পোল্যান্ড ভিসা আবেদন করার নিয়ম ও পোল্যান্ড যেতে কত টাকা লাগে

আপনি কি পোল্যান্ড যেতে চান? জেনে নিন পোল্যান্ড ভিসা আবেদনের নিয়ম, পোল্যান্ড যেতে কত টাকা লাগে এবং বিস্তারিত সকল তথ্য।

Advertisement

বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক মানুষ পোল্যান্ডে কাজের ভিসা, পড়াশুনা বা ভ্রমণের জন্য পোল্যান্ড ভিসা আবেদন করে থাকে। পোল্যান্ড হচ্ছে Schengen অন্তর্ভুক্ত ২৭টি দেশের মধ্যে একটি। তাই পোল্যান্ডে যাওয়ার জন্য Schengen ভিসার আবেদন করতে হবে।

Schengen Visa দিয়ে Schengen অন্তর্ভূক্ত মোট ২৭টি দেশেই আপনি যাতায়াত করতে পারবেন। তবে প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে আপনি যেই দেশের ভিসার জন্য আবেদন করেছেন সেই দেশ দিয়েই আসা যাওয়া করতে হবে।

আসুন জেনে নিই, পোল্যান্ড ভিসা আবেদন করার নিয়ম ও কি কি লাগবে বিস্তারিত সকল তথ্য।

Advertisement

পোল্যান্ড ভিসা আবেদন

পোল্যান্ড ভিসা আবেদনের জন্য প্রথমে ভিসার ধরণ অনুযায়ী কি কি কাগজপত্র লাগবে তা যোগাড় করে নিন। এরপর অনলাইনে Visa Application Form পূরণ করুন। তারপর Poland Embassy, New Delhi অথবা Sweden Visa Application Centre, Dhaka থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে আবেদনটি জমা দিন।

স্বল্পমেয়াদী পোল্যান্ড ভিসা যেমন ট্রাভেল ভিসা, বিজনেস ভিসার আবেদন করতে আপনাকে Schengen ভিসার জন্য বাংলাদেশে অবস্থিত ‍Sweden Embassy তে আবেদন করতে হবে।

অপরদিকে, দীর্ঘমেয়াদী পোল্যান্ড ভিসা যেমন Work Permit Visa, Student ভিসার জন্য আপনাকে National ভিসার জন্য Poland Embassy, New Delhi থেকে আবেদন করতে হবে।

Advertisement

আরও পড়ুন: বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা আছে

বাংলাদেশে পোল্যান্ড এম্বাসী নেই, আর বাংলাদেশে সুইডেন এম্বাসী থেকেই পোল্যান্ডের Short Term Visa Processing করা হয়। বাংলাদেশ থেকে পোল্যান্ড ভিসা আবেদনের প্রত্যেকটি ধাপ নিচে বিস্তারিত বর্ণনা করা হলো:

ধাপ ১: আবেদনের যোগ্যতা ও শর্তাবলী যাচাই করুন

পোল্যান্ড ভিসা আবেদনের শুরুতেই আপনাকে জেনে নিতে হবে, ভিসা পাওয়ার শর্তগুলো কি কি। আসলে যে কোন দেশেই ভিসার শর্ত নির্ভর করে ভিসার ধরণ, ভিসার মেয়াদ ও আপনার জাতীয়তার উপর।

ধাপ ২: প্রয়োজনীয় কাগজপত্র যোগাড় করুন

ভিসা আবেদনের ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজ লাগবে, তার সবগুলো সংগ্রহ করুন। এসব কাগজপত্র আপনাকে Visa Application Form এর সাথে জমা দিতে হবে। 

Advertisement

পোল্যান্ডের ভিসা আবেদনের জন্য যে সকল প্রয়োজনীয় ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে তা হলো:

Work Permit ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • কমপক্ষে ৬ মাস মেয়াদী পাসপোর্ট;
  • ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
  • একটি কভার লেটার ও পরিপূর্ণ সিভি;
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (কমপক্ষে HSC)
  • Poland Work Permit
  • Job Contract from Company
  • Accommodation Contract from Company
  • Transportation Contract (যদি থাকে)
  • Medical Insurance (1 year)

অন্যান্য স্বল্পমেয়াদী ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • কমপক্ষে ৬ মাস মেয়াদী পাসপোর্ট;
  • ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
  • একটি কভার লেটার ও পরিপূর্ণ সিভি
  • পোল্যান্ডে অবস্থানরত কোন ব্যক্তি অথবা সেখানকার কোন নাগরিকের থেকে পাওয়া আমন্ত্রণ পত্রের কপি;
  • ব্যাংক স্টেটমেন্ট এর কপি;
  • আবেদনকারীর চাকুরীজীবী হলে প্রতিষ্ঠানের অনাপত্তি পত্র
  • ব্যবসায়ী হলে ব্যবসা সম্পর্কিত ডকুমেন্টসের কপি
  • Flight Ticket এবং Hotel Booking এর প্রমাণ (ভ্রমণ ভিসা হলে)
  • Medical Insurance
  • বাংলাদেশে ফিরে আসার প্রমাণ, সম্পদ বা চাকরীর তথ্য (ভ্রমণ ভিসা হলে)

এগুলো ছাড়াও ভিসার ধরণ অনুযায়ী আরও কোন কাগজপত্র প্রয়োজন থাকলে তাও দিতে হবে।

ধাপ ৩: আবেদন ফরম পূরন করুন

পোল্যান্ড ভিসার জন্য Poland Ministry of Foreign Affairs এর ওয়েবসাইট থেকে Visa Application Form পূরন করতে হবে। Poland Embassy, New Delhi থেকে আবেদনের জন্য এই লিংক ব্যবহার করুন- Poland Visa Application Form, New Delhi. স্বল্পমেয়াদী অন্যান্য ভিসা ও ট্রাভেল ভিসার ক্ষেত্রে Schengen ভিসার জন্য আবেদন করতে হবে।

আপনার সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিক ও নির্ভুল ভাবে ভিসা আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে ফরমটি পূরন করার পর এর একটি প্রিন্ট কপি নিন।

Advertisement

আরও পড়তে পারেন:

ধাপ ৪: অ্যাপয়েন্টমেন্ট বুকিং করুন

এ ধাপে আপনি যে এম্বাসীতে আবেদন করেছেন সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে। দিল্লী পোল্যান্ড এম্বাসীতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে VFS Global visa application center in Dhaka থেকে। VFS global website থেকেও Appointment booking করা যাবে।

Poland Embassy, New Delhi তে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে ভিজিট করুন https://visa.vfsglobal.com/ind/en/pol/ লিংকে। Book an Appointment অপশনে যান এবং I don’t have an account অপশনে গিয়ে Sign Up করুন। এরপর Sign in করে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।

ধাপ ৫: আবেদন জমা দিন

আপনার আবেদন ফরমটি প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ আপনি স্বশরীরে Poland Embassy, Delhi তে ভিজিট করে জমা দিন। এখানে আপনাকে Visa Application Fee এবং আপনার বায়োমেট্রিক তথ্য দিতে হবে।

ধাপ ৬: অনুমোদনের জন্য অপেক্ষা করুন 

ভিসা আবেদনের সকল কার্যক্রম সম্পন্ন হলে এখন আপনাকে ভিসা প্রসেসিং এবং অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। পোল্যান্ড এম্বাসি বাংলাদেশ কনস্যুলেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি ভিসা প্রসেসিং এর সময়কাল এবং ভিসা আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন।

আপনার ভিসা অনুমোদিত হলে তা আপনাকে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। Visa Approve হওয়ার পর এম্বাসী থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

ধাপ ৭: পাসপোর্ট এবং ভিসা সংগ্রহ করুন 

আপনার ভিসা আবেদন প্রসেসিং সম্পন্ন হলে এবং ভিসা অনুমোদন প্রাপ্ত হলে নির্ধারিত সময়ে পোল্যান্ড এম্বাসি থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে হবে। আপনার পাসপোর্টের একটি পৃষ্ঠায় Visa Sticker যুক্ত করে দেওয়া হবে।

এভাবে উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে আপনি খুব সহজেই বাংলাদেশ থেকে পোল্যান্ড যাওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন।

পোল্যান্ড ভিসা খরচ

বাংলাদেশ থেকে পোল্যান্ডে যেতে Work Permit, ভিসা আবেদন, ইন্সুরেন্স, বিমান ভাড়া ও অন্যান্য খরচ সহ আনুমানিক ৪ লক্ষ টাকার মত লাগে পারে। স্টুডেন্ট ভিসায় পোল্যান্ড থেকে খরচ হয় ৭০ থেকে ৮০ হাজার টাকা লাগে। এছাড়া ভ্রমণ ভিসায় ১ থেকে ১.৫ লক্ষ টাকায় যেতে পারবেন।

তবে আপনার যদি কোন আত্মীয় পোল্যান্ডে অবস্থানরত হয়ে থাকে বা পোল্যান্ডের নাগরিক হয়ে থাকে এবং সে যদি আপনার জন্য ভিসা পাঠায় তাহলে ১ থেকে ১.৫ লক্ষ টাকার মধ্যে আপনি পোল্যান্ড ভ্রমণ করতে পারবেন।

তবে আপনার ভিসার ধরন এবং পোল্যান্ডে অবস্থানের সময়সীমার উপর ভিত্তি করে পোল্যান্ড যাওয়ার খরচ কম বেশি হতে পারে। এজন্য পোল্যান্ড ভ্রমণের পূর্বেই পূর্বপরিকল্পনা করা, দামের তুলনা করা এবং আপনার ব্যাক্তিগত বাজেট বিবেচনা করা অপরিহার্য।

পোল্যান্ড ভিসা এজেন্সি

বাংলাদেশে অবস্থিত নিম্মোক্ত ভিসা এজেন্সিগুলো আপনার পোল্যান্ড ভিসার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া, আবেদনপত্র পূরণ করা এবং ভিসা আবেদন কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা সব কিছুতে সহযোগিতা করতে পারে।

SLVisa AgenciesWebsite
1Sticker Visahttps://stickervisa.com/
2VisaThinghttps://visathing.com/poland/
3OBOKASHhttps://www.obokash.com/
5Visa Hub
6Skyways Travels

উপরের Visa Agency গুলো তালিকাই সম্পূর্ণ নয়। বাংলাদেশে অন্যান্য আরও অনেক এজেন্সি থাকতে পারে যারা আপনার পোল্যান্ডের ভিসা আবেদনে সাহায্য করতে পারে।

পোল্যান্ড কাজের বেতন কত

পোল্যান্ডে কাজের বেতন বিভিন্ন কারণের ওপর নির্ভর করে কম বেশি হতে পারে যেমন – কাজের ধরন, কাজের দক্ষতা, শিল্পের চাহিদা, অভিজ্ঞতা, কর্মসংস্থানের অবস্থান, নিয়োগকর্তার নীতিমালা ইত্যাদি।

২০২১ সালে পোল্যান্ডে গড় মাসিক বেতন ছিল 5400 PLN যা প্রায় ১৪৪০ আমেরিকান ডলারের সমতুল্য। তবে ২০২৩ সালে পোল্যান্ডে কাজের গড় বেতন বেড়ে মাসিক 7124 PLN হয়েছে যা প্রায় ১৭২৯ আমেরিকান ডলারের সমতুল্য।

পোল্যান্ডে বিভিন্ন কাজের উপর ভিত্তি করে সাধারণ মাসিক বেতন ৬০ থেকে ৭০ হাজার টাকার মতো হয়ে থাকে। এছাড়া ওভারটাইম সহ কাজ করলে সর্বোচ্চ ৯০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।

পোল্যান্ড থেকে কোন কোন দেশে যাওয়া যায় 

পোল্যান্ডের নাগরিক এবং সেখানে অবস্থানরত জনগণের স্বল্পমেয়াদী ভ্রমণের জন্য বিশ্বের প্রায় অনেক দেশেই ভ্রমণ করার স্বাধীনতা রয়েছে। পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় সেনজেন এলাকার নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা দেয়া হয়।

পোল্যান্ড থেকে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, রোমানিয়া, বেলারুশ, ইউক্রেন, ডেনমার্ক এর মতো দেশ গুলোতে ভ্রমণের সুযোগ রয়েছে।

২৭ টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত সেনজেনের যেকোনো দেশে পোল্যান্ড থেকে অবাধে ভ্রমণের অনুমতি রয়েছে। পোল্যান্ডে অবস্থিত নাগরিক এবং এর স্টুডেন্টরা বিভিন্ন ছুটিতে সেনজেন ভুক্ত দেশ গুলোতে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারে।

FAQs

বাংলাদেশে কি পোল্যান্ড এম্বাসী আছে?

না, বাংলাদেশে পোল্যান্ড এম্বাসী নেই। তবে পোল্যান্ডে বাংলাদেশের এম্বাসী রয়েছে। ভারতের নয়া দিল্লীতে অবস্থিত পোল্যান্ড এম্বাসী থেকে বাংলাদেশীরা ভিসা আবেদন করতে পারবেন।

পোল্যান্ড যাওয়ার জন্য আমার কি কোভিড পরিক্ষা দরকার?

না, কোভিড ভ্যাকসিনের সবগুলো ডোজ দেয়া থাকলে, পোল্যান্ড যেতে পুনারায় কোভিড পরীক্ষার দরকার নেই।

পোল্যান্ডের মুদ্রার নাম কি

পোল্যান্ডের মুদ্রানর নাম Zloty (জলোটি)

আরও পড়তে পারেন

Advertisement

Similar Posts

3 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।