জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম | জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান
নতুন ভোটার হয়েছেন? যাচাই করুন আপনার জাতীয় পরিচয় পত্র প্রস্তুত কিনা। দেখুন কিভাবে জাতীয় পরিচয় পত্র যাচাই করবেন বা অনুসন্ধান করবেন।
ADVERTISEMENT
নতুন ভোটার নিবন্ধনের পর এনআইডি কার্ড প্রস্তুত হয়েছে কিনা তা জানতে জাতীয় পরিচয় পত্র যাচাই করার প্রয়োজন হতে পারে। তাছাড়া অনলাইনে জাতীয় পরিচয় পত্রের তথ্য সঠিক কিনা তা অনুসন্ধান করে দেখার প্রয়োজন হতে পারে।
এখানে আমি দেখাবো, কিভাবে স্মার্ট কার্ড এনআইডি নম্বর বা ভোটার নিবন্ধন ফর্ম নম্বর দিয়ে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করবেন।
ADVERTISEMENT
গোপনীয়তা ও নিরাপত্তার কারণে অনলাইনে কোন ব্যক্তির জাতীয় পরিচয় পত্র চেক করা এবং এনআইডির বিস্তারিত তথ্য পাওয়ার কোন সুযোগ নেই। তবে নিজের এনআইডি নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্রের অনলাইন সেবার ওয়েবসাইটে লগইন করে নিজ তথ্য দেখা যায়।
এছাড়া, অনলাইনেই জাতীয় পরিচয়পত্র ডাউনলোড, তথ্য সংশোধনের আবেদন ও হারানো পরিচয়পত্র রিইস্যুর আবেদন করতে পারবেন।
জাতীয় পরিচয় পত্র যাচাই
জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য SMS করুন NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY এবং 105 নম্বরে পাঠিয়ে দিন। ফিরতি মেসেজে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর জানিয়ে দেয়া হবে।
NID Number Check SMS Format
NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY এবং Send করুন 105 নম্বরে।
নতুন যারা ভোটার নিবন্ধন করেছেন কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র নম্বর পান নি। আপনি এখনি এসএমএসের মাধ্যমেও আপনার স্মার্ট জাতীয় পরিচয়পত্র নম্বর জেনে নিতে পারেন এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন।
ADVERTISEMENT
এছাড়া সরাসরি অনলাইন থেকে আপনার ভোটার স্লিপ নম্বর বা ফর্ম নম্বর দিয়ে জাতীয় পরিচয় পত্র নম্বর বের করতে ও জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন।
Image source: EC Bangladesh
জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান
জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার জন্য আপনাকে services.nidw.gov.bd এই সাইটে গিয়ে NID নম্বর, জন্ম তারিখ, ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য NID Wallet অ্যাপ দিয়ে ফেইস ভেরিফিকেশন করতে হবে। এরপর প্রোফাইলে লগইন করে জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য দেখতে পাবেন।
ADVERTISEMENT
জাতীয় পরিচয় পত্র চেক করার জন্য কিভাবে NID Wallet দিয়ে ফেইস ভেরিফিকেশন ও ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন তার বিস্তারিত পদ্ধতি দেয়া আছে এই লিংকে- ভোটার আইডি কার্ড ডাউনলোড।
জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান লিংক– services.nidw.gov.bd/nid-pub/claim-account
বিভিন্ন প্রতিষ্ঠান যেমন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, ব্যাংক-বীমা বা অন্যান্য প্রতিষ্ঠান ব্যক্তির জাতীয় পরিচয় পত্র অনুসন্ধানের জন্য, নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা সফটওয়ার বা এপ ব্যবহার করে থাকে।
এই NID Verification সফটওয়ার ব্যবহারের জন্য ব্যবহারকারী প্রতিষ্ঠান কর্তৃক সরকারের porichoy.gov.bd আবেদন করে ও নির্ধারিত ফি দিয়ে প্যাকেজ কিনতে হয়।
জাতীয় পরিচয় পত্র আসল না নকল যাচাই
ফেইস ভেরিফিকেশন ছাড়াই যে কোন ব্যক্তির নাম, ঠিকানা ও ছবিসহ জাতীয় পরিচয়পত্র যাচাই/verification কপি বের করতে পারবেন এই ট্রিক অনুসরণ করে। বিস্তারিত জানতে পোস্টটি সম্পূর্ণ মনযোগ দিয়ে পড়ুন।
আপনি হয়তো জানেন জাতীয় পরিচয়পত্রের তথ্য বের করতে হলে নির্বাচন কমিশনের এন্ড্রয়েড এ্যাপ দিয়ে ফেইস ভেরিফিকেশন করতে হয়। এর ফলে যার এনআইডি কার্ডের তথ্য দেখেতে চাই সে উপস্থিত না থাকলে তার তথ্য দেখার কোন সুযোগ নেই।
কিন্তু আমি আপনাদের এমন একটি কৌশল দেখাবো যার মাধ্যমে যে কোন ব্যক্তির এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়েই আপনি তার ছবি, নাম, পিতা-মাতার নাম ও ঠিকানা সব কিছুই দেখতে পারবেন।
বিভিন্ন ক্ষেত্রে ও সময়ে আমাদের কারো পরিচয় যাচাই করার প্রয়োজন হতে পারে। যেমন, লেনদেন করার সময়, আপনার প্রতিষ্ঠানে বা ঘরে কোন কাজের লোক নিয়োগ করার সময় ওই ব্যক্তির পরিচয় যাচাই করা গুরুত্বপূর্ণ। তাই এই ট্রিকটি আপনার কাজে লাগতে পারে।
যদি এই ট্রিকটি আপনার উপকারে লাগে, দয়া করে অন্যদের শেয়ার করে দিবেন।
নাম ও ঠিকানাসহ জাতীয় পরিচয়পত্র যাচাই
শুধুমাত্র নাম, পিতা-মাতার নাম ও ঠিকানাসহ জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- ধাপ ১: প্রথমে বাংলাদেশ সরকারের ভুমিসেবা ldtax.gov.bd এই সাইটে ভিজিট করুন। তারপর নাগরিক কর্ণারে ক্লিক করুন।
- ধাপ ২: এখানে যে কোন একটি মোবাইল নম্বর দিন, জাতীয় পরিচয়পত্র নম্বর দিন এবং জন্ম তারিখ লিখুন এই ফরমেটে- (mm/dd/yyyy)। তারপর পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করুন।
পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করার পর ব্যক্তির নাম ও ছবি স্ক্রীনে দেখা যাবে।
এই পদ্ধতিতে শুধু নাম ও ঠিকানা দেখতে পারবেন, কিন্তু ছবি দেখা যাবেনা। তবে পূর্বে ছবিসহ দেখার সুযোগ ছিল। ব্যক্তিগত নিরাপত্তার কারণে নির্বাচন কমিশন থেকে এটি হয়তো বন্ধ করা হয়েছে।
জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল সেবা ও তথ্য জানতে পড়ুন – জাতীয় পরিচয়পত্র রেজিস্ট্রেশন-ডাউনলোড-সংশোধন-রিইস্যু
অনলাইনে ভোটার তথ্য যাচাই করার নিয়ম (বর্তমানে বন্ধ)
আপডেটঃ সম্ভবত ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার কারণে, অনলাইনে ভোটার তথ্য যাচাই করার সুযোগটি বন্ধ রাখা হয়েছে। এমতাবস্থায়, ভোটার নম্বর/ জাতীয় পরিচয়পত্র নম্বর/ ভোটার স্লিপ বা ফর্ম নম্বর ও জন্ম তারিখ দিয়ে একাউন্ট রেজিস্টার করে এবং ফেইস ভেরিফিকেশন করে ভোটার তথ্য যাচাই করতে পারবেন।
একজন সাধারণ নাগরিক হিসেবে, আপনি শুধুমাত্র একটি জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিয়ে, তার ভোটার তথ্য যাচাই করতে পারবেন। অর্থাৎ ভোটার তথ্য ও ভোটার সিরিয়াল নং চেক করতে পারবেন, ভোটার নং ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র নম্বর জানতে পারবেন।
অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক করার জন্য প্রথমে এই লিংকে ভিজিট করুন- ভোটার তথ্য যাচাই। জাতীয় পরিচয়পত্র নম্বর বা ভোটার নিবন্ধনের ফর্ম নম্বরটি ও জন্ম তারিখ লিখুন। তারপর ক্যাপচা কোড পূরণ করুন এবং ভোটার তথ্য দেখুন এই বাটনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র নম্বর, স্মাট এনআইডি নম্বর ও ভোটার নম্বর দেখা যাবে।
জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত অন্যান্য তথ্যের লিংক
- নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম
- নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড
- ফেইস ভেরিফিকেশনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র চেক
- ভোটার আইডি কার্ড সংশোধন
- হারানো জাতীয় পরিচয় পত্র ডাউনলোড
ADVERTISEMENT
স্যার, আমার পাসপোর্টের মেয়াদ শেষ জন্ম নিবন্ধন দিয়ে করা ছিল ৷ কিন্তু ভোটার আই ডির সাথে নাম এবং বয়সের কিছু অংশ মিল নেই ৷ শুধু জন্ম নিবন্ধন দিয়ে রিনিউ করা যাবে ?
তা না হলে রেনু আবেদন ফর্মে পাসপোর্টের নাম চেন্স করে ভোটার আই ডি সাথে নামের মিল রেখে কর কি যাবে ?
ই পাসপোর্ট করলে নাম সংশোধন করে আইডি কার্ডের মত করে করতে পারবেন। তবে হয়তো পুলিশ ভেরিফিকেশন লাগতে পারে যেহেতু নাম ও বয়স পরিবর্তন হচ্ছে। এটা নির্ভর করে পাসপোর্ট অফিসের উপর।
আমার নাম মোং খোরশেদ আলম আমি আমার জন্য পাসপোর্ট করবো
ই পাসপোর্ট আবেদন অনলাইনে করতে পারবেন- দেখুন ই পাসপোর্ট আবেদন করার নিয়ম
সলিমুল্লাহ বর্ডার সলিমুল্ 01854 1939
mdtofajjol246@gmail,com
Tofajjol