জন্ম নিবন্ধন বাতিলের আবেদন করার নিয়ম
আপনার একাধিক বা ডুপ্লিকেট জন্ম নিবন্ধন আছে? জানুন কিভাবে ডুপ্লিকেট জন্ম নিবন্ধন বাতিলের আবেদন করবেন।
পূর্বে হাতে লেখা জন্ম নিবন্ধন ব্যবস্থা থাকাকালীণ অনেকের ভুলবশত একাধিক জন্ম নিবন্ধন করা হয়ে থাকতে পারে। আবার অনেক সময় হাতের কাছে জন্ম নিবন্ধন না পেলে বা খুঁজে পাওয়া না গেলেও অনেকে বিনা কারণে ২য় বার জন্ম নিবন্ধন করেছেন। দেখা যায় কেউ ২ ঠিকানায় ২ বারও জন্ম নিবন্ধন করেছেন
ম্যানুয়েলি হাতে লিখে ও রেজিস্টার বইয়ে এন্ট্রি করে জন্ম নিবন্ধন করার কারণে, এ ধরনের ডুপ্লিকেট নিবন্ধন ধরার কোন উপায় ছিল না।
পরবর্তীতে এসব ম্যানুয়েল জন্ম নিবন্ধন অনলাইন করা হয়। তাই আপনার যদি একাধিক জন্ম সনদ থেকে থাকে তা অনলাইনে করা হয়েছে।
এমতাবস্থায় আপনার জন্ম নিবন্ধন চেক করে ডুপ্লিকেট থাকলে অপ্রয়োজনীয় জন্ম সনদটি বাতিল করতে হবে।
একাধিক জন্ম নিবন্ধন বাতিল
কোন ব্যক্তির একাধিক বা ডুপ্লিকেট জন্ম নিবন্ধন থাকলে তা বাতিলের জন্য নিবন্ধনের নিকট আবেদন করা যাবে।
অনলাইনেই আপনি খুব সহজে মাত্র কয়েক ক্লিকেই আপনার ডুপ্লিকেট জন্ম সনদটি বাতিল করার আবেদন করতে পারবেন। যে প্রক্রিয়াটি একটু নিচে ছবি সহ দেখানো হল।
জন্ম নিবন্ধন বাতিল আইন
জন্ম নিবন্ধন বিধিমালা ২০১৮ এর ১৫ ধারা অনুযায়ী, ডুপ্লিকেট জন্ম নিবন্ধন বাতিলের জন্য আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে অবশ্যই ধারা ২১ অনুযায়ী জন্ম নিবন্ধন সংশোধন ফি পরিশোধ করতে হবে।
উক্ত ধারায় জন্ম সনদ বাতিলের তথ্যটি নিচের ছবিতে দেখানো হলো।
জন্ম নিবন্ধন বাতিল করতে কি কি লাগে
জন্ম নিবন্ধন বাতিল করতে প্রয়োজন হবে,
- ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নম্বর যেটি বাতিল করতে চান।
- জন্ম তারিখ
- জন্ম নিবন্ধন ফি ১০০ টাকা
- ডুপ্লিকেট বা একাধিক জন্ম নিবন্ধন এন্ট্রির প্রমাণ
জন্ম নিবন্ধন বাতিলের আবেদন করার নিয়ম
জন্ম নিবন্ধন বাতিল করার জন্য অনলাইনে জন্ম নিবন্ধন বাতিল ফরম পূরণ করে সাবমিট করতে হবে। তারপর অবশ্যই আবেদনের ১৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয়ে (ইউনিয়ন পরিষদ, পৌরসভা কার্যালয় ও কাউন্সিলর অফিস) জমা দিতে হবে।
অনলাইনে জন্ম সনদ বাতিল ফরম পূরণ করার জন্য নিচের ধাপগুলো পূরণ করুন।
জন্ম নিবন্ধন এন্ট্রি সার্চ করে বের করুন
ডুপ্লিকেট জন্ম নিবন্ধন বাতিলের আবেদন ফরম পূরণের জন্য এই লিংকে যান জন্ম নিবন্ধন বাতিলের আবেদন। এখানে আপনি যে নিবন্ধন এন্ট্রি বাতিল করতে চান তার ১৭ ডিজিটের নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে এন্ট্রি খুঁজে বের করুন।
নিবন্ধন কার্যালয় নির্বাচন করুন
এবার যে জন্ম নিবন্ধন কার্যালয় থেকে আপনি নিবন্ধন করেছেন সেটি বাছাই করুন।
বাতিলের কারণ ও আবেদনকারীর তথ্য দিন
এ ধাপে জন্ম নিবন্ধন কেন বাতিল করতে চান তা সিলেক্ট করতে হবে। সাধারণত এখানে একটি কারণই এখন পাওয়া যাচ্ছে তা হচ্ছে ডুপ্লিকেট নিবন্ধন সনদ। এটি সিলেক্ট করুন এবং আবেদনকারী হিসেবে নিজ বা পিতা-মাতা হলে তা সিলেক্ট করে একটি মোবাইল নম্বর দিন। সবশেষে ডানপাশের সাবমিট বাটনে ক্লিক করুন।
ব্যাস আবেদন জমা হলো। এবার আবেদনের অ্যাপ্লিকেশন আইডিটি সংগ্রহ করুন এবং আবেদনের প্রিন্ট কপি নিন। যদি আপনার প্রিন্টার না থাকে প্রিন্ট অপশনে গিয়ে Printer হিসেবে Save as PDF সিলেক্ট করে PDF হিসেবে আবেদনটি সেইভ করে নিন।
আর যদি আপনি মোবাইল থেকে আবেদন করে থাকেন, আবেদন সাবমিটের পর যে পেইজ পেয়েছেন তার Screenshot নিয়ে রাখুন। সেই পেইজে একটি অ্যাপ্লিকেশন আইডি থাকবে।
পরে কোন স্থানীয় কম্পিউটার সেবার প্রতিষ্ঠান থেকে Application ID বা PDF ফাইল দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন। তারপর আবেদনটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা কার্যালয় ও কাউন্সিলর অফিসে জমা দিন।
জন্ম নিবন্ধন বাতিল ফি
জন্ম নিবন্ধন বিধিমালা ২০১৮ এর ১৫ (২) ধারায় নির্ধারিত ফি দিয়ে জন্ম নিবন্ধন বাতিল/সংশোধনের আবেদন করার কথা বলা হয়েছে। যেহেতু বিধিমালার ২১ ধারায় জন্ম নিবন্ধন বাতিলের কোন ফি’র কথা বলা নেই। তাই এক্ষেত্রে সংশোধন ফি প্রযোজ্য হবে।
শেষকথা
কারো একাধিক জন্ম নিবন্ধন আছে কিনা সেটা তার অবশ্যই জানার কথা। যদি আপনার খেয়াল থাকে যে আপনি একাধিক জন্ম নিবন্ধন করেছেন, এখন সেই জন্ম নিবন্ধন নম্বর দিয়ে জন্ম সনদ যাচাই করে দেখুন যে আপনার নামে ২টি জন্ম সনদ অনলাইনে আছে কি না।
না থাকলে ভাল। তবে যদি দেখেন ২টিই অনলাইনে পাওয়া যাচ্ছে, এগুলোর মধ্যে যেটি বাতিল করা প্রয়োজন করে নিন।
জন্ম নিবন্ধন বাতিল নিয়ে প্রশ্ন ও উত্তর
জন্ম নিবন্ধন বাতিল করতে তার ১৭ ডিজিটের নম্বর, জন্ম তারিখ ও জন্ম নিবন্ধন ফি লাগে। ডুপ্লিকেট বা একাধিক জন্ম নিবন্ধন থাকলে অনলাইনে তা বাতিলের আবেদন করতে পারেন।
জন্ম নিবন্ধন বিধিমালা ২০১৮ এর ২১ ধারা অনুযায়ী জন্ম নিবন্ধন সংশোধন/বাতিলের ফি ১০০ টাকা এবং বিদেশে ২ মার্কিন ডলার।
জন্ম নিবন্ধন সম্পর্কে আরো তথ্য
নতুন জন্ম নিবন্ধন | জন্ম নিবন্ধন আবেদন |
সংশোধন | জন্ম নিবন্ধন সংশোধন |
ইংরেজি করুন | জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম |
হারিয়ে গেলে | জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় |
অনলাইনে না থাকলে | জন্ম নিবন্ধন অনলাইনে না থাকলে কি করতে হবে |
১৬ ডিজিটের জন্ম নিবন্ধন | ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই |
জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল তথ্য | জন্ম নিবন্ধন |
হোমপেইজে যান | Eservicesbd |
ভাই আমার জন্ন নিবন্ধন বাতিল করতে চাই আমি তাই কী ভাবে বাতিল করতে পারি আগে থাকে মামা বাড়ি এখন নিজের গ্রাম আছে ভাই সেই জন্য জন্ন নিবন্ধন বাতিল করতে চাই আমি
বাতিল কেন করবেন, বাতিল করে নতুন কিভাবে করবেন আবার। এটা প্রয়োজনে সংশোধন করতে হবে।
আমার বাচ্চার জন্ম নিবন্ধনে জন্মসাল এক বছর ভুল করে কম দিয়েছে। আমার কাছে অরিজিনাল বার্থ সার্টিফিকেট, টিকাকার্ড সব আছে। কিন্তু বর্তমানে সিটি কর্পোরেশন কার্যালয়ে যোগাযোগ করলে তারা বলেন জন্ম সাল সংশোধনী আপাতত বন্ধ আছে। আমার জরুরী ভিত্তিতে জন্ম নিবন্ধন প্রয়োজন, যেহেতু সকল প্রমাণ থাকার সত্বেও তারা সংশোধন করতে পারছেন না আমি কি এটা বাতিল করে অন্য একটি জন্ম নিবন্ধন করতে পারব??
পারবেন এটা বাতিল করার আবেদন করে, নতুন একটা জন্ম নিবন্ধন করতে পারবেন।