যেসব ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেয়ার প্রমাণ দেখাতে হবে

যদিও আগে বিভিন্ন ক্ষেত্রে টিন সার্টিফিকেট ও রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক ছিল, এবার তার পরিধি আরো বৃদ্ধি পেয়েছে। জানুন কোন ক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্ণ জমা দেয়ার প্রমাণ দেখাতে হবে।

অনেকেই আয়কর নিবন্ধন করলেই, নির্ধারিত সময়ে আয়কর রিটার্ণ জমা দেন না। অনেকেই জানেন না যে, টিন সার্টিফিকেট থাকলে, তাকে শুন্য রিটার্ণ হলেও জমা দিতে হবে।

এবারের বাজেটে, আয়কর রিটার্ন জমা দেয়ার ব্যাপারে জোর দেয়া হয়েছে, বাড়ানো হয়েছে রিটার্ন জমা দেয়ার বাধ্যবাধকতার পরিধি। আসুন জানি কোন কোন ক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে।

আয়কর নিবন্ধন্ধিত বা টিন রেজিস্ট্রেশন করেছেন এমন ব্যক্তিদের রিটার্ন দাখিলে বাধ্য করার জন্য, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০৩৩-২৩ অর্থবছরের জন্য এই বাজেট প্রস্তাব করেন।

করের আওতা সম্প্রসারণে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা বাড়াতে ছয়টি ‘আইনি বিধান’ আরোপের প্রস্তাব করেছেন, যার একটি হল- “কতিপয় ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন বাধ্যতামূলক করা।”

আয়কর রিটার্ণ দাখিলের প্রমাণ হিসেবে নিম্মোক্ত ৩টি ডকুমেন্টের যে কোন একটি জমা দিলেই চলবে।

  1. আয়কর রিটার্ন জমা দেয়ার রসিদ (এনবিআর কর্তৃক প্রাপ্তিস্বীকার পত্র)। অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলে স্বয়ংক্রীয়ভাবে পাবেন।
  2. করদাতার নাম, টিন, কর দেয়ার বছর উল্লেখ করে স্বয়ংক্রীয় পদ্ধতিতে এনবিআরের সনদ।
  3. করদাতার নাম, টিন, কর দেয়ার বছর উল্লেখ করে কর উপ-কমিশনারের সনদ।

কখন বাধ্যতামূলক আয়কর রিটার্ন দাখিল করতে হবে

NBR আয়কর রিটার্ন দাখিলের পরিমাণ বৃদ্ধি করার জন্য কিছু কিছু ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক করেছে। এসব ক্ষেত্রে কোন ব্যক্তির আয় না থাকলেও আয়কর রিটার্ন জমা দিতে হবে। তবে আয় না থাকলে আয়কর পরিশোধ করতে হবে না।

আরও পড়ুন- টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে

নিম্মোক্ত ক্ষেত্রে আপনার আয় না থাকলেও আপনাকে টিন সার্টিফিকেট ডাউনলোড করতে হবে এবং বাধ্যতামূলক আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

  1. করদাতার মােট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে
  2. আয়বর্ষের পূর্ববর্তী তিন বছরের যে কোন বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযােগ্য হয়ে থাকে
  3. ফার্মের অংশীদার হলে
  4. কোম্পানির শেয়ারহােল্ডার পরিচালক বা শেয়ারহােল্ডার কর্মচারী হলে
  5. সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের বা প্রচলিত কোন আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্ত্বা বা ইউনিটের কর্মচারী হয়ে ১৬,০০০ টাকা বা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করলে
  6. কোন ব্যবসায় বা পেশায় যেকোন নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভােগী কর্মী হলে
  7. কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযােগ্য আয় থাকলে
  8. মােটর গাড়ির মালিক হলে
  9. সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোন ব্যবসা বা পেশা পরিচালনা করলে
  10. মূল্য সংযােজন কর আইনের অধীন নিবন্ধিত কোন ক্লাবের সদস্যপদ থাকলে
  11. চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোন স্বীকৃত পেশাজীবী সংস্থার নিবন্ধিত হলে
  12. আয়কর পেশাজীবী হিসেবে জাতীয় রাজস্ব বাের্ডে নিবন্ধিত হলে
  13. কোন বণিক বা শিল্প বিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্থার সদস্য হলে
  14. কোন পৌরসভা বা সিটি করপােরেশনের কোন পদে বা সংসদ সদস্য পদে প্রার্থী হলে
  15. সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা বা কোন স্থানীয় সরকারের কোন টেন্ডারে অংশগ্রহণ করলে
  16. . কোন কোম্পানির বা কোন গ্রুপ অব কোম্পানিজের পরিচালনা পর্ষদে থাকলে
  17. মটরযান, স্পেস/স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ারড ইকোনমিক এক্টিভিটিজে অংশগ্রহণ করলে;
  18. লাইসেন্সধারী অস্ত্রের মালিক হলে; এবং
  19. যে সকল ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেয়ার প্রমাণ উপস্থাপন করতে হবে

যেসব ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেয়ার প্রমাণ দিতে হবে

আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে নিম্মোক্ত ক্ষেত্রে,

  1. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নিতে
  2. কোনো কোম্পানির পরিচালক বা উদ্যোক্তা পরিচালক হতে
  3. আমদানি-রপ্তানি ব্যবসার সনদ থাকলে বা নতুন সনদ নিতে
  4. সিটি বা পৌর এলাকায় ট্রেড লাইসেন্স থাকলে বা নতুন সনদ নিতে
  5. ক্রেডিট কার্ড থাকলে বা নতুন কার্ড নিতে চাইলে
  6. ডাক্তার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ারের মত পেশাজীবীদের সংগঠনের সদস্য হয়ে থাকলে বা সদস্য হতে চাইলে
  7. বিবাহ নিবন্ধকের লাইসেন্স পেতে হলে
  8. কোনো বাণিজ্য সংগঠনের সদস্য হলে বা সদস্য হতে চাইলে
  9. ড্রাগ লাইসেন্স থাকলে বা করাতে চাইলে
  10. দেশের যে কোনো জায়গায় বাণিজ্যিক বা শিল্প কারখানায় গ্যাস লাইন এবং সিটি করপোরেশন এলাকায় বাসা বাড়ির গ্যাস সংযোগ নিতে এবং আগের সংযোগ বজায় রাখতে
  11. নৌযানের সার্ভে সার্টিফিকেটের জন্য
  12. ইটভাটার অনুমোদন নিতে
  13. ইংরেজি মাধ্যমের স্কুলে বা জাতীয় কারিকুলামের ইংরেজি ভার্সনের স্কুলে সন্তান বা পোষ্য ভর্তি করাতে
  14. সিটি করপোরেশন এলাকায় বিদ্যুৎ সংযোগ নিতে
  15. অস্ত্রের লাইসেন্স
  16. আমদানির এলসি খুলতে
  17. ডাকবিভাগে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়ী হিসাব খুলতে
  18. যে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি ১০ লাখ টাকার বেশি হলে
  19. ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে
  20. উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং সংসদ নির্বাচনে প্রার্থী হতে
  21. জমি বা বাসা ভাড়া দিলে, পরিবহন সেবার ব্যবসা করলে
  22. এমপিওভুক্ত শিক্ষকরা মাসে ১৬ হাজার টাকার বেশি পেলে
  23. চার চাকার যে কোনা মোটরগাড়ি নিবন্ধন, ফিটনেস নবায়ন , মালিকানা হস্তান্তর করতে
  24. অনলাইনে যে কোনো ধরনের পণ্য বা সেবা বিক্রি করলে
  25. সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে গঠিত কোনো ক্লাবের সদস্য হলে
  26. পণ্য সরবরাহের ঠিকাদারি কাজে টেন্ডার জমা দিতে
  27. আমদানি-রপ্তানির বিল অব এন্ট্রি জমা দিতে
  28. ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা খুলনায় ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য
  29. এছাড়া, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, অনুমোদিত গ্র্যাচুইটি ফান্ড, পেনশন ফান্ড, অনুমোদিত সুপারএন্যুয়েশন ফান্ড এবং শ্রমিক অংশগ্রহণ তহবিল ব্যতীত অন্যান্য ফান্ডের রিটার্ন দাখিল করতে হবে।

আর কর না দিলে গ্যাস, বিদ্যুৎ ও পানির মত সেবা বন্ধের প্রস্তাব রেখেছেন আ হ ম মুস্তফা কামাল।

শেষকথা

আমাদের অনেকেই আছেন যারা আয়কর রিটার্ন জমা দেওয়া কে একটি ঝামেলা মনে করেন। এটা একসময় ঝামেলাপূর্ণ ছিল। কিন্তু গত বছর থেকে অনলাইনে জমা দেয়ার সুযোগ থাকায় এটি অত্যন্ত সহজ হয়েছে।

যাদের আয়কর দেয়ার মত আয় নেই কিন্তু টিন রেজিস্ট্রেশন করা আছে, তাদের ও আয়কর রিটার্ণ জমা দিতে হবে। এক্ষেত্রে অবশ্য আপনাকে শুন্য রিটার্ণ দাখিল করতে হবে। দেখুন কিভাবে অনলাইনে শুন্য আয়কর রিটার্ণ জমা দিতে হয়

তাছাড়া আয়কর সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের জন্য দেখুন- আয়কর

আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের লিংক

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।