ই নামজারি যাচাই বা নামজারি খতিয়ান অনুসন্ধান

নামজারির আবেদনের বর্তমান অবস্থা চেক করতে পারবেন অনলাইনেই। দেখুন নামজারি খতিয়ান অনুসন্ধান নিয়ম। জেনে নিন নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা।

Advertisement

কারো নামে জমি রেজিস্ট্রেশন হওয়ার পর অনলাইনে জমির নামজারি করতে হয়। যারা ইতোমধ্যে নামজারি করার আবেদন করেছেন, নামজারি হয়েছে কিনা বা আবেদনের অবস্থা কি তা জানার জন্য ই নামজারি যাচাই করতে পারেন।

আজকের ব্লগে আলোচনা করবো, নামজারি আবেদন চেক বা নামজারি খাতিয়ান অনুসন্ধান করার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

অনেকে জমি ক্রয় করার পর বা অন্য কোন সূত্রে জমির মালিক হওয়ার পর, সেই জমি নিজের নামে করে নেওয়ার জন্য নামজারির আবেদন করতে হয়। আগে ম্যানুয়েল আবেদনের প্রচলন থাকলেও বর্তমানে নামজারির আবেদন, বিভিন্ন ফি ও ভূমি উন্নয়ন কর পরিশোধ সবই অনলাইনে করতে হয়।

Advertisement

নামজারি খতিয়ান অনুসন্ধান

নামজারি খতিয়ান অনুসন্ধান করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • ধাপ ১: প্রথমে ভিজিট করুন https://eporcha.gov.bd;
  • ধাপ ২: নামজারি খতিয়ান অপশনে ক্লিক করুন;
  • ধাপ ৩: এরপর বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা সিলেক্ট করুন;
  • ধাপ ৪: সার্চ বক্সে জমির মালিকের নাম লিখে খুজুন বাটনে ক্লিক করে নামজারি খতিয়ান যাচাই করতে পারবেন।

জমির নামজারি আবেদন অনুমোদন হলে আপনার নামে খতিয়ান প্রস্তুত হবে। তখন অনলাইনে আপনার নাম দিয়ে খতিয়ান অনুসন্ধান করতে পারবেন যে আপনার নামে খতিয়ান তৈরি হয়েছে কি না।

নামজারির আবেদন (namjari application) করার পর, আপনার নামে নামজারি হয়েছে কি না বা আবেদনের বর্তমান অবস্থা কিভাবে যাচাই করবেন তা নিচে দেখানো হলো:

Advertisement

নামজারি আবেদন চেক

নামজারি আবেদন চেক করার জন্য প্রথমে ভিজিট করুন https://mutation.land.gov.bd এবং ”আবেদনের সর্বশেষ অবস্থা” অপশনে যান। এরপর বিভাগ বাছাই করে আবেদনের আইডি ও জাতীয় পরিচয় পত্র নম্বর লিখুন। সবশেষে গাণিতিক প্রশ্নের উত্তর দিয়ে “খুজুন” বাটনে ক্লিক করে নামজারি আবেদন চেক করতে পারবেন।

নামজারি খতিয়ান অনুসন্ধান
e namjari check online

সাধারণত একটি জমির নামজারি প্রক্রিয়া ২৮ দিনের মধ্যে নিস্পত্তি হয়ে থাকে। সহকারী কমিশনার ভূমি এই আবেদনের চূড়ান্ত অনুমোদনের আদেশ করার পর আপনার নামে অনলাইনে খতিয়ান প্রস্তুত করা হবে। নামজারি খতিয়ান প্রস্তুত হলে অনলাইনে নাম দিয়ে জমির মালিকানা যাচাই করা যাবে।

খতিয়ান প্রস্তুত হলে ডিসিআর (DCR) ফী পরিশোধের জন্য আপনার মোবাইলে SMS পাঠানো হবে। এ পর্যায়ে mutation.land.gov.bd তে গিয়ে ”আবেদনের বর্তমান অবস্থা” অপশন থেকে আবেদন আইডি ও জাতীয় পরিচয় পত্র নম্বর নম্বর দিয়ে সার্চ করুন।

নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা

আবেদন মঞ্জুর হলে মোবাইল ওয়ালেট বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ডিসিআর (DCR) ফী ১,১০০ টাকা পরিশোধ করার সুযোগ পাবেন। অনলাইনে DCR ফি পরিশোধন করার পর আবার আবেদন ট্র্যাকিং করে QR Code যুক্ত অনলাইন খতিয়ান এবং Duplicate Carbon Receipt (DCR) প্রিন্ট কপিটি ডাউনলোড করতে পারবেন।

Advertisement

আরও পড়তে পারেন:

নামজারি আবেদন করার নিয়ম

জমির দাগ নাম্বার, খতিয়ান নম্বর সহ আরও তথ্য দিয়ে অনলাইনে ফরম পূরণ ও ফি পরিশোধ করে নামজারির আবেদন (namjari application) করতে হয়। এরপর আবেদনের কপি ও প্রয়োজনীয় সকল কাগজপত্র ভূমি অফিসে জমা দিতে হবে।

ভূমি অফিস যাচাই বাছাই ও প্রতিবেদন তৈরি করার পর, আবেদনের শুনানী অনুষ্ঠিত হয়। এরপর সহকারী কমিশনার ভূমির অনুমোদনক্রমে নামজারী খতিয়ান প্রস্তুত করা হয়। সবশেষে খতিয়ান ফি ১১০০ টাকা পরিশোধ করার পর খতিয়ানের অনলাইন কপি ডাউনলোড করতে হবে।

তবে আপনি যদি অনেকদিন আগে নামজারি আবেদন করার পরেও শুনানির জন্য ডাক না পেয়ে থাকেন তাহলে অনলাইনের মাধ্যমে নামজারি আবেদন চেক করে নিন যে এটি কোন অবস্থায় রয়েছে।

Advertisement

FAQs

জমি খারিজ বলতে কি বুঝায়?

জমি খারিজ বলতে নতুন মালিকের নামে জমি রেকর্ড করা বুঝায়। অর্থাত্‍‍ পুরনো মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নামে জমি রেকর্ড করাকে নামজারী/নাম খারিজ বা জমি খারিজ বলে।

নামজারি কিভাবে চেক করতে হয়?

নামজারি চেক করার জন্য ভিজিট করতে হবে mutation.land.gov.bd। এরপর ”আবেদনের সর্বশেষ অবস্থা” অপশনে যান; বিভাগ বাছাই করুন; আবেদনের আইডি ও জাতীয় পরিচয় পত্র নম্বর লিখুন। সবশেষে গাণিতিক প্রশ্নের উত্তর দিয়ে “খুজুন” বাটনে ক্লিক করে নামজারি চেক করতে পারবেন।

তথসূত্র: mutation.land.gov.bd – ভূমি মন্ত্রণালয়

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।