টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে? জানুন সঠিক উত্তর

টিন সার্টিফিকেট থাকলেই কি আয়কর রিটার্ন ও কর দিতে হবে? জানুন আপনাকে কখন আয়কর রিটার্ন দিতে হবে এবং কর পরিশোধ করতে হবে তার বিস্তারিত তথ্য।

টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে
  • Save

ADVERTISEMENT

বিভিন্ন প্রয়োজনে আমাদের টিআইএন বা টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে হতে পারে। টিন সার্টিফিকেট করে অনেকেই ভয়ে থাকে যে প্রতি বছর Income Tax বা আয়কর দিতে হবে কিনা।

এখানে আমি আলোচনা করব,

ADVERTISEMENT

  • টিন সার্টিফিকেট থাকলেই কি আপনাকে কর দিতে হবে? নাকি হবে না।
  • টিন থাকলে কখন আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে আর কখন আয়কর রিটার্ণ দিতে হবে না।
  • কোন কোন ক্ষেত্রে কোন আয় না থাকলেও বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন জমা দিতে হবে।
  • কোন ক্ষেত্রে আপনাকে নুন্যতম আয়কর ২০০০ টাকা জমা দিতে হবে।

আশা করি তথ্যগুলো আপনার কাজে লাগবে। আসুন বিস্তারিত জানি।

টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে

না, টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে কর দিতে হবে না, শুধুমাত্র রিটার্ন জমা দিতে হবে। আপনার বাৎসরিক আয় পুরুষ ৩ লক্ষ টাকা এবং মহিলা ৩ লক্ষ ৫০ হাজারের বেশি আয় থাকলে এবং আয়ের উপর কর প্রযোজ্য হলেই আপনাকে আয়কর পরিশোধ করতে হবে।

আপডেট: নতুন ২০২৩-২০২৪ বাজেটে, যে সকল করদাতার রিটার্ন দাখিলের আইনি বাধ্যবাধকতা রয়েছে তাদের আয়কর করমুক্ত সীমার মধ্যে থাকলেও নুন্যতম ২০০০ টাকা কর ধার্য করার প্রস্তাব করা হয়। ২০২৩-২০২৪ আয়বর্ষের আয়কর রিটার্ন ২০২৪ সালের জুলাই থেকে এই বাধ্যতামূলক ২০০০ টাকা কর পরিশোধ করতে হবে, চলতি ২০২৩ সালে নয়।

ADVERTISEMENT

তাছাড়া, তৃতীয় লিঙ্গের করদাতা এবং ৬৫ বছর বা তার বেশি বয়সের পুরুষ ও মহিলার ক্ষেত্রে বছরে ৩,৫০,০০০ টাকার বেশি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪,৭৫,০০০ টাকার বেশি আয় হলে কর দিতে হবে।

অনেকে এটা নিয়ে সন্ধিহান থাকেন যে আমার টিআইএন সার্টিফিকেট আছে কিন্ত আয়কর দেয়ার মত আয় নেই। তাহলে কি আমাকে আয়কর রিটার্ন দিতে হবে? বা আমাকে আয়কর দিতে হবে কিনা? বা আয়কর দিলে কত দিতে হবে?

এর সহজ উত্তর হচ্ছে, করযোগ্য আয় থাকলেই আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে এবং রিটার্নের হিসাবে যত টাকা কর আসে তত টাকাই কর দিতে হবে।

ADVERTISEMENT

জানুন কিভাবে আয়কর কম দেয়া যায়

ধরুন, আপনি একজন পুরুষ এবং আপনার বাৎসরিক আয় ৫ লক্ষ টাকা। অর্থ আইন, ২০২১ অনুসারে আপনার প্রথম ৩ লক্ষ টাকা করমুক্ত যার উপর কোন কর দিতে হবে না। অবশিষ্ঠ ২ লক্ষ টাকার প্রথম ১ লক্ষ টাকার উপর ৫% এবং পরবর্তী ১ লক্ষ টাকার উপর ১০% হারে আয়কর ধার্য করা হবে। সুতরাং আয়করের পরিমাণ নিম্নরূপ:

আয়কর হারকরের পরিমাণ
প্রথম ৩,০০,০০০ টাকা (করমুক্ত)০%০/-
পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত৫%৫,০০০/-
পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত১০%১০,০০০/-
মোট১৫,০০০/-

উল্লেখ্য, করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলেই একটি নুন্যতম আয়কর পরিশোধ করতে হয়।

ADVERTISEMENT

নুন্যতম আয়করের তালিকা

ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার করদাতা৫,০০০/-
অন্যান্য সিটি কর্পোরেশনের করদাতা৪,০০০/-
সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকার করদাতা৩,০০০/-

অর্থাৎ আয় অনুসারে ধার্যকৃত করের পরিমাণ নুন্যতম আয়করের কম হলে, আপনাকে নুন্যতম কর পরিশোধ করতে হবে।

কর অব্যাহতিপ্রাপ্ত আয় থাকলে কর দিতে হবে না

উল্লেখ্য কিছু কিছু উৎসের আয়ের উপর সরকার সম্পূর্ণ বা আংশিক কর অব্যাহতি বা ছাড় দিয়ে থাকে। যেমন, বৈদেশিক রেমিটেন্স, সরকারি ভাতা ও পেনশনের টাকা সম্পূর্ণ করের অব্যাহতি প্রাপ্ত। আবার হাঁস-মুরগির খামার থেকে অর্জিত আয়ের ক্ষেত্রে প্রথম ২০ লাখ টাকা পর্যন্ত কোন কর দিতে হবে না।

টিন সার্টিফিকেট থাকলে আয়কর রিটার্ন দিতে হবে কিনা

এই প্রশ্নটির এক কথায় উত্তর হচ্ছে “হ্যা”। ২০২১-২০২২ আয়বর্ষের আয়কর নির্দেশনা অনুযায়ী ১২ ডিজিটের (E TIN) টিন সার্টিফিকেট থাকলেই আয়কর রিটার্ন জমা দিতে হবে। অর্থাৎ ২০২২ সালের নভেম্বর ৩০ পর্যন্ত যারা রিটার্ন জমা দিবেন তাদের জন্য ১২ ডিজিটের ইটিন (E TIN) থাকলেই আয়কর রিটার্ন জমা দিতে হবে।

বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন ২০২২
  • Save

তবে ২০২২-২০২৩ আয়বর্ষ থেকে এ নিয়মটি বাদ দেয়া হয়েছে। এজন্য দেখুন- আয়কর নির্দেশিকা ২০২২-২০২৩

২০২২-২০২৩ সালের আয়কর নির্দেশিকা অনুযায়ী টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে না। আপনার করযোগ্য আয় থাকলে অথবা বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে এমন ব্যক্তির তালিকায় থাকলেই আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিলের সুযোগ এখনই

২০২৩ থেকে টিআইএন থাকলেই রিটার্ন দিতে হবে না

আয়কর নির্দেশিকা ২০২২-২০২৩ এ স্পষ্ঠ বলা আছে, আয়কর রিটার্ন কারা দাখিল করবেন। ২ ক্যাটাগরির ব্যক্তিকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে ক) যাদের করযোগ্য আয় রয়েছে এবং, খ) যাদের আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে।

কারা আয়কর রিটার্ন দাখিল করবেন
  • Save
টিআইএন থাকলেই রিটার্ন দিতে হবে না
  • Save

৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়ে আয়কর রিটার্ন বাধ্যতামূলক

তাই, আপনারা সবসময় অন্যের কথার উপর ভরসা না করে নিজে জানার চেষ্টা করুন। NBR কর্তৃক প্রকাশিত গাইডলাইন ও নির্দেশিকা দেখুন, সহজেই বুঝতে পারবেন।

কখন বাধ্যতামূলক আয়কর রিটার্ন দাখিল করতে হবে

বাধ্যতামূলক আয়কর রিটার্নের ক্ষেত্রে আপনার আয় শুন্য হলেও আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। তবে আপনি নির্ভয়ে থাকুন আপনাকে আয়কর দিতে হবে না

নিম্মোক্ত ক্ষেত্রে আপনার আয় শুন্য হলেও আপনাকে টিন সার্টিফিকেট ডাউনলোড করতে হবে এবং বাধ্যতামূলক আয়কর রিটার্ন দাখিল করতে হবে। (আয়কর নির্দেশিকা 2022-2023)

  1. করদাতার মােট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে
  2. আয়বর্ষের পূর্ববর্তী তিন বছরের যে কোন বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযােগ্য হয়ে থাকে
  3. ফার্মের অংশীদার হলে
  4. কোম্পানির শেয়ারহােল্ডার পরিচালক বা শেয়ারহােল্ডার কর্মচারী হলে
  5. সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের বা প্রচলিত কোন আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের কর্মচারী হয়ে ১৬,০০০ টাকা বা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করলে
  6. কোন ব্যবসায় বা পেশায় যেকোন নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভােগী কর্মী হলে
  7. কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযােগ্য আয় থাকলে
  8. মােটর গাড়ির মালিক হলে
  9. সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোন ব্যবসা বা পেশা পরিচালনা করলে
  10. মূল্য সংযােজন কর আইনের অধীন নিবন্ধিত কোন ক্লাবের সদস্যপদ থাকলে
  11. চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোন স্বীকৃত পেশাজীবী সংস্থার নিবন্ধিত হলে
  12. আয়কর পেশাজীবী হিসেবে জাতীয় রাজস্ব বাের্ডে নিবন্ধিত হলে
  13. কোন বণিক বা শিল্প বিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্থার সদস্য হলে
  14. কোন পৌরসভা বা সিটি করপােরেশনের কোন পদে বা সংসদ সদস্য পদে প্রার্থী হলে
  15. সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা বা কোন স্থানীয় সরকারের কোন টেন্ডারে অংশগ্রহণ করলে
  16. . কোন কোম্পানির বা কোন গ্রুপ অব কোম্পানিজের পরিচালনা পর্ষদে থাকলে
  17. মটরযান, স্পেস/স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ারড ইকোনমিক এক্টিভিটিজে অংশগ্রহণ করলে;
  18. লাইসেন্সধারী অস্ত্রের মালিক হলে; এবং
  19. যে সকল ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেয়ার প্রমাণ উপস্থাপন করতে হবে

FAQs

টিন সার্টিফিকেট করলে কি আয়কর দিতে হবে?

টিন সার্টিফিকেট করলেই আপনাকে আয়কর দিতে হবে না। শুধুমাত্র আয়কর দেয়ার মত করযোগ্য আয় থাকলেই কর গণনা অনুযায়ী কর দিতে হবে।

আমার টিন সার্টিফিকেট আছে কিন্তু আমার কোন আয় নেই। আমাকে কি আয়কর রিটার্ন দাখিল করতে হবে?

২০২২ সাল পর্যন্ত ১২ ডিজিটের টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে। আপনার করযোগ্য আয় না থাকলেও বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তবে নিয়মটি ২০২২-২০২৩ অর্থবছর থেকে বাদ দেয়া হয়েছে।

মূল বেতন কত হলে আয়কর দিতে হবে?

বেতন হিসাবে মূল বেতন ১৬ হাজার টাকা বা বেশি হলেই আয়কর রিটার্ন জমা দিতে হবে। তবে করযোগ্য আয় থাকলে গণনা অনুযায়ী আয়কর দিতে হবে।

টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে?

টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে কর দিতে হবে না। একজন পুরুষের বাৎসরিক ৩ লক্ষ টাকা এবং মহিলার ৩ লক্ষ ৫০ হাজারের বেশি আয় থাকলে এবং আয়ের উপর কর প্রযোজ্য হলেই আপনাকে আয়কর পরিশোধ করতে হবে। তবে, ১২ ডিজিটের টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে ২০২২ সাল পর্যন্ত আয়কর রিটার্ন দিতে হবে।

কত টাকা পর্যন্ত আয়কর দিতে হয় না?

একজন পুরুষের বাৎসরিক আয় ৩,০০,০০০ টাকা এবং মহিলার বাৎসরিক ৩,৫০,০০০ টাকা পর্যন্ত কোন কর দিতে হয় না।

শেষকথা

মূল কথা হলো, টিন থাকলেই আপনাকে কর দেয়া বা আয়কর রিটার্ন দাখিল করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নাই। শুধুমাত্র, বাধ্যতামূলকভাবে যাদের রিটার্ন দাখিল করতে হবে তাদের তালিকায় আপনি থাকেন, তখনি আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে।

আর কর দেয়ার বিষয়টি নির্ভর করবে আপনার আয়ের উৎস ও পরিমাণের উপর। কখন এবং কি পরিমাণ আয়ের উপর আয়কর দিতে হবে তা জানতে পড়ুন- ব্যক্তি শ্রেণির আয়কর

তাছাড়া আয়কর সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের জন্য দেখুন- আয়কর

এরপরও কোন সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করুন আপনার প্রশ্ন লিখে। ২৪ ঘন্টার মধ্যেই কমেন্টের রিপ্লাই দেয়ার চেষ্ঠা করবো।

ক্যাটাগরিআয়কর
হোমপেইজে যানEservicesbd
টিআইএন রেজিস্ট্রেশনটিন সার্টিফিকেট ডাউনলোড

ADVERTISEMENT

Similar Posts

18 Comments

    1. কর না কর রিটার্ন অর্থাৎ আয় ব্যয়ের হিসাব দিতে হবে। হিসাব অনুযায়ী কর আসলে তখনি কর পরিশোধ করতে হবে।

  1. বর্তমানে আমার মূল বেতন ১৯৩৯০ ।২০১৬ সালে আমার একটি সার্টিফিকেট থেকে তোলা আছে। আমি আজ অবধি রিটার্ন দাখিল করিনি যেহেতু আমার কর যোগ্য আয় হয়নি। আমাকে কে জিরো রিটার্ন দাখিল করতে হবে ?বিষয়টি জানালে উপকৃত হব।

  2. আমি গত ২৯মার্চ ২০২৩ ইউটিউব দেখে একটা টিন সির্টিফিকেট বানিয়ে ফেলেছি । আমার তো কর যোগ্য কোনো আয় নেই। এখন এই সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা হবে কিনা?

    1. না, সমস্যা নেই। শুধুমাত্র নভেম্বরের ৩০ তারিখের আগে আয়-ব্যয়ের হিসাব দেখাতে হবে। যেটাকে আয়কর রিটার্ন সাবমিট বলে। অনলাইনে দেয়া যায়।

    1. কিছু করার নেই। অনলাইনে প্রতি বছর আয়কর রিটার্ন দিতে হবে। আয়কর না আসলে কোন আয়কর দিতে হবে না। শুধুমাত্র রিটার্ন সাবমিট করলে চলবে।

      1. উপরে যে বললেন,

        মূল কথা হলো, টিন থাকলেই আপনাকে কর দেয়া বা আয়কর রিটার্ন দাখিল করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নাই। শুধুমাত্র, বাধ্যতামূলকভাবে যাদের রিটার্ন দাখিল করতে হবে তাদের তালিকায় আপনি থাকেন, তখনি আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে।

  3. আমি ভুল বশত টিন সার্টিফিকেট করে ফেলেছি । আমার এটি র প্রয়োজন নেই।কর যোগ্য আয় নেই।এ খন ও রিটার্ন দেই নি।
    আমাকে রিটার্ন দিতে হবে ?
    না দিলে কি সমস্যা হবে?

  4. আমি আমার পরিচিত একজনকে দিয়ে অনলাইটে TIN খুলেছি গত ২২ শে ফেব্রুয়ারী ২০২৩ এ । এখন আমার প্রশ্ন হলো:

    ১) অনেকেই বলেছিল, ২২ শে ফেব্রুয়ারী ২০২৩ এ TIN খুললেও আমাকে ৩০ শে জুনের আগেই ২০২২-২৩ এর রিটার্ন দাখিল করতে হবে । আমি তো রিটার্ন দাখিল করিনি । এখন কি তাহলে আমার জরিমানা হবে?

    ২) আবার ৩০ শে জুন, ২০২৩ পার হওয়ার পর থেকে ৩০ নভম্বের এর মধ্যেই ২০২৩-২৪ এর রিটার্ন দাখিল করতে হবে । আমি বুঝতে পারছি না, এত কম সময়ের মধ্যে ঘন ঘন কেন রিটার্ন দাখিল করতে হবে?

    ৩) আমি যেহেতু ২২ শে ফেব্রুয়ারী ২০২৩ এ TIN খোলার পর এখনও কোনো রিটার্ন দেই নাই, তাহলে আমার জরিমানা কত হবে?

    ৪) আমাকে যিনি TIN খুলে দেন, তিনি Tax Circle -018 (Salary) সিলেক্ট করে TIN খুলে দেন । কিন্তু আমার ইনকাম মুলত ফ্রিল্যান্সিং থেকে আসে । এখন কি আমাকে TIN সংশোধন করে Salary ‘র পরিবর্তে অন্যকিছু দিতে হবে?

    ৫) আমার ৩ টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সব ব্যাংকের স্টেটমেন্ট কি দিতে দাখিলের সময় দিতে হবে?

    ৬) অনেকেই বলে ফ্রিল্যান্সারদেরকে দাখিলের সময় ‘রেমিটেন্স সার্টিফিকেট’ দিতে হবে, এটা কি ঠিক?

    ৭) https://etaxnbr.gov.bd/#/home – এখন তো অনলাইন রিটার্ন সাইট বন্ধ আছে, এমতাবস্থায় কি করতে পারি?

    ৮) আমি TIN খোলারও কয়েকমাস আগে আমার সবগুলো ডিপিএস ভেঙ্গে ফেলেছি । এখন ঐ ডিপিএসগুলোর আয়করও দিতে হবে? উল্লেখ্য যে, আমি রেমিটেন্স থেকে প্রাপ্ত আয় দিয়ে ডিপিএস খুলেছিলাম । যেহেতু রেমিটেন্সধারীদের আয়কর দিতে হয় না, তাহলে রেমিটেন্স থেকে প্রাপ্ত আয় দিয়ে ডিপিএস এর আয়কর কি দিতে হবে?

    *** প্রশ্ন অনেকগুলো হয়ে গেল । দু:খিত ।

    1. ১ জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ এর মধ্যে টিন খুললেই আয়কর রিটার্ন দিতে হবে ৩০ নভেম্বর ২০২৩ এর মধ্যে। রেমিট্যান্স আয়ের উপর কর আসবে না, ডিপিএসের সুদের আয় থেকে ব্যাংক উৎসে কর ব্যাংক কেটে রেখেছে। আপনাকে সকল আয় ও ব্যয়গুলো দেখিয়ে পূর্বের বছরের সম্পদগুলো দেখিয়ে রিটার্ন জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ফেসবুক পেইজে যোগাযোগ করুন। অথবা কোন কর এক্সপার্টের সাথে যোগাযোগ করুন।

  5. ৩০ মার্চ ২০২৩ আমি ব্যবসার লাইসেন্স করার জন্য টিন সার্টিফিকেট করি, যেকোনো কারনে আমার সেই ব্যবসা করা হয় নি এখন আমার টিন সার্টিফিকেট দিয়ে কোনো কাজ করা হয় নি, তাহলে কি আমার এই বছরেই জিরো রিটার্ন জমা দিতে হবে???

    1. হ্যাঁ নভেম্বর ৩০ এর মধ্যে দিয়ে ফেললে ভাল। জিরো রিটার্ণ মানে আপনার ট্যাক্স জিরো হবে। কোন ছোট খাট আয় থাকলে অবশ্যই তা দেখাবেন। আর পূর্বের সঞিত কোন সম্পদ থাকলে অন্যান্য প্রাপ্তি হিসেবে দেখাতে হবে।

  6. আমি একজন স্টুডেন্ট। আমার চাচাতো ভাই আমার পাসপোর্ট নাম্বার দিয়ে নাকি ফেজবুকে বুস্টিং এর জন্য পে করবে। এবং টিন একাউন্ট খুলতে বলতেছে সেটা নাকি ওর লাগবে।মূলত উনি গার্মেন্টস থেকে প্রডাক্ট কিনে বাইরের দেশে সেল করে + নিজস্ব ওয়েবসাইট, পেজ আছে।
    এমতাবস্থায় কি আমার পাসপোর্ট নাম্বার এবং টিন নাম্বার দেয়া ঠিক হবে????

    উল্লেখ্য আমার কোনো প্রকার আয় নেই

    1. না, কারণ আপনার নামে লেনদেন হবে। আপনার নামে ডুয়েল কারেন্সি কার্ড করে উনি ফেসবুকে বুস্ট করবে। যেহেতু উনি ব্যবসা করে ওনার ব্যবসা এবং ওনার নামেই এসব করা উচিত। অন্যের লেনদেনের জন্য আপনি কেন দায়ী থাকবেন?

  7. Assalamualikum bhaiya, ami Upwork a 1ta kaj koresi. Akhn ami to student, ami to govt ke tax deina. Tahole ami kivabe Upwork a 1.Tax Information puron korbo??
    2. Tax Information puron na korle payment method add kora jabe na. Akhn ki korbo??
    3. E Return Registration er jonno NID diye registered phn no dite hoi. Ami new voter tai amr phn no abbur nid diye kora.
    Please help me.😥😥😥

Comments are closed.