ডাচ বাংলা ব্যাংক একাউন্ট দেখার নিয়ম

অনলাইনে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করতে চান? ৫টি ভিন্ন ভিন্ন উপায়ে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট দেখার নিয়ম দেখে নিন।

Advertisement
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট দেখার নিয়ম
  • Save

আপনার ডাচ বাংলা ব্যাংক একাউন্ট থাকলে আপনার একাউন্ট ব্যালেন্স চেক করার প্রয়োজন হতে পারে। প্রতিবার ব্যাংকে গিয়ে ব্যালেন্স চেক করাটা কষ্টকর। বর্তমানে আপনারা চাইলে ঘরে বসে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। এই লেখাটিতে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান হল ডাচ বাংলা ব্যাংক (DBBL) এবং দেশের সর্ববৃহৎ ATM নেটওয়ার্ক হিসেবে পরিচিত। ব্যাংকিং কার্যক্রমের দিক থেকে ডাচ বাংলা ব্যাংক সম্পূর্ণ নিরাপদ। ডাচ বাংলা ব্যাংক একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে জানুন।

Advertisement

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট দেখার নিয়ম

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট দেখার জন্য প্রথমে Google Play Store থেকে NexusPay অ্যাপটি ইন্সটল করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর লগইন করে Balance Enquiry মেনুতে প্রবেশ করুন। এছাড়াও SMS, ATM এবং Internet Banking এর মাধ্যমে DBBL অ্যাকাউন্ট দেখতে পারবেন।

অনলাইনে NexusPay অ্যাপসের মাধ্যমে খুব সহজেই ডাচ বাংলা ব্যাংক একাউন্ট যাচাই করতে পারবেন। এছাড়াও অনেক উপায়ে বাংলাদেশ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড (DBBL) অ্যাকাউন্ট ব্যালেন্স যাচাই করতে পারবেন।

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট দেখার উপায়সমূহ

  • NexusPay অ্যাপের সাহায্যে।
  • ATM কার্ড ব্যবহার করে।
  • Internet Banking এর মাধ্যমে।
  • SMS এর মাধ্যমে।
  • সরাসরি ব্যাংকে উপস্থিত হয়ে।

1. NexusPay App

গ্রাহকদের সুবিধার্থে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট দেখার জন্য সুন্দর একটি অ্যাপস তৈরি করেছে অ্যাপসটির নাম NexusPay

এই অ্যাপসটি ব্যবহার করে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড (DBBL) এর যাবতীয় কার্যক্রম অনলাইনে পরিচালনা করতে পারবেন। সরাসরি ব্যাংকে উপস্থিত না হয়ে ইন্টারনেটের মাধ্যমে NexusPay অ্যাপসের সাহায্যে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হলো।

Advertisement
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট দেখার নিয়ম
  • Save

ধাপ ১: প্রথমে গুগল প্লে-স্টোর থেকে NexusPay এপ্লিকেশনটি ইন্সটল করে ওপেন করুন।

ধাপ ২: এরপরে অ্যাপস এর মধ্যে প্রবেশ করে আপনার NexusPay অ্যাপস একাউন্ট লগইন করুন।

ধাপ ৩: লগইন সম্পূর্ণ হলে প্রথমে Dutch-Bangla Bank NexusPay ATM কার্ড সিলেক্ট করে দিবেন।

ধাপ ৪: এরপরে উপরের থ্রি-লাইন বাটনে ক্লিক করে মেনু থেকে Balance Enquiry অপশনে প্রবেশ করুন।

Advertisement

ধাপ ৫: এখানে যথাক্রমে আপনার Dutch-Bangla Bank NexusPay ATM কার্ড সিলেক্ট করা থাকবে, যদি সিলেক্ট করা না থাকে তাহলে কার্ডটি সিলেক্ট করে দিবেন।

ধাপ ৬: কার্ড সিলেক্ট করার পরে আপনার DBBL একাউন্টের Available Balance দেখতে পারবেন। এছাড়াও আপনাদের ডাচ বাংলা ব্যাংক ATM কার্ড নাম্বার ও কার্ড টাইপ দেখতে পারবেন।

2. ATM কার্ড ব্যবহার করে

ডাচ বাংলা ব্যাংক (DBBL) এর কার্ড ব্যবহার করে খুব সহজেই নিকটস্থ এটিএম বুথ থেকে আপনার ডাচ বাংলা ব্যাংক একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন। অ্যাকাউন্ট ব্যালেন্স যাচাই করার জন্য প্রথমে আপনার নিকটস্থ ডাচ বাংলা এটিএম বুথে প্রবেশ করুন।

  • এরপরে আপনার DBBL কার্ডটি এটিএম বুথে প্রবেশ করান।
  • এরপরে আপনার এটিএম কার্ডের পিন নাম্বার বসিয়ে দিন।
  • পরবর্তীতে মেনু থেকে ব্যালেন্স | স্টেটমেন্ট (Balance | Statement) বাটনে ক্লিক করুন।
  • এরপরে অ্যাকাউন্ট ব্যালেন্স যাচাই করার জন্য ব্যালেন্স অনুসন্ধান (Balance Enquiry) বাটনে ক্লিক করুন।
  • এটিএম বুথ থেকে আপনাকে একটি প্রশ্ন করা হবে “আপনি কি আপনার লেনদেনের রশিদ চান? (রশিদ এর জন্য ৩/= টাকা চার্জ প্রযোজ্য হবে)” যদি আপনি রশিদ নিতে না চান সেক্ষেত্রে No | না বাটনে ক্লিক করুন।
  • এরপরে ১০-১৫ সেকেন্ড অপেক্ষা করার পরে আপনাদের ডাচ বাংলা ব্যাংক একাউন্ট ব্যালেন্স শো করবে।

3. ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে

ডাচ বাংলা ব্যাংকের Internet Banking এর মাধ্যমে একাউন্ট দেখার জন্য প্রথমে যে শাখায় ব্যাংক একাউন্ট খুলেছেন সে শাখা থেকে Internet Banking সেবা চালু করতে হবে। ইন্টারনেট ব্যাংকিং চালু হওয়ার পর আপনার ইমেইলে একটি User ID ও Password দেয়া হবে। ইন্টারনেট ব্যাংকিং সিস্টেমে লগইন করার পর একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

Advertisement

ধাপ ১: ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ব্যালেন্স যাচাই করতে Dutch Bangla Bank limited (DBBL) এখানে ক্লিক করুন। অথবা DBBL এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে “Internet Banking” বাটনে ক্লিক করুন। এরপরে “Login to Internet Banking” বাটনে ক্লিক করে লগইন ফরম ওপেন করুন।

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট দেখার নিয়ম
  • Save

ধাপ ২: এরপরে ব্যাংক কর্তৃক পাওয়া User id এবং Password বসিয়ে Sign-in বাটনে ক্লিক করুন। পরবর্তীতে আপনাদের সামনে ব্যাংকের কিছু Terms and Conditions দেখানো হবে। এগুলো ভালোভাবে পরে Accept বাটনে ক্লিক করুন।

ধাপ ৩: পরবর্তীতে আপনাদের নতুন একটি পেজে নিয়ে আসা হবে এখান থেকে আপনাদের DBBL Internet Banking পাসওয়ার্ড চেইঞ্জ করতে হবে। এখান থেকে যথাক্রমেঃ 

  • User id
  • Enter Old Password
  • New Password
  • Confirm New Password

বসিয়ে দিয়ে Change বাটনে ক্লিক করুন। সঠিকভাবে আপনার পাসওয়ার্ড চেইঞ্জ হলে একটি Successful মেসেজ দেখাবে। DBBL Internet Banking সুবিধা উপভোগের জন্য Continue বাটনে ক্লিক করুন।

ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট অনলাইনে চেক করার নিয়ম
  • Save

ধাপ ৪: এরপরে My Account এ প্রবেশ করে আপনার ডাচ বাংলা ব্যাংক একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন এবং যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

4. এসএমএস এর মাধ্যমে

গ্রাহকদের জন্য ডাচ বাংলা ব্যাংক এসএমএস ব্যালেন্স চেক পদ্ধতি চালু রেখেছে। আপনারা চাইলে ডাচ-বাংলা ব্যাংকে এসএমএস পাঠানোর মাধ্যমে আপনার একাউন্টের ব্যালেন্স যাচাই করতে পারবেন।

এসএমএস এর মাধ্যমে একাউন্ট ব্যালেন্স যাচাইয়ের জন্য প্রথমে আপনার ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BAL<space>Account No এরপরে পাঠিয়ে দিন 3225 নাম্বারে। পরবর্তীতে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার একাউন্টের ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে।

এসএমএস ফরমেটঃ BAL<space>Account No

উদাহরণঃ  BAL 1234567890 ‍Send to 3225 Number.

5. সরাসরি ব্যাংকে উপস্থিত হয়ে

সরাসরি ডাচ বাংলা ব্যাংক (DBBL) শাখায় উপস্থিত হয়ে কাস্টমার ম্যানেজারের সাথে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে যাচাই করতে পারবেন। ব্যাংকে উপস্থিত হয়ে ব্যালেন্স যাচাই করার জন্য শুধুমাত্র ব্যাংক একাউন্ট নাম্বার প্রয়োজন হবে।

যদি আপনার নিকটে ডাচ বাংলা ব্যাংক (DBBL) এর শাখা থাকে সেক্ষেত্রে উক্ত শাখায় উপস্থিত হয়ে খুব সহজেই আপনার ব্যাংক একাউন্ট দেখতে পারবেন এবং ব্যালেন্স যাচাই করতে পারবেন।

FAQs

ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট অনলাইনে কিভাবে চেক করব?

ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট অনলাইনে চেক করার জন্য NexusPay App অথবা Internet Banking সুবিধা ব্যবহার করতে হবে।

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট কিভাবে দেখে?

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট ব্যালেন্স জানতে হলে আপনার একাউন্টে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার থেকে SMS সেন্ড করুন। এসএমএস লিখুন BAL<space>123456 (account number) এবং পাঠিয়ে দিন 3225 এই নাম্বারে। ফিরতি মেসেজে আপনার ব্যালেন্সের পরিমাণ জানিয়ে দেয়া হবে।

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।