আয়কর, আয়কর ই রিটার্ন ও অনলাইনে আয়কর পরিশোধ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ নিয়ে এই পেইজটি সাজানো হল। আশা করি, আপনার অনেক উপকারে আসবে।

Advertisement

আয়কর

ব্যক্তি করদাতাব্যক্তি শ্রেণীর আয়কর ২০২১-২০২২

Tax Identification Number (TIN) টিআইএন বা টিন কি

একজন করদাতা নাগরিককে আলাদাভাবে সনাক্ত করার জন্য একটি বিশেষ পরিচিতি নম্বর ব্যবহার করা হয়। এই নম্বরকেই কর শনাক্তকরণ নম্বর বা Tax Identification Number (TIN) বলা হয়।

একজন করদাতাকে অবশ্যই আয়কর প্রদানের জন্য, আয়কর নিবন্ধন করতে হয়। আয়কর নিবন্ধন করার সংগে সংগেই তার জন্য স্বয়ংক্রীয়ভাবে একটি টিআইএন (TIN) নম্বর বরাদ্দ হয়।

Advertisement

বাংলাদেশী যে কোন নাগরিক তার জাতীয় পরিচয়পত্র বা স্মাট কার্ড নম্বর দিয়ে অনলাইনে আয়কর নিবন্ধন করতে পারবেন এবং টিআইএন সার্টিফিকেট তৈরি করতে পারবেন।

অনলাইনে কিভাবে ই-টিন সার্টিফিকেট ডাউনলোড করবেন

টিন সার্টিফিকেট

টিন সার্টিফিকেট সম্পর্কিত বিভিন্ন তথ্যের লিংক

টিন সার্টিফিকেট ডাউনলোডই টিন সার্টিফিকেট ডাউনলোড
হারানো টিন সার্টিফিকেটহারানো টিন সার্টিফিকেট
রিটার্ন দাখিলঅনলাইনে ই রিটার্ন দাখিল
টিন সার্টিফিকেটের তথ্য সংশোধনটিন সার্টিফিকেট সংশোধন
অনলাইনে টিন সার্টিফিকেট যাচাইটিন সার্টিফিকেট যাচাই
টিন সার্টিফিকেট বাতিলটিন সার্টিফিকেট বাতিল

আয়কর ই রিটার্ন দাখিল | e-Return Filling

বাংলাদেশ সরকার অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য পুনরায় নতুন একটি ই রিটার্ন সিস্টেম চালু করেছে। এর ফলে একজন করদাতা ২০২০-২১ অর্থবছর থেকে আয়কর রিটার্ন অনলাইনে সাবমিট করতে পারবেন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা করার জন্য সরকার আরো আগ থেকেই চেষ্টা করে যাচ্ছিল। যাই হোক, করদাতাদের জন্যও এটি একটি বহুল প্রত্যাশিত ছিল।

Advertisement

অনলাইনে ই রিটার্ন দাখিল করতে করদাতাকে আয়কর অফিসে যেতে হবেনা এবং কোন হয়রানি ছাড়াই নিজের রিটার্ন সাবমিট ও ট্যাক্স পরিশোধ করতে পারবেন।

আয়কর রিটার্ণ দাখিল সম্পর্কিত তথ্য

আয়কর নির্দেশিকাআয়কর নির্দেশিকা ২০২১-২০২২
কিভাবে কম আয়কর দিবেনআয়কর রেয়াতের খাত সমূহ
যেসব ক্ষেত্রে আয়কর রিটার্ন বাধ্যতামূলককাদের আয়কর রিটার্ন দিতে হবে
সঞ্চয়পত্রের আয়করসঞ্চয়পত্র আয়কর রিটার্ন
জরিমানা ছাড়া রিটার্ন দাখিলজরিমানা ছাড়া রিটার্ন দাখিল
টিন থাকলেই রিটার্ন বা কর দিতে হবে?টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে

ই ট্যাক্স ও ই রিটার্ন ওয়েবসাইট – https://etaxnbr.gov.bd

আয়কর নির্দেশিকাসমূহ

আয়কর ও টিআইএন সম্পর্কিত প্রশ্ন-উত্তর

জাতীয় আয়কর দিবস কত তারিখ?

জাতীয় আয়কর দিবস ৩০ নভেম্বর। প্রসঙ্গত ২০০৮ সাল থেকে আয়কর দিবস পালিত হচ্ছে। আগে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর দিবসটি উদযাপিত হতো। ২০১৬ সাল থেকে এনবিআর ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে। এ দিন ব্যক্তিশ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার শেষ দিন।

Advertisement