কারো নামে মামলা আছে কিনা জানার উপায়
কারও নামে মামলা আছে কিনা চেক করতে পারেন ২ উপায়ে, থানায় এবং কোর্টের আইনজীবির মাধ্যমে। জানুন কিভাবে কোন ব্যক্তির নামে মামলা চেক করবেন।
কোন ব্যক্তির নাম, ঠিকানা ও কিছু প্রয়োজনীয় তথ্য নিয়ে নিকটস্থ থানায় অথবা পরিচিত আইনজীবীর মাধ্যমে কোর্টের মামলার রেজিষ্টার অনুসন্ধান করে কারো নামে মামলা আছে কিনা জানা যায়।
তাহলে চলুন কারো নামে মামলা আছে কিনা জানার উপায় সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা যাক।
কারো নামে মামলা আছে কিনা জানার উপায়
কারো নামে মামলা আছে কিনা তা কিভাবে জানা যাবে ২টি উপায়ে। একটি উপায় হলো পুলিশ স্টেশন বা থানায় যোগাযোগ করার মাধ্যমে এবং অপরটি হলো আইনজীবির মাধ্যমে।
১. থানার মামলা দেখার উপায়
আপনি যদি থানায় যোগাযোগ করার মাধ্যমে কারো নামে মামলা আছে কিনা তা যাচাই করতে চান তাহলে আপনাকে প্রথমেই উক্ত ব্যক্তির নাম ও ঠিকানা দিয়ে মামলা চেক করতে পারেন। এবং সম্ভাব্য যে ব্যক্তি মামলা করতে পারে তার নাম ও ঠিকানা নিয়ে সংশ্লিষ্ট থানায় মামলা আছে কিনা চেক করা যায়।
এর পাশাপাশি, যেই ব্যক্তি মামলা করতে পারেন, তিনি তার এলাকার থানায়ও মামলা দায়ের করে থাকতে পারেন। তাই, সেই ব্যক্তির থানায়ও মামলা করা হয়েছে কিনা খোঁজ নিতে হবে।
নাম ও ঠিকানার পাশাপাশি অনাকাঙ্খিত ঘটনার স্থান ও সম্ভাব্য সময়, তারিখ ও থানায় জানাতে হবে।
এতে করে যদি উক্ত ব্যক্তির নামে কোনো মামলা থাকে তাহলে তা অনুসন্ধান করানোর মাধ্যমে আপনি জানতে পারবেন।
২. আইনজীবির মাধ্যমে
আবার আপনি চাইলে কোর্টের মাধ্যমেও মামলা আছে কিনা সেই বিষয়টি জানতে পারবেন।এজন্য আপনার পরিচিত কোনো আইনজীবীর কাছে সকল প্রয়োজনীয় তথ্য যেমন উক্ত ব্যক্তির নাম, ও মামলা করতে পারে এমন সম্ভাব্য ব্যক্তির নাম, ঠিকানা, ঘটনাস্থল, সময়, সম্ভাব্য তারিখ ইত্যাদি দিতে হবে।
এসকল তথ্য দিলে, উকিলই আপনার হয়ে মামলার রেজিষ্টার চেক করবেন যে ওই ব্যক্তির নামে কোন মামলা আছে কিনা।
প্রত্যেক জেলা কোর্টে থানা অনুসারে কোর্ট ভাগ করা হয়ে থাকে। যেই ব্যাক্তির নামে মামলা অনুসন্ধান করতে চান, তার থানা কোর্ট এবং যিনি মামলা দায়ের করতে পারেন, তার থানা কোর্টের সি আর মামলা রেজিষ্টার চেক করে জানতে হবে কোন মামলা আছে কিনা।
এভাবে অনুসন্ধান করার পর যদি কারো নামে মামলা আছে জানতে পারেন তাহলে খুব দ্রুত তা সমাধান করার জন্য মামলার কাগজপত্র তুলে সঠিক ভাবে জামিনের ব্যবস্থা করতে হবে।
অনলাইনে মামলা দেখার উপায়
অনলাইনে শুধুমাত্র আদালতে চলমান বিভিন্ন মামলা সম্পর্কে জানা যায়, থানায় করা মামলার অবস্থা জানা যাবে না। ২ উপায়ে অনলাইনে মামলার অবস্থা জানা যাবে, ১ম উপায়টি হলো myCourt মোবাইল অ্যাপ এবং ২য় টি হলো, ই কার্যতালিকার ওয়েবসাইট https://causelist.judiciary.gov.bd/ এর মাধ্যমে।
দেখতে পারেন: অনলাইনে মামলা দেখার উপায়
কারো নামে মামলা থাকার সম্ভাবনা থাকলে দ্রুত তা জানার চেস্টা করতে হবে কারণ যত দ্রুত জানা যাবে তত দ্রুত জামিনের ব্যবস্থা করা সম্ভব হবে এবং আসন্ন বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে।