খতিয়ান অনুসন্ধান: অনলাইনে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করুন

আপনি নিজেই আপনার জমির খতিয়ান ও দাগের তথ্য জানতে চান? তাহলে জেনে নিন বাংলাদেশে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করার নিয়ম ও খতিয়ান বের করার নিয়ম।

জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সঠিক মালিকানা যাচাইয়ের জন্য জমির খতিয়ানের তথ্য অনুসন্ধান করতে হয়। ভূমি অফিসে গিয়ে সে তথ্য জানা গেলেও তা খুবই সময় সাপেক্ষ। বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় চালু করেছে eporcha gov bd খতিয়ান অনুসন্ধান ওয়েবসাইট।

খতিয়ান অনুসন্ধান করার জন্য ভূমি মন্ত্রনালয়ের www.eporcha.gov.bd ওয়েবসাইট থেকে খতিয়ান নম্বর, দাগ নম্বর অথবা মালিকের নাম দিয়ে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে পারবেন।

খতিয়ান অনুসন্ধান করতে কি কি লাগে?

অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান করতে পূর্বেই কিছু সাধারন তথ্য জানা থাকতে হয়। যেমন- 

  • জমির ঠিকানা- বিভাগ, জেলা, উপজেলা, মৌজা বা গ্রাম সম্পর্কে জানা। এবং
  • খতিয়ান নম্বর/ দাগ নম্বর/ মালিকানা নাম / পিতা বা স্বামীর নাম ( যেকোন একটি) জানা থাকতে হয়।

খতিয়ান অনুসন্ধান করার নিয়ম

অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান করতে

  • প্রথমে ভিজিট করুন www.eporcha.gov.bd ওয়েবসাইট;
  • সার্ভে খতিয়ান অপশন থেকে বিভাগ, জেলা, উপজেলা ও খতিয়ানের ধরণ সিলেক্ট করুন;
  • সবশেষে মৌজা বাছাই করে জমির খতিয়ান নং অথবা মালিকের নাম দিয়ে খতিয়ান অনুসন্ধান করুন;
  • বিস্তারিত বাটনে ক্লিক করে খতিয়ান ও দাগের তথ্য দেখতে পারবেন।

অনলাইনে সহজেই ঘরে বসেই দুইটি উপায়ে খতিয়ানের চেক ও খতিয়ানের তথ্য জানা যায়, যেমন: 

  1. ভূমি মন্ত্রনালয়ের অধীনে- www.eporcha.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে।
  2. eKhatian মোবাইল এপ্স এর মাধ্যমে।

তাছাড়া সরাসরি ভূমি অফিসে গিয়ে নির্বাহী কর্মকর্তাদের সহায়তায় জমির মালিকানা সংক্রান্ত তথ্য এবং খতিয়ান ও দাগের তথ্য জানা যায়। আরও পড়ুন- জমির রেকর্ড সংশোধন কিভাবে করা যায়

খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করার নিয়ম 

অনলাইনে জমির খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধানের জন্য নিচের সহজ ২টি ধাপ অনুসরণ করুন।

ধাপ ১. ভূমি মন্ত্রনালয়ের সাইটে প্রবেশ করুন 

প্রথমেই, https://www.eporcha.gov.bd/ লিংকে প্রবেশ করুন।

eporcha gov bd খতিয়ান অনুসন্ধান

ধাপ ২. খতিয়ান অনুসন্ধান করুন

এখানে আপনার বিভাগ, জেলা ও উপজেলা নির্বাচন করুন। তারপর, খতিয়ানের ধরণ নির্বাচন করুন- (বি আর এস, বি এস, সি এস, আর এস খতিয়ান নাকি অন্য কোন ধরণের খতিয়ান)।

খতিয়ানের ধরণ অপশনে যে ধরণের খতিয়ান যাচাই করতে চান সেটি সিলেক্ট করতে হবে। আর এস খতিয়ান অনুসন্ধান করার জন্য খতিয়ানের ধরণ অপশন থেকে আর এস সিলেক্ট করুন। নিচের ছবিতে দেখুন।

এখানে আমরা বি আর এস খতিয়ান অনুসন্ধান করার জন্য 5 নং অপশনে বি আর এস সিলেক্ট করলাম।

খতিয়ান অনুসন্ধান

এবার খতিয়ান নম্বর অথবা মালিকের নাম লিখে খুঁজুন বাটনে ক্লিক করে খতিয়ানটি অনুসন্ধান করুন। তারপর খতিয়ানের নামের উপর ডাবল ক্লিক করে খতিয়ান ও দাগের তথ্য দেখতে পারবেন।

আর এস খতিয়ান অনুসন্ধান

ধাপ ৩. খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান

আপনার খুঁজে নেয়া খতিয়ান পাওয়ার পর বিস্তারিত বাটনে ক্লিক করে খতিয়ান নং, মালিকের নাম ও জমির দাগ নং গুলো দেখতে পাবেন। প্রয়োজনে এখান থেকে আবেদন করুন এ ক্লিক করে আপনার খতিয়ানের অনলাইন কপি ও সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন।

খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান

বি এস খতিয়ান অনুসন্ধান

eKhatian এপ্স এ খতিয়ানের তথ্য অনুসন্ধান করার নিয়ম 

ভূমি মন্ত্রনালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এর এন্ড্রয়েড এপ্স ভার্সন হচ্ছে eKhatian এপ্স। তাই উভয় উপায়ে একই নিয়মে তথ্য অনুসন্ধান করা যায়। 

আপনার মোবাইলে গুগল প্লে-স্টোর থেকে eKhatian এপ্স ডাউনলোড করে তা ওপেন করুন। এবার খতিয়ান সিলেক্ট করে উপরোক্ত একই নিয়মে ফরম পূরন করে অনুসন্ধান করুন। আপনার খতিয়ানের তথ্য দেখানো হবে।

E Porcha (ই পর্চা)

বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ‍ভূমি সেবাকে আরো এগিয়ে নিতে ই নামজারি, ভূমি উন্নয়ন কর, নামজারি খতিয়ান, ডিজিটাল ল্যান্ড রেকর্ড সহ অনলাইনে পর্চা বা খতিয়ান অনুসন্ধানের জন্য Eporcha ওয়েবসাইট চালু করে।

ভূমি মন্ত্রনালয়ের অন্যান্য সেবা

অনলাইনে ভূমি মন্ত্রনালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও এপ্স এর মাধ্যমে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান ছাড়াও মৌজা ম্যাপ ও বিভিন্ন নাগরিক সুবিধা পাওয়া যায়। এছাড়াও ভূমি সংক্রান্ত যেকোন সেবা পেতে সরাসরি ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল হটলাইন নাম্বার ১৬১২২ এ কল করতে পারেন।

FAQ’s

খতিয়ান কি?

জমির মালিকানা ও অন্যান্য তথ্যের সরকারি রেকর্ডই খতিয়ান। 

আর এস খতিয়ান চেক করার নিয়ম কি?

www.eporcha.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে খতিয়ান অনুসন্ধান ফরমে গিয়ে খতিয়ান টাইপ- “আর এস” নির্বাচন করে তথ্য অনুসন্ধান করলে আর এস খতিয়ান চেক করা যায়।

জমির খতিয়ান ডাউনলোড করব কিভাবে?

ভূমি মন্ত্রনালয়ের ওয়েবসাইট- www.land.gov.bd – এ প্রবেশ করে খতিয়ান অনুসন্ধান করে তা দেখা যায়। এবং অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করে তা ডাউনলোড করা যায়।

শেষকথা

জমির ক্রয়- বিক্রয়ের পূর্বে অবশ্যই খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করে যাচাই করে নিতে হবে। অনলাইনে খুব সহজেই তথ্য জেনে নানান প্রতারণা থেকে রক্ষা পাওয়া যায়।

আজকের আলোচনায় আপনারা জানলেন – খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করার নিয়ম। লেখাটি আপনার উপকারে আসলে কমেন্ট করে জানান। অনলাইন ভিত্তিক নানা তথ্য জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ধন্যবাদ।

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।