পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

মালয়েশিয়ার ভিসা পেয়েছেন? প্রতারণা এড়াতে অবশ্যই ভিসা চেক করুন। দেখুন কিভাবে অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করবেন।

আপনি যদি মালয়েশিয়া ভিসা পেয়ে থাকেন প্রথমেই আপনার উচিত Malaysia Immigration Website থেকে আপনার ভিসা সঠিক কিনা তা চেক করা। কারণ, ভিসা চেক না করলে আপনি প্রতারিত হতে পারেন এবং বিপদে পড়তে পারেন।

তাই এই পোস্টে ভিন্ন ভিন্ন উপায়ে কিভাবে মালয়েশিয়ার ভিসা চেক করবেন তার প্রক্রিয়া দেখাবো। আশা করি আপনার কাজে লাগবে।

মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম

অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য ভিজিট করুন- eservices.imi.gov.my/myimms/PRAStatus লিংকে। তারপর ভিসা Application Number লিখে Search বাটনে ক্লিক করে ভিসা চেক করতে পারবেন। তাছাড়া কলিং ভিসার প্রথম পাতায় দেয়া Company Registration No (উদাহরন- 879428-V) দিয়ে Search করে ভিসা চেক করতে পারেন।

আরও পড়তে পারেন- কেন মালয়েশিয়া ভিসা আবেদন বন্ধ হল (সর্বশেষ আপডেট)

এছাড়া আপনি ৩ উপায়ে মালয়েশিয়ার ভিসা চেক করতে পারেন যেমন,

  • পাসপোর্ট নাম্বার দিয়ে;
  • এপ্লিকেশন নাম্বার দিয়ে;
  • কোম্পানী রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে;

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য ভিজিট করুন- https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus এবং আপনার পাসপোর্ট নাম্বার ও দেশের নাম বাছাই করে Search বাটনে ক্লিক করুন। তথ্য সঠিক থাকলে আপনার নাম, পাসপোর্ট নম্বর ও ভিসার Status জানতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

এই ওয়েবসাইটের পেইজের লেখা Malaysian ভাষায় থাকে তাই আপনি হয়তো বুঝতে পারবেন না। পেইজটি ইংরেজি ভাষায় দেখার জন্য ওয়েবসাইটের Address এর পিছনে ?lang=en যুক্ত করে এন্টার করুন।

https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus?lang=en

Application Number দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

Application Number দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য eservices.imi.gov.my/myimms/PRAStatus লিংকে ভিজিট করুন এবং সঠিকভাবে Application নম্বরটি লিখে সার্চ করুন। আপনার ভিসার তথ্য দেখতে পাবেন।

মালয়েশিয়া ভিসা চেক অনলাইন

Company Registration No দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

মালয়েশিয়া কলিং ভিসা চেক করার জন্য Company Registration নম্বর দিয়ে Search করে সকল কর্মীদের তালিকা বের করুন। তারপর তালিকা দেখে থেকে Passport Number ও নাম অনুসারে আপনার ভিসার Status Check করতে পারবেন।

মালয়েশিয়া কলিং ভিসা চেক

মালয়েশিয়া ই ভিসা চেক

মালয়েশিয়া ই ভিসা চেক করার জন্য Verify Malaysia eVisa লিংকে ভিজিট করুন। তারপর ইংরেজিতে আপনার Passport Number ও Sticker Number লিখুন। ছবিতে ক্যাপচা কোডটি Answer বক্সে লিখুন। সবশেষে I have obtained my eVISA অপশনে টিক দিয়ে Check বাটনে ক্লিক করুন।

এই ব্লগটি যদি আপনার উপকারে আসে, দয়া করে শেয়ার করে অন্যকেও সাহায্য করুন। ভাল থাকুন, ব্লগে নিয়মিত ভিজিট করার জন্য আমন্ত্রন রইলো।

আরও পড়ুন- মালয়েশিয়া যেতে কত টাকা লাগে

মালয়েশিয়া ভিসা স্ট্যাটাসের বিভিন্ন অর্থ ও ব্যাখ্যা

মালয়েশিয়াইংরেজিব্যাখা
PERMOHONAN DITERIMAAPPLICATION RECEIVEDআবেদন গ্রহণ হয়েছে
BARUNEWআবেদন গ্রহণ হয়েছে এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন দ্বারা প্রক্রিয়া করা হচ্ছে। দয়া করে প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি পাঠান যদি পাঠিয়ে না থাকেন।
LULUSAPPROVEআবেদনটি মালয়েশিয়ার ইমিগ্রেশন দ্বারা অনুমোদিত হয়েছে এবং পেমেন্ট এবং স্টিকার প্রিন্টের জন্য প্রস্তুত। দয়া করে FOMEMA চেক আপ করুন যদি এখনও তা না করেন।
TOLAKREJECTআবেদন প্রত্যাখ্যান করা হয়েছে
BATALCANCELআবেদন বাতিল করা হয়েছে
BAYARPAYআবেদনের ফি প্রদান করা হয়েছে এবং স্টিকার প্রিন্ট করার জন্য প্রস্তুত।
CETAKPRINTস্টিকার প্রিন্ট করা হয়েছে এবং সংগ্রহের জন্য প্রস্তুত
TANGGUHPOSTPONEমালয়েশিয়ার ইমিগ্রেশন আবেদন স্থগিত করেছে

ভিসা সংক্রান্ত আরো তথ্য

সকল দেশের ভিসা চেকভিসা চেক
হোমপেইজে যানEservicesbd

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।