জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড PDF (সহজ পদ্ধতি)
শুধুমাত্র জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই কপি ডাউনলোড করা যায়। দেখুন কিভাবে অনলাইন থেকে জন্ম সনদ ডাউনলোড করবেন।
এই পোস্টে আলোচনা করা হয়েছে কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করবেন এবং জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করবেন।
অনলাইনে জন্ম নিবন্ধন চেক (jonmo nibondhon jachai) করা বা জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে এই পোস্টটি অবশ্যই আপনার উপকারে আসবে।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে প্রথমে ভিজিট করুন everify.bdris.gov.bd। এরপর আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ লিখুন। ক্যাপচার উত্তর লিখে Search করুন। আপনার জন্ম নিবন্ধন তথ্য দেখতে পাবেন। Ctrl + P প্রেস করে Save as PDF দিয়ে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন।
বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্ম নিবন্ধন তথ্য অনলাইনে দেখা যায় এবং জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করা যায়। এটা দেখার জন্য অবশ্যই ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। আপনার জন্ম নিবন্ধন নম্বর ১৬ ডিজিট হলে দেখুন- ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই।
Birth Registration Online – জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কিনা (jonmo tarik diye nibondon bair kora) দেখার উপায় এখানে দেখে নিন। Birth Certificate Online Verify বা অনলাইনে জন্ম সনদ যাচাই করণ পদ্ধতি খুবই সহজ। যদি আপনার কম্পিউটার না থাকে, আপনি চাইলে মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই
শুধুমাত্র জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যাবে। জন্ম নিবন্ধন যাচাই করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা যাচাই করতে online BRIS ওয়েবসাইট everify.bdris.gov.bd ভিজিট করুন;
- ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ লিখুন;
- গাণিতিক ক্যাপচা টির উত্তর লিখে Search করুন।
বিস্তারিত প্রক্রিয়াটি নিচের ছবিতে খেয়াল করুন
ধাপ ১: everify.bdris.gov.bd সাইটে ভিজিট করার পর নিচের মত একটি পেইজ দেখতে পাবেন।
ধাপ ২: এখানে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি লিখুন (উদাহরণ- 19860915428117351)। Date of Birth এই বক্সে জন্ম তারিখ লিখুন এই ফরমেটে জন্ম নিবন্ধন যাচাই YYYY MM DD।
ওয়েবসাইট ব্যবহারকারী মানুষ (Human) কিনা চেক করার জন্য একটি গাণিতিক প্রশ্ন বা ক্যাপচা দেওয়া হয়। এটির সঠিক উত্তরটি নিচের বক্সে লিখে Search বাটনে ক্লিক করুন। আপনার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ সঠিক থাকলে আপনার তথ্যগুলো দেখতে পাবেন।
ধাপ ৩: জন্ম নিবন্ধনের অনলাইন কপি ব্যবহারের জন্য এই পেইজটি প্রিন্ট করুন বা PDF হিসেবে Save করতে পারেন।
আশা করি আপনার জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে পেরেছেন এই পেইজটি হচ্ছে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই কপি। বিভিন্ন ক্ষেত্রে আমাদের তথ্যের নিশ্চয়তার জন্য জন্ম নিবন্ধনের ভেরিফিকেশন কপি প্রয়োজন হতে পারে। আপনি এটি প্রিন্ট করে ব্যবহার করতে পারেন।
১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই
১৬ ডিজিটের জন্য নিবন্ধন যাচাই করার জন্য নিবন্ধন নম্বরের শেষ ৫ ডিজিটের পূর্বে একটি (0) যুক্ত করে ১৭ ডিজিট করতে হবে। বিস্তারিত জানতে পড়ুন- জন্ম নিবন্ধন ১৬ ডিজিট থেকে ১৭ ডিজিট করার নিয়ম।
পূর্বে জন্ম নিবন্ধনগুলো প্রথমে হাতে লেখা ও পরে অনলাইন ডাটাবেইজে নেয়া হয়। হাতে লেখা জন্ম নিবন্ধনগুলো ১৩/১৬ ডিজিটের ছিল। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ মাথা রেখে এটিকে ১৭ ডিজিটে রুপান্তর করা হয়।
তাছাড়া নিবন্ধন তথ্যসমূহ সম্পূর্ণ অনলাইন বেইজড করা হয়েছে। তাই যদি আপনার নিবন্ধন নম্বর ১৬ ডিজিট হয়ে থাকে, এর ১৭ ডিজিট নম্বর ও আপডেটেড ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড সংগ্রহ করে নিন।
হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ প্রয়োজন হবে। everify.bdris.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে Birth Registration Number ও জন্ম তারিখ দিয়ে সার্চ করে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন।
এছাড়া হারিয়ে যাওয়া জন্ম সনদ আবার পেতে আপনাকে অনলাইনে জন্ম নিবন্ধন প্রতিলিপির জন্য আবেদন করতে হবে। জন্ম নিবন্ধন প্রতিলিপির জন্য নির্দিষ্ট ফি প্রযোজ্য।
আপনি নিজেও অনলাইনে হারানো জন্ম নিবন্ধন সনদের প্রতিলিপি পাওয়ার আবেদন করতে পারেন। অথবা, ইউনিয়ন পরিষদ/ পৌরসভা বা কাউন্সিলর অফিসে গিয়ে সেখানকার ডিজিটাল সেন্টারের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
অনলাইন থেকে হুবুহু ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করা যাবে না। তবে Birth Registration Number এবং জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই কপি ডাউনলোড করা যাবে।
জন্ম নিবন্ধন যাচাই 19860915428117351
জন্ম নিবন্ধন যাচাই 19860915428117351 এ ধরনের ১৭ ডিজিট দিয়েই করা যায়। শুধুমাত্র ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করা যাবে। যদি আপনার জন্ম নিবন্ধন নম্বর ১৬ ডিজিটের হয় এটি ১৭ ডিজিটে রুপান্তর করতে হবে।
পড়ুন- কিভাবে ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন ১৭ ডিজিট করবেন।
আমাদের অনেকে যারা প্রথম দিকে নিবন্ধন করেছিলাম, তাদের জন্ম সনদটি হাতে লেখা ছিল। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনে রেজিষ্টার বইতে আমাদের তথ্যসমূহ লিপিবদ্ধ ছিল।
পরবর্তীতে এসকল তথ্য অনলাইন ডাটাবেইজে আনা হয়। তখন থেকে জন্ম নিবন্ধন সনদকে ডিজিটাল জন্ম নিবন্ধন (Digital Birth Registration Certificate) বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বলা হয়।
জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল প্রয়োজনীয় তথ্য
নতুন জন্ম নিবন্ধন | জন্ম নিবন্ধন আবেদন |
ডাউনলোড | জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড |
সংশোধন | জন্ম নিবন্ধন সংশোধন |
ইংরেজি করুন | জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম |
হারিয়ে গেলে | জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় |
অনলাইনে না থাকলে | জন্ম নিবন্ধন অনলাইনে না থাকলে কি করতে হবে |
জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল তথ্য | জন্ম নিবন্ধন |
হোমপেইজে যান | Home |
জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড PDF
ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য everify.bdris.gov.bd ওয়েবসাইটে যান। এখানে আপনার জন্ম নিবন্ধন লিখুন এবং ও জন্ম তারিখ বাছাই করুন। তারপর ক্যাপচা পূরন করে Search বাটনে ক্লিক করলে আপনার জন্ম নিবন্ধন সনদ পাবেন। এটি PDF হিসেবে সেইভ করে নিন।
সত্যি বলতে অনলাইনে আপনি (Official Birth Certificate) অফিশিয়াল ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন না। তবে, জন্ম সনদ অনলাইন ভেরিফিকেশন কপি ডাউনলোড করতে পারবেন।
এজন্য, আপনার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধনটি যাচাই করুন। এবার তথ্য স্ক্রিনে আসলে, কম্পিউটারের (Ctrl+P) চাপ দিয়ে পেইজটির প্রিন্ট কপি বা PDF হিসেবে সেইভ করে নিতে পারেন।
জন্ম নিবন্ধন সনদ আপনার হাতের কাছে না থাকলে জরুরী প্রয়োজনে, জন্ম নিবন্ধন অনলাইন যাচাই কপিটি ব্যবহার করতে পারবেন।
নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
Birth certificate online verification- নাম দিয়ে জন্ম নিবন্ধন চেক করার সুযোগ শুধুমাত্র ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনেই করা যায়। সাধারণ জনগণের জন্য অনলাইনে নাম দিয়ে জন্ম সনদ যাচাই করার সুযোগ নেই।
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে এবং আপনার নিবন্ধন নম্বর জানা না থাকে, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে আপনার নাম দিয়ে সার্চ করে নিবন্ধন নম্বরটি জেনে নিতে পারেন।
ডিজিটাল জন্ম নিবন্ধন যাচাই – Online Birth Certificate Check
বিভিন্ন প্রয়োজনে অনেক সময় অনলাইনে জন্ম নিবন্ধন ডিজিটাল কিনা যাচাই (online birth certificate check) করার প্রয়োজন হতে পারে।
কারো জন্ম নিবন্ধন তথ্য সঠিক কিনা বা জন্ম নিবন্ধন সনদ আসল কিনা তা যাচাই করে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই কপি (Jonmo Nibondhon Online Check Bangladesh) ডাউনলোড করতে পারবেন।
তবে যদি আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে সার্চ করার পরও No Record Found মেসেজ আসে, এর ২টি কারণ হতে পারে।
অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য না পাওয়ার কারণ
১ম সম্ভাব্য কারণ হতে পারে, আপনার জন্ম 01/01/2001 এর পূর্বে এবং আপনার জন্ম নিবন্ধনটি হাতে লেখা যেটি অনলাইন ডাটাবেইজে অন্তর্ভুক্ত হয়নি
২য় কারণটি হতে পারে, আপনার জন্ম নিবন্ধন নম্বর ভুল আছে বা জন্মতারিখ ও নিবন্ধন নম্বর এই ২টির মধ্যে কোথায় গরমিল হচ্ছে।
এ সমস্যা সমাধানের উপায় হলো, আপনাকে নতুনভাবে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করতে হবে। আরো জানতে পড়ুন- জন্ম নিবন্ধন অনলাইনে না থাকলে যা করবেন
আশা করি আপনার সমস্যা ১ কার্যদিবসের মধ্যেই সমাধান হয়ে যাবে।
শুধুমাত্র জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে জন্ম তথ্য যাচাই করতে পারবেন। মোবাইলে জন্ম নিবন্ধন চেক করার জন্য জন্ম নিবন্ধন ওয়েবসাইট ক্লিক করুন।
জন্ম নিবন্ধন সংশোধন যাচাই
অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করার পর অবশ্যই আবেদনের কপি ও প্রয়োজনীয় কাগজপত্র নিবন্ধকের কার্যালয়ে জমা দিতে হয়। কাগজপত্র যাচাইয়ের পরই আপনার তথ্য সংশোধন করা হবে।
সংশোধন হয়েছে কিনা তা যাচাই করতে পারবেন online BRIS ওয়েবসাইট থেকেই। আপনি চাইলে মোবাইলেও এটি চেক করতে পারবেন। কিভাবে করবেন?
জন্ম নিবন্ধন সংশোধন যাচাই করার জন্য জন্ম নিবন্ধন আবেদন অবস্থা যাচাই এ লিংকে ভিজিট করুন। করবেন। তারপর আবেদনের ধরণ হিসেবে সিলেক্ট করুন জন্ম নিবন্ধন সংশোধন এর আবেদন। তারপর আপনার Application ID ও জন্ম তারিখ লিখে দেখুন বাটনে ক্লিক করুন।
জন্ম নিবন্ধন সংশোধন যাচাই কপি সংগ্রহের জন্য এই পেইজটির প্রিন্ট নিতে পারেন। জন্ম নিবন্ধন সংক্রান্ত আরো বিভিন্ন টিপস, পরামর্শ ও তথ্য জানতে পড়ুন- জন্ম নিবন্ধন
আমি জন্ম নিবন্ধন এর ডিজিটাল কপি বের করতে চাই
পারভিন আক্তার
আমি জন্ম নিবন্ধন এর ডিজিটাল কপি বের করতে চাই
শুধু মাত্র জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন এর তথ্য পাওয়া যাবে কি না গেলে কিভাবে যদি কেউ যানেন তাহলে খুব উপকৃত হবো।
ইউনিয়ন বা পৌরসভা ছাড়া পাবেন না
যে কোন ইউনিয়ন অফিস থেকে কি পাওয়া যাবে তথ্যটি
না। আপনি যেই ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন করেছিলেন।
Na vaiya akhane apnar.. Akhane apnar 17 dijit ar nibondhon nombor ta o lagbe
আমি আমার শালক এর জন্মনিব্ধন করতে চাই।ওর জন্ম ০৫/০৩/৯৯
মা আর ও ১৮ বছর আগেই মারা গেছে।আর বাবা নিখোঁজ। এটা কিভাবে করতে পারি
আপনি যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে জন্ম নিবন্ধন করেছিলেন শুধুমাত্র সেখান থেকেই ডিজিটাল জন্ম নিবন্ধন কপি পেতে পারেন। অন্য কোথাও এটি পাবেন না। তবে অনলাইন থেকে শুধু ভেরিফিকেশন কপি নিতে পারবেন।
amar jonmo nibondhon er pepar soho file ta agune pure geceakn ota ami kivabe pete pari,
dob,4th jan 1994
Date of birth a ache 2004, r jonmo sonod number er first 4 digit a ache 2003, baki hobe information thik ache. ekhon jonmo sonod number er first 4 digit dob er sathe na mille ki kono problem ache?
ar jodi problem thake, tahole jonmo sonod number ta change korar upay ki?
*Note: Date of birth age 2003 chilo, change kore 2004 kora hoyeche
Ami jonnmo nibondon songsodhon abedon korechilam abedon cood ti mone nai ba hariye pelechi ekhon ki korajay
আবার একটি আবেদন করুন।
আমি আমার ছেলের জন্ম নিবন্ধন এটা বানাইছি এখনো জন্মনিবন্ধনের নাম্বারটা পাচ্ছিনা আমি সৌদি আরবে থাকি
আপনার ছেলে সৌদি আরবে থাকলে, অনলাইনে আবেদন করে এম্বাসিতে যোগাযোগ করুন।