বাংলাদেশের বেসরকারি ব্যাংক কয়টি ও কি কি?
বাংলাদেশে অনেকগুলো বেসরকারি ব্যাংক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। জানুন বাংলাদেশের বেসরকারি ব্যাংক কয়টি ও কি কি।
মানুষ তার জীবনের সঞ্চয়কৃত অর্থ এবং গচ্ছিত মালামাল ব্যাংকে রাখার মাধ্যমে নিরাপদ বোধ করেন। বর্তমানে সরকারি ব্যাংক গুলোর পাশাপশি বেসরকারি ব্যাংক গুলো মানুষের কাছে আস্থা ও বিশ্বস্থ হয়ে উঠেছে এবং অনেক ক্ষেত্রে সরকারি ব্যাংক সমূহের চেয়ে অধিক সেবা প্রদানের মাধ্যমে গ্রহক সন্তষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে।
কার্যক্রম অনুসারে ব্যাংকগুলোকে ২ ভাগ করা হয় যেমন,
- প্রথাগত বা সাধারণ ব্যাংক – Conventional Banks
- ইসলামিক শরিয়াহভিত্তিক ব্যাংক – Islamic Sariah Based Banks
বাংলাদেশের বেসরকারি ব্যাংক কয়টি?
বাংলাদেশে বেসরকারি ব্যাংকের সংখ্যা হচ্ছে মোট ৪৩টি যেগুলোকে Private Commercial Bank বা PCB হয়। এর মধ্যে ৩৩টি প্রথাগত ব্যাংকিং এবং ১০টি ইসলামিক শরীয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে।
এখন প্রায় সকল ব্যাংকই আলাদাভাবে ইসলামী শরিয়াহ মোতাবেক ব্যাংকিং সেবা চালু করেছে। নিচে বাংলাদেশের বেসরকারি ব্যাংকসমূহের তালিকা ছকে দেখানো হলো।
আরও পড়ুন- বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি কি কি
বাংলাদেশের বেসরকারি ব্যাংক কয়টি?
বাংলাদেশে বেসরকারি ব্যাংকের সংখ্যা হচ্ছে মোট ৪৩টি যেগুলোকে Private Commercial Bank বা PCB হয়। এর মধ্যে ৩৩টি প্রথাগত ব্যাংকিং এবং ১০টি ইসলামিক শরীয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে।
এখন প্রায় সকল ব্যাংকই আলাদাভাবে ইসলামী শরিয়াহ মোতাবেক ব্যাংকিং সেবা চালু করেছে। নিচে বাংলাদেশের বেসরকারি ব্যাংকসমূহের তালিকা ছকে দেখানো হলো।
বাংলাদেশের বেসরকারি ব্যাংকসমূহ কি কি
নিচে বেসরকারি সাধারণ ব্যাংকসমূহ (Conventional Banks) এবং ইসলামিক শরিয়াহভিত্তিক ব্যাংকসমূহের তালিকা শেয়ার করা হলো।
বেসরকারি প্রথাগত বা সাধারণ ব্যাংকসমূহ
ক্রমিক | ব্যাংকের নাম | প্রতিষ্ঠার সন | ওয়েবসাইট |
---|---|---|---|
1 | পূবালী ব্যাংক লিমিটেড | ১৯৫৯ | www.pubalibangla.com |
2 | উত্তরা ব্যাংক লিমিটেড | ১৯৬৫ | www.uttarabank-bd.com |
3 | এবি ব্যাংক লিমিটেড | ১৯৮২ | www.abbl.com |
4 | আইএফআইসি ব্যাংক লিমিটেড | ১৯৮৩ | www.ificbank.com.bd |
5 | ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড | ১৯৮৩ | www.ucb.com.bd |
6 | সিটি ব্যাংক লিমিটেড | ১৯৮৩ | www.thecitybank.com |
7 | এনিসিসি ব্যাংক লিমিটেড | ১৯৮৫ | www.nccbank.com.bd |
8 | ইস্টার্ন ব্যাংক লিমিটেড | ১৯৯২ | www.ebl.com.bd |
9 | ডাচ বাংলা ব্যাংক লিমিটেড | ১৯৯৫ | www.dutchbanglabank.com |
10 | ঢাকা ব্যাংক লিমিটেড | ১৯৯৫ | www.dhakabankltd.com |
11 | প্রাইম ব্যাংক লিমিটেড | ১৯৯৫ | www.primebank.com.bd |
12 | মিউচুয়াল ট্রাস্টব্যাংক লিমিটেড | ১৯৯৫ | www.mutualtrustbank.com |
13 | সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড | ১৯৯৫ | www.southeastbank.com.bd |
14 | বাংলাদেশ কর্মাস ব্যাংক লিমিটেড | ১৯৯৮ | www.bcblbd.com |
15 | ওয়ান ব্যাংক লিমিটেড | ১৯৯৯ | www.onebank.com.bd |
16 | ট্রাস্ট ব্যাংক লিমিটেড | ১৯৯৯ | www.tblbd.com |
17 | ন্যাশনাল ব্যাংক লিমিটেড | ১৯৮৩ | www.nblbd.com |
18 | ব্যাংক এশিয়া লিমিটেড | ১৯৯৯ | www.bankasia-bd.com |
19 | প্রিমিয়ার ব্যাংক লিমিটেড | ১৯৯৯ | premierbankltd.com/pbl/ |
20 | মার্কেন্টইল ব্যাংক লিমিটেড | ১৯৯৯ | www.mblbd.com |
21 | ব্র্যাক ব্যাংক লিমিটেড | ২০০১ | www.bracbank.com |
22 | যমুনা ব্যাংক লিমিটেড | ২০০১ | www.jamunabankbd.com |
23 | এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড | ২০১৩ | www.nrbcommercialbank.com |
24 | পদ্মা ব্যাংক লিমিটেড | ২০১৩ | www.padmabankbd.com |
25 | মধুমতি ব্যাংক লিমিটেড | ২০১৩ | www.modhumotibankltd.com |
26 | মিডল্যান্ড ব্যাংক লিমিটেড | ২০১৩ | www.midlandbankbd.net |
27 | মেঘনা ব্যাংক লিমিটেড | ২০১৩ | www.meghnabank.com.bd |
28 | সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড | ২০১৩ | www.sbacbank.com |
29 | সীমান্ত ব্যাংক লিমিটেড | ২০১৬ | www.shimantobank.com |
30 | কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড | ২০১৯ | www.communitybankbd.com |
31 | বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড | ২০২০ | www.bgcb.com.bd |
32 | সিটিজেনস ব্যাংক পিএলসি | ২০২০ | |
33 | এনআরবি ব্যাংক লিমিটেড | ২০১৩ | www.nrbbankbd.com |
ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকসমূহ
ক্রমিক | ব্যাংকের নাম | প্রতিষ্ঠার সন | ওয়েবসাইট |
---|---|---|---|
1 | ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড | ১৯৮৩ | www.islamibankbd.com |
2 | আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড | ১৯৮৭ | www.icbislamic-bd.com |
3 | আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড | ১৯৯৫ | www.al-arafahbank.com |
4 | সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড | ১৯৯৫ | www.siblbd.com |
5 | এক্সিম ব্যাংক (বাংলাদেশ) | ১৯৯৯ | www.eximbankbd.com |
6 | ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড | ১৯৯৯ | www.fsiblbd.com |
7 | শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড | ২০০১ | sjiblbd.com |
8 | ইউনিয়ন ব্যাংক লিমিটেড | ২০১৩ | www.unionbank.com.bd |
9 | স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড | ১৯৯৯ | www.standardbankbd.com |
10 | গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড | ২০১৩ | www.globalislamibankbd.com |
বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক
বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক হচ্ছে এবি ব্যাংক (AB Bank)। এটি ১৯৮২ সালের ১২ এপ্রিল আরব বাংলাদেশ ব্যাংক হিসেবে এর কার্যক্রম শুরু করে।
আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড হিসাবে দীর্ঘ ২৫ বছর ধরে সফলভাবে কার্যক্রম পরিচালনা করার পর এবি ব্যাংক হিসেবে নাম পরিবর্তন করেছে। বাংলাদেশ ব্যাংক 14 নভেম্বর, 2007 তারিখে এ ব্যাংকের নাম এবি ব্যাংক লিমিটেড (AB Bank Limited) হিসেবে অনুমোদন করে।
AB Bank এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আরও তথ্য জানতে পারেন এখানে- Background of AB Bank
FAQs
বাংলাদেশে বেসরকারি ব্যাংকের সংখ্যা হচ্ছে মোট ৪৩টি যেগুলোকে Private Commercial Bank বা PCB হয়। এর মধ্যে ৩৩টি প্রথাগত ব্যাংকিং এবং ১০টি ইসলামিক শরীয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে।
আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডের বর্তমান নাম এবি ব্যাংক লিমিটেড।
বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক হচ্ছে AB Bank Limited। এবি ব্যাংক ১৯৮২ সালের ১২ এপ্রিল আরব-বাংলাদেশ ব্যাংক নামে কার্যক্রম শুরু করে।