অনলাইনে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করবেন যেভাবে

অনলাইনে শুধুমাত্র জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। এছাড়া জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন।

Advertisement

অনেক সময় আমাদের জন্ম নিবন্ধন সনদ অনলাইন আছে কিনা, বা জন্ম নিবন্ধনের বিভিন্ন তথ্য সঠিক আছে কিনা তা জানার জন্য জন্ম নিবন্ধন যাচাই করার প্রয়োজন হয়।

যদি আপনি চান, আপনি অনলাইনে তা দেখতে পারবেন। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্ম নিবন্ধন তথ্য অনলাইনে দেখা যায়। এজন্য প্রয়োজন হবে ১৭ ডিজিটের Birth Registration Number এবং জন্ম তারিখ।

আসুন দেখে নিই কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করবেন।

Advertisement

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে প্রথমে জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট everify.bdris.gov.bd ভিজিট করে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ সিলেক্ট করুন। এরপর গাণিতিক ক্যাপচার উত্তর লিখে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। আপনার হাতে থাকা মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।

তবে অনলাইনে শুধুমাত্র ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করা যায়। তাই অবশ্যই ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। আপনার নিবন্ধন নম্বর ১৭ ডিজিটের কম হলে দেখুন জন্ম নিবন্ধন নম্বর কিভাবে ১৭ ডিজিট করবেন

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমে ভিজিট করুন everify.bdris.gov.bd লিংকে। এখানে আপনার 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ লিখুন YYYY-MM-DD এই ফরমেটে। তারপর গাণিতিক ক্যাপচার উত্তর লিখে Search বাটনে ক্লিক করে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।

Advertisement

শুধুমাত্র জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়েই অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন আপনার জন্ম নিবন্ধন অনলাইন বা ডিজিটাল কিনা।

জন্ম নিবন্ধন চেক করতে প্রয়োজন হবে এ ধরণের ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নম্বর (জন্ম নিবন্ধন যাচাই 19860915428117351)। পুরাতন হাতে লেখা জন্ম নিবন্ধন নম্বর কম হলে যাচাই করা যাবে না। এক্ষেত্রে আপনাকে আপডেট ও ১৭ ডিজিটের নম্বর সংগ্রহ করে নিতে হবে।

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. প্রথমে everify.bdris.gov.bd ওয়েবসাইটে যান।
  2. তারপর, আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন ইংরেজিতে লিখুন ও জন্ম তারিখ বাছিই করুন।
  3. ক্যাপচা প্রশ্নের উত্তর লিখুন। তারপর সার্চ বাটনে ক্লিক করুন।

ধাপ ১ – জন্ম ও মৃত্যু নিবন্ধন সাইট ভিজিট করুন

প্রথমে জন্ম নিবন্ধন চেক Apps Birth and Death Verification সাইটে যান। নিচের মত একটি পেইজ পাবেন।

Advertisement
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

ধাপ ২: জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে সার্চ করুন

এখানে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি ইংরেজিতে লিখুন ও জন্ম তারিখ লিখুন এই ফরমেটে জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd। অর্থাৎ প্রথমে জন্ম সাল তারপর একটি হাইপেন (-) তারপর মাস এবং তারিখ। প্রয়োজনে ছবিতে দেখুন।

যদি আপনার Birth Registration নম্বরটি ১৭ ডিজিটের কম হয় তাহলে কিভাবে ১৭ ডিজিট করবেন তার ট্রিকও শেয়ার করলাম। দেখুন- ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই

এবার আপনি রোবট কিনা তা যাচাইয়ের জন্য একটি ক্যাপচা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে সাধারণত কোন যোগ-বিয়োগ প্রশ্ন দেয়া হয়। তার সঠিক উত্তর লিখে Search বাটনে ক্লিক করে আপনার জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে পারবেন।

জন্ম নিবন্ধন যাচাই কপি
জন্ম নিবন্ধন যাচাই কপি

জন্ম নিবন্ধনের তথ্য সঠিক থাকলে আপনার জন্ম নিবন্ধন তথ্য দেখতে পারবেন।

Advertisement

নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন কাউন্সিলর অফিসে যেতে হবে। জন্ম নিবন্ধন সার্ভারে সংরক্ষিত ডাটাবেইজ থেকে যে কোন ব্যক্তির নাম দিয়ে জন্ম নিবন্ধন তথ্য খুঁজে বের করা যায় এবং তথ্য জানা যায়।

তবে সাধারণ নাগরিক নিজে নিজে অনলাইনে নাম দিয়ে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করার কোন সুযোগ নাই।

জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড

যদি উপরের দেখানো নিয়মে আপনার জন্ম নিবন্ধন চেক করতে পারেন, তাহলে বুঝতে পারবেন আপনার জন্ম নিবন্ধনটি ডিজিটাল। আপনার ইউনিয়ন, পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিস থেকে Digital copy of birth certificate সংগ্রহ করতে পারবেন।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার জন্য উপরের ছবিটি আপনার স্ক্রিনে আসার পর আপনার কম্পিউটার থেকে প্রিন্ট কমান্ড (ctrl+P) দিয়ে Print to PDF সিলেক্ট করে PDF File হিসেবে সেইভ করতে পারেন।

যদি কম্পিউটারে Print to PDF অপশন না থাকে দেখুন কিভাবে কম্পিউটারে ডকুমেন্টকে PDF File তৈরি করবেন।

জন্ম নিবন্ধন যাচাই কপি
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই কপি

অথবা আপনার প্রিন্টার থাকলে, আপনি জন্ম নিবন্ধন অনলাইন যাচাই কপিটি প্রিন্ট করে নিতে পারেন এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারেন। এছাড়া Birth Registration online copy download- জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার আলাদা কোনো উপায় নেই এখন পর্যন্ত।

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে প্রথমে ভিজিট করুন https://everify.bdris.gov.bd ওয়েবসাইট। এখানে আপনার জন্ম নিবন্ধন ১৭ ডিজিটের কোড নম্বর লিখুন এবং জন্ম তারিখ লিখুন। ক্যাপচার উত্তর লিখে Search বাটনে ক্লিক করে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে পারবেন।

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইট লিংক – https://everify.bdris.gov.bd/

১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই

যদি আপনার জন্ম নিবন্ধন নম্বর ১৬ ডিজিটের হয় এটি ১৭ ডিজিটে রুপান্তর করতে হবে। জন্ম নিবন্ধন যাচাই 19860915428117351 এ ধরনের ১৭ ডিজিট দিয়েই করা যায়।

১৬ ডিজিটের জন্য নিবন্ধন যাচাই করার জন্য নিবন্ধন নম্বরের শেষ ৫ ডিজিটের পূর্বে একটি (0) যুক্ত করে ১৭ ডিজিট করতে হবে। বিস্তারিত জানতে পড়ুন- জন্ম নিবন্ধন ১৬ ডিজিট থেকে ১৭ ডিজিট করার নিয়ম

পূর্বে জন্ম নিবন্ধনগুলো প্রথমে হাতে লেখা ও পরে অনলাইন ডাটাবেইজে নেয়া হয়। হাতে লেখা জন্ম নিবন্ধনগুলো ১৩/১৬ ডিজিটের ছিল। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ মাথা রেখে এটিকে ১৭ ডিজিটে রুপান্তর করা হয়।

তাছাড়া নিবন্ধন তথ্যসমূহ সম্পূর্ণ অনলাইন বেইজড করা হয়েছে। তাই যদি আপনার নিবন্ধন নম্বর ১৬ ডিজিট হয়ে থাকে, এর ১৭ ডিজিট নম্বর ও আপডেটেড ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড সংগ্রহ করে নিন।

FAQ

জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইট everify.bdris.gov.bd

পুরাতন হাতে লেখা জন্ম নিবন্ধন নম্বর ১৭ ডিজিট হলে সরাসরি everify.bdris.gov.bd লিংকে গিয়ে যাচাই করতে পারবেন। যদি জন্ম নিবন্ধন তথ্য পাওয়া না যায়, সঠিক ও ১৭ ডিজিটের নম্বরটি সংগ্রহ করুন।

জন্ম নিবন্ধন নম্বর ১৬ ডিজিট হলে, শেষ ৫ ডিজিটের আগে একটি শুন্য যোগ করে যাচাই করতে পারবেন।

everify.bdris.gov.bd লিংকে গিয়ে জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে চেক করতে পারবেন এটি অনলাইন আছে কিনা।

নাম ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে, আপনাকে যেতে হবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলির কার্যালয়ে।

Birth and Death Verification সাইটে ভিজিট করে জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে প্রথমে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করুন। তারপর Ctrl+P প্রেস করে জন্ম সনদ ডাউনলোড পিডিএফ করতে পারবেন। মূল সনদ পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা বা কাউন্সিলর অফিসে যোগাযোগ করুন।

জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা চেক করতে হলে প্রথমে ভিজিট করুন https://everify.bdris.gov.bd/। এরপর জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে Search করুন। জন্ম নিবন্ধন অনলাইন হলে আপনার তথ্য স্ক্রীনে দেখতে পাবেন।

মোবাইল জন্ম নিবন্ধন যাচাই করতে গুগলে সার্চ করুন everify.bdris.gov.bd এবং প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। এখানে জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে পারবেন।

জন্ম নিবন্ধন সম্পর্কে আরও তথ্য

সংশোধনজন্ম নিবন্ধন সংশোধন
ইংরেজি জন্ম নিবন্ধনজন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম
হারিয়ে গেলেজন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয়
অনলাইনে না থাকলেজন্ম নিবন্ধন অনলাইনে না থাকলে কি করতে হবে
১৬ ডিজিটের জন্ম নিবন্ধন১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই
জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল তথ্যজন্ম নিবন্ধন
Advertisement

Similar Posts

9 Comments

  1. আমার জন্ম নিবন্ধন হারিয়ে গেছে আমার জন্ম নিবন্ধন নাম্বার ও মনে নাই আমি কি ভাবে আমার জন্ম নিবন্ধন বের করবো

      1. আপনার ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর অফিসের কম্পিউটার অপারেটরের সাথে যোগাযোগ করতে পারেন। উনি ম্যানুয়েলি আপনার ঠিকানা অনুসারে খুজে বের করতে পারবেন।

  2. জন্ম নিবন্ধনের জন্য আবেদন করা সম্পন্ন হলে এবং পেমেন্ট সম্পন্ন করার পর এস এম এস মারফত প্রাপ্ত আইডি ও পাসয়ার্ড দিয়েও কেন পূরনকৃত জনম নিবন্ধনের আবেদন ফরমটি ডাউনলোড করা যাচ্ছে না? এর প্রতিকার কি? আবার দাপ্তরিক সময়ে উক্ত বিষয়ে অভিযোগ জানান যাচ্ছে না। দেখা গেছে, প্রায় সব যোগাযোগের নম্বরগুলি বন্ধ অথবা সংযোগ বিচ্ছিন্ন দেখাচ্ছে। এটা দেখার কি কেউ নেই।

    1. সার্ভারের সমস্যার কারণে আবেদন প্রিন্ট করা যাচ্ছে না। আপনার আবেদনের আইডি থাকলেই হবে, আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে আবেদনের আইডি নম্বরটি জানালে তারা আবেদন বের করে প্রিন্ট করে নিতে পারবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।