হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড- সর্বশেষ আপডেট

নিকটস্থ থানায় একটি জিডি করে অনলাইনে আবেদন করার মাধ্যমে আপনার হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

Advertisement
হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড
  • Save

আপনি কি আপনার জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন? ঘরে বসেই মাত্র ৭ থেকে ১৫ দিনের মধ্যেই আপনার জাতীয় পরিচয়পত্র অনলাইনেই পেতে পারেন। বিশ্বাস হচ্ছেনা? আসুন জানি হারানো জাতীয় পরিচয়পত্র পাওয়ার উপায় এবং কিভাবে কি করবেন।

হারানো জাতীয় পরিচয়পত্র পাওয়ার উপায়

আপনি যদি ২০১৯ সালের পর জাতীয় পরিচয়পত্রের জন্য রেজিস্ট্রেশন করে থাকেন এবং অনলাইন হতে আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে থাকেন, আপনার কাছে ডাউনলোড করা PDF ফাইল থেকে পুনরায় প্রিন্ট করে এনআইডি পেতে পারেন।

যদি ডাউনলোড করা ফাইলটি খুজে না পান, পুনরায় NID Wing এ লগ ইন করে বিনা খরচে আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন।

যদি ২০১৯ সালের পূর্বের ভোটার হয়ে থাকেন বা আপনি ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে আপনার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড পেয়ে থাকেন, আপনি NID Wing থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন না।

আপনাকে ২৩০ টাকা ফি দিয়ে ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র রিইস্যুর জন্য আবেদন করতে হবে।

Advertisement

জাতীয় পরিচয়পত্র রিইস্যুর আবেদন করার পদ্ধতি

জাতীয় পরিচয়পত্র রিইস্যুর জন্য আপনার শুধুমাত্র নিকটস্থ থানায় করা জিডি (সাধারণ ডায়েরী) কপি সংযুক্ত করে আবেদন করতে হবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ ১ঃ জিডির আবেদন লিখুন অথবা, অনলাইনে জিডি করুন

নিকটস্থ থানায় একটি লিখিত জিডির আবেদন জমা দিতে হবে। এছাড়া যদি সম্ভব হয় অনলাইনেও জিডির আবেদন করতে পারবেন।

জিডি থানা কর্তৃক গৃহীত হলে, জিডি গ্রহণকারী পুলিশ অফিসারের নাম ও ফোন নম্বর সংগ্রহ করুন। যেগুলো অনলাইনে রিইস্যুর আবেদন করতে প্রয়োজন হবে।

ধাপ ২ঃ জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে (NID Wing) এ রেজিস্ট্রেশন

সাধারণ ডায়েরী করা শেষে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সেবার ওয়েবসাইট (NID Wing) এ রেজিস্ট্রেশন করতে হবে।

Advertisement

যদি পূর্বে একাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে, তবে এনআইডি নম্বর ও পার্সওয়ার্ড দিয়ে লগ ইন করুন। পার্সওয়ার্ড ভুলে গেলে, পুনরায় রিসেট করতে পারেন।

নতুনভাবে রেজিস্ট্রেশনের জন্য দেখুন কিভাবে জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করবেন

ধাপ ৩ঃ রিইস্যুর আবেদন করুন – হারানো আইডি কার্ড উত্তোলনের অনলাইন আবেদন

রেজিস্ট্রেশনের জন্য ফেইস ভেরিফিকেশন সম্পন্ন হলেই আপনি NID Wing এ লগ ইন করতে পারবেন।

আপনি পূর্ব থেকে রেজিস্ট্রেশন করা থাকলে এই লিংক থেকে এনআইডি উইং এ লগ ইন করুন।

Advertisement

লগ ইন অবস্থায় নিচের মত একটি পেইজ দেখতে পাবেন। এখান থেকে রিইস্যু অপশনে ক্লিক করুন।

হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড
  • Save

রিইস্যু অপশনে যাওয়ার পর জাতীয় পরিচয়পত্র রিইস্যুর আবেদন ফরম পাবেন। এটি সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন ফরমটি নিচের মত।

হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন
  • Save

ফরমে লাল বক্সে দেখানো অংশে (সাধারণ ডায়েরি) জিডির তথ্য পূরণ করুন এবং উপরের ডান পাশ থেকে পরবর্তী বাটনে ক্লিক করুন।

হারানো আইডি কার্ড বের করার নিয়ম
  • Save

এখন আপনাকে রিইস্যুর আবেদনের জন্য ফি দিতে হবে। জাতীয় পরিচয়পত্র রিইস্যুর আবেদন ফি- সাধারণ ৩৪৫ টাকা (ভ্যাট সহ) এবং জরুরী ৫৭৫ টাকা ভ্যাট সহ

ফি প্রদান শেষে আবেদনের ধরণ রিইস্যু ও বিতরণের ধরন Regular বা Urgent দিন (রেগুলার হলে রেগুলার আবেদন ফি এবং জরুরী হলে জরুরী আবেদন ফি পরিশোধ করতে হবে।)

এরপর উপরের ডান থেকে পরবর্তী বাটনে ক্লিক করে আপনার জিডির স্ক্যান কপি বা সোজাসুজিভাবে তোলা ছবি আপলোড করুন। ছবি তুললে অবশ্যই ভাল আলোতে ছবি তুলবেন।

হারানো জাতীয় পরিচয়পত্রের জিডির কপি আপলোড করা হলে, আপনার আবেদটি সাবমিট করুন। আশা করা যায় ৭ থেকে ১৫ দিনের মধ্যে আপনার আবেদনটি অনুমোদিত (Approved) হবে।

ধাপ ৪ঃ আইডি কার্ড ডাউনলোড করুন

হারানো জাতীয় পরিচয়পত্রের আবেদনটি অনুমোদিত (Approved) হলেই আপনি NID Wing এ লগ ইন করে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

হারানো জাতীয় পরিচয়পত্র পাওয়ার উপায়
  • Save

আবেদন Approve হওয়ার মেসেজ মোবাইলে পাওয়ার পর যত তারাতারি সম্ভব জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে নিবেন। নির্দিষ্ট সময় শেষে আর ডাউনলোড করতে পারবেন না। আপনাকে নির্বাচন কমিশন অফিস থেকে আইডি কার্ড সংগ্রহ করতে হতে পারে।

ভোটার আইডি কার্ড ডাউনলোড করার পর, এটি প্রিন্ট ও লেমিনেটিং করে আপনি ব্যবহার করতে পারবেন।

হারানো ভোটার আইডি কার্ড সম্পর্কিত প্রশ্নসমূহ

ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে, আপনার নিকটস্ত থানায় একটি সাধারণ ডায়েরি করে, ভোটার আইডি কার্ড রিইস্যুর জন্য আবেদন করতে হবে।

আপনার জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে, প্রথমে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করতে হবে। এরপর ডায়েরী (জিডি) কপি আপলোড করে অনলাইনে আইডি কার্ড রিইস্যুর আবেদন করতে হবে। আবেদন অনুমোদন হওয়ার সাথে সাথেই অনলাইন থেকেই জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন।

Advertisement

Similar Posts

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।