ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম

ব্যাংকে আপনি ২ ভাবে টাকা জমা দিতে পারবেন সরাসরি ব্যাংক কাউন্টারে এবং এটিএম বুথের মাধ্যমে। জানুন ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম।

Advertisement

ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার সিস্টেমে কিছুটা আপডেট এসেছে। এখন থেকে আপনারা চাইলে সরাসরি ব্যাংকে উপস্থিত না হয়েও আপনার ডাচ বাংলা ব্যাংক একাউন্টে টাকা জমা করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম সম্পর্কে এই লেখাটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান ডাচ বাংলা। বাংলাদেশের অর্থনৈতিক খাতে এই ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় Dutch Bangla Bank সম্পূর্ণ নিরাপদ এবং নির্ভরযোগ্য।

ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম

ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য CRM ডিপোজিট সিস্টেম ব্যবহার করতে পারেন। CRM মেশিনের মাধ্যমে ATM কার্ড দিয়ে অথবা ATM কার্ড ছাড়া টাকা জমা দিতে পারবেন। ATM কার্ড ব্যতীত টাকা জমা দিতে NID নাম্বার প্রয়োজন হবে।

Advertisement

CRM পদ্ধতি চালু হবার পর থেকে সরাসরি ব্যাংকে উপস্থিত না হয়ে এটিএম বুথ থেকে আপনার ব্যাংক একাউন্টে টাকা জমা দিতে পারবেন।

আরও দেখুন- ডাচ বাংলা ব্যাংক একাউন্ট দেখার নিয়ম

ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য ২টি উপায় রয়েছে,

  1. এটিএম বুথে টাকা জমা দেয়া;
  2. ব্যাংক কাউন্টারে টাকা জমা

এটিএম বুথে টাকা জমা দেয়ার নিয়ম

এটিএম বুথে CRM মেশিনের মাধ্যমে ATM Card প্রবেশ করিয়ে অথবা ATM Card ছাড়াই আপনার ডাচ বাংলা ব্যাংক একাউন্টে টাকা জমা করতে পারবেন। এটিএম কার্ড ব্যতীত অন্য ডাচ-বাংলা ব্যাংক (DBBL) একাউন্টে টাকা জমা করতে পারবেন।

Advertisement

অন্যের একাউন্টে টাকা জমা দেয়ার নিয়ম

ডাচ বাংলা ব্যাংকে অন্য কারো একাউন্টে টাকা জমা দিতে প্রয়োজন হবে জমাকারীর এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার। যে ব্যাংক একাউন্টে টাকা জমা দিবে সেই একাউন্টের ১৩ ডিজিট একাউন্ট নাম্বার।

বর্তমানে প্রায় সকল ডাচ বাংলা এটিএম বুথে CRM জমাদান/ উত্তোলন সিস্টেম চালু আছে। CRM মেশিনের মাধ্যমে এটিএম মেশিনের পদ্ধতি অবলম্বন করে টাকা উত্তোলন করতে পারবেন।

অন্যের ডাচ বাংলা ব্যাংক একাউন্টে টাকা জমা দেয়ার জন্য নিচের ছবিতে দেখানো ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ ১: প্রথমে ডাচ বাংলা এটিএম বুথে প্রবেশ করে CRM মেশিন থেকে “কার্ড ছাড়া জমাদান” বাটনে ক্লিক করুন।

Advertisement

ধাপ ২: এখান থেকে অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। ডাচ বাংলা ব্যাংক একাউন্টে টাকা জমা করার জন্য “কোর ব্যাংকিং একাউন্ট” বাটনে ক্লিক করুন।

ধাপ ৩: এরপরে জমা দানকারীর ভোটার আইডি কার্ড নাম্বার প্রদান করতে হবে। জমাদানকারীর ১০/১৩/১৭ ডিজিটের জাতীয় পরিচয় পত্র নাম্বারটি বসিয়ে “সঠিক” বাটনে ক্লিক করুন।

ধাপ ৪: এরপরে আপনার একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। অবশ্যই মোবাইল নাম্বারটি আপনার সাথে থাকতে হবে। উক্ত মোবাইল নাম্বারে DBBL সিস্টেম থেকে একটি OTP কোড পাঠানো হবে। মোবাইল নাম্বারটি বসিয়ে “সঠিক” বাটনে ক্লিক করুন।

ধাপ ৫: এরপরে ফোনে এসএমএস এর মাধ্যমে পাওয়া OTP কোডটি বসিয়ে “সঠিক” বাটনে ক্লিক করুন।

Advertisement

ধাপ ৬: এরপরে আপনারা যেই ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে/জমা দিতে চাচ্ছেন উক্ত ১৩ সংখ্যার ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নাম্বারটি বসিয়ে “সঠিক” বাটনে ক্লিক করুন।

ধাপ ৭: এরপরে আপনাদের ব্যাংক একাউন্টের নাম এবং নাম্বার শো করবে। সবকিছু ঠিক থাকলে “Confirm” বাটনে ক্লিক করুন।

ধাপ ৮: পরবর্তীতে অল্প কিছু সময় অপেক্ষা করার পরে CRM মেশিনের টাকা জমা দেওয়ার বক্সটি অটোমেটিক Open হবে। এখানে কাঙ্খিত টাকাগুলো সুন্দরভাবে বসিয়ে দিবেন। টাকাগুলো বসানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেনঃ

  • ৫০০ ও ১,০০০ টাকার নোট হতে হবে।
  • সর্বোচ্চ ২০০টি নোট গ্রহণ করা হবে।

টাকাগুলো CRM জমাদান মেশিনে জমা করে “নিশ্চিত” বাটনে ক্লিক করুন। এরপরে কিছু সময় অপেক্ষা করুন। CRM মেশিন আপনার জমা দানকৃত টাকাগুলো গণনা করবে।

ধাপ ৯: এরপরে আপনাদের জমা দানকৃত টাকার এমাউন্ট শো করবে। প্রদত্ত ব্যাংক একাউন্টে টাকা জমা করার জন্য “নিশ্চিত” বাটনে ক্লিক করুন। অভিনন্দন সফলভাবে আপনার টাকাগুলো ব্যাংক একাউন্টে জমা হয়ে গেছে। এবং CRM মেশিন থেকে আপনাকে একটি রিসিট প্রদান করা হবে।

এই পদ্ধতি ব্যবহার করে আপনারা এটিএম কার্ড ছাড়া নিজের ব্যাংক একাউন্টে অথবা অন্য কারো ডাচ-বাংলা ব্যাংক একাউন্টে টাকা ডিপোজিট করতে পারবেন।

ATM কার্ড দিয়ে টাকা জমা

যদি আপনার কাছে ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড থাকে সেক্ষেত্রে সরাসরি এটিএম কার্ড প্রদান করে আপনার ব্যাংক একাউন্টে টাকা ডিপোজিট করতে পারবেন।

ধাপ ১: প্রথমে CRM মেশিনে ATM কার্ডটি প্রবেশ করান। এরপরে আপনাদের কার্ডের পিন নাম্বার বসিয়ে একাউন্টে প্রবেশ করুন।

ধাপ ২: এখান থেকে ব্যাংক একাউন্টে টাকা ডিপোজিট করার জন্য ক্যাশ ডিপোজিট “টাকা জমা” বাটনে ক্লিক করুন।

ধাপ ৩: এরপরে যথাক্রমে CRM মেশিনে টাকাগুলো দিয়ে “নিশ্চিত” বাটনে ক্লিক করুন। এখানে ৫০০ ও ১,০০০ টাকার নোট দিতে হবে এবং সর্বোচ্চ ২০০টি নোট গ্রহণ করা হবে।

ধাপ ৩: টাকাগুলো CRM মেশিন সঠিকভাবে গণনা করবে এর জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। আপনাদের জমাকৃত টোটাল এমাউন্ট দেখাবে। সবকিছু ঠিক থাকলে একাউন্টে টাকা ডিপোজিট করার জন্য “নিশ্চিত” বাটনে ক্লিক করুন।

অভিনন্দন সফলভাবে আপনার লেনদেনটি সম্পন্ন হয়েছে। এরপরে CRM মেশিন থেকে আপনাকে একটি রিসিভ প্রদান করা হবে এবং আপনার এটিএম কার্ডটি প্রদান করা হবে।

ব্যাংক কাউন্টারে টাকা জমা করার নিয়ম

ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট খোলার পরে ব্যাংক কর্তৃক আপনাকে একটি ডিপোজিট স্লিপ / জমা বই প্রদান করা হবে। পরবর্তীতে উক্ত জমা বই ব্যবহার করে আপনার একাউন্টে টাকা ডিপোজিট করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকের ডিপোজিট স্লিপ পূরণের নিয়মঃ

  • প্রথমে আপনার ব্যাংকের শাখা এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখুন।
  • এরপরে ডানপাশে উপরে প্রথমে জমাদানের তারিখ (DD-MM-YYYY) এরপরে একাউন্ট নাম্বার লিখুন। 
  • এরপরে Cash Deposit থেকে কত টাকার নোট কতগুলো জমা দিচ্ছেন সেটা বসিয়ে দিন। পরবর্তীতে নিচে Total amount লিখুন।
  • এর পরে ইংরেজিতে আপনার টাকার এমাউন্ট বসিয়ে দিন। (উদাহরণঃ Four Thousand Three Hundred Sixty Only)
  • জমাকারীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখুন। আপনার নিজ একাউন্ট হলে আপনার নিজের তথ্য লিখুন।
  • অ্যাকাউন্ট হোল্ডার এর সাথে জমাকারীর কি সম্পর্ক। যদি একাউন্ট হোল্ডার নিজে টাকা ডিপোজিট করে সেক্ষেত্রে এটা পূরণের প্রয়োজন নেই।
  • ডিপোজিট কারীর স্বাক্ষর।

এই সকল তথ্যপ্রদান করে ডাচ বাংলা ব্যাংকের ডিপোজিট স্লিপ / জমা বই পূরণ করে ব্যাংকের শাখায় গিয়ে টাকা এবং ডিপোজিট স্লিপ জমা দিবেন।

FAQs

এটিএম বুথ থেকে কি অন্যের একাউন্টে টাকা জমা দেয়া যাবে?

হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংকের ATM বা Fast Track থেকে CRM মেশিনের মাধ্যমে যে কোন ব্যক্তির ডাচ বাংলা ব্যাংকের একাউন্টে টাকা জমা দেয়া যাবে। এজন্য জমাকারীর এনআইডি নম্বর ও মোবাইল নম্বর ব্যবহার করে টাকা জমা দিতে হবে।

এটিএম বুথের মাধ্যমে টাকা জমা দিলে কি তৎক্ষণাৎ একাউন্টে টাকা জমা হবে?

হ্যাঁ, এটিএম বুথে টাকা জমা দিলে তা Instant বা তৎক্ষণাৎ একাউন্টে জমা হবে।

ব্যাংকে টাকা জমা সম্পর্কে আরও পোস্ট

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।