যেভাবে ভিসা ছাড়া ওমরাহ করা যাবে বাংলাদেশ থেকে
এখন বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ওমরাহ পালন করা যাবে। এজন্য Saudia অথবা Flynas Airlines এর Round Trip বিমান টিকেট বুকিং করতে হবে।
আগে ওমরাহ পালন করার জন্য আগে বিভিন্ন এজেন্সি থেকে আলাদা হজ বা ওমরাহ ভিসা প্যাকেজ নিতে হত। কিন্তু এখন ওমরাহ ভিসা ছাড়াই ওমরাহ করা যাবে।
এখন কোন এজেন্সি ছাড়াই শুধুমাত্র Round Trip বিমান টিকেট কিনেই পেয়ে যাবেন বিনামুল্যে স্বয়ংক্রীয়ভাবে ইস্যুকৃত Transit Visa বা Stopover Visa। এই ট্রান্সজিট ভিসায় সর্বোচ্চ ৯৬ ঘন্টা বা ৪ দিন অবস্থান করে ওমরাহ পালন ও সৌদি আরব ঘুরে বেড়াতে পারবেন।
এই ট্রানজিট ভিসার মেয়াদ ৩ মাস কিন্তু সৌদি আরব প্রবেশের পর শুধুমাত্র ৪ দিন বা ৯৬ ঘন্টা অবস্থান করতে পারবেন। সুতরাং Transit Visa দিয়ে ওমরাহ পালন ও বেড়ানোর জন্য আপনি ৪ দিন পরের রাউন্ড টিকেট বুকিং করতে হবে।
তাছাড়া US, UK, বা Schengen এর Business অথবা Travel Visa থাকলে, তারা পাবেন ৯০ দিন অবস্থান করার On Arrival Visa। এই ভিসাতেই সৌদি আরবে ওমরাহ করা বা বেড়াতে পারবেন।
আবার, কোনো এজেন্সির সহায়তা ছাড়াই একজন ব্যক্তি Nusuk App থেকে রেজিস্ট্রেশন করে যে কেউ ৩ মাস মেয়াদী হজ্ব ওমরাহ ভিসা করতে পারবেন।
ওমরাহ পালনের জন্য অবশ্যই আপনার মোবাইলে Nusuk App Install করে ওমরাহ বুকিং করতে হবে। এছাড়া নুসুক এপ থেকে ওমরাহ ও হজ্জ পালনের সকল তথ্য ও প্রায় ১২০টি সেবা পাবেন।
সম্প্রতি বাংলাদেশে সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান।
অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাদের Saudia Airlines বা সে দেশের জাতীয় মালিকানাধীন বিমানের ট্রানজিটের যাত্রী হতে হবে।
কিভাবে ভিসা ছাড়া ওমরাহ পালন করবেন? ইতোমধ্যে জেনেছেন, যে ট্রানজিট ভিসা বা স্টপওভার ভিসার মাধ্যমে ওমরাহ পালন ও বেড়ানোর সুযোগ রয়েছে। আসুন জেনে নিই কিভাবে Saudia Airlines এর মাধ্যমে ট্রানজিট ভিসার আবেদন করবেন।
যেভাবে ট্রানজিট ভিসার আবেদন করবেন
বিনামূল্যে সৌদি আরব Transit Visa পেতে সরাসরি Saudi Airlines Transit Visa লিংকে যান। আপনার পছন্দমত তারিখ ও সময় অনুযায়ী সর্বোচ্চ ৯৬ ঘন্টার মধ্যে Round Trip বিমান টিকেট বুকিং করুন। টিকেট বুকিংয়ের সাথে সাথে Automatically ভিসা ইস্যু করা হবে এবং ই আপনার ইমেইলে ভিসার তথ্য পাঠানো হবে।
ট্রানজিট ভিসার আবেদন করার ধাপসমূহ:
- আপনার রওনা ও গন্তব্য বিমানবন্দর সিলেক্ট করুন;
- সর্বাধিক 96 ঘন্টা পর্যন্ত সময়ের মধ্যে আপনার রিটার্ন করার ফ্লাইট পছন্দ করুন;
- Additional Services পেইজ থেকে Stopover ভিসার জন্য আবেদন করুন;
- ফর্মটি পূরণ করার আগে 200*200px এবং সর্বোচ্চ 20kb সাইজের ছবি প্রস্তুত রাখুন;
- টিকেটের ফি পরিশোধ করে টিকেট বুকিং করুন।
টিকেট বুকিং হওয়ার পর আপনার ইমেইলে স্বয়ংক্রিয়ভাবে ইস্যু করা ভিসা এবং বীমা সহ একটি ইমেল পাবেন।
Saudia Airlines এর টিকেটের সাথে আপনি বিনামূল্যে ১ রাতের জন্য সৌজন্যমূলক হোটেল বুকিং ও করতে পারবেন। এছাড়া টিকেট বুকিংয়ের সাথে পাবেন মেডিকেল ইন্সুরেন্স কভারেজ।
Transit/Stopover Visa with Saudia Airlines
Transit Visa Price | Free |
Application Fee | Free |
Entry | Single Entry |
Validity | 3 months for a stay of up to 96 hours |
সৌদি আরব তাদের পর্যটনকে আকর্ষণীয় এবং সহজ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তারই অংশ হিসেবে, কোন এজেন্সি ছাড়াই অনলাইনে হজ্জ ও ওমরাহ ভিসা আবেদনের সুবিধা আনল।
পাশাপাশি, On Arrival Visa অথবা Transit Visa দিয়ে ওমরাহ ও বেড়ানোর সুযোগ দিয়ে ভ্রমনকারীদের জন্য একটি বিশাল সুযোগ দিল।
যাই হোক, আপনার যারা শুধুমাত্র ওমরাহ করতে চান বা খুবই স্বল্প সময়ের জন্য সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থান দেখে আসতে চান, তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ। বিনামূল্যের ট্রান্সজিট ভিসাতেই এখন ওমরাহ ও বেড়ানো যাবে।
আরও পড়তে পারেন
Good idea