সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম – Step by Step Guide

ব্যাংকিং লেনদেনে আপনি একদম নতুন হলে আপনার জানা উচিত কিভাবে ব্যাংক একাউন্টে টাকা জমা দিতে হয়। জানুন সোনালী ব্যাংকে টাকা জমা দেয়ার সকল নিয়ম নিয়ে বিস্তারিত।

Advertisement
সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম
  • Save

আজকের আর্টিকেল শুধুমাত্র যাদের সোনালী ব্যাংকে একাউন্ট রয়েছে এবং নতুন ব্যাংকে লেনদেন করতে যাচ্ছেন তাদের জন্য। যারা ব্যাংক একাউন্ট ব্যবহারকারী হিসেবে একদম নতুন তারা ব্যাংকে টাকা জমা দেয়া, উত্তোলন ও চেক লেখার নিয়ম জানেন না।

তাই, জেনে নিন কিভাবে সোনালী ব্যাংক একাউন্টে টাকা জমা দিতে হয় এবং কোন কোন উপায়ে অনলাইনে টাকা জমা দিতে পারবেন।

Advertisement

এখন ঘরে বসে মোবাইল থেকে অনলাইনে সোনালী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। এছাড়া Sonali eWallet এর মাধ্যমে দেশ ও বিদেশ থেকে অনলাইনে ব্যাংকিং লেনদেন করতে পারছেন ২৪/৭।

সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম

সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য প্রয়োজন হবে জমা স্লিপ, একাউন্ট নাম্বার ও একাউন্টের নাম। Cash Counter এর কাছাকাছি কোন স্থানে জমা স্লিপ পাবেন। একটি জমা স্লিপ সংগ্রহ করে সেখানে Account Number, নাম ও টাকার পরিমাণ ও বিবরণ লিখুন। তারপর তারিখ, আপনার মোবাইল নম্বর ও স্বাক্ষর দিয়ে নগদ টাকা সহ কাউন্টারে জমা দিন।

১. সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার ফরম

সোনালী ব্যাংকে টাকা জমা দেয়ার ফরম হচ্ছে জমা স্লিপ বা জমা বই। একাউন্ট খোলার পর সাধারণত ব্যাংক থেকে একটি জমা বই সরবরাহ করা হয়। জমা বই না থাকলে, Cash Counter থেকে জমা ফরম বা Deposit Slip সংগ্রহ করে নিতে পারবেন। সোনালী ব্যাংকের Saving Account জমা বই নীল রংয়ের হয় অপরদিকে চলতি হিসাবের বই সাদা রংয়ের হয়।

কিভাবে টাকা জমা দেয়ার ফরম পূরণ করবেন

সোনালী ব্যাংকে টাকা জমা দেয়ার ফরম পূরণ করতে প্রথমে জমা স্লিপের উভয় অংশে তারিখ ও একাউন্ট নম্বর লিখুন। নাম অংশে আপনার একাউন্টের নাম অর্থাৎ আপনার নাম লিখুন। চলতি হিসাব হলে আপনার প্রতিষ্ঠানের নাম লিখুন। টাকার বিবরণে নগদ/চেক লিখুন। টাকার পরিমাণ অংকে ও কথায় লিখুন। আপনার মোবাইল নম্বর লিখুন। সবশেষে জমাকারী অংশে আপনি স্বাক্ষর করুন।

Advertisement

প্রথমত এই জমা বই এর দুইটি অংশ থাকবে। ১ম অংশ গ্রাহক কপি এবং ২য় অংশ ব্যাংক কপি। বর্তমানে অনেক ব্যাংক দুই পাতার জমা স্লিপ তৈরি করছে যেখানে ১ম পাতা ব্যাংক রেখে দেয় এবং কার্বন কপিটি গ্রাহকের কাছে থেকে যায়। আপনাকে দুইটি অংশে একই তথ্য বারবার লিখতে হবে।

আরও পড়ুন- সোনালী ব্যাংক চেক লেখার নিয়ম

অন্য কারো ব্যাংক একাউন্টে টাকা জমা দেয়ার ক্ষেত্রে, তার একাউন্টের নাম ও একাউন্ট নম্বর সঠিকভাবে লিখুন। মোবাইল নম্বর জমাকারীর অর্থাৎ আপনার দিবেন। জমাকারীর স্বাক্ষর ও আপনি দিবে।

আপনি যে পরিমাণ টাকা জমা দিচ্ছেন সেই টাকা তে কোন টাকার নোট কয়টি আছে সেটা টাকার বিবরণে উল্লেখ করা উচিত। যেমন ৫০০ টাকার ১০টি নোট ও ১০০০ টাকার ৫টি নোট মোট ১০ হাজার টাকা জমা করতে নিচের মত বিবরণ লিখতে পারেন।

Advertisement

৫০০ x ১০ = ৫০০০
১০০০ x ৫ = ৫০০০

২. অনলাইন ট্রান্সফারের মাধ্যমে সোনালী ব্যাংকে জমা

আপনার অন্য কোন ব্যাংক একাউন্ট থেকে Bangladesh Bank এর পেমেন্ট সিস্টেম NPSB ও BEFTN এর মাধ্যমে কোন খরচ ছাড়াই সোনালী ব্যাংকে টাকা জমা দিতে পারবেন। তবে এজন্য আপনাকে অনলাইন ব্যাংকিং ব্যবহার করতে হবে। NPSB তে মুহুর্তেই (instant) টাকা পাঠানো যায়। অপরদিকে BEFTN এর মাধ্যমে ৬ থেকে ২৪ ঘন্টার মধ্যেই টাকা জমা হয়।

৩. বিকাশ থেকে সোনালী ব্যাংকে টাকা জমা করার নিয়ম

বিকাশ থেকে সোনালী ব্যাংকে টাকা জমা করার জন্য প্রথমে বিকাশ একাউন্টে আপনার নিজ সোনালী ব্যাংক একাউন্ট যোগ করতে হবে। এরপর বিকাশ অ্যাপ থেকে ব্যাংক টু বিকাশ > ব্যাংক একাউন্ট অপশনে গিয়ে ব্যাংকের নাম > ব্যাংক একাউন্ট সিলেক্ট করুন। সবশেষে টাকার পরিমাণ লিখুন, পিন নম্বর দিন এবং ব্যাংকে টাকা জমা করতে ট্যাপ করে ধরে রাখুন।

বিকাশ থেকে ব্যাংকে টাকা জমা করার নিয়ম
  • Save

আবার ব্যাংক থেকে বিকাশে টাকা আনার জন্য ২টি উপায় রয়েছে, Online Banking এর মাধ্যমে এবং বিকাশ একাউন্টে Bank Account লিংক করে। দেখুন- ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম

Advertisement

সোনালী ব্যাংক ডিপিএস-এর টাকা জমা করার নিয়ম

সোনালী ব্যাংকের ডিপিএস একাউন্টে ২ ভাবে টাকা জমা দিতে পারবেন, সরাসরি ব্যাংকের শাখায় গিয়ে এবং Sonali eWallet App থেকে। ব্যাংকের শাখায় গিয়ে জমা দিতে জমা স্লিপ পূরণ করে টাকা জমা দিতে হবে। অপরদিকে Sonali eWallet অ্যাপ ব্যবহার করে যে কোন ব্যক্তির ডিপিএস একাউন্টের কিস্তি (Installment) জমা দিতে পারবেন।

ব্যাংকে টাকা জমা দিতে কি লাগে?

ব্যাংকে টাকা জমা দিতে প্রয়োজন হয়, Bank Account Number ও Account Name। একাউন্টে টাকা জমা দেয়ার Deposit Slip পূরণ ও জমাকারীর সাক্ষর দিয়ে ব্যাংকে টাকা জমা দিতে পারবেন।

বিকাশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠাবো কিভাবে?

প্রথমে বিকাশ একাউন্টে আপনার নিজের সোনালী ব্যাংক যুক্ত করতে হবে। সফলভাবে ব্যাংক একাউন্ট যুক্ত হওয়ার পর সোনালী ব্যাংক থেকে SMS পাবেন। এরপর বিকাশ টু ব্যাংক অপশন থেকে সোনালী ব্যাংকে টাকা জমা করতে পারবেন তবে, এজন্য ১% চার্জ যুক্ত হবে।

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।