ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২৪

আপনি কি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স করার কথা ভাবছেন? এই ব্লগে জানতে পারবেন International Driving License করার নিয়ম এবং কি কি কাগজপত্র লাগবে সব কিছু।

Advertisement
ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম
  • Save

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স হচ্ছে মূলত International Driving Permit যাকে সংক্ষেপে IDP বলা হয়। International Automobile Federation অর্থাৎ FIA তার সদস্য এসোসিয়েশনের মাধ্যমে এরকম IDP বা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ইস্যু করে থাকে।

বাংলাদেশে FIA এর মেম্বার এসোসিয়েশন হচ্ছে Automobile Association of Bangladesh এবং এটিই বাংলাদেশে IDP ইস্যু করে। বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকলে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি দিয়ে আবেদন করে খুব সহজে আপনি একটি International Driving Permit পেতে পারেন।

Advertisement

বাংলাদেশী ড্রাইভিং লাইসেন্স না থাকলে অনলাইনে আবেদন করে ও ফিল্ড টেস্ট দিয়ে সহজেই ডাকযোগে ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। দেখুন – ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স
  • Save

আসুন এবার জেনে নেয়া যাক, এজন্য কি কি লাগবে এবং কিভাবে আবেদন করবেন।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগবে

বাংলাদেশ থেকে International Driving License করতে আপনার পাসপোর্ট, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয় পত্রের কপি লাগবে।

Advertisement

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার জন্য যেসকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেগুলো হলো:

  • পাসপোর্ট এর ফটোকপি;
  • বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স এর কপি (মেয়াদ কমপক্ষে ১ মাস);
  • ১ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও ৪ কপি স্ট্যাম্প সাইজের ছবি;
  • ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও ৫ কপি স্ট্যাম্প সাইজের ছবি;
  • ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ফরম;
  • আবেদন ফি ২৫০০ টাকা।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম

বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনার BRTA Driving License থাকতে হবে। এরপর নির্ধারিত আবেদন ফরম পূরণ করে তার সাথে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সের কপি, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি পরিশোধ করে Automobile Association of Bangladesh অফিসে গিয়ে আবেদন করুন।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম অর্থাৎ International Driving Permit এর জন্য কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত প্রক্রিয়া নিচে আলোচনা করা হলো।

ধাপ ১: আবেদন ফরম পূরন করুন

প্রথমে আপনাকে International Driving Permit এর জন্য AA Bangladesh এর নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে।

Advertisement

অবশ্যই সকাল ১০.৩০ থেকে বিকাল ৩.৩০ এর মধ্যে অফিস চলাকালীণ আবেদন জমা দিতে হবে। খেয়াল রাখবেন আবেদন ফরম যেন সঠিক ও নির্ভুলভাবে পূরণ করেন প্রয়োজনীয় সব কাগজপত্র ঠিক থাকে।

আবেদন প্রক্রিয়া নিয়ে আর কোন প্রশ্ন বা তথ্যের জন্য সরাসরি AA Bangladesh অফিসে ফোন করতে পারেন অথবা ইমেইল করেও কোন তথ্য জানতে পারেন।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আবেদন ফরম

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ফরম
  • Save

Automobile Association of Bangladesh এর ফোন নম্বর হচ্ছে +8802 9341 3342 । এছাড়া ইমেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়।

ধাপ ২: প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিন

আবেদন ফরমের সাথে জাতীয় পরিচয় পত্রের কপি, পাসপোর্ট এর কপি, স্ট্যাম্প ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি, BRTA Driving License এর ফটোকপি আবেদন ফরমের সাথে জমা দিতে হবে।

Advertisement

আবেদন ফরম পূরণ করতে আপনাকে যেসব তথ্য দিতে হবে, এগুলো হচ্ছে:

  1. বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সের তথ্য;
  2. নাম, জন্ম তারিখ ও ঠিকানা;
  3. রক্তের গ্রুপ, পেশা;
  4. পাসপোর্টের তথ্য;
  5. মোবাইল নাম্বার;
  6. ফিজিক্যাল ফিটনেস সম্পর্কে তথ্য ;

ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটের আবেদন ফি হলো ২৫০০ টাকা। সাধারণ ক্যাটাগরি আবেদন ফি ২৫০০ টাকা; তবে কেউ যদি দ্রুত বা ৭ দিনের মধ্যে IDP পেতে চায় তাহলে আবেদন ফি হিসেবে ৩৫০০ টাকা পরিশোধ করতে হবে।

ধাপ ৩: অনুমোদনের জন্য অপেক্ষা করুন

আবেদন ফরম পূরণ করে সকল প্রয়োজনীয় কাগজপত্রের সাথে জমা দেওয়ার পর এখন আপনাকে Driving Permit অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে।

আপনার দেওয়া সকল তথ্য সঠিক এবং নির্ভুল হলে ৭ থেকে ১৫ দিনের মধ্যে আপনি লাইসেন্সটি হাতে পাবেন। তবে সকল তথ্য প্রদানের পরও কোন সমস্যা হলে লাইসেন্স হাতে পেতে ২ থেকে ৩ মাস পর্যন্ত সময় লাগতে পারে।

ধাপ ৬: IDP সংগ্রহ করুন

নির্দিষ্ট সময়ের পর আপনার Internationa Driving Permit আবেদনটি অনুমোদিত হলে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। তখনি আপনি AAB অফিস থেকে আপনার IDP সংগ্রহ করতে পারবেন।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোন কোন দেশে গাড়ি চালানো যাবে

বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, সিঙ্গাপুর, পাকিস্তান, সৌদি আরব, আরব আমিরাত সহ বিশ্বের প্রায় 150 টি দেশে গাড়ি চালানোর অনুমতি রয়েছে। এসব দেশে IDP ব্যবহার গাড়ি চালানোর ‍অনুমতি দেয়।

International Driving Permit দিয়ে আপনি যেসকল দেশে গাড়ি চালাতে পারবেন সেগুলো হলো:

  • ইউরোপ: অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া, আইসলেন্ড, ইটালি, নরওয়ে, পোল্যান্ড, স্পেন, রোমানিয়া, সুইডেন, পর্তুগাল, সুইজারল্যান্ড ইত্যাদি;
  • উত্তর আমেরিকা: কানাডা, মেক্সিকো, আমেরিকা;
  • দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, উরুগুয়ে, পেরু, চিলি, কলম্বিয়া, ব্রাজিল;
  • এশিয়া: চীন, ইন্দোনেশিয়া, জাপান,সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল, কোরিয়া, তুর্কি, ভিয়েতনাম;
  • আফ্রিকা: আলজেরিয়া, মিশর, মরক্কো, নামিবিয়া, তুনিশিয়া ইত্যাদি

এছাড়াও আরো বিভিন্ন দেশে IDP ব্যবহার করে গাড়ি চালানো সম্ভব তবে অবশ্যই উক্ত দেশের কর্তৃপক্ষের সাথে পূর্বে আলোচনা করে নেওয়া উচিত।

শেষকথা

পৃথিবীর অন্যান্য দেশে Driving License পেতে অনেক ‍Strict নিয়ম মানতে হয়। তাই বাংলাদেশে থেকেই যদি একটি IDP সংগ্রহ করা যায় তা দিয়ে বিভিন্ন দেশে সহজেই ড্রাইভিং করা যাবে। তবে এজন্য নিজ দেশের ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ BRTA Driving License থাকতে হবে।

International Driving License করার প্রক্রিয়াটি আগে না জানলেও এখন নিশ্চই পুরোপুরি জেনেছেন। এধরণের বিভিন্ন প্রয়োজনীয় সেবা বিষয়ে তথ্য ও পরামর্শ পেতে নিয়মিত ভিজিট করুন- eservicesbd.com, ধন্যবাদ।

ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত আরও তথ্য

FAQ’s

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এর আবেদনের জন্য কোথায় যোগাযোগ করতে হবে? 

International Driving Permit পাওয়ার জন্য Automobile Association of Bangladesh এর সাথে যোগাযোগ এবং যথাযথ নিয়ম মেনে আবেদন করতে হবে। AA Bangladesh এর ঠিকানা

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ কতদিন 

International Driving License এর মেয়াদ ১ বছর।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট প্রসেসিং হতে কত সময় লাগে?

সাধারণত কাগজপত্র ঠিক থাকলে ৭-১৫ দিনের মধ্যে লাইসেন্স পাওয়া যায়।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে?

বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে হলে আবেদন ফি হিসেবে 2500 টাকা লাগে।

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।