NID Wallet QR Code স্ক্যান করে যেভাবে ফেইস ভেরিফিকেশন করবেন
অনলাইনে জাতীয় পরিচয় পত্রের যে কোন সেবা নিতেই NID Wallet QR Code স্ক্যান করে ফেইস ভেরিফিকশনের মাধ্যমে এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে।
জাতীয় পরিচয় পত্রের যে কোন সেবা যেমন নতুন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড, সংশোধন আবেদন বা হারানো বা নস্ট হওয়া ভোটার আইডি ডাউনলোড করার জন্য NID Server এ লগইন করতে হয়। এক্ষেত্রে আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশনের NID Wallet অ্যাপটি ব্যবহার কের ফেইস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
এই ব্লগে আমি জানাব, এনআইডি ওয়ালেট কি এবং কিভাবে এটি ব্যবহার করে NID Account Registration করবেন এবং জাতীয় পরিচয় পত্রের সকল সেবা নিজেই অনলাইনে নিবেন।
আসুন প্রথমে সংক্ষেপে জানি এনআইডি ওয়ালেট কি।
NID Wallet কি
NID Wallet হল একটি মোবাইল অ্যাপ যেটি বাংলাদেশ নির্বাচন কমিশন এর জাতীয় পরিচয় পত্র সার্ভারে রেজিস্ট্রেশনের জন্য ফেইস ভেরিফিকেশনের জন্য ব্যবহৃত হয়। তবে এই অ্যাপে ভবিষ্যতে আরও সুবিধা ও ফিচার যুক্ত করা হবে।
আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে NID Server প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর স্ক্রিনে দেখানো QR Code টি অ্যাপ দিয়ে স্ক্যান করে আপনার Face Verification করে লগইন করতে পারবেন।
এবার দেখে নেয়া যাক কিভাবে NID Wallet QR Code Scan করে আপনার ফেইস ভেরিফিকেশন করবেন।
যেভাবে NID Wallet দিয়ে ফেইস ভেরিফিকেশন করবেন
NID Wallet দিয়ে ফেইস ভেরিফিকেশন করার জন্য NID Account Registration লিংকে গিয়ে NID অথবা Form No লিখুন।এরপর জন্ম তারিখ ও Captcha কোড দিয়ে সাবমিট করুন। সঠিক ঠিকানা দিন এবং ফোন নম্বর ভেরিফিকেশন করুন। স্ক্রীনে আসা QR Code টি এনআইডি ওয়ালেট দিয়ে স্ক্যান করলে ফেইস ভেরিফিকেশনের জন্য Camera চালু হবে।
এনআইডি ওয়ালেট দিয়ে Face Verification এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- Google Play Store থেকে NID Wallet অ্যাপটি Install করুন;
- services.nidw.gov.bd সাইটে NID বা Form নম্বর দিয়ে একাউন্ট রেজিস্টার করুন;
- স্ক্রীনে আসা QR Code স্ক্যান করার জন্য NID Wallet অ্যাপটি চালু করুন;
- ছবিতে দেখানো নির্দেশনা দেখুন, তারপর Start Face Verification বাটনে ট্যাপ করুন;
- ক্যামেরাটি আপনার মুখ বরাবর ধরুন, চোখের পলক ফেলুন ও চোখ ক্যামেরায় রেখে মাথা ডানে-বামে ঘোরান।
NID Wallet Download করতে সতর্কতা
Google Play Store বা Apple App Store ছাড়া অন্য কোন ওয়েবসাইট, বা APK App Download সাইট থেকে এনআইডি ওয়ালেট ডাউনলোড করবেন না। কারণ, এতে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার রিস্ক থাকে।
ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত যে কোন তথ্য পাবেন এই লিংকে – জাতীয় পরিচয় পত্র। এছাড়া এনআইডি ওয়ালেট অ্যাপ ব্যবহার নিয়ে কোন প্রশ্ন বা সমস্যায় পড়লে কমেন্টে জানান।
অথবা জরুরী কোন তথ্য জানতে সরাসরি আমাদের Facebook Page এ নক দিতে পারেন। তাছাড়া, নিয়মিত সকল আপডেট তথ্য পেতে ভিজিট করুন – eservicesbd.com এবং ফেসবুক পেইজ Eservicesbd ফলো করে রাখুন।
I registered myself with EC online long ago. Now, I downloaded the app in my mobile but I don’t get the QR code from the website. So, how to get the QR code from the web for those who are already registered.
Hi, you don’t need the QR code. If you have already registered, you have the nid number and a login password. Use login option to log in to your account. If forgot the password, try resetting it.