সোনালী ই ওয়ালেট QR কোড ডাউনলোড | Sonali E wallet QR code Payment

সোনালী ব্যাংক Sonali E Wallet অ্যাপের মাধ্যমে QR Code পেমেন্ট চালু করেছে। জানুন এর সুবিধা ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত।

Advertisement

সম্প্রতি সোনালী ব্যাংক তাদের Sonali E Wallet থেকে Payment করা ও Payment গ্রহণ করার জন্য QR কোড সুবিধা চালু করেছে। জানুন কিভাবে সোনালী ই ওয়ালেটের QR কোড ডাউনলোড করবেন এবং কাস্টমার থেকে পেমেন্ট গ্রহণ করবেন সহজেই।

আপনি কি সোনালী ই ওয়ালেট ব্যবহার করছেন? দয়া করে কমেন্টে Yes বা No লিখে জানান।

কিভাবে Sonali E Wallet QR Code ডাউনলোড করবেন

E Wallet এর পেমেন্ট QR কোডটি ডাউনলোড করার জন্য প্রথমেই Sonali E Wallet অ্যাপটি আপডেট করে নিতে হবে। অ্যাপে লগইন করার পর Profile>Settings ও তারপর QR Code অপশনে যান। Download আইকনে ক্লিক করে QR কোড ডাউনলোড করতে পারবেন।

Sonali E Wallet QR Code ডাউনলোড

সোনালী ই ওয়ালেট QR কোড কিভাবে কাজ করে

সোনালী ই ওয়ালেটে ২টি ব্যালেন্স থাকে, প্রথমটি Bank Account ব্যালেন্স অন্যটি Wallet ব্যালেন্স। Sonali E Wallet QR কোড Scan করে আপনি আপনার Wallet Balance থেকে অন্য কারো Wallet এ টাকা পাঠাতে পারবেন।

অর্থাৎ বুঝতেই পারছেন, QR Code এর মাধ্যমে শুধু Wallet থেকে Wallet এ টাকা লেনদেন করা যাচ্ছে। যখন আপনি কারো কাছ থেকে QR Code এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করবেন, এটি সরাসরি আপনার Wallet ব্যালেন্সে যুক্ত হবে।

আপনার ওয়ালেট থেকে আপনি অন্য কাউকে পেমেন্ট ও লেনদেন করতে পারবেন কোন চার্জ ছাড়াই।

Advertisement

আরও পড়ুন- সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম

কিভাবে Sonali E Wallet QR Code Scan করে পেমেন্ট করবেন

E Wallet QR Code এর মাধ্যমে পেমেন্ট করার জন্য আপনার অবশ্যই Wallet ব্যালেন্স থাকতে হবে। ই ওয়ালেটে লগইন করে QR কোড আইকনে ট্যাপ করুন ও QR Scan করুন। গ্রাহকের নাম এবং Wallet একাউন্ট নম্বর দেখতে পাবেন। টাকার পরিমান, রেফারেন্স ও পিন নম্বর লিখে সাবমিট করুন। মোবাইলে আসা OTP দিয়ে পেমেন্ট নিশ্চিত করুন।

নিচের ছবিতে প্রক্রিয়াটি দেখানো হলো,

E Wallet QR Code Scan করে পেমেন্ট

Sonali E Wallet QR কোডের সুবিধা

অন্য মোবাইল ওয়ালেট ও মোবাইল ব্যাংকিংয়ের তুলনায় সোনালী ই ওয়ালেটের কিছু ভাল সুবিধা রয়েছে, যেগুলো হলো;

Advertisement
  • কোন চার্জ ছাড়াই ওয়ালেট থেকে ব্যাংক একাউন্টে ট্রান্সফার ও উত্তোলন করা যায়
  • ব্যবসায়িক বা ব্যক্তিগত সব ক্ষেত্রেই QR কোড পেমেন্ট সুবিধা ব্যবহার করতে পারবেন।

আশা করি লেখাটি আপনাদের কিছুটা হলেও কাজে লেগেছে। লেখাটি অন্যদের জন্য শেয়ার করে দিতে পারেন।

সরকারি ও বেসরকারি বিভিন্ন অনলাইন সেবা, অনলাইন ব্যাংকিং ও আয়কর ও ভ্যাট নিয়ে নিত্য নতুন আপডেট ও পরামর্শের জন্য ভিজিট করুন- Eservicesbd.com এছাড়া আমাদের ফেসবুক পেইজ Eservicesbd ও YouTube Channel ফলো করতে পারেন।

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।