আপনার বিদ্যুৎ বিল দেখুন – অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম ২০২৪

বিদ্যুৎ বিলের কাগজ হারিয়ে গেছে? চিন্তার কোন কারণ নেই, অনলাইনে বিদ্যুৎ বিল চেক করে ডাউনলোড করতে পারবেন আপনার বিদ্যুৎ বিলের কপি।

Advertisement
অনলাইনে বিদ্যুৎ বিল চেক
  • Save

যেকোনো কারণে বিদ্যুৎ বিলের কাগজ হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে, ঘরে বসে অনলাইনে বিদ্যুৎ বিল দেখতে পারবেন এবং আপনার বিদ্যুৎ বিলের টাকার পরিমাণ কত তা জানতে পারবেন।

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (BPDB) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিলের প্রয়োজনীয় তথ্য সাবমিট করার মাধ্যমে আপনি অনলাইন থেকে হারানো বিদ্যুৎ বিলের কাগজ ডাউনলোড করতে পারবেন। অন্যান্য কোম্পানী যেমন NESCO, DESCO এসবের বিল ও অনলাইনে চেক করা যায়।

Advertisement

আজকের আলোচনা আমরা জানবো বিদ্যুৎ বিল হারিয়ে গেলে করণীয় কি, বিদ্যুৎ বিল দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।

যেহেতু বিভিন্ন Distributor বা কোম্পানীর বিদ্যুৎ বিলের নিয়ম ভিন্ন তাই, সম্ভাব্য নিয়মগুলো আলাদাভাবে দেখানোর চেষ্টা করলাম।

অনলাইনে বিদ্যুৎ বিল চেক

অনলােইনে বিদ্যুৎ বিল চেক করার জন্য বিকাশ অ্যাপে লগইন করে Pay Bill অপশন থেকে Distributor Company সিলেক্ট করুন। এরপর মাসের নাম বাছাই করে Consumer Number/ Customer Number দিয়ে বিলের টাকা চেক করতে পারবেন। এছাড়া BPDB Website থেকেও Consumer Number দিয়ে BPDB বিল চেক করা যায়।

Advertisement

আপনি সরাসরি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে Bill information মেন্যু থেকে সকল মাসের বিল চেক করতে পারবেন।

বিভিন্ন কোম্পানির বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

চলুন জেনে নেওয়া যাক বিদ্যুৎ বিল দেখার নিয়ম বা বিল চেক করার নিয়ম সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য।

বিপিডিবি বিদ্যুৎ বিল চেক

বিপিডিবি বিদ্যুৎ বিল চেক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • BPDB এর বিল সফটওয়ারে প্রবেশ করুন এই লিংক থেকে http://119.40.95.162:8991/;
  • Customer Bill মেন্যুতে যান
  • Consumer no এবং Location code লিখুন;
  • Bill Month সিলেক্ট করে Generate Report ক্লিক করুন।
BPDB Electricity Bill Check Online
  • Save

বিপিডিবি বিদ্যুৎ বিল ডাউনলোড

বিপিডিবি বিদ্যুৎ বিল ডাউনলোড করার জন্য জন্য BPDB এর অফিসিয়াল সাইট http://119.40.95.162:8991/Pages/User/BillPrint.aspx লিংকে যান। এখানে ৮ ডিজিটের Consumer No, location code এবং bill month সিলেক্ট করে Generate Report বাটনে ক্লিক করে বিলের কাগজ ডাউনলোড করতে পারবেন।

Advertisement

ধাপ ১ – BPDB ওয়েবসাইটে প্রবেশ করুন 

অনলাইনে হারানো বিদ্যুৎ বিলের কাগজ বের করার জন্য বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট http://119.40.95.162:8991/Pages/User/BillPrint.aspx লিংকে যান।

ওয়েবসাইটে প্রবেশ করার পর ডান দিকের মেনুবার থেকে Customer Bill লেখা অপশনটিতে ক্লিক করতে হবে এবং পরবর্তী ধাপে যেতে হবে।

ধাপ ২ – বিলের তথ্য দিন 

পরবর্তী ধাপে বিদ্যুৎ বিলের কাগজ বের করার জন্য আপনার ৮ ডিজিটের Consumer no দিন, এরপর আপনার Location Code দিন এবং সবশেষে Bill Month সিলেক্ট করে নিচে Generate report লেখা অপশনে ক্লিক করলে বিদ্যুৎ বিলের কপি পাবেন।

ধাপ ৩ – বিলের কাগজ ডাউনলোড করুন 

আপনার দেয়া বিলের সকল প্রয়োজনীয় তথ্য সঠিক হলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার বিদ্যুৎ বিলের কাগজ স্ক্রিনে চলে আসবে। ডাউনলোড লেখা অপশন থেকে আপনি এই বিদ্যুৎ বিলের কাগজ পিডিএফ ফরমেটে ডাউনলোড করতে পারবেন অথবা ডাউনলোড করার পর প্রিন্ট করে বের করেও ব্যবহার করতে পারবেন।

Advertisement

এভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে হারানো বিদ্যুৎ বিলের কাগজ অনলাইন থেকে ডাউনলোড করে বের করতে পারবেন।

Consumer No ও Location code কোথায় পাবেন

আপনার হারানো বিদ্যুৎ বিলের কাগজ অনলাইন থেকে বের করার জন্য অবশ্যই আপনার consumer no এবং location code প্রয়োজন হবে। 

এক্ষেত্রে আপনার পুরাতন বিদ্যুৎ বিলের কাগজ থেকে আপনার consumer number এবং location code সংগ্রহ করে Bill month সিলেক্ট করে অনলাইনে BPDB ওয়েবসাইটে সাবমিট করতে হবে।

পল্লী বিদ্যুৎ বিল চেক

অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করার জন্য বিকাশ অ্যাপে লগইন করে পে বিল অপশনে যান। এরপর বিদ্যুৎ অপশন থেকে Palli Bidyut (Postpaid) সিলেক্ট করুন। সবশেষে মাসের নাম সিলেক্ট করুন এবং SMS Account Number দিয়ে পল্লী বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।

তাছাড়া মোবাইলে বিকাশের কোড ডায়াল করেও যে কোন বিদ্যুৎ বিল চেক করা যাবে। কোডের মাধ্যমে বিল দেখার নিয়ম হলো:

  • আপনার বিকাশ একাউন্ট আছে এমন মোবাইলে *২৪৭# ডায়াল করুন;
  • Pay Bill অপশন সিলেক্ট করুন;
  • তারপর Electricity Postpaid সিলেক্ট করুন;
  • তারপর Palli Bidyut সিলেক্ট করুন;
  • তারপর Check Bill সিলেক্ট করুন;
  • এরপর SMS Account Number দিয়ে Send করুন;

বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

বিকাশ অ্যাপ থেকে সম্পূর্ণ বিলের কপি পাওয়া না গেলেও বিদ্যুৎ বিলের টাকার পরিমাণ জানতে পারবেন এবং বিকাশ থেকেই পরিশোধ করতে পারবেন।

বিকাশে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
  • Save

বিকাশের অ্যাপের মাধ্যমে বিল চেক করার জন্য আপনার মোবাইল থেকে বিকাশ অ্যাপে লগইন করুন এবং নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • বিকাশ অ্যাপ থেকে বিল পে অপশন সিলেক্ট করুন;
  • এরপর বিদ্যুৎ অপশনে ট্যাপ করুন;
  • বিদ্যুৎ কোম্পানী সিলেক্ট করুন যেমন, BPDB (Postpaid) বা DESCO (Postpaid);
  • বিলের মাস (Bill Month) সিলেক্ট করুন;
  • Consumer Number/ Customer Number বা Account Number দিন;
  • এরপর “পে বিল করতে এগিয়ে যান” বাটনে ট্যাপ করলে বিলের পরিমাণ দেখতে পাবেন।

আপনার বিদ্যুৎ বিলের সকল তথ্য সঠিক হলে উপরের ২টি উপায়েই খুব সহজে অনলাইনে আপনার বিদ্যুৎ বিল চেক করতে বা বিল দেখতে পারবেন।

বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম খুবই সহজ। কোন ঝামেলা ছাড়াই বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করে ফেলতে পারেন।

বিদ্যুৎ বিল হারিয়ে গেলে যা করণীয়

অনেক সময় বিভিন্ন অনাকাঙ্খিত কারণে আমাদের বাসা, বাড়ি, অফিস, দোকানের বিদ্যুৎ বিলের কাগজ হারিয়ে যায় এবং বিদ্যুৎ বিল দিতে হয়রানিরর শিকার হতে হয়। তবে বিদ্যুৎ বিলের কাগজ হারিয়ে গেলে আর চিন্তার কোন কারণ নেই। উপরের দেখানো নিয়মে অনলাইন থেকেই খুব সহজে বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।

শেষ কথা 

অনলাইনে হারানো বিদ্যুৎ বিলের কাগজ বের করার জন্য উপরে দেয়া নিয়ম গুলো ধাপে ধাপে সঠিকভাবে অনুসরণ করলে খুব সহজে ঘরে বসেই আপনি আপনার হারানো বিদ্যুৎ বিলের কাগজ ডাউনলোড করতে পারবেন।

এছাড়া উপরে দেয়া নিয়ম গুলো অনুসরণ করে খুব সহজেই ঘরে বসে অনলাইনে বিদ্যুৎ বিলের সকল তথ্য দেখতে পারবেন বা চেক করতে পারবেন।

Advertisement

Similar Posts