বন্ধ ব্যাংক একাউন্ট চালু করার দরখাস্ত (PDF ডাউনলোড)
লেনদেন না করার কারণে ব্যাংক একাউন্ট সাময়িক বন্ধ হলে লিখিত আবেদন করে আবার একাউন্ট চালু করা যায়। ব্যাংক একাউন্ট চালু করার দরখাস্ত PDF ডাউনলোড করুন।
দীর্ঘদিন ধরে ব্যাংকিং লেনদেন চালিয়ে না গেলে ব্যাংক একাউন্ট Dormant এবং Inoperative বা সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। এক্ষেত্রে ব্যাংকের শাখা ম্যানেজারের নিকট মৌখিক বা লিখিত অনুরোধ করে ব্যাংক একাউন্টটি পুনরায় সচল করতে হবে।
এক্ষেত্রে সরকারি ব্যাংকগুলোতে লিখিত আবেদন নেয়ার প্রচলন রয়েছে। তাই, আপনি কিভাবে বন্ধ ব্যাংক একাউন্ট চালু করার দরখাস্ত লিখবেন, তার একটি নমুনা শেয়ার করলাম। আশা করি আপনার কাজে লাগবে।
বন্ধ ব্যাংক একাউন্ট চালু করার দরখাস্ত
তারিখ: ৮ মার্চ ২০২৩
ব্যবস্থাপক
সোনালী ব্যাংক লিমিটেড,
কাপ্তাই শাখা, রাঙ্গামাটি।
বিষয়: সাময়িকভাবে স্থগিত ব্যাংক একাউন্ট পুনরায় চালু করার আবেদন
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারি আপনার শাখার একজন সঞ্চয়ী হিসাবধারী। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, দীর্ঘদিন আর্থিক লেনদেন না করার কারণে আমার ব্যাংক একাউন্টটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এখন আমি আমার ব্যাংক একাউন্টে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যেতে চাই। তাই, আমার ব্যাংক একাউন্টটি পুনরায় চালু করতে আপনার সহযোগিতা কামনা করছি।
ব্যাংক একাউন্টের তথ্যঃ হিসাবের নাম- কামাল উদ্দিন, ব্যাংক একাউন্ট নম্বর- 5404101526545 ।
অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ এই যে, উপরে উল্লেখিত বিষয়টি সুবিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতা ও ব্যবস্থা গ্রহণ করে চির বাধিত করবেন।
আন্তরিকভাবে,
(স্বাক্ষর)
কামাল উদ্দিন
সঞ্চয়ী হিসাব নং- 5404101526545
মোবাইল – 01552950000
ডাউনলোড করুন- বন্ধ ব্যাংক একাউন্ট চালু করার দরখাস্ত
ব্যাংকিং সংক্রান্ত আরও তথ্যের লিংক
- মৃত ব্যক্তির ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন পত্র
- জানুন ব্যাংক চেক লেখার নিয়ম
- সোনালী ব্যাংকের চেক লেখার নিয়ম