চালু হলো ২০২৩-২০২৪ করবর্ষের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়া ২০২৩-২০২৪ করবর্ষে ই রিটার্ন চালু হয়েছে। ব্যক্তি করদাতারা এখন নতুন আয়কর আইন ২০২৩ অনুযায়ী রিটার্ন জমা দিতে পারবেন।
অনলাইনে স্বয়ংক্রীয় আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধ করার অনলাইন সিস্টেম e Return চালু হয়েছে। ব্যক্তি করদাতারা ঘরে বসেই আয়কর রিটার্ন ২০২৩-২০২৪ জমা দিতে পারবেন।
আপনারা জানেন আয়কর আইন ১৯৮৪ সংশোধন করে আরও যুগোপযোগী করে নতুন আয়কর আইন ২০২৩ করা হয়েছে।
নতুন আইনের ধারা ও শর্ত অনুযায়ী অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সফটওয়্যার আপডেট করার জন্য E Return Website বন্ধ ছিল। কিন্তু এখন E Return System ব্যবহার করে ব্যক্তি করদাতারা নতুন আয়কর আইন অনুযায়ী আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
যারা অনলাইনে আয়কর রিটার্ন দেয়ার ঝামেলা পোহাতে চাচ্ছেন না, তারা এক পাতার আয়কর রিটার্ন ফরম FDF ডাউনলোড করেও কর সার্কেল অফিসে রিটার্ন জমা দিতে পারবেন।
আয়কর রিটার্ন দেয়ার ২টি ফরম রয়েছে, এগুলোর মধ্যে ১টি হচ্ছে Single Page Return Form (আইটি ১১ঘ ২০২৩) এবং অন্যটি হচ্ছে Detail Return Form (আইটি ১১গ ২০২৩)। কোন ফরমটি কারা ব্যবহার করবেন?
যাদের বার্ষিক করযোগ্য আয় ৫ লক্ষ টাকার কম এবং মোট সম্পদ ৪০ লাখ টাকার কম, তারা এক পাতার আয়কর রিটার্ন ফরম (আইটি ১১ঘ ২০২৩)-এর মাধ্যমে রিটার্ন দাখিল করতে পারবেন।
তবে, সরকারি চাকরিজীবি, মোটরগাড়ির মালিক, সিটি কর্পোরেশনে বাড়ি আছে, বিদেশে সম্পত্তি আছে এবং কোন কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক তারা এই একপাতার ফরম ব্যবহার করতে পারবেন না। তাদেরকে অবশ্যই Detail Return Form (আইটি ১১গ ২০২৩) ব্যবহার করতে হবে।
এবার করদাতাদের সুবিধার্থে ই রিটার্ন ফরমটি বাংলায় করা হয়েছে। এছাড়া করদাতারা অনলাইন থেকে বাংলা অথবা ইংরেজি যে কোন ভাষার ফরম ব্যবহার করে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
আয়কর রিটার্ন ২০২৩-২০২৪ সংক্রান্ত আরও তথ্য
- অনলাইনে আয়কর রিটার্ন দাখিল
- এক পাতার আয়কর রিটার্ন ফরম FDF ডাউনলোড
- আয়কর রিটার্ন জমা না দিলে জরিমানা কত
- অনলাইনে টিন সার্টিফিকেট বের করার নিয়ম
- টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে?
শেষ কথা
মনে রাখবেন আয়কর একটি জটিল ও ঝামেলাপূর্ণ বিষয় যেখাবে আপনাকে অনেকগুলো বিষয় সম্পর্কে যথাযথভাবে অবগত থাকতে হবে। যদি এসব বিষয়ে আপনার পরিপূর্ণ ধারণা না থাকে, অবশ্যই আয়কর বিষয়ে অভিজ্ঞ একজন ব্যক্তি বা কোন প্রফেশনালের সাহায্য নিতে হবে।
অন্য দিকে এটি রকেট সাইন্সের মত কোন জটিল বিষয় না। আপনি কিছুদিন পড়াশোনা করলেই এসব বুঝে যাবেন। সাধারণ ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমা দেয়া খুব কঠিন কোন কাজও নয়। এসব ঝামেলাপূর্ন কাজগুলো নিজে করা শিখুন, E Return একাউন্টের ইউজার-পাসওয়ার্ড, সকল ডকুমেন্ট নিজের কাছে সযত্নে রাখবেন।
সবশেষে বলব, না জেনে শর্ট-কাট বাঁচার জন্য অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট করতে যাবেন না। এতে ঝামেলা আরো বাড়তে পারে যদি কেন ভুল করেন।প্রয়োজনে আগে ভাল করে জেনে বুঝে নিন, অথবা অভিজ্ঞ কারো সহযোগিতা নিন।