মালয়েশিয়া যেতে কত টাকা লাগে ২০২৪ | Malaysia Visa Fee for Bangladeshis
আপনি কি বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় বা ওয়ার্ক পারমিট ভিসায় মালয়েশিয়া যেতে চান? তাহলে জেনে নিন মালয়েশিয়া যেতে কত টাকা লাগে, কি কি লাগে ও কোন কাজের বেতন কত।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বেশ কিছু দর্শনীয় স্থান ও উন্নত শিক্ষা ব্যবস্থার দেশ মালয়েশিয়া। বর্তমানে প্রায় ৭ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে মালয়েশিয়া। বাংলাদেশ থেকে অনেকেই বেকারত্ব সমস্যা দূর করার জন্য এবং বাড়তি উপার্জনের জন্য পাড়ি জমাচ্ছেন দেশটিতে।
কিন্তু আমরা অনেকেই জানি না মালয়েশিয়া ভিসার দাম কত। এ কারনে বিভিন্ন দালালের চক্রান্তে পড়ে যাচ্ছি প্রতিনিয়তই। তাই বর্তমানে মালয়েশিয়া যেতে কত টাকা লাগে, কি কি ডকুমেন্টস লাগে ও কত বয়স লাগে সে সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা।
আপডেট: মালয়েশিয়া ভিসা আবেদন বন্ধ, কেন বিস্তারিত জানুন।
মালয়েশিয়া যেতে কত টাকা লাগে?
বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ওয়ার্ক পারমিট ভিসায় মালয়েশিয়া যেতে ৭৮,৯০০ টাকা অভ্যন্তরীণ খরচসহ কর্মীর ব্যক্তিগত খরচ মিলিয়ে মোট প্রায় ১,০০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা লাগতে পারে। তাছাড়া ভিজিট ভিসায় মালয়েশিয়া যেতে ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকা লাগে। ভিসার ধরন ভেদে এই খরচ কম বা বেশি হতে পারে।
মালয়েশিয়া কাজের ভিসায় যেতে কত টাকা লাগে
বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিস আদেস অনুসারে, মালয়েশিয়া কাজের ভিসায় যেতে সর্বোচ্চ ৭৮,৯০০ টাকা লাগে। এই খরচের মধ্যে পাসপোর্ট খরচ, স্বাস্থ্য পরীক্ষা, নিবন্ধন ফি, কল্যাণ ফি, বিমা, স্মার্টকার্ড ফি, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত।
আরও পড়ুন- মালয়েশিয়া কাজের বেতন কত
মালয়েশিয়া যাওয়ার উড়োজাহাজ ভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে নিয়োগকারী কর্তৃপক্ষ। শুধুমাত্র বাংলাদেশে অভ্যন্তরীণ খরচগুলো কর্মীকে বহন করতে হবে।
মন্ত্রী ইমরান আহমেদ গত ৬ জানুয়ারি ২০২৩ তারিখে জানান, সরকারিভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে একজন বাংলাদেশী নাগরিকের ১ লক্ষ ২০ হাজার টাকা লাগবে। তবে বেসরকারিভাবে যেতে প্রায় ৩-৪ লক্ষ টাকা লাগবে।
মালয়েশিয়া যাওয়ার খরচে নির্দিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগ কারী কর্তৃপক্ষ ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ভিসার মূল্য প্রতিষ্ঠান বেঁধে কমবেশি হয়। মালয়েশিয়া ভিসার দাম নির্ভর করে ভিসার ও প্রতিষ্ঠানের ধরনের উপর।
আরও পড়ুন- সরকারিভাবে কোন কোন দেশে যাওয়া যায়
সাধারণত বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন কারখানা/ কোম্পানিতে যে সকল শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে তাদের ভিসার মূল্য ধরা হয়েছে ১ লক্ষ ৬০ হাজার টাকা। তবে বিভিন্ন দালাল শ্রেণী কর্মী বিদেশে পাঠানোর ক্ষেত্রে শুধু ভিসার মূল্যই নিয়ে থাকে ২ থেকে ২.৫ লক্ষ টাকা। এবং অন্যান্য আনুষঙ্গিক খরচও নিয়ে থাকে।
ফ্রি ভিসায় মালয়েশিয়া যেতে কত টাকা লাগে
ফ্রি ভিসায় মালয়েশিয়া যেতে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার থেকে ৪ লক্ষ টাকা লাগতে পারে। সরকারিভাবে এর খরচ আরো কম হলেও, ফ্রি ভিসা প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন এজেন্সির শরণাপন্ন হতে হয়। তাই কোন কোন ক্ষেত্রে ৪ থেকে ৫ লক্ষ টাকাও লাগতে পারে।
আরও পড়ুন- সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি
স্বাভাবিক ভাবেই কোম্পানি ভিসা থেকে ফ্রি ভিসায় সুযোগ-সুবিধা বেশি। এখানে কোন নির্দিষ্ট কোম্পানির আওতায় কাজ করতে হয় না। নিজের পছন্দ মত কোম্পানি বাছাই করে কাজ করা যায়। এছাড়াও ফ্রি ভিসায় ইনকামের সুযোগও থাকে অনেক বেশি। তাই মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ কর্মীই বেছে নেয় ফ্রি ভিসা।
কোম্পানি ভিসায় মালয়েশিয়া যেতে কত টাকা লাগে
কোম্পানি ভিসায় মালয়েশিয়া যেতে কত টাকা লাগে তা নির্ভর করে কোম্পানির উপর। বর্তমানে সরকারি স্মারক অনুযায়ী সরকারিভাবে কোম্পানি ভিসায় মালয়েশিয়া যেতে খরচ হয় ১ থেকে ২ লক্ষ টাকা। তবে দেশ থেকে সরাসরি কোম্পানি ভিসা পাওয়া সহজ নয়। তাই, এক্ষেত্রে কোম্পানি ভিসায় যেতে প্রায় ২- ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে।
আরও পড়ুন- মালয়েশিয়া কাজের বেতন কত
মালয়েশিয়া ভিজিট ভিসা
মালয়েশিয়া যাওয়ার ভিসা প্রসেসিং ফি ৫৮০০ টাকা। এছাড়াও অন্যান্য খরচ মিলিয়ে ভিজিট ভিসায় মালয়েশিয়া যেতে প্রায় ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকা খরচ হতে পারে।
বর্তমানে দুই ধরনের ভিজিট ভিসায় মালয়েশিয়া যাওয়া যায়।
- সিঙ্গেল এন্ট্রি- এ ভিসায় সর্বোচ্চ একবার মালয়েশিয়া যাওয়া যায়।
- মাল্টিপল এন্ট্রি- এ ভিসায় ৫ বছরের মধ্যে কয়েকবার মালয়েশিয়া যাওয়া যায়।
প্রতিবার ভিজিট ভিসায় ৩০-৯০ দিন অবস্থান করা যায়। এক্ষেত্রে ভিসা প্রসেসিং ফি প্রায় এক হলেও অন্যান্য খরচ ও সেখানে অবস্থানের সময় ব্যক্তিগত খরচ মিলিয়ে ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকা খরচ হতে পারে।
আরও পড়ুন- মালয়েশিয়া ভিসা চেক
সরকারিভাবে মালয়েশিয়া যেতে কত টাকা লাগে
বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারিভাবে মালয়েশিয়া যেতে ৭৮ হাজার ৯০০ টাকা অভ্যন্তরীণ খরচ সহ কর্মীর ব্যক্তিগত খরচ মিলিয়ে প্রায় ১ থেকে ১.৫ লক্ষ টাকা লাগতে পারে।
এই টাকার মধ্যে আবেদনকারীর পাসপোর্ট খরচ, নিবন্ধন ফি, স্বাস্থ্য পরীক্ষা, বিমা, স্মার্টকার্ড ফি, কল্যাণ ফি ও সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত।
এই স্মারকের তথ্য অনুযায়ী, কর্মীর ১৫টি খাতের খরচ বহন করবে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে উড়োজাহাজ ভাড়া, বিমা, মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা, মালয়েশিয়া অভিবাসন বিভাগের- সিকিউরিটি ডিপোজিট, করোনার সংক্রমণ পরীক্ষাসহ অন্যান্য খরচ।
আরও পড়ুন- সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার উপায়
তবে বেসরকারিভাবে মালয়েশিয়া যেতে প্রায় ৩-৪ লক্ষ খরচ হয়। কোন কোন ক্ষেত্রে দালালের চক্করে পড়লে ৫-৬ লক্ষ টাকা পর্যন্তও চেয়ে নিতে পারে।
মালয়েশিয়া ভিসা পেতে কি কি লাগে
মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসায় ও কাজের ভিসায় প্রয়োজনীয় কাগজপত্রের ভিন্নতা রয়েছে। যেমন-
মালয়েশিয়া কাজের ভিসার জন্য কি কি কাগজ লাগে
- আবেদনকারীর দুই বছরের ভ্যালিডিটি সম্পন্ন পাসপোর্ট;
- ওয়ার্ক পারমিট ভিসায় আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর হতে হবে। তবে ভিজিট ভিসার ক্ষেত্রে বয়স কোন মুখ্য বিষয় নয়;
- ভ্যাকসিনেশন এর প্রমাণপত্র;
- জাতীয় পরিচয় পত্র;
- BMET Card।
উপরোক্ত ডকুমেন্টস গুলো থাকলে আপনার ব্যক্তিগত অন্যান্য তথ্য, ছবি ইত্যাদি নিয়ে কোন এজেন্সির মাধ্যমে ভিসা সংগ্রহ করতে পারবেন।
মালয়েশিয়া ভিজিট ভিসার জন্য কি কি লাগে
- ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম;
- পাসপোর্ট;
- ভিসার জন্য ছবি;
- জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি;
- পেশার প্রমাণপত্র;
- ফিনান্সিয়াল ডকুমেন্ট/ব্যাংক স্টেটমেন্ট;
- হোটেল বুকিং কপি;
- আপডাউন এয়ার টিকেটের কপি।
গুরুত্ব ডকুমেন্টস গুলো নিয়ে প্রাথমিকভাবে বাংলাদেশী মালয়েশিয়ান এম্বাসি থেকে বা কোন ট্রাভেল এজেন্সির সাহায্যে ভিসা সংগ্রহ করতে হবে। পরবর্তীতে অনলাইনে ই-ভিসা করার সুযোগ পাবেন।
এছাড়াও আপনি মালয়েশিয়ার ই-ভিসা আবেদন করতে পারবেন। অথবা আপনি যদি কোন নির্দিষ্ট কাজে দক্ষ হন তাহলে সেই কাজের উপর ভিত্তি করে অনলাইনে মালয়েশিয়ার বিভিন্ন কর্মসংস্থানকারী ওয়েবসাইটে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন- ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে
মালয়েশিয়া যেতে কত বছর বয়স লাগে
- কাজের ভিসা– মালয়েশিয়া কাজের ভিসায় যেতে ২১ বছর বয়স লাগে। ৪৫ বছর বয়স পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন কাজে যুক্ত থাকা যায়। পূর্বে বয়সের লিমিট ৪০ বছর থাকলেও বর্তমানে ৫ বছর বাড়িয়ে এই সুযোগ দেওয়া হয়েছে।
- ভিজিট ভিসা- মালয়েশিয়া ভিজিট ভিসা বয়সের কোন সীমাবদ্ধতা নেই। যেকোনো বয়সের লোকই ভ্রমণের জন্য মালয়েশিয়া যেতে পারে।
মালয়েশিয়া যেতে কোন টিকা লাগবে
মালয়েশিয়া যেতে হলে আপনার অবশ্যই Corona Vaccine এর কমপক্ষে ২য় ডোজ টিকা সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে মালোশিয়া কোন ভ্যাকসিন নির্দিষ্ট করেনি। ফলে, আপনি যে কোন করোনা ভ্যাকসিন এর পর পর দুইটি ডোজ পূরণ করে মালয়েশিয়া যেতে পারবেন।
মালয়েশিয়া যেতে কোথায় যোগাযোগ করতে হবে
মালয়েশিয়াসহ বিদেশ গমন সংক্রান্ত যেকোনো তথ্য ও পরামর্শের জন্য আপনার নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করুন। এছাড়া আপনার মোবাইলের মাধ্যমে Ami Probashi রেজিস্ট্রেশন করে সরকারিভাবে বিদেশ যাওয়ার জন্য আবেদন করতে পারেন।
মালয়েশিয়া কোন কাজের বেতন কত?
বর্তমানে মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসায় ন্যূনতম বেতন ১২০০ রিঙ্গিত করা হয়েছে। বাংলাদেশী টাকায় যা প্রায় ২৮ হাজার টাকা। এছাড়াও বিভিন্ন মালয়েশিয়ার বিভিন্ন কাজে বেতন ভিন্ন ভিন্ন হয়। মালয়েশিয়ায় কাজের বেতন সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন- মালয়েশিয়া কাজের বেতন কত।
নিচে কিছু কাজের আনুমানিক বেতনের পরিমাণ দেয়া হলো:
কাজের ধরণ | রিঙ্গিত | টাকা |
---|---|---|
মালয়েশিয়া ফ্যাক্টরি কাজের বেতন | 1,700-2,500 | 40,000-59,000 |
মালয়েশিয়া ইলেকট্রিক কাজের বেতন | 2,000-3,000 | 47,000-71000 |
মালয়েশিয়া কৃষি কাজের বেতন | 1,300 | 30,000 |
মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন | 1,800-2,500 | 42,000-59,000 |
মালয়েশিয়া রেস্টুরেন্ট কাজের বেতন | 2,000-2,500 | 47000-59,000 |
FAQ’s
কোম্পানির শ্রমিক হিসেবে মালয়েশিয়া যেতে ৭৮ হাজার ৯০০ টাকা খরচ হবে। এছাড়াও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে একজন বাংলাদেশী নাগরিকের ১ লক্ষ ২০ হাজার টাকা লাগবে। তবে বেসরকারিভাবে যেতে প্রায় ৩-৪ লক্ষ টাকা লাগবে।
মালয়েশিয়া কাজের ভিসায় যেতে ২১ বছর বয়স লাগে। ৪৫ বছর বয়স পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন কাজে যুক্ত থাকা যায়।
বর্তমানে মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসায় ন্যূনতম বেতন ১২০০ রিঙ্গিত করা হয়েছে। বাংলাদেশী টাকায় যা প্রায় ২৮ হাজার টাকা।
শেষকথা
কাজের ভিসা কিংবা ভিজিট ভিসায় মালয়েশিয়া যেতে হলে দালাল চক্রের প্রতারণা থেকে বাঁচতে প্রথমে জেনে নিন মালয়েশিয়া যেতে কত টাকা লাগে। তারপর বিশ্বস্ত মাধ্যমে আপনার ভিসা সংগ্রহ করুন।
আজকের আলোচনার মূল বিষয় ছিলো- মালয়েশিয়া যেতে কত টাকা লাগে। ই-সেবা ও প্রবাসী বিষয়ক তথ্য পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ধন্যবাদ।