বাংলাদেশের বেসরকারি ব্যাংক কয়টি ও কি কি?

বাংলাদেশে অনেকগুলো বেসরকারি ব্যাংক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। জানুন বাংলাদেশের বেসরকারি ব্যাংক কয়টি ও কি কি।

Advertisement
  • Save

মানুষ তার জীবনের সঞ্চয়কৃত অর্থ এবং গচ্ছিত মালামাল ব্যাংকে রাখার মাধ্যমে নিরাপদ বোধ করেন। বর্তমানে সরকারি ব্যাংক গুলোর পাশাপশি বেসরকারি ব্যাংক গুলো মানুষের কাছে আস্থা ও বিশ্বস্থ হয়ে উঠেছে এবং অনেক ক্ষেত্রে সরকারি ব্যাংক সমূহের চেয়ে অধিক সেবা প্রদানের মাধ্যমে গ্রহক সন্তষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে।

কার্যক্রম অনুসারে ব্যাংকগুলোকে ২ ভাগ করা হয় যেমন,

Advertisement
  1. প্রথাগত বা সাধারণ ব্যাংক – Conventional Banks
  2. ইসলামিক শরিয়াহভিত্তিক ব্যাংক – Islamic Sariah Based Banks

বাংলাদেশের বেসরকারি ব্যাংক কয়টি?

বাংলাদেশে বেসরকারি ব্যাংকের সংখ্যা হচ্ছে মোট ৪৩টি যেগুলোকে Private Commercial Bank বা PCB হয়। এর মধ্যে ৩৩টি প্রথাগত ব্যাংকিং এবং ১০টি ইসলামিক শরীয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে।

এখন প্রায় সকল ব্যাংকই আলাদাভাবে ইসলামী শরিয়াহ মোতাবেক ব্যাংকিং সেবা চালু করেছে। নিচে বাংলাদেশের বেসরকারি ব্যাংকসমূহের তালিকা ছকে দেখানো হলো।

আরও পড়ুন- বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি কি কি

Advertisement

বাংলাদেশের বেসরকারি ব্যাংক কয়টি?

বাংলাদেশে বেসরকারি ব্যাংকের সংখ্যা হচ্ছে মোট ৪৩টি যেগুলোকে Private Commercial Bank বা PCB হয়। এর মধ্যে ৩৩টি প্রথাগত ব্যাংকিং এবং ১০টি ইসলামিক শরীয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে।

এখন প্রায় সকল ব্যাংকই আলাদাভাবে ইসলামী শরিয়াহ মোতাবেক ব্যাংকিং সেবা চালু করেছে। নিচে বাংলাদেশের বেসরকারি ব্যাংকসমূহের তালিকা ছকে দেখানো হলো।

বাংলাদেশের বেসরকারি ব্যাংকসমূহ কি কি

নিচে বেসরকারি সাধারণ ব্যাংকসমূহ (Conventional Banks) এবং ইসলামিক শরিয়াহভিত্তিক ব্যাংকসমূহের তালিকা শেয়ার করা হলো।

বেসরকারি প্রথাগত বা সাধারণ ব্যাংকসমূহ

ক্রমিকব্যাংকের নামপ্রতিষ্ঠার সনওয়েবসাইট
1পূবালী ব্যাংক লিমিটেড১৯৫৯www.pubalibangla.com
2উত্তরা ব্যাংক লিমিটেড১৯৬৫www.uttarabank-bd.com
3এবি ব্যাংক লিমিটেড১৯৮২www.abbl.com
4আইএফআইসি ব্যাংক লিমিটেড১৯৮৩www.ificbank.com.bd
5ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড১৯৮৩www.ucb.com.bd
6সিটি ব্যাংক লিমিটেড১৯৮৩www.thecitybank.com
7এনিসিসি ব্যাংক লিমিটেড১৯৮৫www.nccbank.com.bd
8ইস্টার্ন ব্যাংক লিমিটেড১৯৯২www.ebl.com.bd
9ডাচ বাংলা ব্যাংক লিমিটেড১৯৯৫www.dutchbanglabank.com
10ঢাকা ব্যাংক লিমিটেড১৯৯৫www.dhakabankltd.com
11প্রাইম ব্যাংক লিমিটেড১৯৯৫www.primebank.com.bd
12মিউচুয়াল ট্রাস্টব্যাংক লিমিটেড১৯৯৫www.mutualtrustbank.com
13সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড১৯৯৫www.southeastbank.com.bd
14বাংলাদেশ কর্মাস ব্যাংক লিমিটেড১৯৯৮www.bcblbd.com
15ওয়ান ব্যাংক লিমিটেড১৯৯৯www.onebank.com.bd
16ট্রাস্ট ব্যাংক লিমিটেড১৯৯৯www.tblbd.com
17ন্যাশনাল ব্যাংক লিমিটেড১৯৮৩www.nblbd.com
18ব্যাংক এশিয়া লিমিটেড১৯৯৯www.bankasia-bd.com
19প্রিমিয়ার ব্যাংক লিমিটেড১৯৯৯premierbankltd.com/pbl/
20মার্কেন্টইল ব্যাংক লিমিটেড১৯৯৯www.mblbd.com
21ব্র্যাক ব্যাংক লিমিটেড২০০১www.bracbank.com
22যমুনা ব্যাংক লিমিটেড২০০১www.jamunabankbd.com
23এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড২০১৩www.nrbcommercialbank.com
24পদ্মা ব্যাংক লিমিটেড২০১৩www.padmabankbd.com
25মধুমতি ব্যাংক লিমিটেড২০১৩www.modhumotibankltd.com
26মিডল্যান্ড ব্যাংক লিমিটেড২০১৩www.midlandbankbd.net
27মেঘনা ব্যাংক লিমিটেড২০১৩www.meghnabank.com.bd
28সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড২০১৩www.sbacbank.com
29সীমান্ত ব্যাংক লিমিটেড২০১৬www.shimantobank.com
30কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড২০১৯www.communitybankbd.com
31বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড২০২০www.bgcb.com.bd
32সিটিজেনস ব্যাংক পিএলসি২০২০
33এনআরবি ব্যাংক লিমিটেড ২০১৩www.nrbbankbd.com
বাংলাদেশের বেসরকারি ব্যাংকসমূহের তালিকা

Advertisement

ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকসমূহ

ক্রমিকব্যাংকের নামপ্রতিষ্ঠার সনওয়েবসাইট
1ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড১৯৮৩www.islamibankbd.com
2আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড১৯৮৭www.icbislamic-bd.com
3আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড১৯৯৫www.al-arafahbank.com
4সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড১৯৯৫www.siblbd.com
5এক্সিম ব্যাংক (বাংলাদেশ)১৯৯৯www.eximbankbd.com
6ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড১৯৯৯www.fsiblbd.com
7শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেড২০০১sjiblbd.com
8ইউনিয়ন ব্যাংক লিমিটেড২০১৩www.unionbank.com.bd
9স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড১৯৯৯www.standardbankbd.com
10গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড২০১৩www.globalislamibankbd.com
ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকসমূহের তালিকা

বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক

বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক হচ্ছে এবি ব্যাংক (AB Bank)। এটি ১৯৮২ সালের ১২ এপ্রিল আরব বাংলাদেশ ব্যাংক হিসেবে এর কার্যক্রম শুরু করে।

আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড হিসাবে দীর্ঘ ২৫ বছর ধরে সফলভাবে কার্যক্রম পরিচালনা করার পর এবি ব্যাংক হিসেবে নাম পরিবর্তন করেছে। বাংলাদেশ ব্যাংক 14 নভেম্বর, 2007 তারিখে এ ব্যাংকের নাম এবি ব্যাংক লিমিটেড (AB Bank Limited) হিসেবে অনুমোদন করে।

AB Bank এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আরও তথ্য জানতে পারেন এখানে- Background of AB Bank

FAQs

বাংলাদেশের বেসরকারি ব্যাংক কয়টি ও কি কি?

বাংলাদেশে বেসরকারি ব্যাংকের সংখ্যা হচ্ছে মোট ৪৩টি যেগুলোকে Private Commercial Bank বা PCB হয়। এর মধ্যে ৩৩টি প্রথাগত ব্যাংকিং এবং ১০টি ইসলামিক শরীয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে।

Advertisement
আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডের বর্তমান নাম কী?

আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডের বর্তমান নাম এবি ব্যাংক লিমিটেড।

বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক কোনটি?

বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?

বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক হচ্ছে AB Bank Limited। এবি ব্যাংক ১৯৮২ সালের ১২ এপ্রিল আরব-বাংলাদেশ ব্যাংক নামে কার্যক্রম শুরু করে।

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।