পোল্যান্ড কাজের বেতন কত ও কোন কাজের চাহিদা বেশি?

বর্তমানে পোল্যান্ডের কাজের নুন্যতম বেতন ৪৩০০ জলোটি যা বাংলাদেশি টাকায় প্রায় ৯৭ হাজার টাকা। পোল্যান্ডের বিভিন্ন পেশায় কাজের বেতন ও কাজের চাহিদা নিয়ে বিস্তারিত জানুন।

Advertisement
পোল্যান্ড কাজের বেতন কত
  • Save

পোল্যান্ডে কাজ করার কথা ভাবছেন? পোল্যান্ডের কাজের বেতন কত পাবেন, পোল্যান্ডে কোন কাজের চাহিদা বেশি তা জানতে চাইছেন তাহলে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। 

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ পোল্যান্ডে কাজের বেতন ও চাহিদা তুলনামূলক বেশি। পোল্যান্ডে প্রতি মাসে  সর্বনিম্ন ১ লক্ষ টাকা বেতন পাওয়া যায়।

Advertisement

পোল্যান্ড কাজের বেতন কত

বর্তমানে পোল্যান্ড এর কাজের বেতন সর্বনিম্ন ৪৩০০। যা বাংলাদেশি টাকায় ১ লক্ষ ২৯ হাজার ৬৮৭ টাকা। ২০২৪ সালের ১ জুলাই ২০২৪ সালে এই নতুন বেতন নির্ধারণ করা হয়েছে। তবে বেতন থেকে ট্যাক্স কাটার পর বেতনের পরিমাণ ৩২৬১.৫৩ PLN হয়। যা বাংলাদেশী টাকায় ৯৭হাজার  ৩৭৪ টাকা।

অর্থাৎ পোল্যান্ডে যাওয়ার পর আপনি যদি  পোল্যান্ডের সর্বনিম্ন বেতন পান তাহলে ট্যাক্স কাটার পর আপনার বেতন হবে প্রায় ১ লক্ষ টাকা।

Statista এর তথ্য মতে, ২০২৪ সালের জুলাইয়ে পোল্যান্ডে ঘন্টাপ্রতি সর্বনিম্ন মজুরী ২৮.১ জলোটি এবং মাসিক গড় কর্মঘন্টা ১৬০ ঘন্টা হলে সর্বনিম্ন মজুরি 4496 Zloty হয়। যদিও মজুরির পরিমাণ মাসিক মোট কর্মঘন্টার উপর নির্ভর করে।

Advertisement
Statistic: Minimum gross hourly wages and salaries in Poland from 2017 to 2025 (in zloty) | Statista
  • Save

পোল্যান্ডে কাজের বেতন কত পাবেন তা আপনার কাজের ধরন, অভিজ্ঞতা, কোম্পানির নীতিমালার উপর নির্ভর করবে।

পোল্যান্ডে কাজের বেতন পেশা অনুসারে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বিভিন্ন পেশায় পোল্যান্ডের বেতন কত তা নিম্নে উল্লেখ করা হলো:

পেশা (Profession)বেতন (Salary)
হিসাবরক্ষক7750 zloty
আর্কিটেক6000 zloty
শিক্ষক5800 zloty
ক্লিনার6250 zloty
ইলেকট্রিশিয়ান4271 zloty
মেকানিক6445 zloty
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার8500 zloty
অনুবাদক দোভাষী5000 zloty
ট্রাক ড্রাইভার6750 zloty

আরো পড়ুন: পোল্যান্ড ভিসা আবেদন করার নিয়ম

পোল্যান্ডে কোন কাজের চাহিদা বেশি

পোল্যান্ডে রেস্টুরেন্ট বা হোটেলের কাজ, ভারি যানবাহন ড্রাইভিং এবং কনস্ট্রাকশনের কাজের বেশি চাহিদা রয়েছে।

Advertisement

 ১. রেস্টুরেন্ট বা কাবাবে কাজ

পোল্যান্ডের অনেক রেস্টুরেন্ট রয়েছে এবং সেখানে শ্রমিক চাহিদা প্রচুর। বাংলাদেশ থেকে পোল্যান্ডে যারা কাজের জন্য যায় তারা মূলত তাদের বেশিরভাগই রেস্টুরেন্টে কাজ করে। হোটেল বা রেস্টুরেন্টে কাজ করাকে পোল্যান্ডে কাবাবে কাজ করা বলা হয়ে থাকে। 

যেহেতু কাবাবের দ্রুত কাজ পাওয়া যায়, তেমন কোন অভিজ্ঞতা লাগে না এবং কাজটি কঠিন নয়।  তাই সবাই এ কাজে যেতে চাই।

কি কি যোগ্যতা থাকা উচিত: হোটেল বা রেস্টুরেন্ট এর রান্নাবান্না করা, ওয়েটারের কাজ করা অথবা খাবার ডেলিভারি দেওয়া। এছাড়া ভাষাগত দক্ষতা হিসেবে পোলিশ ভাষায় পারদর্শী হতে হবে।

২.ড্রাইভার

পোল্যান্ডের দক্ষ ড্রাইভার এর প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশে থাকার সময় যদি আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে সেই লাইসেন্স আপনি পোল্যান্ডে দেখিয়েও সেখানে ড্রাইভারের কাজ অনায়াসে পেতে পারে পারেন।

Advertisement

আপনি কোনো ব্যক্তির ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে নিয়োগ পেতে পারেন অথবা বড় যানবাহন যেমন- বাস, ট্রাক, ট্রাক্টর ইত্যাদির ড্রাইভার হিসেবে নিয়োগ পেতে পারেন ।

কি কি যোগ্যতা থাকা উচিত: ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা।

৩.মেকানিকাল জব

বিভিন্ন মেকানিক্যাল ও টেকনিক্যাল বিষয়ে কারিগরি দক্ষতা থাকলে এসব কাজ পাওয়া যায়। যেমন-

  • ইলেকট্রিশিয়ান;
  • প্লাম্বার;
  • স্টিল ফিক্সার;
  • ওয়েল্ডার;
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ার

কি কি যোগ্যতা থাকা উচিত: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে এর সাথে অভিজ্ঞতা থাকা জরুরী।

৪. তথ্যপ্রযুক্তি (IT)

তথ্যপ্রযুক্তি খাতে পোল্যান্ড অনেকের দক্ষ জনবল নিয়োগ করছে। অন্যান্য কাজের থেকে আইটি সেক্টরে বেতন অনেক বেশি। পোল্যান্ডে তথ্য প্রযুক্তি খাতে যেসব কাজের চাহিদা রয়েছে:

  • Software and App Developer
  • Web Developer
  • Data Scientist
  • Network Engineer
  • System Admin

এছাড়া আরো বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে। যেমন- ফ্যাক্টরি ওয়ার্কার, রাজমিস্ত্রি, পরিচ্ছন্নতা কর্মী ইত্যাদি।

পোল্যান্ড কাজের মূল বেতন

আমরা আগেই জেনেছি পোল্যান্ডের সর্বনিম্ন বেতন মাসে ৪৩০০ PLN. কিন্তু এই বেতনের ওপর আবার ট্যাক্স দিতে হয়। যার ফলে মূল বেতন কিছুটা কমে যায়। নিচের ছকে পোল্যান্ডের মোট বেতন এবং ট্যাক্স ছাড়া বেতন উল্লেখ করা হলো- 

কার্যকরের তারিখমোট বেতনট্যাক্স বাদে বেতনট্যাক্স বাদে বাংলাদেশি টাকায় বেতন
১ লা জানুয়ারি৪২৪২ PLNপ্রায় ৩২২১.৯৮ PLN৯৬ হাজার ১৯৪ টাকা
১ লা জুলাই৪৩০০ PLNপ্রায় ৩২৬১.৫৩ PLN৯৭ হাজার  ৩৭৪ টাকা

কার বেতন থেকে কত টাকা ট্যাক্স কাটা হবে এটা সুনির্দিষ্টভাবে সম্ভব বলা সম্ভব নয়। কেননা বেতনের কমবেশি অনুসারে ট্যাক্সের পরিমাণ ভিন্ন হয়। 

কিছু কিছু ক্ষেত্রে আপনি যে কোম্পানির অধীনে কাজ করছেন সে কোম্পানি আপনার ট্যাক্স পরিশোধ করতে পারে। এক্ষেত্রে আপনাকে ট্যাক্স পরিশোধ করতে হবে না। তবে কিছু কোম্পানি এর ক্ষেত্রে এমনটা নাও হতে পারে।

অন্যদিকে এমন কিছু কোম্পানি রয়েছে যে যারা ট্যাক্স দেওয়ার সাথে সাথে থাকা এবং খাওয়ার ব্যবস্থা ফ্রিতে করে দেয়। 

তাই পোল্যান্ড ওয়ার্ক পারমিট নেওয়ার ক্ষেত্রে আগেই ভালোভাবে জেনে নিবেন যে কোম্পানি আপনাকে কাজ দিচ্ছে সে কোম্পানি ট্যাক্স দিবে কিনা, থাকা খাওয়া দিচ্ছে কিনা ইত্যাদি।

কেননা ট্যাক্স এবং থাকা-খাওয়ার টাকা আপনার বেতন থেকে দিলে বেতনের প্রায় অনেকাংশ খরচ হয়ে যাবে, তাই জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন।

পোল্যান্ড প্রতি ঘন্টায় সর্বনিম্ন বেতন কত

২০২৪ সালের ১ জানুয়ারি পোল্যান্ডের কাজের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছিল ৪২৪২ পোলিশ জ্লোটি (PLN)। যা বাংলাদেশী টাকায় ১ লক্ষ ২৭ হাজার ৪২৫ টাকা। কিন্তু জুলাই মাসে বেতন বৃদ্ধি করার কারণে প্রতি ঘন্টায় সর্বনিম্ন বেতন বৃদ্ধি পেয়েছে। 

  • ঘন্টা প্রতি বেতন: আনুমানিক ২৮.১০ PLN/ঘন্টা। যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৪০ টাকা
  • প্রতি সপ্তাহে কাজের মোট সময়: ৪০ ঘন্টা
  • মাসিক মোট ন্যূনতম মজুরি: ৪,৩০০ PLN
  • ট্যাক্স বাদে মাসে ন্যূনতম মজুরি ৩২৬১.৫৩ PLN

পোল্যান্ডে আপনি ঘণ্টা প্রতি কত টাকা আয় করতে পারবেন তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন- 

  • কাজের ধরণ
  • অভিজ্ঞতা এবং দক্ষতা
  • শিক্ষাগত যোগ্যতা
  • অবস্থান

পোল্যান্ড কাজের বেতন বৃদ্ধি

পোল্যান্ডের কাজের বেতন প্রতি বছরই বৃদ্ধি করা হয়। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট মাসিক বেতনের তালিকাটি লক্ষ করুন।

বছরমাসিক মোট বেতন
20244300 PLN
20233600 PLN
20223010 PLN
20212800 PLN
Poland salary 2024

উপরোক্ত তালিকা থেকে খুব সহজেই বোঝা যায় যে, পোল্যান্ডে কাজের সর্বনিম্ন বেতন ধীরে ধীরে বৃদ্ধি বাড়ছে। সেই অনুসারে ২০২৫ সালের পোল্যান্ডের সর্বনিম্ন বেতন আরো বৃদ্ধি হতে পারে।

তবে মনে রাখা প্রয়োজন, এখানে যে বেতন গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো মোট বেতন নির্দেশ করে । কিন্তু মোট বেতন থেকে আবার ট্যাক্স বাদ যায়।

পোল্যান্ডে কাজ করার সুবিধা

  • আকর্ষণীয় বেতন:পোল্যান্ডের কর্মীদের মাসিক বেতন এক লক্ষ টাকার উপরে। 
  • জীবনযাত্রার মান:উন্নত দেশ হওয়ায় এখানে জীবনযাত্রার মান অনেক উন্নত।
  • ইন্সুরেন্স:পোল্যান্ডের বিভিন্ন ধরনের ইন্সুরেন্স দেওয়া হয়। 

পোল্যান্ডে কাজ করার অসুবিধা

  • খরচ বেশি: বড় শহরগুলিতে বাসস্থানের খরচ তুলনামূলকভাবে বেশি হতে পারে।
  • ভাষাগত সমস্যা: পোল্যান্ডের অফিসিয়াল ভাষা হলো পোলিশ। পোল্যান্ডে ইংরেজি ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয় না, বিশেষ করে গ্রামীণ এলাকায়। তাই মানুষের সাথে যোগাযোগ করা কঠিন হয়ে পড়তে পারে।
  • আবহাওয়া: পোল্যান্ডে বাংলাদেশের থেকে শীত অনেক বেশি এবং শীতের সময় তুষারপাত হয়।

পোল্যান্ডে কাজের ভিসা নিয়ে টিপস 

  • পোল্যান্ডে কাবাবে সবথেকে বেশি কাজ পাওয়া সহজ। কারণ এখানে অনেক বাংলাদেশী কাজ করে। তাছাড়া ভারতের অনেকে রয়েছে।
  • পোল্যান্ডে বেশিরভাগই কনস্ট্রাকশন কাজের ভিসা পাওয়া যায়।
  • পোল্যান্ডের ড্রাইভিং এর কাজের প্রচুর চাহিদা রয়েছে। তবে এ ক্ষেত্রে বড় যানবাহনের জন্য  ড্রাইভারের চাহিদা বেশি। যেমন- বাস ,ট্রাক, লরি এগুলো।
  • তবে অফিসের পদের ভিসা গুলো একটু জটিল হতে পারে।

FAQs

পোল্যান্ডের সরকারি মুদ্রার নাম পোলিশ জলেটি (Polish Zloty)

পোল্যান্ডের ১ টাকা বাংলাদেশের ২৯.৯২ টাকা। (জুলাই২০২৪ সাল অনুসারে)

২০২৪ সালের জুলাইয়ের তথ্য মোতাবেক পোল্যান্ডে ঘন্টাপ্রতি সর্বনিম্ন মজুরী ২৮.১ জলোটি। যেটি ২০২৫ সালে ন্যূনতম ঘন্টাপ্রতি মজুরি 30.2 জলটি হতে পারে। (তথ্যসূত্র: ‍Statista)

আরো পড়ুন: লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি

তথ্যসূত্র:

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।