগাযোগ নম্বর দিতে হবে। যদি আপনি নিজের নিবন্ধন সংশোধন করেন, নিজ সিলেক্ট করুন। অথবা, আপনার সন্তানের বার্থ সার্টিফিকেট সংশোধন করলে পিতা/মাতা সিলেক্ট করুন।

আপন বাবা মা না হয়ে আইনগত অভিভাবক হলে অভিভাবক সিলেক্ট করুন। তবে নিজ/ পিতা বা মাতা ছাড়া অন্য কেউ যেমন, অভিভাবক, নানা-নানী, দাদা-দাদি আবেদন করলে তাদের জন্ম নিবন্ধন নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। নিচের ছবিতে বিস্তারিত দেখুন।

জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন
  • Save

এরপর সবুজ সংযোজন বাটনে ক্লিক করে, প্রয়োজনীয় প্রমাণপত্রের স্ক্যানড কপি আপলোড করবেন। আপনার মোবাইলে তোলা ছবি ও দিতে পারবেন। তবে অবশ্যই ছবি যে সোজাসুজি হয়। কোন পাশ বড় ছোট, আশে পাশে অন্ধকার যেন না হয়।

তারপর পেমেন্ট অপশনে ফি আদায় সিলেক্ট করলে ইউনিয়ন পরিষদে নগদে ফি পরিশোধ করতে হবে। আপনি চাইলে অনলাইনে এ চালানের মাধ্যমে জন্ম নিবন্ধন সংশোধন ফি জমা দিতে পারেন।

নিজে চালানের মাধ্যমে জমা দিলে, চালান এর মাধ্যমে সিলেক্ট করুন। তারপর সবকিছু ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদনটি জমা দিন।

ধাপ ৮: জন্ম নিবন্ধন সংশোধন আবেদন পত্র প্রিন্ট

আবেদন জমার পর, আপনি আবেদনের একটি অ্যাপ্লিকেশন আইডি বা রেফারেন্স নম্বর পাবেন। অবশ্যই এটি সংগ্রহ করে আবেদনপত্রের প্রিন্ট কপিতে লিখে দিন। আবেদন পত্রটি প্রিন্ট করে নিন। এবং সংশ্লিষ্ট নিবন্ধকের অফিসে- ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশন অফিসে জমা দিন।

আপনার নিজস্ব প্রিন্টার না থাকলে, আবেদনের Application ID দিয়ে স্থানীয় কোন কম্পিউটার সেবার প্রতিষ্ঠান থেকে এটি প্রিন্ট করে নিতে পারেন।

জন্ম নিবন্ধন সংশোধন ফরম ডাউনলোড

জন্ম নিবন্ধন সংশোধন ফরম ডাউনলোড করার জন্য প্রথমে অনলাইনে তথ্য সংশোধনের আবেদন করতে হবে। আবেদন সাবমিট দেয়ার পরই Application ID পাবেন। Print অপশন থেকে Save As PDF দিয়ে সংশোধন ফরমটি ডাউনলোড করতে পারবেন।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে

বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন, পুনঃমুদ্রণের জন্য ফি নির্ধারণ করেছে। জন্ম নিবন্ধন সংশোধন করতে ২০০-৩০০ টাকা লাগে। সরকারি ফি ৫০ টাকা এবং জন্ম তারিখ সংশোধনের জন্য ১০০ টাকা। তবে আপনাকে কিছু বাড়তি টাকা খরচ করতে হবে।

সরকারি ফি অনুসারে জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে কত টাকা লাগে তা বিস্তারিত নিচে দেয়া হল।

সংশোধনের ধরণদেশেবিদেশে
তথ্য সংশোধনের জন্য ফি১০০ টাকা ২ ডলার
জন্ম তারিখ ব্যতীত নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি ও অন্যান্য তথ্য সংশোধনের জন্য৫০ টাকা১ ডলার
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহবিনা ফিসেবিনা ফিসে
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ ৫০ টাকা১ ডলার

এখানে একটি বিষয় বলে রাখা দরকার যে, আপনারা অবশ্যই বাংলাদেশের বিভিন্ন অফিসের নিয়ম সম্পর্কে অবগত আছেন। আরও দেখুন জন্ম নিবন্ধন ফি প্রদানের নিয়ম

জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম

জন্ম নিবন্ধনে বয়স সংশোধন কার্যক্রম বন্ধ করা হয়েছে। উপযুক্ত প্রমাণ সাবমিট করে শুধুমাত্র দিন ও মাস সংশোধনের আবেদন করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও শিক্ষা সনেদের ভিত্তিতে মূল জন্ম তারিখ ও বয়স পরিবর্তন অনুমোদনযোগ্য নয়।

জন্ম নিবন্ধন সনদে জন্ম তারিখ সংশোধন সংক্রান্ত আরও তথ্য:

জন্ম নিবন্ধন নাম সংশোধন করার নিয়ম

জন্ম নিবন্ধনে নাম সংশোধনের জন্য একইভাবে অনলাইনে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে উপযুক্ত প্রমাণ সাবমিট করলেই ১৫ কার্যদিবসের মধ্যেই আবেদন অনুমোদন হয়ে যায়।

জন্ম নিবন্ধনে নিজের নাম সংশোধন করার জন্য বয়স ও ক্ষেত্রেভেদে ভিন্ন ভিন্ন ডকুমেন্টের প্রয়োজন হয়। নাম সংশোধনের জন্য, টিকার কার্ড, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা টিআইএন সার্টিফিকেট প্রমাণপত্র হিসেবে সাবমিট করার প্রয়োজন হয়।

জন্ম নিবন্ধনে ইংরেজি তথ্য সংযোজন

পূর্বের জন্ম নিবন্ধনগুলোতে আমাদের ইংরেজি তথ্য অন্তর্ভুক্ত ছিলনা। পরবর্তীতে অনলাইন ডাটাবেইজ করার পর ইংরেজি তথ্য সংযোজন করার সুযোগ রাখা হয়। জন্ম নিবন্ধনে ইংরেজি তথ্য যুক্ত বা সংশোধনের জন্য দেখুন জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম

আপনারা যারা এখনো জন্ম নিবন্ধনে ইংরেজি তথ্য সংযোজন করেননি, অনলাইনে আবেদন করে নিজেই ইংরেজি তথ্য যোগ করে নিতে পারেন।

যে কোন ধরণের তথ্যের পরিবর্তন, সংযোজন ও বিয়োজনকে সংশোধন হিসেবে গণ করা হয়, তাই অনলাইনে একটি তথ্য সংশোধনের আবেদন করে এ কাজটি করে নিতে পারেন।

জন্ম নিবন্ধনে পিতা/মাতার নাম সংশোধন

জন্ম নিবন্ধনে পিতা মাতার নাম সংশোধন করার ক্ষেত্রে, আপনার কোন শিক্ষা সনদের কপি হলে সবচেয়ে ভাল হয়। তাছাড়া, পিতা-মাতার জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র প্রমাণ হিসেবে আপলোড করে সংশোধন আবেদন করতে পারবেন।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা চেক

জন্ম তথ্য সংশোধন আবেদনের অবস্থা জানার জন্য ভিজিট করুন- https://bdris.gov.bd/br/application/status । আবেদনের ধরণ সিলেক্ট করুন। Application ID লিখুন এবং জন্ম তারিখ বাছাই করুন। সবশেষে দেখুন বাটনে ক্লিক করে আবেদনের অবস্থা জানতে পারবেন।

অনলাইন থেকেই জন্ম নিবন্ধনের যেকোন আবেদন যাচাই করা যাবে। এজন্য আপনার প্রয়োজন হবে Application ID ও জন্ম তারিখ।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা
  • Save

জন্ম নিবন্ধন সংক্রান্ত আরো বিভিন্ন টিপস, পরামর্শ ও তথ্য জানতে পড়ুন- জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন সংশোধন সংক্রান্ত প্রশ্ন ও উত্তর

জন্ম নিবন্ধন সংশোধন করতে প্রধানত, জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাউন্সিলর বা চেয়ারম্যানের প্রত্যয়ন প্রয়োজন হয়। ক্ষেত্রে বিশেষে, হাসপাতাল বা ডাক্তারের সনদ, পিতা-মাতার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র ও হোল্ডিং ট্যাক্সের রসিদ প্রয়োজন হতে পারে।

জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য প্রথমে ভিজিট করুন https://bdris.gov.bd/br/correction. জন্ম নিবন্ধন তথ্য সংশোধন মেন্যুতে গিয়ে অনলাইনে আবেদন করুন। এপ্লিকেশন আইডি সংগ্রহ করুন এবং সংশোধনের আবেদনপত্রটি A4 সাইজের কাগজে প্রিন্ট করুন। আবেদনপত্রটি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে প্রয়োজনীয় প্রমাণপত্র ও ফি সহ জমা দিন।

জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করতে সাধারণত ৫ থেকে ৭ কর্মদিবস লাগতে পারে।

অনলাইন আবেদন করার পর এপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা জানতে পারবেন। এজন্য ভিজিট করুন- https://bdris.gov.bd/br/application/status

অনলাইনে আবেদনের পর জন্ম নিবন্ধন তথ্য সংশোধন ফরমটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে জমা দিতে হবে।

জন্ম তারিখ বাদে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করতে সরকারি ফি ৫০ টাকা লাগে। তবে বিদেশে অবস্থানরত বাংলাদেশেীদের জন্য বাংলাদেশ মিশনে এর পরিমাণ ১ ইউএস ডলার। ফি সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন- জন্ম নিবন্ধন সংশোধন ফি

জন্ম নিবন্ধন মোট ৪ বার সংশোধন করা যায়।

হ্যাঁ, সংশোধিত তথ্যের স্বপক্ষে প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট দিয়ে জন্ম নিবন্ধন সংশোধন করা যাবে।

না। আপনাকে প্রথমে অন্য কোন প্রমান সাপেক্ষে জন্ম নিবন্ধন সনদে নামের বানান সংশোধন করতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্র করতে পারবেন।

জন্ম নিবন্ধন নিয়ে আরো তথ্য

বয়স সংশোধনজন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম
আবেদনের অবস্থা চেকজন্ম নিবন্ধন সংশোধন হয়েছে কিনা যাচাই
ইংরেজি জন্ম নিবন্ধনজন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি
যাচাইজন্ম নিবন্ধন যাচাই
জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল তথ্য দেখুনজন্ম নিবন্ধন
হোমপেইজে যানEservicesbd
Advertisement

Similar Posts

76 Comments

    1. জন্ম নিবন্ধনে জন্ম তারিখ সংশোধনের আবেদন করুন। আর প্রমাণ হিসেবে রেজিস্ট্রেশন কার্ডের স্ক্যান কপি আপলোড করুন। নিজে না পারলে এলাকার কম্পিউটার সেবার কোন প্রতিষ্ঠান থেকে করিয়ে নিতে পারেন। তারপর আবেদনের প্রিন্ট কপি আপনার ইউনিয়ন, পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে জমা দিন।

        1. ভাইয়া আমার জন্ম নিবন্ধন এর বাংলা কপি তে মায়ের নাম আসে নি তাই সংশোধন করতে দিয়েছি এখন আমার জন্মনিবন্ধন টি ওনলাইন দেখাচ্ছে না! কবে নাগাদ আমি জন্মনিবন্ধন টি হাতে পেতে পারি?

      1. যদি ৪০০-৫০০ টাকা খরচ লেগেই যাই তাহলে বিভিন্ন জেলাতে বিভিন্ন ফি কেন দিতে হয়? আমাদের এইখানে ২০০ টাকা।সবার জন্য নিয়ম কি ভিন্ন?? সব দূর্নীতিবাজ লোকজন।

      1. সার্টিফিকেট জন্মনিবন্ধন নাম বেশ কম আছে আমার!আমি এখন কি আমার সার্টফিকেট অনুযায়ী জন্মনিবন্ধন সংশোধন করতে পারবো?অর্থাৎ আব্বুর আর আমার নামটা সার্টিফিকেট অনুযায়ী করতে পারবো?

        1. অবশ্যই পারবেন। সংশোধনের জন্য আবেদন করে প্রথমে ইউনিয়ন পরিষদ ও তারপর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করতে হবে। দয়া করে আমাদের লেখা, আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন।

  1. আমার জন্ম নিবন্ধনের মুল কপিতে আমার নাম ঠিক আছে কিন্তি বাবার নাম তার আইডি অনুযায়ী নেই। কিন্তু অনলাইনে দুটোই ভুল রয়েছে। আমার নামের প্রমান সরুপ মুল কার্ড ও ইউনিয়ন সনদ রয়েছে। আমি কি আমার জন্ম নিবন্ধন এই ডকুমেন্ট দিয়ে সংশোধন করতে পারব?

  2. আমি খিষ্টান ধর্ম থেকে ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছি। এখন জন্ম নিবন্ধনে ধর্ম এবং নাম পরিবর্তন করবো কি ভাবে?

  3. আমার আবেদন ৩ বার rejected incomplete আবেদন বলে। আমি কি আর এক বার আবেদন করতে পারব। চার বার আবেদন করা যাবে নাকি চার বার সংশোধন করা যাবে।

  4. স্যার আমার JSC রেজিষ্ট্রেশন কাড আর আমার জন্ম নিবন্ধন কাড দুইটা আলাদা এখন আমি সেটা সংশোধন করতে চাই সে টা আমি কি ভাবে করবে বলে দেন স্যার প্লিজ প্লিজ,,,,,,,

      1. স্যার আমার কাকির জন্ম নিবন্ধনে বয়স ভুল দেওয়া আছে 17/03/1981 এখন আমি ভোটার আইডি কার্ডের সাথে বয়স মিলাতে চাই কিন্তু ভোটার আইডি কার্ডের বয়স দেওয়া আছে 17/08/1981 এর জন্য কি কি কাগজ লাগতে পারে তার ধারে মাত্র ভোটার আইডি কার্ড আছে আর কাবিননামা আছে এছাড়া তার ধারে কোন ধরনের ডকুমেন্টস নেই এখন জন্ম নিবন্ধন এর বয়স সংশোধন করব কিভাবে একটু বলবেন
        Invalid date of birth is given. Your registration date is 11/05/1980, Date of birth can’t be after this এই লেখাটা আসছে বয়স সংশোধন করার সময় একটু সার্ভার টা খুলে দিন বয়স সংশোধন করে নি

      2. স্যার আমার কাকির জন্ম নিবন্ধনে বয়স ভুল দেওয়া আছে 17/03/1981 এখন আমি ভোটার আইডি কার্ডের সাথে বয়স মিলাতে চাই কিন্তু ভোটার আইডি কার্ডের বয়স দেওয়া আছে 17/08/1981 তার মাত্র ভোটার আইডি কার্ড আগে করা জন্ম নিবন্ধন পরে করছে এর জন্য কি কি কাগজ লাগতে পারে তার ধারে মাত্র ভোটার আইডি কার্ড আছে আর কাবিননামা আছে এছাড়া তার ধারে কোন ধরনের ডকুমেন্টস নেই এখন জন্ম নিবন্ধন এর বয়স সংশোধন করব কিভাবে একটু বলবেন
        Invalid date of birth is given. Your registration date is 11/05/1980, Date of birth can’t be after this এই লেখাটা আসছে বয়স সংশোধন করার সময় একটু সার্ভার টা খুলে দিন বয়স সংশোধন করে নি

  5. জন্ম নিবন্ধন সনশদন কি otp চারা কি করা যায় না।আমার জন্ম নিবন্ধন যে মোবাইল নাম্বার রেজিস্ট্রার সেটা আমার না। কি করব

  6. আমার জন্ম 2000 এ এবং আমার জন্ম নিবন্ধন হতে লিখা আর আমার জন্ম নিবন্ধনে বাবার নাম ভুল দেয়া এখন আমি আমার জন্ম নিবন্ধন ডিজিটাল আর সংশোধন কিভাবে করব ?

  7. আমার সন্তানের জন্ম নিবন্ধনে মায়ের নাম সাবিনা আক্তার খানম এর পরিবর্তে সবিনা আক্তার খানম হবে অর্থাৎ আ-কার থাকলে বা না থাকলে ভবিষ্যতে সন্তানের কোন সমস্যা হবে নাকি। মায়ের স্মার্ট কার্ড থাকায় আ-কার নিয়ে সংশোধনের চেষ্টা করেনি। চতুর্থ শ্রেণিতে পড়ে তার মায়ের নাম জন্ম নিবন্ধনে সাবিনা আক্তার খানম থাকায় (আ-কার) সবিনা আক্তার খানম হবে আমাকে কি করতে হবে জানালে উপকৃত হবো।

    1. যেহেতু মায়ের নামে সাবিনা, তাই আপনার সন্তানের সব ডকুমেন্টে যেমন জন্ম নিবন্ধন, শিক্ষা সনদ এনআইডি এগুলোতে সাবিনা রাখলেই ভাল।

  8. ভাই আমার জম্মনিবন্দনে বেকতিগত ১৭ নম্বর একটা নম্বর অমিল আছে passport সাথে। আমি বিদেশ কাজ করি।কিন্তু আমার passport কোনোভাবেই পরিবর্তন কার জাবেদ না। আমার What’s App number

  9. আমার স্ত্রীর অনলাইন জন্ম নিবন্ধন আছে। বিয়ের পর পদবী পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র করা হয়েছে। যেমন বিয়ের আগে ছিল চন্দনা রানী চৌধুরী। বিয়ের পরে হয়েছে চন্দনা রায়। এখন কি পদবী পরিবর্তন করে জন্ম নিবন্ধন সংশোধন করা যাবে? যদি যায় তাহলে কি পেপারস লাগবে?

  10. ভাইয়া কাউন্সিল এ গিয়ে বললাম জন্ম নিবন্ধন কার্ড এর তারিখ চেন্জ করতে হবে , কাউন্সিলর সরাসরি বলে দিলো হবেনা , জন্ম নিবন্ধন তারিখ চেন্জ করা যাবেনা । এখন আমি কি করবো , কোথায় গেলে কাজ হবে একটু বলেন!

  11. জন্ম নিবন্ধন সংশোধন করলে, জন্ম নিবন্ধন এর সাল বদলালে, ১৭ ডিজিটের যে জন্ম নিবন্ধন নম্বর রয়েছে, তা কি বদলাবে? প্রথম চার ডিজিট এর সংখ্যা? আগে যেটা ছিল পরে অন্য সাল দিলে, জন্ম নিবন্ধন নম্বর কি বদলাবে ?????

      1. আমার মায়ের এনআইডি এর নাম সংশোধন করব তাই আগে হাতে লেখা জন্ম সনদ সংশোধন করব তাহলে আমাকে কি প্রমানপত্র দেওয়া লাগব?এনয়াইডি ত ভুল নাম এইটা দিয়ে ত জন্ম সনদ ঠিক করা যাবে না।
        জমির দলিল দিয়ে কি নাম সংশোধন করা যাবে।

  12. ভাই, আমার বয়স সংশোধনের জন্য আবেদন করা হয়েছে.. এখন Pending Approval for DOB দেখাচ্ছে.. ইউনিয়ন সচিব বলতেছে বয়স সংশোধন নাকি সরকারি ভাবে বন্ধ আছে..এখন আমি কি করতে পারি?

    1. ভুল কে করেছে। ইউনিয়ন পরিষদে কথা বলে দেখেন। টিকা কার্ড বা মেডিকেল সার্টিফিকেট থাকলে আবেদন করে দেখতে পারেন। অনুমোদন করে কিনা সন্দেহ আছে।

  13. জন্মনিবন্ধন এর ঠিকানা চেঞ্জ করবো আমার করণীও কী কী ? আর আমার কী কী লাগবে ডিসি অফিসএ কী আমি যাবো একদিন এ কী কাজ হতে পারে নাকি সময় লাগবে আমার একটু আর্জেন্টলাগবে ?

    1. ডিসি অফিসে না, এটা ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর অফিসে যেতে হবে। অনলাইনে সংশোধন আবেদন করে সেখানে যাবেন। প্রমাণ হিসেবে, জমির খতিয়ান/হোল্ডিং ট্যাক্স রসিদ/ নাগরিক সনদ এগুলো যেকোন একটি হলে চলবে।

  14. আমার জন্ম নিবন্ধন করা হয়েছিলো রাংগামাটি পৌরসভা থেকে। তখন হাতে লেখা ছিলো জন্ম নিবন্ধন ছিলো, পরে সরকার অনলাইন চালু করলে উনারা নিজেরাই আমার জন্ম নিবন্ধন অনলাইন করে নেয়। এতে করে, আমার নামের বানান সহ বেশ কিছু বানান ভূল করে। আমি এখন আমার স্থায়ী ঠিকানা নোয়াখালীতে থাকি। আমি জন্ম নিবন্ধন সংশোধনের জন্য অনলাইনে আবেদন করার পর, আবেদনপত্র কি নোয়াখালীতে জমা দিয়ে সংশোধন করতে পারবো, নাকি আমাকে আবার এটার জন্য রাংগামাটি যেতে হবে?

      1. আমার ছেলের নতুন জন্ম নিবন্ধন নবায়ন করা হয়েছে, কিন্তু সেখানে জন্মস্থানে ভুল হয়েছে
        আবেদন করার সময় ইমেইল এবং মোবাইল নম্বর দেওয়া হয় নাই, এখন এটা আমি কিভাবে সংশোধন করতে পারি

  15. আমার মেয়ের জন্ম নিবন্ধন এ বাংলা নাম ঠিক আছে কিন্তু ইংরেজি নামে শুধু একটা অক্ষর ভুল আছে আর সন্তানের ক্রম হবে এক দিছে দুই এখন করনিও কি?

  16. আমার পিতা-মাতার কোনও জন্ম সনদ নাই। এক্ষেত্রে নিজের এসএসসি ট্রান্সক্রিপশন দিয়ে পিতা-মাতার নাম সংশোধন করা যাবে কি?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।