পাসপোর্ট সংশোধন করার নিয়ম ২০২৩ | Passport Correction in Bangladesh

জানুন পাসপোর্ট সংশোধন করার নিয়ম এবং পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন নিয়ে। সংশোধন করতে কি কি লাগবে ও কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানুন।

Advertisement

সম্প্রতি ১৩ ডিসেম্বর ২০২২ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ পাসপোর্ট সংশোধন 2023 নোটিশ প্রকাশ করেছে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে এবং বিদেশে নতুন পাসপোর্ট প্রদান ও সংশোধনে কোন কোন নিয়ম মানা হবে তা স্পষ্ঠ করেছে।

যারা নতুন পাসপোর্ট করবেন বা পাসপোর্ট রিনিউ করবেন তাদের জন্য এ বিষয়ে জানা খুবই প্রয়োজন। তাই আমি আপনাদের জন্য বিষয়টি পরিষ্কার করার জন্য বর্তমান ও সর্বশেষ প্রজ্ঞাপন ও পরিপত্রের বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন – ১৩ ডিসেম্বর ২০২২ (কার্যকর)

আসুন প্রথমেই জানি পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপনে কি বলা হয়েছে।

Advertisement

১) বাংলাদেশের অভ্যন্তরে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মধ্যে তথ্যের গরমিল হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যু করতে হবে। তবে, অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বিবেচনা করতে হবে; প্রয়োজনে জেএসসি/জেডিসি/ এসএসসি/ দাখিল/ কারিগরি/ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমানের যে কোন একটি সনদপত্র বিবেচনা করা যেতে পারে। সংশোধনের ক্ষেত্রে লিখিত আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে অধিদপ্তরের ওয়েবসাইট/ সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে প্রদর্শিত নমুনা অনুযায়ী আবেদনকারীকে একটি অঙ্গীকারনামা যথাযথভাবে পূরণ ও স্বাক্ষরপূর্বক দাখিল করতে হবে।

২) সুরক্ষা সেবা বিভাগ হতে ২৮/০৪/২০২১, ৯/১২/২০২১ এবং ০৩/১১/২০২২ খ্রিস্টাব্দ তারিখে জারীকৃত এতদসংক্রান্ত পরিপত্রসমূহ বাতিল করা হলো।

৩) যথাযথ কতৃপক্ষে অনুমোদনক্রমে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পরিপত্র (প্রকাশ-১৩ ডিসেম্বর, ২০২২ খ্রিঃ), সুরক্ষা সেবা বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন
পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন (প্রকাশ-১৩ ডিসেম্বর, ২০২২ খ্রিঃ)

পাসপোর্ট সংশোধন করার নিয়ম

MRP হোক বা E passport হোক, পাসপোর্ট সংশোধন করার জন্য আপনাকে অনলাইনে ই পাসপোর্ট রিনিউ আবেদন করতে হবে। ই পাসপোর্ট আবেদনে সকল তথ্য আপনার জাতীয় পরিচয়পত্র বা NID অনুসারে দিতে হবে। যেহেতু এটি সংশোধন বা রিনিউ আবেদন, ID Documents অপশন থেকে পুরাতন পাসপোর্টের তথ্য দিন এবং আবেদনটি সাবমিট করুন।

Advertisement

পাসপোর্ট সংশোধনের জন্য প্রথমেই আপনার এনআইডি কার্ডে সঠিক তথ্য থাকতে হবে। তারপর নিচের ধাপগুলো অনুসারণ করুন:

  1. সঠিক তথ্যের স্বপক্ষে প্রমাণ সংগ্রহ- NID কপি অবশ্যই প্রয়োজন হবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্ম নিবন্ধন, বিদেশে দূতাবাসে আবেদন করলে, Permanent Resident Card/ Job ID Card/ Student ID Card/ Driving License কপি সংগ্রহ করুন।
  2. অনলাইনে আবেদন করুন।
  3. এ চালানের মাধ্যমে পাসপোর্ট ফি পরিশোধ করুন
  4. পাসপোর্ট সংশোধনের জন্য লিখিত আবেদন করুন
  5. অঙ্গীকার নামা তৈরি করুন – পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট অথবা পাসপোর্ট অফিসে প্রদর্শিত নমুনা অনুযায়ী পাসপোর্ট সংশোধনের অঙ্গীকারনামা যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করে আবেদনের সাথে জমা দিতে হবে। ডাউনলোড করুন- পাসপোর্ট সংশোধনের অঙ্গীকারনামা
  6. সকল কাগজপত্রসহ আবেদনটি জমা দিন।

পাসপোর্ট সংশোধন করতে কি কি লাগে

পাসপোর্ট সংশোধন করতে প্রধানত প্রয়োজন হবে:

  1. জাতীয় পরিচয়পত্র অথবা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
  2. যাদের সনদ নেই তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন
  3. বিদেশে দূতাবাসে আবেদন করা হলে Permanent Resident Card/Job ID Card/Student ID Card/Driving License
  4. লিখিত আবেদন
  5. অঙ্গীকারনামা
  6. পুরাতন পাসপোর্টের কপি ও পাসপোর্ট

পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে প্রয়ােজনে স্পেশাল ব্রাঞ্চ ও অন্যান্য গােয়েন্দা সংস্থার মাধ্যমে প্রদত্ত তথ্য যাচাই করা হতে পারে।

পাসপোর্ট সংশোধন জন্ম তারিখ

পাসপোর্টে জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে অবশ্যই NID Card অনুসারেই সংশোধন করতে হবে। সংশোধনের স্বপক্ষে অবশ্যই জাতীয় পরিচয়পত্র/ জেএসসি/ জেডিসি/ এসএসসি/ এইচএসসি/ দাখিল /কারিগরি/ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমান-এর সনদপত্র দেখাতে হবে। অপ্রাপ্ত বয়স্ক এবং যাদের সনদ নেই তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন দেয়া যাবে।

Advertisement

পাসপোর্টে নাম সংশোধন

পাসপোর্টে নিজ নাম ও পিতা, মাতার নাম সংশোধন করা যাবে। পাসপোর্টে নাম সংশোধন করার জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দেখাতে হবে। অপ্রাপ্ত বয়স্ক ও যাদের সনদ নেই তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন দেয়া যাবে।

পাসপোর্ট সংশোধন করতে কত টাকা লাগে

পাসপোর্ট সংশোধন করতে নতুন পাসপোর্ট ফি (ভ্যাট সহ) ৪,০২৫ থেকে সর্বোচ্চ ১০,৩৫০ টাকা লাগে। সংশোধনের জন্য আলাদা কোন ফি নাই। শুধুমাত্র পাসপোর্ট ফি প্রদান করতে হয়।

FAQs

পাসপোর্টের জন্ম তারিখ সংশোধন করা যাবে কি?

হ্যা, পাসপোর্টের জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী সংশোধন করা যাবে। অপ্রাপ্ত বয়স্কদের জন্য জন্ম নিবন্ধন সনদ ও শিক্ষাগত যোগ্যতার সনদ অনুসারে জন্ম তারিখ সংশোধন করা যাবে।

ই পাসপোর্ট কি সংশোধন করা যায়?

হ্যা, এনআইডি অনুযায়ী পাসপোর্ট সংশোধন করা যাবে।

Advertisement
কিভাবে পাসপোর্ট সংশোধন করব?

পাসপোর্ট সংশোধন করার জন্য অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডে সঠিক তথ্য থাকতে হবে। তারপর সঠিক তথ্য দিয়ে অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন। ফি পরিশোধ করার পর, আবেদনপত্র, তথ্য সংশোধনের হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট অফিসে জমা দিন।

পাসপোর্ট সংক্রান্ত আরও তথ্য

আবেদনপাসপোর্ট আবেদন
পাসপোর্ট ফিই পাসপোর্ট ফি কত
অঙ্গীকারনামাপাসপোর্ট সংশোধনের অঙ্গীকারনামা
লিখিত আবেদনপাসপোর্ট সংশোধনের লিখিত আবেদনের নমুনা
চেকপাসপোর্ট চেক
ক্যাটাগরিই পাসপোর্ট
হোমপেজEservicesbd
Advertisement

Similar Posts

82 Comments

      1. দালাল এর মাধ্যম ছাড়া কি বয়স সংসোধন করা যায়, প্রক্রিয়া কি একটু বিস্তারিত জানতে চাই। আমি ৫ বছর বয়স কমাতে চাই, আমার এন আইডি, সার্টিফিকেট সব কিছু আছে।

          1. নিজের কাজ নিজে করতে না জানলে সেখানে দালাল করে দিলে টাকা তো নিবেই। সংশোধন বা রিনিউ সব ক্ষেত্রেই পাসপোর্টের নির্ধারিত ফি ছাড়া কোন অতিরিক্ত ফি নাই। দেখুন- পাসপোর্ট করতে কত টাকা লাগে

  1. পাসপোর্ট জন্ম তারিখ আছে 20/06/1995
    কিন্তু আমার স্মার্ট কার্ড বয়স আছে ২০/০৬/১৯৯৮. আছে। এখন চাচ্ছি স্মার্ট কার্ডের বয়স অনুযায়ী করার জন্য।

  2. আমার নতুন পাসপোর্ট এ বাবা-মার নাম ভূল করে দিছে । এক্ষেত্রে আমার পার্সপোর্ট সংশোধন এ কতদিন সময় লাগবে? এবং কি কি কাগজ পত্রলাগবে

  3. আমার পাসপোর্টে আমার বয়স দেয়া আছে ২০-০১-১৯৮৮ আর আমার স্মার্ট কার্ডে আমার জন্ম তারিখ হচ্ছে ২০-১২-১৯৮৩ ইং। আমি আমার স্মার্ট কার্ডের জন্ম তারিখটিই সঠিক রাখতে চাচ্ছি।সে ক্ষেত্রে আমার পাসপোর্টটি কি সংশোধন করতে পাড়বো?

  4. আমার পুরাতন পাসপোর্টে muhammad আছে।কিন্তু আমার এন আইডি কার্ড এ আছে md. সে ক্ষেত্রে কি করতে হবে জানাবেন নতুন পাসপোর্টের ক্ষেত্রে।

    1. আমার পাসপোর্টে আমার বাবা মার নাম ভুল করেছে সে ক্ষেত্রে সংশোধনের জন্য কত টাকা লাগতে পারে আর কতদিন সময় লাগতে পারে ।

  5. আমার বাবার জন্ম আইডি কার্ড ও জন্মনিবন্ধন এ বয়স এক সব এক আছে। কিন্তু পাসপোর্ট এ ৭-৮ বছর বেশি এখন কি আমার বাবা আইডি কার্ড অনুযায়ী সব কিছু দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবে জানালে উপকার হইতো।

  6. আমার এন আই ডি নম্বরের লাস্ট ২ টা ডিজিট ভুল দিয়েছে।
    সেক্ষেত্রে কি এটা সংশোধন করা যাবে?
    গেলে ও কি প্রসেস এক ই?

  7. আমার পাসপোর্ট রিনিউ করতে দিছি।এখন পাসপোর্ট আফিস বলছে আমার নামের ভুল।পাসপোর্ট এবং এনআইডি নিজের নাম এবং বাবার নামে ভুল।তাই এখন পাসপোর্ট সংশোধন করতে চাচ্ছি।
    কত টাকা লাগবে সংশোধন করতে?
    আর কি কি ডকুমেন্টস লাগবে

  8. আমার ভোটার আইডি কার্ডে আমার নামের পূর্বে MD কিন্তু পাসপোর্ট Mohamed লেখা, আমার বাবার নাম মোঃ খলিলুর রহমান কিন্তু পাসপোর্ট লেখা খলিল খান মায়ের নাম ফাতিমা বেগম কিন্তু পাসপোর্ট ফতিমা লেখা আমি সংশোধন করতে চাইলে কি সংশোধন করা যাবে

  9. amar pasport e boyos /20/nid te boys /20/so ami saudi arobe visa paiche tobe sekhan theke bolteche boyos /22/hote hobe ami ki korte pari amar nid onusare amar onek gulo sertificket ache jodi nid rihgt kori sertifecket gulo nosto hoye jabe ekhon ki kora jay sudhu nibondhon korle ki hobe ar nid jodi abar kori amar sertifecket guli ki nosto hobe pls vai janaben

  10. আমার ফ্রেন্ড এর NID তে ১৯৮০ আর পাসপোর্ট এ ১৯৮৮ এখন NID উনুযাই পাসপোর্ট সংসুদন করতে পারবে?

  11. আমার জন্ম নিবন্ধন ও আইডি কার্ড থেকে পাসপোর্টে ৫ বছর ৮মাস বেশি।
    ৫ বছর ৮মাস কি সংশোধন করা যাবে.?

  12. আমার ভোটার আই ডি জন্ম তারিখ ১/১/১৯৮৬ কিন্তু পাস‌পো‌টে ‌আছে ১২/১১/১৯৭৮ পাস‌পোট কি সং‌সোধন করা যা‌বে

  13. পাসপোর্টে আমার বর্তমান ঠিকানার বানান ভুল করছে এবং পাসপোর্টে আমার সাইন দিয়েছি বাংলাতে এখন আমি এটা সংশোধন কি ভাবে করতে পারি দয়া করে আমাকে সাহায্য করবেন ধন্যবাদ

    1. পাসপোর্টে স্বাক্ষর কোন কাজে আসে না। বাংলা হোক ইংরেজি হোক, কোন সাইন বা চিহ্ন হলেই চলবে। আর ঠিকানার বানান যদি বুঝতে সমস্যা না হয় অসুবিধা হবে না। তাও আবার বর্তমান ঠিকানা। সংশোধন করতে চাইলে, আপনাকে রিনিউ করে সংশোধন করতে হবে। আবার নতুন ভাবে আবেদন ও ফি দিয়ে।

  14. আমার MRPপাসপোর্টের বয়স 7আগস্ট 1990,কিন্তু NID+স্কুল সার্টিফিকেটে বয়স 7আগস্ট 1992/এখন e passport করতে অর্থাৎ এই 2 বছর সংশোধন করে e passport করতে টাকা চায় 25000 (পঁচিশ হাজার )টাকা ।মানে দালাল ছাড়া কোন উপায় আছে নাকি?

    1. আপনার এনআইডি ঠিক থাকলে করতে পারবেন। নিজেই করতে পারবেন। দালাল কেন আবার। পাসপোর্ট ফি ১০ বছর 5750 টাকা।

  15. ভাই আমার সার্টিফিকেট এ বয়স 10/02/1996.
    কিন্তু আমার জন্ম নিবন্ধন,NID কার্ড ও পাসপোর্টে বয়স 10/02/1991.এর জন্য আমি আমার S.S.C&H.S.C সার্টিফিকেট গুলি কাজে লাগাতে পারছিনা।NID কার্ড বানানোর আগে আমি সার্টিফিকেট অনুযায়ী জন্ম সনদ সংশোধন করে পরিষদে জমা দিতে গেছিলাম।কিন্তু তারা আমার সংশোধন জন্ম সনদ জমা নেয়নি।আমার সার্টিফিকেটগুলি অনেক দরকার ভাই।এর জন্য আমার কি করা দরকার, কি করলে আমার সার্টিফিকেট গুলি ফিরে পাব বা সার্টিফিকেট অনুযায়ী কিভাবে সবকিছু ঠিক করব অথবা কোনটা ঠিক করলে আমার সবকিছু মিলবে এবং ঠিক করা সম্ভব কিনা।দয়া করে একটু বলবেন ভাই অনেক উপকার হত আমার।

    1. প্রথমে সার্টিফিকেট দিয়ে জন্ম নিবন্ধন সংশোধন করেন, তারপর এনআইডি ও তারপর পাসপোর্ট সংশোধন করতে হবে।

  16. ভাই আমার আইডি কার্ডে এবং এসএসসি এইচএসসি সব কিছু তে জন্ম ২০০২ কিন্তু পাসর্পোটে জন্ম ১৯৯৩। পাসর্পোটের মেয়াদ শেষ ২০২০ সালে এখন এটা কি ২০০২ জন্ম সাল দিয়ে রিনিউ/সংশোধন করা যাবে।

  17. আসসালামুয়ালাইকুম, আশা করছি ভালো আছেন আপনি।
    আমি গত বছরের আগস্টে ই পাসপোর্ট করেছি কিন্তু মায়ের নাম ভূল হয়েছে (Rowshonara)। আমার মায়ের আইডি কার্ডে নাম আছে, রওশন আরা, আর আমার আইডি কার্ডে, সার্টিফিকেট ও জন্মনিবন্ধনিতে আছে, মোছাঃ রওশনারা বেগম। আমি পাসপোর্ট অফিসে নিম্নের কাগজপত্র নিয়ে গিয়েছিলাম;

    ১) আবেদন পত্র অনলাইন প্রিন্ট কপি,
    ২) জাতীয় পরিচয়পত্র কপি,
    ৩) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র,
    ৪) লিখিত আবেদন ,
    ৫) অঙ্গীকারনামা,
    ৬) পুরাতন পাসপোর্টের কপি ও পাসপোর্ট,
    ৭) ব্যাংকের পেমেন্ট সিলিপ,
    এগুলো দেখে তারা বলতেছে,
    মায়ের আইডি কার্ড পরিবর্তন করে আনতে হবে,
    এর সমাধান কি?

    1. আপনি পাসপোর্ট আবেদন করার সময় ভুল করেছেন বলেই ভুল টা হয়েছে। আপনার মায়ের কার্ডে কি আছে সেটা বিবেচ্য না। পাসপোর্ট অফিসের লোক মিথ্যা বলেছে বা না জেনে বলেছে। আপনার এনআইডি অনুসারে আবার পাসপোর্ট সংশোধনের আবেদন করুন।

  18. আসসালামুয়ালাইকুম।
    আমার পার্সপোর্টে নাম, জন্মতারিখ, ঠিকানা পরিবর্তন করতে হবে। উপরের ফর্মে ঠিকানা অপশন দেখলাম না। ঠিকানা কি পরিবর্তন করার সুযোগ নাই? থাকলে সেটা কিভাবে???

    1. আমার আম্মার পুরাতন পাসপোর্ট আমার নানার নাম শুদু করীম লিখা but আম্মার ভোটার আইডি কার্ড Md. Karim Shiek লিখা । অঙ্গিকারনামা ফর্ম দিয়েছি ফাইলের সাথে । ভোটার আইডি কার্ডের মত ই পাসপোর্ট করতে চাই

  19. ভাই আমার একজন বোনের আইডি কার্ড ছিলো নাহ।তাই সে বিদেশে যাওয়ার জন্য অন্যের আইডি দিয়ে পাসপোর্ট করছে।এখন বোনটার আইডি আসছে।অতএব সার্টিফিকেট ও আছে।এখন কি বর্তমান মেয়েটার আইডির সাথে মিল রেখে পাসপোর্ট সংশোধন করা যাবে।এক্ষেত্রে করণীয় কী ভাইজান?

    1. আমার জন্ম নিবন্ধন এর সাথে সার্টিফিকেটের কোন মিল নেই nid কার্ড এর ও সার্টিফিকেটের মিল নেই সাথে নেই কিন্তু আমার পাসপোর্ট হয়েছিল জন্ম নিবন্ধন দিয়ে আমার পাসপোর্টে নামের বানান ঠিক আছে কিন্তু এনআইডি কার্ডের নামের একটা স্পেলিং এ ভুল আছে এক্ষেত্রে আমার কি করলে ভালো হবে দয়া করে একটু জানাবেন

      1. আপনার সমস্যাটি বিস্তারিত তথ্য দিয়ে আমাদের ফেসবুকে পেইজে মেসেজ দিন। সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ।

  20. আমার এনআইডি কার্ডের সাথে পাসপোর্ট এর ডাকঘর আলাদা। বাকি সবকিছু ঠিক আছে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কি কোন সমস্যা হবে?

  21. আমার বাবার নাম ও মার নাম আমার পাসপোর্ট এ ভুল এসেছে। বাবার নাম এসেছে MOHD Rahmat Ullah Bhuiyan অথচ আমার certificate এ Rahmat Ulla Bhuiyan মায়ের নাম এসেছে Parveen Akter অথচ আমার certificate এ Parven Akter এখন তা সংসোদন করতে পারব?? পরের বার কি নির্ভুল হবে?

    1. পাসপোর্ট সংশোধনের জন্য প্রথমে আপনার এনআইডি কার্ড সঠিক আছে কিনা দেখুন। এনআইডি অনুসারে পাসপোর্ট করতে হবে।

  22. MRP Passport এর মেয়াদ শেষ হয়ে গেছে 08.01.2023 রিনিউ করব কিন্তু বর্তমান ঠিকানা চাকরির বদলির কারনে পরিবর্তন হয়েছে। স্থায়ী ঠিকানা Verified NID তে যেটা আছে Passport এ সেটা না । এক্ষেত্রে কোন সমস্যা হবে কি না জানালে উপকৃত হবো।

    1. এনআইডিতে ঠিকানা কি আছে, অনলাইনে চেক করে দেখেন। আইডির পিছনে যেটা থাকে সেটা বর্তমান ঠিকানা। ভুল থাকলে এনআইডি সংশোধন করেন। আরও কোন প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক পেইজে সরাসরি জানান।

      1. আমার বিএ পাস পর্যন্ত সার্টিফিকেট আছে,আমার এন আইডি কার্ড ঠিক আছে, নুরুল আমিন দিয়ে,১৭/০৫/২০০১ দিয়ে করা।
        এখন আমার পার্সপোট এর মেয়াদ চলে গেছে, সেখানে আমার নাম আমিন মিয়া,ও বয়স ০৫/০২/১৯৯২ আছে,এখন কি আমি আমার সার্টিফিকেট ও এন আইডি অনুযায়ী করতে পারব।দয়া করে বলবেন।

      1. আমার পাসপোর্ট এ ঠিকানায় একটা নাম বেশি আসছে যেমন আমার ঠিকানা হলো (কোলাপারা,শ্রীনগর,মুন্সিগন্জ বাট আমার পাসপোর্ট এ আছে কোলাপারা,শ্রীনগর,কোলা,মুন্সিগন্জ) এগন এইটুকু তে কি কোনো সমস্যা হবে

  23. ভাই আমার এনআইডি বয়স১৭/৭/১৯৯৫ আর পাসপোর্ট বয়স ১/১/১৯৭৭ পাসপোর্ট করা যাবে

  24. আমি কালই ই-পাসপোর্ট হাতে পেয়েছি। কিন্তু আমার গ্রামের নামে বানান ভুল এসেছে।এটা সংশোধন করলে কি আমি নতুন ই- পাসপোর্ট পাবো না-কি আমি যে পাসপোর্ট হাতে পেয়েছি সেটাই সংশোধন করে দেয়া হবে।এবং কত টাকা খরচ হতে পারে।

    1. এটা সমস্যা হবে না, তবে সংশোধনে আবার নতুন করে ফি দিয়ে আবেদন করতে হবে। আর ঠিকানা সংশোধনে আবার পুলিশ ভেরিফিকশন হবে। তাই ঝামেলা অনেক।

    2. ভাইয়া প্লিজ হেল্প, আমি গত কাল passport এর জন্য ফিংগার আর ছবি তুলে আসছি, ওই খানে আর কিছু খেয়াল করি নাই, বাসায় এসে দেখি, সাধারনত গ্রামের পর পোষ্ট অফিস তারপর থানার নাম থাকে, কিন্তু আমার স্লিপে দেখি গ্রামের পর পোষ্ট অফিসের জায়গায় থানার নাম আর থানার জায়গায় পোষ্ট অফিসের নাম দিয়ে রাখছে, এখন কি করব, রবিবারে এটা ঠিক করা যাবে নি, আমি যার মাধ্যমে আবেধন করেছি, তাকে জানানোর পর বলেছে রবিবারে নাকি ঠিক করে দিবে,,ভাইয়া যদি ঠিক না হয় তাহলে কি সমস্যা হবে

      1. আর ঠিক করার কোন উপায় নাই। আবেদন করেছেন যে সেই কপিগুলো দেখাতে পারেন আমাদের ফেসবুক পেইজে, ভুল হয়েছি কিনা চেক করে দেখতে পারব।

Comments are closed.