NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

নতুন ভোটার বা পুরাতন ভোটার যে কেউই NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে পারবেন। দেখুন অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম।

যারা এবার নতুন ভোটার হয়েছেন এবং যারা আগের ভোটার কিন্তু আইডি পাননি বা হারিয়ে ফেলেছেন, তারা এনআইডি নাম্বার দিয়ে অনলাইনে আইডি কার্ড বের করতে পারবেন। এখানে দেখাবো, ভোটার নাম্বার বা NID নাম্বার দিয়ে অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম।

অনেকেই আছে নতুন ভোটার হয়েছেন কিন্তু অপেক্ষো করছেন কখন নির্বাচন অফিস থেকে NID Card দেয়া হবে। আবার অনেকেই অনেক আগে ভোটার হয়েছেন কিন্তু কার্ড হাতে পাননি বা পেয়ে হারিয়ে ফেলেছেন।

আপনি যদি এমন কেউ হয়ে থাকেন, আপনার জন্য সুখবর। আপনি এই পোস্টটি দেখার পর শুধুমাত্র NID Number, জন্ম তারিখ দিয়ে অনলাইনে আপনার আইডি কার্ড বের করতে পারবেন।

আইডি কার্ড বের করার নিয়ম

অনলাইনে মোট ২ উপায়ে আইডি কার্ড বের করা যায়, ১) ভোটার নিবন্ধন স্লিপ নাম্বার দিয়ে এবং ২) NID নাম্বার দিয়ে। তবে শুধুমাত্র ২০১৯ সালের পরের ভোটাররাই অনলাইন থেকে আইডি কার্ড বের করতে পারবেন। এর আগের পুরাতন ভোটাররা অনলাইনে রিইস্যুর আবেদন করে আইডি কার্ড ডাউনলোড করতে হবে।

আইডি কার্ড বের করা নিয়ে আরও তথ্য

NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • ভিজিট করুন নির্বাচন কমিশনের ওয়েবসাইট NID Account Registration;
  • NID Number, Date of Birth এবং Captcha Code লিখে সাবমিট করুন;
  • ঠিকানা Select করুন এবং Mobile Number দিয়ে OTP ভেরিফাই করুন;
  • অন্য একটি মোবাইলে NID Wallet ইনস্টল করে Face Verification করুন;
  • Password সেট করুন এবং লগইন করে আইডি কার্ড ডাউনলোড করুন।

জাতীয় পরিচয় পত্র বা NID নাম্বার দিয়ে অনলাইনে আইডি কার্ড বের করার প্রক্রিয়াটি নিচে ছবিসহ ধাপে ধাপে দেখানো হলো।

ধাপ ১: Bangladesh NID Application System ভিজিট করুন

জাতীয় পরিচয় পত্র একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ভিজিট করতে হবে services.nidw.gov.bd/nid-pub/claim-account লিংকে। অথবা আপনি সরাসরি ভিজিট করুন ‍services.nidw.gov.bd সাইটে এবং এরপর রেজিস্টার করুন লিংকে ক্লিক করুন।

nid নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা

এখানে আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি নম্বর লিখুন। আপনার এনআইডি নম্বর জানা না থাকলে ভোটার নিবন্ধনের ফর্ম নম্বর লিখুন।

এরপর আপনার জন্ম তারিখ ও ছবিতে দেখানো Code Type করে সাবমিট বাটনে ক্লিক করুন।

ধাপ ২: ঠিকানা সিলেক্ট করুন

এবার আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা) বাছাই করতে হবে। মনে রাখতে হবে, পর পর ৩ বার ঠিকানা ভুল দিলে আপনার NID Account Locked হয়ে যাবে। তাই আগে ঠিকানা জেনে শুনে ঠিকানা সিলেক্ট করবেন।

nid নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা

ধাপ ৩: মোবাইল ভেরিফিকেশন করুন

ঠিকানা সঠিক থাকলে ভোটার নিবন্ধনের সময় ব্যবহৃত আপনার মোবাইল নম্বর দেখানো হবে। মোবাইল নম্বরটি আপনার কাছে থাকলে তা দিয়ে Verification সম্পন্ন করুন। অন্যথায়, আপনার হাতে থাকা অন্য কোন Mobile Number দিয়ে ভেরিফাই করুন।

  • মোবাইল ভেরিফাই করার জন্য আপনা মোবাইল নাম্বার লিখুন;
  • বার্তা পাঠান বাটনে ক্লিক করুন;
  • মোবাইলে আসা 6 ডিজিটের OTP লিখে বহাল বাটনে ক্লিক করুন।
nid নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা

ধাপ ৪: ফেইস ভেরিফিকেশন করুন

এবার আপনার স্ক্রীনে একটি QR কোড দেখানো হবে। যে মোবাইলে NID Wallet অ্যাপ ইনস্টল করেছেন সেটি Open করে QR কোড টি স্ক্যান করুন।

আইডি কার্ড বের করার নিয়ম

আপনার ফেইস স্ক্যান করার জন্য প্রথমে সোজাসুজি ধরুন, চোখের পলক ফেলুন। চোখ ক্যামেরায় রেখে, মাথা ডান ও বাম করুন।

আইডি কার্ড বের করার নিয়ম
আইডি কার্ড বের করার জন্য ফেইস ভেরিফিকেশন

ফেইস ভেরিফিকেশন সফল হলে, আপনার এনআইডি একাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে।

ধাপ ৫: Password সেট করুন

ভবিষ্যতে যেন আবার ফেইস ভেরিফিকেশন ছাড়া এনআইডি একাউন্টে লগইন করতে পারেন, সেজন্য একাউন্টের একটি পাসওয়ার্ড সেট করতে হবে। Number ও Letter এর সমন্বয়ে ৬ ডিজিট বা তার বেশি ডিজিটের একটি Password দিয়ে বহাল বাটনে ক্লিক করুন।

ধাপ ৬: আইডি কার্ড ডাউনলোড করুন

পাসওয়ার্ড সেট করার সাথেই আপনি এনআইডি একাউন্টে লগইন করতে পারবেন। একাউন্টে লগইন করার পর আপনার ছবি, এনআইডি নম্বর দেখতে পাবেন। ডানপাশে ডাউনলোড লিংকে ক্লিক করে আপনার আইডি কার্ড ডাউনলোড করুন এবং লেমিনেট করে যে কোন কাজে ব্যবহার করতে পারবেন।

আইডি কার্ড ডাউনলোড হচ্ছে না?

অনলাইনে আইডি কার্ড পাওয়া না যাওয়ার অর্থ হচ্ছে আপনি পুরাতন ভোটার বা এর আগে এনআইডি কার্ড গ্রহণ করেছেন। এমতাবস্থায় আপনাকে আইডি কার্ড হারানোর জিডি করে আইডি কার্ড রিইস্যুর আবেদন করতে হবে।

ভোটার আইডি কার্ড সম্পর্কে আরও তথ্য

ডাউনলোডভোটার আইডি কার্ড ডাউনলোড
হারানো আইডি কার্ডহারানো ভোটার আইডি ডাউনলোড
সংশোধিত আইডি কার্ডসংশোধিত ভোটার আইডি কার্ড ডাউনলোড
জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল তথ্যজাতীয় পরিচয় পত্র

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।