ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে
জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড সংশোধন ও রিইস্যু ফি কত টাকা এবং কোন তথ্য সংশোধনে কত টাকা ফি পরিশোধ করতে হয় বিস্তারিত জানুন।
ভোটার আইডি কার্ড সংশোধন করতে ২৩০ টাকা লাগে। এখানে ফি ২০০ টাকা এবং এর উপর ১৫% ভ্যাট ৩০ টাকা। তবে অন্যান্য তথ্য সংশোধনের জন্য এই ফি ১১৫ টাকা।
এই ব্লগে আপনারা জানতে পারবেন কোন ধরণের তথ্য সংশোধনের জন্য কত টাকা ফি দিতে হবে, বাড়তি কোন ফি লাগে কিনা এবং কিভাবে ভোটার আইডি কার্ডের ফি পরিশোধ করবেন।
প্রথমেই বলে রাখি জাতীয় পরিচয়পত্রের সংশোধন বা অন্যান্য সকল ফির সাথে ১৫% ভ্যাট পরিশোধ করতে হবে।
আরও পড়ুন– ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে
জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডে প্রিন্ট করা কোন তথ্য সংশোধন করতে চাইলে প্রথমবার আবেদনের জন্য ২৩০ টাকা, দ্বিতীয়বার ৩৪৫ টাকা এবং পরবর্তী যতবার আবেদন করবেন ৫৭৫ টাকা ফি দিতে হবে। এছাড়া অন্যান্য তথ্য যা প্রিন্ট করা থাকে না তা সংশোধনের জন্য ১১৫ টাকা লাগে।
জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি কত
সংশোধনের ধরণ | ভ্যাটসহ ফি’র পরিমাণ |
---|---|
তথ্য সংশোধন – NID Info Correction | ২৩০ টাকা |
অন্যান্য তথ্য সংশোধন – Other Info Correction | ১১৫ টাকা |
উভয় তথ্য সংশোধন – Both Info Correction | ৩৪৫ টাকা |
রিইস্যু – Duplicate Regular | ৩৪৫ টাকা |
রিইস্যু জরুরী – Duplicate Urgent | ৫৭৫ টাকা |
আইডি কার্ডের তথ্য সংশোধন করতে কত টাকা লাগে
জাতীয় পরিচয় পত্রে যেসব তথ্য প্রিন্ট করা থাকে বা মৈলিক তথ্য এসব তথ্য সংশোধনকে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন বলা হয়।
যেসব তথ্যকে জাতীয় পরিচয়পত্রের তথ্য বলা হয় তা হচ্ছে,
- নাম (বাংলা ও ইংরেজি) – Name
- পিতা-মাতার নাম – Parents Name
- জন্ম তারিখ – Date of birth
- রক্তের গ্রুপ- Blood Group
- জন্মস্থান – Place of birth
- ছবি ও স্বাক্ষর পরিবর্তন
- বর্তমান ও স্থায়ী ঠিকানা – Present and Permanent Address
- লিঙ্গ
- জন্ম নিবন্ধন নম্বর – Birth Registration Number
ভোটার আইডি কার্ডের এসব তথ্য সংশোধনের জন্য ফি (১৫% ভ্যাটসহ) ১ম বার- ২৩০ টাকা, ২য় বার- ৩৪৫ টাকা এবং ৩য় বার- ৫৭৫ টাকা। দেখুন- জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা দেওয়ার নিয়ম
অন্যান্য তথ্য সংশোধন করতে কত টাকা লাগে
ভোটার আইডি কার্ডের অন্যান্য তথ্য সংশোধন করতে ১৫% ভ্যাট সহ ১১৫ টাকা লাগবে। জাতীয় পরিচয় পত্রের অন্যান্য তথ্যগুলো হলো:
- স্বামী-স্ত্রীর নাম ও তথ্য
- শিক্ষাগত যোগ্যতা
- পেশা
- অসমর্থতা
- সনাক্তকরন চিহ্ন
- টিন নম্বর
- ড্রাইভিং লাইসেন্স নম্বর
- পাসপোর্ট নম্বর
- ধর্ম
- মোবাইল নম্বর
আরও দেখুন- NID সংশোধন ফি জমা দেওয়ার নিয়ম
জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি যেভাবে হিসাব করবেন
জাতীয় পরিচয়পত্রের ফি কত টাকা হবে তা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও হিসাব করতে পারবেন। এজন্য জাতীয় পরিচয়পত্র ফিস লিংকে যান এখানে আপনার NID নাম্বার লিখে এবং সংশোধনের ধরণ সিলেক্ট করে হিসাব করুন বাটনে ক্লিক করুন।
জাতীয় পরিচয় পত্র ফি সংক্রান্ত প্রশ্ন ও উত্তর
সংশোধন আবেদন | ভোটার আইডি কার্ড সংশোধন |
প্রয়োজনীয় ডকুমেন্ট | ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে |
ডাউনলোড | ভোটার আইডি কার্ড ডাউনলোড |
জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সকল পোষ্ট | জাতীয় পরিচয়পত্র |
হোমপেইজে যান | Home |