NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে যেভাবে চেক করবেন

মোবাইল সিমের বিভিন্ন জটিলতা থেকে বাঁচতে জানতে হয় সিমের মালিকানা তথ্য। তাই যাচাই করুন আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে।

Advertisement
NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে
  • Save

বর্তমানে বাংলাদেশে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড রেজিস্ট্রেশন ব্যতীত ব্যবহার করা যায় না।‌ বিটিআরসির তথ্য মতে একটি আইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ১৫ টি মোবাইল সিম রেজিস্ট্রেশন করা যায়। অনেক সময় একজনের সিম অন্যজনের আইডি কার্ড দিয়ে Registration করা থাকে, যা পরবর্তীতে বিড়ম্বনার সৃষ্টি করতে পারে।

আপনার মোবাইল নাম্বার থেকে*১৬০০১# এসএসডি কোডটি ডায়াল করে NID কার্ডের শেষের চার ডিজিট লিখে যাচাই করুন আপনার আইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে। বিস্তারিত প্রক্রিয়াটি নিয়েই আজকের আলোচনা।

Advertisement

আরও পড়ুন- পাসপোর্ট দিয়ে সিম ক্রয়

NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানার জন্য ডায়াল করুন *16001*। এরপর NID নম্বরের শেষ ৪ ডিজিট লিখে Send/Reply করুন। ফিরতি মেসেজে আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানতে পারবেন।

SIM Registration Check Code: *16001#

Advertisement
  1. প্রথমে মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *১৬০০১# ডায়াল করুন;
  2. তারপর আপনার সামনে PLZ enter last 4 digit of your ID লেখা একটি অপশন আসবে সেখানে আপনার আইডি কার্ডের শেষের ৪ ডিজিট (5461) লিখে সেন্ড করে দিন;
  3. অথবা সরাসরি *16001*Last-4-digit-of-NID# লিখে সেন্ড করে দিন;
  4. ফিরতি মেসেজে জানতে পারবেন আপনার নামে কয়টি সিম আছে।

এবার রিপ্লাই মেসেজে আপনার আইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে তার তথ্য দেখাবে। তবে সম্পূর্ণ সিম নাম্বার দেখাবে না। আপনার সিমে প্রথম তিনটি সংখ্যা ও শেষের তিনটি সংখ্যা দেখানো হবে। যেমন-

TOTAL: 2
88013*****524
88019*****458

এভাবে খুব সহজেই যাচাই করুন আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে।

পাসপোর্ট দিয়ে সিম নিবন্ধন যাচাই

অন্য কোন আইডি যেমন মিলিটারি আইডি বা পাসপোর্ট দিয়ে সিম ক্রয় করলে তার নিবন্ধন ও চেক করতে পারবেন। পাসপোর্ট দিয়ে সিম নিবন্ধন যাচাই করতে ডায়াল করুন *16001#। এরপর পাসপোর্ট নাম্বারের শেষ ৪ ডিজিট লিখে Send বা Reply করুন। ফিরতি মেসেজে রেজিস্ট্রেশন করা সিমের সংখ্যা ও সিম নাম্বার দেখানো হবে।

Advertisement

আপনার মোবাইল সিমটি যদি আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন না করে ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে সিম রেজিস্ট্রেশন করা হয় তাহলে সেই পাসপোর্টে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা জানতে পারবেন।

হারানো সিম কার নামে রেজিস্ট্রেশন করা ছিলো কিভাবে জানবো

কখনো যদি আপনার সিম হারিয়ে বা চুরি হয়ে যায় তাহলে সেই সিম বন্ধ করতে বা পুনরায় উত্তোলন করতে প্রয়োজন হবে সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা তার তথ্য। 

আপনি যদি না জানেন হারানো সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা ছিল তাহলে আপনার অন্য একটি মোবাইল নাম্বার থেকে উপরোক্ত নিয়মে সম্ভাব্য আইডি কার্ডের শেষের চার ডিজিট লিখে চেষ্টা করে দেখুন। রিপ্লাই মেসেজের লিস্টে সেই সিম নাম্বারের তথ্য থাকলে পরবর্তীতে সেই আইডি কার্ড দিয়ে সিম উত্তোলন করতে পারবেন।

কিন্তু যদি আপনার দেওয়া আইডি কার্ডে সেই সিম রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে সরাসরি কাস্টমার কেয়ারে গিয়ে আপনার সমস্যাটি বলুন। সেখান থেকে যাচাই করনের মাধ্যমে আপনার সিমটি বন্ধ বা পুনরায় উত্তোলন করতে পারবেন।

Advertisement

সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম

আপনার আইডি কার্ড দিয়ে যদি অন্য কারো সিম রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সিম ব্যবহারকারী কোন উক্ত সিম ব্যবহার করে কোন অপরাধ করলে তার দায়ভার আপনার উপর পড়বে। তাই অন্য কারো ব্যবহার করা সিম আপনার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকলে রেজিস্ট্রেশন বাতিল করা উচিত।

সিম যে আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে তার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন বাতিল করা যায়। তার জন্য আপনার সিম থেকে কাস্টমার কেয়ারে কল করে আপনার সিম রেজিস্ট্রেশন বাতিল করার কারণ বলুন।

রেজিস্ট্রেশন বাতিল করার জন্য কাস্টমার কেয়ার থেকে আপনার মালিকানা ভেরিফাই করার জন্য‌ আপনার নাম, পিতামাতার নাম, ভোটার আইডি কার্ড নম্বর, সর্বশেষ রিচার্জের পরিমাণ ও ব্যালেন্স সম্পর্কে জানতে চাইবে। সকল তথ্য সঠিক হলে আপনার ইচ্ছা অনুযায়ী সিম রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

সিম নাম্বার দিয়ে আইডি কার্ডের তথ্য জানা

যে কোন সিম দিয়ে আপনার আইডি কার্ডের সিম রেজিস্ট্রেশন তথ্য জানতে পারবেন। বাংলালিংক, রবি, এয়ারটেল, গ্রামীণফোন, টেলিটক প্রতিটি সিম দিয়েই ভিন্ন ভিন্ন উপায়ে আইডি কার্ডের সিম রেজিস্ট্রেশন তথ্য জানতে পারবেন।

  • বাংলালিংক: ডায়াল করুন *১৬০০*২#.
  • রবি: ডায়াল করুন *১৬০০*৩#.
  • এয়ারটেল: সিম থেকে ডায়াল করুন *১২১*৪৪৪৪#.
  • গ্রামীণফোন: গ্রামীণফোন থেকে মেসেজ অপশনে গিয়ে Reg<space> NID Number. ( Reg 1971191751) লিখে পাঠিয়ে দিন ৪৯৪৯ নম্বরে। অথবা info লিখে সেন্ড করুন ৪৯৪৯ নম্বরে।
  • টেলিটক: টেলিটক থেকে info লিখে মেসেজ পাঠিয়ে দিন ১৬০০ নম্বরে।

উপরোক্তভাবে নাম্বার দিয়ে যাচাই করুন আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে।

FAQ’s

আমার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে

আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানতে আপনার মোবাইল নাম্বার থেকে *১৬০০১# ডায়াল করে এনআইডি কার্ডের শেষের চার ডিজিট লিখে জানতে পারবেন আপনার নামে কয়টি সিম আছে।

একটি আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা যায়?

বিটিআরসি- এর তথ্য মতে একটি আইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ১৫ টি সিম রেজিস্ট্রেশন করা যায়।

কিভাবে সিম রেজিস্ট্রেশন চেক করব?

আপনার মোবাইল নাম্বার থেকে*১৬০০১# এসএসডি কোডটি ডায়াল করে এনআইডি কার্ডের শেষের চার ডিজিট লিখে সিম রেজিস্ট্রেশন চেক করতে পারবেন।

আমার নামে কয়টি সিম আছে কিভাবে জানব?

আপনার মোবাইল নাম্বার থেকে *১৬০০১# ডায়াল করে এনআইডি কার্ডের শেষের চার ডিজিট লিখে জানতে পারবেন আপনার নামে কয়টি সিম আছে।

পাসপোর্ট দিয়ে কি সিম রেজিস্ট্রেশন করা যায়?

পাসপোর্ট দিয়ে সিম রেজিস্ট্রেশন করা যায়। বর্তমানে যাদের এন আইডি কার্ড নেই তারা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স‌ কিংবা জন্ম নিবন্ধন ব্যবহার করেও সিম রেজিস্ট্রেশন করার অনুমোদন দিয়েছে বিটিআরসি।

শেষকথা

আপনার আইডি কার্ড দিয়ে অন্য কারো সিম রেজিস্ট্রেশন করা থাকলে আপনি বিভিন্ন তথ্য বিষয়ক সমস্যা পড়তে পারেন। তাই যাচাই করুন আপনার আইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে এবং অন্য কারো সিম হলে তার রেজিস্ট্রেশন বাতিল করুন।

SIM Registration Check সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তথ্য বিষয়ক এরকম উপকারী লেখা পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ধন্যবাদ

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।