দুবাই থেকে পাসপোর্ট রিনিউ করার নিয়ম ও কত দিন লাগে
UAE থেকে কিভাবে পাসপোর্ট রিনিউ আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে এবং প্রয়োজনীয় সকল তথ্য রয়েছে এই ব্লগে।
প্রবাসীরা যারা বিদেশে অবস্থান করছেন, তাদের পাসপোর্ট রিনিউ করা বা নতুন পাসপোর্ট করার জন্য যেতে হবে বাংলাদেশ মিশনে অর্থাৎ Bangladesh Embassy বা Consulate অফিসে।
বিদেশ থেকে নতুন পাসপোর্ট করা বা Passport Renew করার নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট ফি’র পরিমাণে কিছু ভিন্নতা রয়েছে।
নিশ্চয় আপনি সংযুক্ত আরব আমিরাত (UAE) থেকে, এই ব্লগটি পড়ছেন এবং পাসপোর্ট রিনিউ করার বিষয়ে জানতে চাচ্ছেন।
UAE থেকে কিভাবে পাসপোর্ট রিনিউ আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে এবং প্রয়োজনীয় সকল তথ্য রয়েছে এই ব্লগে।
দুবাই থেকে পাসপোর্ট রিনিউ করার নিয়ম
সংযুক্ত আরব আমিরাত, আবুধাবি ও দুবাই থেকে পাসপোর্ট রিনিউ করার জন্য আপনাকে যেতে হবে বাংলাদেশ এম্বাসী অথবা কনস্যুলেট অফিসে। তার আগে আপনাকে অনলাইনে www.epassport.gov.bd ওয়েবসাইট থেকে পাসপোর্ট রিনিউ করার ফরম সাবমিট করতে হবে। তারপর এম্বাসীতে গিয়ে ফি জমা ও বায়োমেট্রিক দিতে হবে।
এরপর ৭৫ দিনের মধ্যে এম্বাসী বা কনস্যুলেট থেকে আপনার পাসপোর্ট ডেলিভারী দেয়া হবে।
দুবাই থেকে ই পাসপোর্ট বানাতে কি কি লাগে?
সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুবাইয়ে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট বানাতে কি কি লাগে? দুবাই থেকে পাসপোর্ট বানাতে যা যাা লাগে তা হলো:
- মূল পাসপোর্ট;
- পাসপোর্টের ফটোকপি;
- জাতীয় পরিচয় পত্র / অনলাইন জন্ম নিবন্ধন সনদ;
- পেশা প্রমাণের জন্য নিয়োগপত্র;
- Emirates ID অথবা ভিসা
শিশুর ই পাসপোর্ট করতে যা যা লাগবে
- বাংলাদেশ সরকারের ইস্যুকৃত জন্ম নিবন্ধন সনদ;
- UAE সরকারের ইস্যুকৃত জন্ম নিবন্ধনের মূলকপি;
- ৮ ইঞ্চি x ১০ ইঞ্চি সাইজের রঙিন ছবি ১ কপি (ব্যাকগ্রাউন্ড সাধা বা ধূসর, পোষাকের রং ঘাড়/কালো)
পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে যেসব কাগজপত্র লাগবে
- পাসপোর্ট সংশোধনের আবেদন
- অঙ্গীকার নামা
- কাবিন নামা / ডিভোর্স লেটার (Spouse Name সংশোধন করতে)
- স্ত্রীর আইডি কার্ড/ জন্ম নিবন্ধন সনদ
- এসএসসি সার্টিফিকেট
ই পাসপোর্ট ফি দুবাই
দুবাইতে ই পাসপোর্ট ফি ২ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, সাধারণ আবেদনকারী এবং শিক্ষার্থী ও শ্রমিক। ৪৮ পাতা ৫ বছর মেয়াদী পাসপোর্ট ফি সাধারণ আবেদকারীদের জন্য ৪০৫ দিরহাম এবং শিক্ষার্থী ও সাধারণ শ্রমিকদের জন্য পাসপোর্ট ফি ১২৫ দিরহাম।
পাসপোর্ট ফি জমা দেয়ার বিস্তরিত দেখুন সংযুক্ত আরব আমিরাত থেকে ই পাসপোর্ট ফি জমা।
পাসপোর্টের মেয়াদ ও ধরণ | সাধারণ আবেদনকারী | শিক্ষার্থী ও শ্রমিক |
---|---|---|
৪৮ পাতা ৫ বছর | ৪০৫ দিরহাম | ১২৫ দিরহাম |
৪৮ পাতা ৫ বছর (জরুরী) | ৫১০ দিরহাম | ১৮৫ দিরহাম |
৪৮ পাতা ১০ বছর | ৫১০ দিরহাম | ২০৫ দিরহাম |
৪৮ পাতা ১০ বছর (জরুরী) | ৭১০ দিরহাম | ৩০৫ দিরহাম |
৬৪ পাতা ৫ বছর | ৬১০ দিরহাম | ৬১০ দিরহাম |
৬৪ পাতা ৫ বছর (জরুরী) | ৮১০ দিরহাম | ৮১০ দিরহাম |
৬৪ পাতা ১০ বছর | ৭১০ দিরহাম | ৭১০ দিরহাম |
৬৪ পাতা ১০ বছর (জরুরী) | ৯১০ দিরহাম | ৯১০ দিরহাম |
সাধারণ আবেদনকারী
- ব্যবসায়ী
- বিনিয়োগকারী
- অংশীদার
- ব্যবস্থাপক
- সেলস ও মার্কেটিং এক্সিকিউটিভ
- একাউন্টেন্ট ও একাউন্টিং স্টাফ
- সুপারভাইজার
- পেশাজীবি: ডাক্তার, প্রকোশলী, আইনজীবী, পরামর্শক
- নবজাতক
- হাউজ ওয়াইফ
- অবসরগ্রহণকারী
শিক্ষার্থী ও শ্রমিক
- সাধারণ শ্রমিক
- গৃহকর্মী
- কুক
- ক্লিনার
- ড্রাইভার
- মালি
- বোটম্যান
- জেলে
- অন্যান্য শ্রমিক পেশার আবেদনকারী
পাসপোর্ট রিনিউ করার নিয়ম
পাসপোর্ট রিনিউ আবেদন করার জন্য প্রথমে E Passpot Application লিংকে ভিজিট করে প্রথমেই সিলেক্ট করতে হবে আপনি কোন দেশ থেকে এবং কোন মিশন থেকে আবেদন করবেন।
এখানে Are you applying from Bangladesh? এখানে No সিলেক্ট করুন। Select Country অপশনে United Arab Emirates সিলেক্ট করে Select a Bangladesh Mission অপশনে Dubai সিলেক্ট করে Continue করুন।
দুবাই পাসপোর্ট রিনিউ করতে কত দিন লাগে?
সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ এম্বাসীর তথ্য অনুসারে, আবুধাবি ও দুবাই থেকে পাসপোর্ট রিনিউ করতে আনুমানিক ৭৫ দিন লাগে। তবে জরুরী আবেদনের ক্ষেত্রে কিছুটা তাড়াতাড়ি পাওয়া যাবে।
পাসপোর্ট সম্পর্কে আরও তথ্য
- পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়
- ই পাসপোর্ট আবেদনে ভুল হলে করণীয়
- পাসপোর্ট হয়েছে কিনা চেক
- Pending backend verification মানে কি
- পাসপোর্ট অথরাইজেশন লেটার বাংলা
আবুধাবি পাসপোর্ট অফিস
Embassy of Bangladesh, Abu Dhabi
Villa No. 46,48, Sector. 19, Zone. W31,
Al Jawwalah St, Al Saadah Area,
P.O. Box 2504, Abu Dhabi, UAE.
Tel: +971 -2-4465100 Fax:+971 -2-4464733
E-mail: [email protected]
দুবাই পাসপোর্ট অফিস
Consulate General of Bangladesh, Dubai
Villa No. 36 & 145
Abdulla Hussain Al Malik Villa
123/3 Street, Abu Hail Road
Al Wuheida, Deira, Dubai, UAE
P.O.Box No: 4336
দুবাই বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার
Emergency Number (WhatsApp Only): +971 505055834 (পাসপোর্ট, ভিসা ও অন্যান্য ডকুমেন্ট বিষয়ে)
Email: [email protected]