জানুন ব্যাংক চেক লেখার নিয়ম

অনেকে চেকের নিরাপত্তা বজায় রেখে সঠিকভাবে চেক লিখতে জানেন না। জানুন চেক লেখার নিয়ম ও সতর্কতা নিয়ে বিস্তারিত।

Advertisement

যারা ব্যাংকে লেনদেন করে থাকেন তারা ব্যাংক চেকের সাথে পরিচিত। এখানে দেখাবো চেক লেখার সঠিক নিয়ম ও চেক লেখার ক্ষেত্রে সতর্কতা নিয়ে।

চেক লেখার নিয়ম

চেক লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে টাকা পরিমাণ অংকে ও কথায় লিখবেন। চেকে টাকার অংকের শুরুতে ও শেষে যেন কোন শুন্য স্থান না থাকে এজন্য অংকের শেষ /- চিহ্ন ব্যবহার করুন। তাছাড়া, চেকের গ্রহীতার নাম, তারিখ ও টাকার অংক কথায় লিখতে হবে।

Advertisement

অনেকেই আছেন যারা চেক লিখতে অনেক কনফিউজন ও দ্বিধা-দন্ধ কাজ করে। ফলে, চেকে কাটা-ছেঁড়া করে ফেলেন। তাছাড়া নতুন গ্রাহকরাও একই সমস্যায় পড়েন।

আবার অনেকেরই জানা নেই কিভাবে চেকের নিরাপত্তা বজায় রেখে সঠিকভাবে চেক লিখতে হয়। তাদের জন্য আজ আলোচনা করব বিভিন্ন ব্যাংকের চেক লেখার উদাহরণসহ চেক লেখার নিয়ম।

চেক লেখার ধাপগুলো নিচে বিস্তারিত আলোচনা করলাম, আশা করি আর কখনো চেক লিখতে অসুবিধা হবে না।

১. Date বা তারিখ লিখুন

ব্যাংকের চেকের পাতার মোট ৩ টি অংশ থাকে, ১ম অংশটি মুড়ি, ২য় অংশ মূল চেক এবং শেষ অংশটি হচ্ছে টোকেন। সবগুলো অংশেই শুরুতে তারিখ বসিয়ে নিবেন। বাংলা বা ইংরেজি যেকোন ভাষায় আপনি চেক লিখতে পারবেন।

Advertisement

২. Pay to – যাকে চেকের মাধ্যমে টাকা প্রদান করবেন

Pay to এর অর্থ হচ্ছে পরিশোধ করুন। আপনি যাকে চেকের মাধ্যমে টাকা প্রদান করবেন এখানে তার নাম লিখতে হবে। নিজের প্রয়োজনে টাকা উত্তোলন করার ক্ষেত্রে এখানে Self বা নিজ লিখতে পারেন। পাওনাদার বা অন্য কাউকে টাকা দিতে হলে, তার নাম লিখুন।

পাওনাদার অন্য কারো নাম দিলে সেক্ষেত্রে তার এনআইডি বা ব্যাংক একাউন্ট অনুসারে নাম লিখা ভাল। এর ফলে তিনি চেকটি তার যে কোন ব্যাংক একাউন্টে সরাসরি জমা দিয়ে টাকা সংগ্রহ করতে পারবেন।

৩. Taka বা টাকার পরিমাণ লিখুন

চেকের মূল অংশে TAKA লেখার অংশে টাকার অংক অবশ্যই কথায় এবং শেষে মাত্র লিখবেন। লেখার শুরুতে ও শেষে খালি জায়গা থাকলে একটি লাইন টেনে দিন।

এছাড়া, Tk. লেখা বক্সে অংকে টাকার পরিমাণ লিখুন। টাকার অংকের শেষে /- চিহ্ন ব্যবহার করুন এবং শুরুতে ও শেষে Inverted Comma (কমা) ব্যবহার করুন। যেমন “৩০,০০০/-” টাকা। এর ফলে চেকের নিরাপত্তা আরও কঠোর হবে।

Advertisement

৪. A/C Holder’s Signature

চেকের ডান পাশে নিচে যেখানে A/C Holder’s Signature থাকে তার উপরে আপনাকে স্বাক্ষর দিতে হবে। ব্যাংক একাউন্ট খোলার সময় স্বাক্ষর কার্ডে যে স্বাক্ষর দিয়েছেন, এখানে সেই স্বাক্ষরটিই দিবেন। লেনদেনের জন্য গ্রাহক যে স্বাক্ষর ব্যবহার করবেন স্বাক্ষর কার্ডে তার ৩টি নমুনা স্বাক্ষর নিয়ে রাখা হয়।

অনেকে ২/৩টি স্বাক্ষর ব্যবহার করায় অনেক সময় ভুলে যান যে ব্যাংকের জন্য কোন কোন স্বাক্ষরটি ব্যবহার করেছেন। এক্ষেত্রে আপনার ব্যাংকে গিয়ে স্বাক্ষরটি দেখার অনুরোধ করতে পারেন।

৫. পেছনের পৃষ্ঠায় অতিরিক্ত স্বাক্ষর

আপনি নিজের নামের চেক দিয়ে টাকা উত্তোলনের ক্ষেত্রে চেকের পেছনে কোন স্বাক্ষর দিতে হয় না। তবে, আপনার নামের চেক দিয়ে অন্য কেউ টাকা উত্তোলন করার অনুমতি দিতে চেকের পিছনে উপর-নিচ করে অতিরিক্ত ২ টি স্বাক্ষর দিবেন। এই অতিরিক্ত স্বাক্ষর দেয়াকে বলা হয় চেকের অনুমোদন।

যদি আপনার পাওনাদার বা অন্য কাউকে চেক দিয়ে অর্থ পরিশোধ করেন সেক্ষেত্রেও এই অতিরিক্ত স্বাক্ষর দেয়ার প্রয়োজন নেই।

Advertisement

চেক লেখার সতর্কতা

চেক লেখার ক্ষেত্রে অবশ্যই খুব সাবধানে ও ধীরে সুস্থে লিখবেন। চেক লিখতে খুব সাবধানতা অবলম্বন করবেন যেন কোন ধরণের ভুল ও কাটা-ছেঁড়া না হয়। যদি কোন ভুল হয় তা ১ টানে কেটে পাশে/উপরে/নীচে শুদ্ধভাবে লিখুন এবং সেখানে আপনার একটি স্বাক্ষর করুন।

অংকে টাকার অংক লেখার ক্ষেত্রে অবশ্যই কমা (“ “) এবং শেষে টাকার /- চিহ্ন ব্যবহার করুন।

সোনালী ব্যাংকের চেক লেখার নিয়ম

সোনালী ব্যাংকের চেক লেখার নিয়ম অন্য যে কোন ব্যাংকের চেক লেখার মতই। চেকের ৩টি নির্দিষ্ট অংশে তারিখ লিখুন। তারপর, যাকে চেক প্রদান করবেন তার নাম লিখুন। চেকের মূল অংশে টাকার পরিমাণ কথায় লিখুন এবং TK. বক্সে অংকে লিখুন। সবশেষে ব্যাংকে লেনদেনের জন্য যে স্বাক্ষর ব্যবহার করেন তা দিয়ে চেক লেখা সম্পন্ন করুন।

সোনালী ব্যাংকের চেক লেখার নিয়ম

আরও পড়ুন- সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম

ইসলামী ব্যাংকের চেক লেখার জন্য নিচের ছবিসহ উদাহরনটি অনুসরণ করতে পারেন। প্রথমে চেকের ৩ অংশেই তারিখ লিখুন, টাকার পরিমাণ লিখুন। মূল চেকের অংশে The Sum of Taka অংশে কথায় টাকার পরিমাণ লিখুন, Tk. বক্সে অংকে টাকার পরিমাণ লিখুন। চেকের ডানপাশে নিচে স্বাক্ষর করুন।

ইসলামী ব্যাংকের চেকের শুরুর অংশে মুড়ি, তারপর টোকেন ও শেষে মূল চেক। মুড়ির অংশটি না লিখলেও চলে কারণ এটি আপনার কাছেই থাকবে। টাকা কেন উত্তোলন করেছেন, কাকে পরিশোধ করেছেন তার নোট রাখতে এটি লিখতে পারেন।

ইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম
ইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম

আরও পড়ুন- অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ব্যাংকিং সংক্রান্ত আরও তথ্য

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।