ট্রাস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

আপনি কি ট্রাস্ট ব্যাংকে একাউন্ট খুলতে চান? তাহলে জেনে নিন ট্রাস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং একাউন্ট খুলতে কি কি লাগে এ সম্পর্কে বিস্তারিত।

Advertisement
ট্রাস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
  • Save

ট্রাস্ট ব্যাংক সেনা কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত একটি বেসরকারি ব্যাংক। এতে অন্যান্য ব্যাংকের মতোই সেভিংস ও কারেন্ট একাউন্ট খুলে সেবা ভোগ করা যায়। ট্রাস্ট ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে, শর্তাবলী কি, ট্রাস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও মোবাইল ব্যাংকিং ব্যবস্থা নিয়েই আজকের বিস্তারিত আলোচনা।

স্থানীয় ট্রাস্ট ব্যাংকের শাখায় প্রয়োজনীয় ডকুমেন্টসহ গিয়ে একাউন্টের ধারা নির্বাচন করে আবেদনপত্র পূরণ করে ব্যাংক কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে একাউন্ট ওপেনিং ফি দিয়ে ট্রাস্ট ব্যাংক একাউন্ট খোলা যায়।

Advertisement

ট্রাস্ট ব্যাংক একাউন্টের প্রকারভেদ

বর্তমানে ট্রাস্ট ব্যাংকে- সেভিংস একাউন্ট, কারেন্ট একাউন্ট ও স্টুডেন্ট একাউন্ট খোলা যায়।

সেভিংস একাউন্টপ্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ টাকা ভবিষ্যতের জন্য জমাতে চাইলে সেভিংস একাউন্ট খোলা হয়। তবে প্রয়োজনে এর থেকে লেনদেন করা যায় এবং টাকা দীর্ঘস্থায়ীভাবে ব্যাংকে থাকলে তার উপর ইন্টারেস্ট পাওয়া যায়।
কারেন্ট একাউন্টসাধারণত ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কারেন্ট একাউন্ট খোলা হয়ে থাকে। ব্যাংক একাউন্ট থেকে নিয়মিত টাকা লেনদেন করার জন্য কারেন্ট একাউন্ট খোলা হয়। কারেন্ট একাউন্টে দিনে যতবার ইচ্ছা ততবার টাকা উত্তোলন, জমা ও লেনদেন করা যায়।
স্টুডেন্ট একাউন্টস্টুডেন্ট একাউন্ট শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। শিক্ষার্থীগণ ব্যাংকিং সেবা পাওয়ার জন্য ট্রাস্ট ব্যাংক একাউন্ট খুলে নিয়মিত করতে পারবেন। এখানে সর্বনিম্ন ১০০ টাকাও লেনদেন করা যায় এছাড়াও আরো সুবিধা রয়েছে।

ট্রাস্ট ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে

ট্রাস্ট ব্যাংক একাউন্ট খুলতে প্রধানত আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের কপি, ২ কপি ছবি, নমিনির জাতীয় পরিচয় পত্রের কপি ও ১ কপি ছবি, এবং ইউটিলিটি বিলের কপি লাগে। ব্যাংক থেকে বা https://www.tblbd.com/forms-download লিংক থেকে একাউন্টের ধরন অনুযায়ী আবেদন ফরম ডাউনলোড ও পূরণ করে একাউন্ট খোলার আবেদন করতে পারেন।

তাছাড়া একাউন্টের ধরণ অনুযায়ী কিছু অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন হতে পারে। যেমন:

Advertisement

ব্যবসায়ীদের জন্য

  • আইডি কার্ডের ফটোকপি
  • ট্যাক্স সার্টিফিকেট
  • KYC ফরম পূরণ
  • আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
  • ঠিকানা প্রমাণ হিসেবে ইউটিলিটি গিলের কাগজ (পানি, গ্যাস, বিদ্যুৎ যেকোনো একটি)
  • নমিনির জন্ম নিবন্ধন/ জাতীয় পরিচয়পত্রের কপি 
  • নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি
  • প্রাথমিক একাউন্টের জমা

চাকরিজীবীদের জন্য

  • চাকরিরত কোম্পানি আইডির ফটোকপি
  • নমুনা স্বাক্ষর সহ এনআইডি কার্ডের কপি
  • নমিনির ছবি ও আইডি কার্ডের কপি
  • সর্বশেষ মাসের পেস্লিপ এর কপি।

শিক্ষার্থীদের জন্য

  • আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের কপি
  • স্কুল বা কলেজের স্টুডেন্টরা এইডি
  • পাসপোর্ট সাইজের ছবি

ট্রাস্ট ব্যাংক একাউন্ট খোলার শর্ত

ট্রাস্ট ব্যাংক একাউন্ট খোলার বিশেষ কোনো শর্ত নেই। তবে-

  • ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে
  • একাউন্ট কারীর বয়স ১৮ হলে ভালো। ১৮ এর নিচে হলেও এখন একাউন্ট খোলা যায়।
  • শিক্ষার্থীদের জন্য অবশ্যই স্টুডেন্ট আইডি প্রয়োজন।

ট্রাস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ট্রাস্ট ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য,

ধাপ ১: একাউন্টের ধরন নির্বাচন- প্রথমেই একাউন্টের ধরন নির্বাচন করুন। সেভিংস একাউন্ট খুলবেন নাকি কারেন্ট একাউন্ট খুলবেন সে অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে নিকটস্থ ট্রাস্ট ব্যাংক শাখায় যেতে হবে। 

ধাপ ২: আবেদন ফরম পূরণ- সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে অ্যাকাউন্ট খোলার ইচ্ছে প্রকাশ করলে আপনাকে একটি ফরম দেওয়া হবে। আপনার ডকুমেন্টগুলোর তথ্য অনুযায়ী নির্ভুলভাবে তা পূরণ করুন। অথবা আপনি চাইলে অনলাইন থেকে ডাউনলোড করে পূর্বেই ফরম পূরণ করে নিয়ে যেতে পারবেন।

Advertisement

ধাপ ৩: ডকুমেন্টস জমাদান- স্বাক্ষর সহপূরণ করা আবেদন ফরম ও অন্যান্য ডকুমেন্টস সংযুক্ত করে ব্যাংকে জমা দিতে হবে।

ধাপ ৪: একাউন্ট ওপেনিং ফি- প্রাথমিকভাবে জমা নগদ এসবি টাকা ২০০০ এবং নগদ সিডি টাকা ৫০০০।

ট্রাস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পন্ন হলে ব্যাংক থেকে এক সপ্তাহ সময় চাওয়া হয়। পরবর্তীতে যোগাযোগ করে একাউন্ট একটিভ হয়েছে কিনা তা জেনে নিন।

ট্রাস্ট ব্যাংক মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম

বর্তমানে বেশিরভাগ ব্যাংকেই মোবাইল ব্যাংকিং ব্যবস্থা চালু রয়েছে। খুব সহজেই ট্রাস্ট ব্যাংকের মোবাইল এপ্লিকেশন Trust Money – এপ্সটি ডাউনলোড করে একাউন্ট খুলতে পারবেন।

Advertisement
  • অ্যাপসটি ওপেন করে রেজিস্টারে ক্লিক করে ইমেইল এড্রেস ও মোবাইল নাম্বার দিন।
  • এবার আপনার জাতীয় পরিচয়পত্রের উভয় পাশের ছবি দিন।
  • আপনার সেলফি তুলে ফেস ভেরিফাই করুন।

Trust Money একাউন্ট খোলা সম্পন্ন হলে আপনার ব্যাংক একাউন্ট কানেক্ট করে লেনদেন করতে পারবেন।

ট্রাস্ট ব্যাংক সেভিংস একাউন্ট এর সুবিধা

ট্রাস্ট ব্যাংকের সেভিংস একাউন্ট খোলার সুবিধাগুলো হলো-

  • কম সার্ভিস চার্জ
  • যেকোন শাখায় ব্যাংকিং করার সুবিধা
  • MICR চেক বুক।
  • এটিএম ও ভিসা ডেবিট কার্ড সুবিধা
  • বিনামূল্যে ইন্টারনেট ব্যাংকিং
  • লেনদেনের এসএমএস স্টেটমেন্ট।
  • মোবাইল ব্যাংকিং ব্যবস্থা।

ট্রাস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এ সেভিংস একাউন্ট খুলে উক্ত সুবিধাগুলো পেতে পারেন।

ব্যাংকে না গিয়ে ট্রাস্ট ব্যাংকে অনলাইন একাউন্ট খোলা যায়?

না, ট্রাস্ট ব্যাংক একাউন্ট খুলতে আপনাকে যে কোন শাখায় গিয়ে একাউন্ট খুলতে হবে।

ট্রাস্ট ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে?

ট্রাস্ট ব্যাংক একাউন্ট খুলতে প্রধানত আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের কপি, ২ কপি ছবি, নমিনির জাতীয় পরিচয় পত্রের কপি ও ১ কপি ছবি, এবং ইউটিলিটি বিলের কপি লাগে।

শেষকথা

উপরোক্ত ট্রাস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ধরনের ব্যাংক একাউন্ট খুলে আপনারা আর্থিক নিরাপত্তা ও লেনদেনের সুবিধা পাবেন। ব্যাংক থেকে সুদের ভিত্তিতে ঋণ নেওয়া ও ডিপোজিট ইন্টারেস্ট নেওয়া থেকে বিরত থাকুন।

আজকের আলোচনায় ট্রাস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানলেন। ব্যাংকিং ও অন্যান্য সকল অনলাইন সেবার তথ্য পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ধন্যবাদ।

ক্যাটাগরিব্যাংক একাউন্ট খোলার নিয়ম
হোমপেইজEservicesbd
Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।