Emirates ID Status Check বা দুবাই আইডি চেক করার নিয়ম

যারা নতুন Emirates ID আবেদন করেছেন বা দুবাই আইডি রিনিউ আবেদন করেছেন অনলাইনে দুবাই আইডি চেক করে নিন।

Advertisement
দুবাই আইডি চেক
  • Save

আপনার নতুন দুবাই আইডি বা Emirates ID প্রিন্ট হয়েছে কিনা, অথবা রিনিউ আবেদন করার পর আবেদনের স্ট্যাটাস সম্পর্কে অনলাইনেই জানতে পারবেন।

এখানে দেখাবো, কিভাবে আপনার Emirates ID বা দুবাই আইডি চেক করবেন।

Advertisement

দুবাই আইডি চেক করার দুটি উপায় রয়েছে, ১) অনলাইনে চেক করা, ২) মোবাইল অ্যাপের মাধ্যমে চেক করা। আসুন এই ২ পদ্ধতি সম্পর্কে জেনে নিই।

অনলাইনে দুবাই আইডি চেক

দুবাই আইডি চেক করার সবচেয়ে সহজ উপায় হল অনলাইনে চেক করা। এজন্য আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:

  1. ভিজিট করুন UAE সরকারি সাইট icp.gov.ae লিংক;
  2. একটু নিচে স্ক্রল করে খুঁজে নিন Check Application Status;
  3. এখানে নতুন আইডি কার্ডের Application Number (PRAN) লিখুন;
  4. Renewal বা Replacement আইডি কার্ডের জন্য Emirates ID নম্বর লিখুন;
  5. Check বাটনে ক্লিক করলে Emirates আইডি স্ট্যাটাস চেক করতে পারবেন।
দুবাই আইডি চেক
  • Save

আরও পড়তে পারেন:

Advertisement

মোবাইল অ্যাপের মাধ্যমে দুবাই আইডি চেক

আপনি UAE সরকারের “UAEICP” মোবাইল অ্যাপের মাধ্যমেও আপনার Emirates ID Check করতে পারেন। UAEICP মোবাইল অ্যাপের মাধ্যমে এমিরেটস আইডি চেক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. Play Store বা App Store থেকে “UAEICP” অ্যাপটি Download এবং Install করুন;
  2. অ্যাপটি চালু করুন এবং Quick Search অপশনে যান;
  3. এখান আপনার Application ID অথবা Emirates ID লিখুন;
  4. Search বাটনে ক্লিক করে ID Status চেক করুন।
emirates id status check online
  • Save

আপনার নতুন আইডির Application Number (PRAN) বা Emirates ID নম্বর ঠিক থাকলে নিচে সকল তথ্য দেখতে পাবেন।

Emirates ID বা Dubai ID চেক করার ক্ষেত্রে সতর্কতা

UAE সরকারের আইডি সংক্রান্ত যে কোন সেবার ক্ষেত্রে UAEICP অ্যাপটি অবশ্যই সঠিক অ্যাপ কিনা তা নিশ্চিত হয়ে নিবেন। Play Store এবং App Store থেকেই ডাউনলোড করবেন।

অন্য কোন Fake অ্যাপে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া UAEICP Smart App ব্যবহারের ক্ষেত্রে আপনার ইমেইল এবং পাসওয়ার্ডটির গোপনীয়তা রক্ষা করুন। বিশেষ করে ইমেইল ও অ্যাপের Password কারো সাথে শেয়ার করবেন না।

Advertisement
Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।