অনলাইনে মামলা দেখার উপায় | মামলার কার্যতালিকা
অধস্তন আদালতের যে কোন মামলার কার্যতালিকা অনলাইনে দেখতে পারবেন শুধুমাত্র মামলা নম্বর বা তারিখ দিয়ে। জেনে নিন অনলাইনে মামলা দেখার উপায়।
Google Play Store থেকে myCourt অ্যাপ ডাউনলোড করে বা ই কার্যতালিকা ওয়েবসাইট https://causelist.judiciary.gov.bd/ ভিজিট ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনে মামলার অবস্থা দেখা যায়।
অনলাইনে মামলার অবস্থা ও পরবর্তী নির্দেশনা সম্পর্কে জানা যায়। তাই আপনাকে ছোটখাট বিষয়গুলো জানার জন্য সবসময় আদালতে যাওয়া বা উকিলের সাথে দেখা করা অথবা ফোন করতে হবে না।
অনলাইনে শুধুমাত্র আদালতে চলমান বিভিন্ন মামলা সম্পর্কে জানা যায়, থানায় করা মামলার অবস্থা জানা যাবে না। চলুন অনলাইনে মামলা দেখার উপায় সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেয়া যাক।
অনলাইনে মামলা দেখার জন্য যা যা তথ্য লাগবে
অনলাইনে মামলা দেখার জন্য শুধুমাত্র আদালতের নাম, মামলা নম্বর ও মামলা সাল প্রয়োজন হবে। এছাড়া মামলার তথ্য চেক করার জন্য একটি স্মার্ট ফোন বা কম্পিউটার লাগবে।
অনলাইনে মামলা দেখার জন্য যা যা লাগবে:
- মামলার আদালতের বিভাগ ও জেলার নাম;
- যে আদালতে মামলা চলছে তার নাম;
- মামলা নম্বর;
- মামলার সাল।
মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে উপরোক্ত তথ্যগুলো দিয়ে আপনি খুব সহজেই মামলা অনুসন্ধান করতে পারবেন বা মামলার তথ্যগুলো বিস্তারিত ভাবে জানতে পারবেন।
অনলাইনে মামলা দেখার উপায়
অনলাইনে মামলা দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- ভিজিট করুন https://causelist.judiciary.gov.bd/;
- ‘মামলা অনুসন্ধান করুন’ মেন্যুতে যান;
- বিভাগ, জেলা ও অধস্তন আদালত সিলেক্ট করুন;
- মামলা নম্বর ও সাল (উদাহরণস্বরূপ: ১২০/২০২৩) দিয়ে অনুসন্ধান করুন
এছাড়া মোবাইল থেকে অনলাইনে মামলা দেখার জন্য Google Play Store থেকে আপনার মোবাইলে আমার আদালত – myCourt অ্যাপটি ইনস্টল করুন। অথবা সরাসরি https://causelist.judiciary.gov.bd/ সাইটে ভিজিট করেও মামলার কার্যতালিকা চেক করতে পারেন।
নিচে myCourt অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে মামলা দেখার নিয়ম ছবিসহ দেখানো হলো।
অধস্তন আদালতের মামলার দেখার উপায়
ই কার্যতালিকা ওয়েবসাইটের মাধ্যমে মামলার তথ্য দেখার জন্য এই লিংকে https://causelist.judiciary.gov.bd/ ক্লিক করে ভিজিট করুন। এরপর আদালতের বিভাগ, জেলা ও আদালতের নাম সিলেক্ট করুন। সবশেষে তারিখ দিয়ে অথবা মামলা নম্বর দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করে মামলার অবস্থা দেখতে পাবেন।
১. কোন নির্দিষ্ট তারিখ অনুযায়ী মামলা দেখার নিয়ম
কোন নির্দিষ্ট তারিখের দৈনিক কার্যতালিকা অনুযায়ী মামলা দেখার জন্য, আদালত যে বিভাগ ও জেলায় অবস্থিত তা সিলেক্ট করুন। এবার আদালতের নাম সিলেক্ট করুন। সবশেষে তারিখ দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করুন।
২. মামলা নম্বর দিয়ে মামলা দেখার নিয়ম
অনলাইনে মামলা নম্বর দিয়ে মামলা দেখার জন্য https://causelist.judiciary.gov.bd/ সাইটে ভিজিট করার পর উপরের মেন্যু থেকে মামলা অনুসন্ধান করুন বাটনে ক্লিক করুন। এরপর বিভাগ, জেলা ও অধস্তন আদালত সিলেক্ট করুন। সবশেষে মামলা নম্বর ও সাল (উদাহরণস্বরূপ: ১২০/২০২৩) দিয়ে অনুসন্ধান করে মামলা দেখতে পারবেন।
হাইকোর্ট মামলার কার্যতালিকা দেখার নিয়ম
হাইকোর্টের মামলা দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- ভিজিট করুন https://supremecourt.gov.bd/;
- ডানপাশের মেন্যু থেকে High Court Division অপশন থেকে Cause List লিংকে ক্লিক করুন;
- তারিখ সিলেক্ট করে Show বাটনে ক্লিক করুন।
কারো নামে মামলা আছে কিনা জানার উপায়
কারো নামে মামলা আছে কিনা তা তা আপনি দুটি ভাবে জানতে পারবেন একটি হলো নিকটস্থ থানায় যোগাযোগ করে এবং অপরটি হল কোর্টের মাধ্যমে।
যদি কারো নামে মামলা হওয়ার সম্ভাবনা থাকে এবং তিনি তা যাচাই করতে চান তাহলে উক্ত ব্যক্তিকে নিকটস্থ থানায় যোগাযোগ করে তার নাম, ঠিকানা এবং যে ব্যক্তি মামলা করতে পারে তার নাম, ঠিকানা সহ ঘটনার স্থান এবং সম্ভাব্য তারিখ দিয়ে অনুসন্ধান করতে পারবেন।
আবার কোর্টের মাধ্যমে মামলা আছে কিনা তা জানার জন্য পরিচিত আইনজীবী বা কোর্টে কাজ করে এমন কারো কাছে উপরোক্ত প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে কারো নামে মামলা আছে কিনা তা সহজেই জানতে পারবেন।
এভাবে মামলা অনুসন্ধান করার ফলে যদি কারো নামে মামলা হয়ে থাকে তাহলে দ্রুত মামলার কাগজপত্র তুলে জামিনের ব্যবস্থা করতে সহজ হবে।
অনলাইনে মামলা দেখা সম্পর্কিত – FAQ’s
অনলাইনে মামলা দেখার ওয়েবসাইট হচ্ছে https://causelist.judiciary.gov.bd/
অনলাইনে মামলা অনুসন্ধান করার মোবাইল অ্যাপটির নাম আমার আদালত – myCourt। Google Play Store থেকে ডাউনলোড করুন আমার আদালত – myCourt।
অনলাইনে মামলা দেখার জন্য আদালতের বিভাগ, জেলা, আদালতের ধরন, মামলা নম্বর, মামলার সাল অথবা তারিখ লাগবে।
কারো নামে মামলা আছে কিনা তা জানার জন্য মামলার সম্ভাব্য তারিখ ও ঘটনার সহ আপনার নাম, ঠিকানা এবং যে মামলা করতে পারে তার নাম, ঠিকানা দিয়ে নিকটস্থ থানা বা কোর্টের মাধ্যমে অনুসন্ধান করতে হবে।