আইডি কার্ড বের করার নিয়ম | ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৩
নতুন ভোটার? জানুন কিভাবে ফরম নাম্বার দিয়ে অনলাইন থেকে আইডি কার্ড বের করবেন তার প্রক্রিয়া।
যারা এবার নতুন ভোটার হয়েছেন, তারা অনলাইন থেকে ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে পারবেন। এখানে দেখাবো, কিভাবে ভোটার নিবন্ধন স্লিপ বা ফরম নাম্বার দিয়ে অনলাইন থেকে আইডি কার্ড বের করবেন তার প্রক্রিয়া।
অনেকেই আছে নতুন ভোটার হয়েছেন কিন্তু অপেক্ষো করছেন কখন নির্বাচন অফিস থেকে NID Card দেয়া হবে।
আপনি যদি এমন কেউ হয়ে থাকেন, আপনার জন্য সুখবর। আপনি এই পোস্টটি দেখার পর অনলাইন থেকে নতুন আইডি কার্ড বের করতে পারবেন আপনার মোবাইল থেকেই। জানুন বিস্তারিত।
ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম
ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট services.nidw.gov.bd ভিজিট করুন। তারপর আপনার ভোটার নিবন্ধন ফরম নাম্বার ও জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শেষে একাউন্টে লগ ইন করে আইডি কার্ড বের করতে পারবেন।
ফরম নাম্বার দিয়ে এনআইডি স্মার্ট কার্ড চেক করতে দেখুন- স্মার্ট কার্ড চেক অনলাইন।
উল্লেখ্য যে শুধুমাত্র নতুন ভোটারই অনলাইন থেকে নতুন আইডি কার্ড বের করতে পারবেন। পুরাতন ভোটাররা দেখুন- পুরাতন আইডি কার্ড বের করার নিয়ম। এছাড়া আপনার আইডি কার্ড যদি হারিয়ে যায়, তাও সহজ কিছু ধাপ অনুসরণ করে হারানো আইডি কার্ড বের করতে পারবেন।
ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড
আপনি ভোটার আইডি কার্ডের জন্য নিবন্ধনের, আপনাকে নিবন্ধন ফরমের নিচের ছোট একটি অংশ দেয়া হয়েছিল। সেই ফরমের অংশের ডানপাশে উপরে একটি ফরম নম্বর দেয়া থাকে। সেই ফরম নম্বর, জন্ম তারিখ ও ফেইস ভেরিফিকেশনের মাধ্যমে আপনার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- ধাপ ১: প্রথমে Google Play Store থেকে NID Wallet অ্যাপটি ডাউনলোড করুন;
- ধাপ ২: এবার অন্য একটি মোবাইল বা কম্পিউটার থেকে ভিজিট করুন services.nidw.gov.bd
- ধাপ ৩: ফরম নম্বর ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন। বর্তমান ও স্থায়ী ঠিকানার জেলা উপজেলা বাছাই করুন;
- ধাপ ৪: আপনার সচল মোবাইল নম্বর দিয়ে বার্তা পাঠান বাটনে ক্লিক করুন। মোবাইলে আসা ৬ ডিজিটের OTP কোড দিন;
- ধাপ ৫: এবার আপনার স্ক্রীনে একটি QR কোড দেখানো হবে। যে মোবাইলে NID Wallet অ্যাপ ইনস্টল করেছেন সেটি Open করে QR কোড টি স্ক্যান করুন।
- ধাপ ৬: আপনার ফেইস স্ক্যান করার জন্য প্রথমে সোজাসুজি ধরুন, চোখের পলক ফেলুন। চোখ ক্যামেরায় রেখে, মাথা ডান ও বাম করুন।
- ধাপ ৭: ফেইস ভেরিফিকেশ হলে, আপনার এনআইডি একাউন্টে লগইন হবে। এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে আপনার আইডি কার্ডটি ডাউনলোড করুন।
- ধাপ ৮: সবশেষে কাগজে রঙ্গিন প্রিন্ট ও লেমিনেট করে আইডি কার্ডটি ব্যবহার করতে পারবেন।
আইডি কার্ড ডাউনলোডের বিস্তারিত প্রক্রিয়া- ভোটার আইডি কার্ড ডাউনলোড
ভোটার রেজিস্ট্রেশন ফরম নাম্বার হারিয়ে গেলে করণীয়
ভোটার নিবন্ধন শেষে আপনাকে দেয়া ছোট ফরমের অংশটি হারিয়ে ফেললে আপনাকে নিকটস্থ থানায় GD করতে হবে। তারপর জিডির কপি উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়ে হারানো ফরম নাম্বার জেনে নিতে পারবেন। অথবা উপজেলা নির্বাচন অফিসে থেকে আপনার জাতীয় পরিচয়পত্র বের করে নিতে পারবেন।
জাতীয় পরিচয় পত্র রেজিস্ট্রেশনের সময় আবেদন ফরমের নিচের ছোট একটি অংশ আমাদের দেয়া হয়। এখানে ডানপাশে উপরে একটি ফরম নম্বর থাকে যে ফরম নাম্বার দিয়েই অনলাইন থেকে NID Card Download করা যায়।
তাই এটি হারিয়ে গেলে জিডি করে উপজেলা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা ছাড়া আর কোন বিকল্প নেই।
FAQs
ভোটার আইডি কার্ড বের করার জন্য প্রথমে services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে আইডি নাম্বার বা ফরম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আপনার মোবাইল নম্বর ও ফেইস ভেরিফিকেশন করতে হবে। সফলভাবে রেজিস্ট্রেশনের পর একাউন্টে লগইন করে আইডি কার্ড বের করতে পারবেন।
ভোটার নিবন্ধনের পর আবেদন ফরমের একটি ছোট অংশ দেয়া হয়। উক্ত ফরমের ডানপাশে উপরে ফরম নম্বর দেয়া থাকে।
টোকেন নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার জন্য services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে টোকেন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল ও ফেইস ভেরিফিকেশনের পর এনআইডি একাউন্টে লগ ইন করে আইডি কার্ড ডাউনলোড করা যাবে।
ফরম নাম্বার হারিয়ে ফেললে আপনাকে নিকটস্থ থানায় জিডি করতে হবে। তারপর জিডির কপি উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়ে হারানো ফরম নাম্বার জেনে নিতে পারবেন।
ডাউনলোড | ভোটার আইডি কার্ড ডাউনলোড |
সংশোধন | ভোটার আইডি কার্ড সংশোধন |
ঠিকানা পরিবর্তন | ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন |
জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল তথ্য | জাতীয় পরিচয় পত্র |
নির্বাচন অফিসে যোগাযোগ করুন।