টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম ২০২৪
NBR TIN Registration ওয়েবসাইট থেকে আপনার টিন সার্টিফিকেট সংশোধন করতে পারবেন। দেখুন কি কি তথ্য সংশোধন করা যায় এবং কিভাবে করবেন।
টিন সার্টিফিকেটের কিছু তথ্য যেমন ঠিকানা, মোবাইল নম্বর, পিতা-মাতার নাম, ইমেইল এ্যাড্রেস ইত্যাদি অনলাইনে আপনি নিজেই পরিবর্তন করতে পারবেন। এজন্য আপনাকে E-TIN Registration ওয়েবসাইটে ইউজার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করতে হবে।
এই ব্লগে, টিন সার্টিফিকেট সংশোধ করার বিস্তারিত প্রক্রিয়া নিয়ে লিখলাম। আশা করি আপনার, কাজে লাগবে।
সংশোধনের আবেদন প্রক্রিয়ায় যাওয়ার আগে, প্রথমে জেনে নিই অনলাইনে টিন সার্টিফিকেটের কোন কোন তথ্য সংশোধন করা যাবে।
ই টিন সার্টিফিকেটের যেসব তথ্য সংশোধন করা যাবে
একটি TIN Certificate এর প্রায় বেশিরভাগ তথ্যই সংশোধন করতে পারবেন। যেসব তথ্য সংশোধন করা যাবে তা হচ্ছে,
- মোবাইল নম্বর ও ইমেইল
- বর্তমান ঠিকানা
- স্থায়ী ঠিকানা
- পিতা-মাতা ও স্বামী-স্ত্রীর নাম
- জেন্ডার
টিন সার্টিফিকেটে যোগাযোগের তথ্য (Contact) পরিবর্তন
টিন সার্টিফিকেটে যোগাযোগের তথ্য বা Contact Details পরিবর্তন করার জন্য টিআইএন ওয়েবসাইটে Login করার পর বাম পাশ থেকে Change Contact মেন্যু ক্লিক করুন। তারপর সঠিক তথ্য লিখে Save বাটনে ক্লিক করলে আপনার তথ্য পরিবর্তন হবে।
ই টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম
ই টিন সার্টিফিকেট সংশোধন করার জন্য NBR TIN Registration ওয়েবসাইটে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তারপর Edit/Correct/Update অপশনে গিয়ে যে তথ্য পরিবর্তন করতে চান তা সিলেক্ট করুন। সবশেষে সঠিক তথ্য লিখে Submit Request বাটনে ক্লিক করুন। আপনার আবেদন অনুমোদন হলেই তথ্য সংশোধন হবে।
পড়তে পারেন- অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নিয়ম
টিন সার্টিফিকেটের তথ্য সংশোধন করতে নিচের দেখানো ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১: TIN Registration সাইটে লগইন করুন
প্রথমে এনবিআর ই টিন রেজিস্ট্রেশন ওয়েবসাইটে যান- NBR TIN Registration । তারপর আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে টিন সার্টিফিকেট লগইন Login করুন।
User ID এবং Password জানা না থাকলে বা ভুলে গেলে দেখুন কিভাবে ই টিন সার্টিফিকেটের পাসওয়ার্ড বের করবেন।
ধাপ ২: তথ্য সংশোধন করুন
এবার বামপাশের মেন্যু থেকে Edit/Correct/Update অপশনে ক্লিক করুন। যে তথ্যটি সংশোধন করতে চান সেটি Dropdown মেন্যু থেকে সিলেক্ট করুন।
ধরুন আপনি Father’s Name পরিবর্তন করবেন। এখান থেকে Father’s Name সিলেক্ট করে Next বাটন ক্লিক করুন। নিচের মত একটি পেইজ আসবে।
এই পেইজে আপনি বর্তমান (Current Information) দেখতে পাবেন। Please provide Updated information এই বক্সে আপনি শুদ্ধ নামটি লিখুন। পাশের কলামে Reason for Update বক্সে Writing Mistake লিখুন বা অন্য কোন কারণ থাকলে তা লিখুন।
সবশেষ, (I hereby affirm that all information given above is correct and complete) এই লেখার পাশে টিক দিন। এর মানে, উপরের দেয়া তথ্য সঠিক এই ব্যাপারে আপনি নিশ্চয়তা দিচ্ছেন।
তারপর Submit Request বাটনে ক্লিক করে আপনার আবেদন জমা দিন।
কিভাবে দ্রুত টিন সার্টিফিকেট সংশোধন করবেন
টিন সার্টিফিকেট দ্রুত সংশোধন করার জন্য অনলাইনে তথ্য সংশোধন আবেদনের পর আপনার কর অফিস (Tax Circle) এ যোগাযোগ করবেন।
ট্যাক্স সার্কেলে যোগাযোগ করার জন্য আপনার টিন সার্টিফিকেটের একটি ফটোকপি ও আপনার সংশোধিত তথ্যের প্রমাণ হিসেবে একটি ডকুমেন্ট নিয়ে যাবেন।
শেষকথা
সাধারণত, অনলাইনে টিন সংশোধনের আবেদন করার পর তা আপডেট হতে কিছুটা সময় লাগতে পারে। তাই যদি আপনার দ্রুত পরিবর্তন করা একান্তই জরুরী হয়, সেক্ষেত্রে অবশ্যই অনলাইনে তথ্য পরিবর্তন করার আবেদনের পর, ট্যাক্স সার্কেল অফিসে যোগাযোগ করবেন।
টিন সার্টিফিকেট সম্পর্কে আরো তথ্য
- নতুন টিন সার্টিফিকেট ডাউনলোড
- অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার নিয়ম
- হারানো টিন সার্টিফিকেট বের করার নিয়ম
আমি বর্তমানে বাংলাদেশ টেলিভিশনে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত আছি। আমি ই রিটার্ন দাখিলের সময় আমার ব্যাংকের টাকা, স্বর্ণ, বা সম্পদের কোনো বিবরণ দেয় নাই। শুধুমাত্র বেতন এবং এই বেতনের মধ্যে ব্যয় দাখিল করছি। এখন আমি সকল তথ্য দাখিল করতে চাই। এখন আমার করণীয় কি?
সম্ভব না, সংশোধনী রিটার্ন দাখিল করা যায় কিনা দেখেন।