বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট ২০২৪

বাংলাদেশে খুব কমসংখ্যক সিঙ্গাপুরের বৈধ ভিসা এজেন্ট রয়েছে। ভুয়া এজেন্সি ও দালালের প্রতারণা থেকে বাঁচতে দেখুন সিঙ্গাপুর ভিসা এজেন্টদের নাম ও ঠিকানাসহ লিস্ট।

Advertisement
বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট
  • Save

সবাইকে শুভেচ্ছা। যারা নতুনভাবে সিঙ্গাপুর যেতে চান অথবা ভিসার আবেদন করতে যাচ্ছেন, তারা হয়তো সিঙ্গাপুরের অথরাইজড ভিসা এজেন্টদের তালিকা খুঁজছেন। তাই এখানে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট তাদের ঠিকানা ও ফোন নাম্বার সহ শেয়ার করা হলো।

সিঙ্গাপুর বাংলাদেশিদের জন্য অত্যন্ত পছন্দের একটি দেশ। প্রতিবছরই আমাদের দেশ থেকে হাজার হাজার মানুষ সিঙ্গাপুরে বেড়াতে যায় অথবা সিঙ্গাপুর ওয়ার্ক ভিসা নিয়ে যায়।

Advertisement

সিঙ্গাপুর যাওয়ার জন্য বাংলাদেশের অনেকগুলো ভিসা এজেন্সি রয়েছে। কিন্তু তারপরও অনেকেই বিভিন্ন দালালের মাধ্যমে ভিসার আবেদন করে পড়ে সর্বহারা হয়ে গেছে। বাংলাদেশের খুব কম সংখ্যক Authorized Singapore Visa Agency রয়েছে। অপরদিকে অসংখ্য ভূয়া এজেন্সি রয়েছে তারা সিঙ্গাপুরের ভিসা নামে অনেক ভূয়া অবৈধ বিষয় দিয়ে থাকে।

তাই আপনি যাদের সেইসব ভুয়া এজেন্সি ও দালালদের খপ্পরে না পড়েন তার জন্য বৈধ সিঙ্গাপুর ভিসা এজেন্টদের তালিকা শেয়ার করলাম।

আরও দেখুন- সিঙ্গাপুর ভিসা প্রসেসিং

বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট

SerialVisa AgentContact
1Discovery Tour & LogisticsSuite # B-7, House # 11, Road # 17 Block # D, Banani, Dhaka-1213. Phone: +8801713444361,+8801713444369
2আন্তর্জাতিক ভ্রমণ কর্পোরেশনগুলশান, টেলিফোন: 9885479-80, 9862788, 9850940, 9855647, 9842645
3লেক্সাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসRupayan Trade Centre (3rd Floor), 114 Kazi Nazrul Islam Avenue, Bangla Motor Dhaka-1000. Bangladesh. Phone: 01678000266, 01678000264. Email: [email protected]
4নভোএয়ার লিমিটেডবনানী, টেলিফোন: 55042385, হটলাইন: 01978443717
5পার্কওয়ে হসপিটালস সিঙ্গাপুর প্রাইভেট লিঃগুলশান টেলিফোন: 9850422, 01736000000 (24 ঘন্টা হেল্প লাইন)
6রিজেন্সি ট্রাভেলস লিমিটেডবনানী টেলিফোন: 9821982, 9888270, 9848057 উত্তরা টেলিফোন: 01720961740
7সাইমন ওভারসিজগুলশান টেলিফোন: 9882273-74, 9881408, 9885307-08 ext 124
8সিল্কওয়েজ কার্গো সার্ভিসেস লিমিটেডগুলশান টেলিফোন: 9888211-20 ext 130, 131
9ইউনিয়ন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডগুলশান টেলিফোন: 9854566-77 ext 429
10ভ্যালেন্সিয়া এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরসমতিঝিল টেলিফোন: 7113703, 7118695, 7122343 গুলশান টেলিফোন: 8837344
11ভিক্টরি ট্রাভেলস লিমিটেডমতিঝিল, টেলিফোন: 9550916, 9556129, 9561471, 9562397
বনানী, টেলিফোন: 9820146, 9820193, 9820179
12মেডিকনসাল্ট লিমিটেডগুলশান, টেলিফোন: 029892828, 029840033
13ট্যালন কর্পোরেশন লিমিটেডগুলশান, টেলিফোন: 9894028, 9896909
বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের তালিকা

Information Source: বাংলাদেশে অনুমোদিত সিঙ্গাপুর ভিসা লিস্টটি নেয়া হয়েছে Ministry of Foreign Affairs, Singapore থেকে।

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্যের জন্য দেখতে পারেন- ‍Singapor Visa Application for Bangladesh Nationals

সিঙ্গাপুর ভিসা সংক্রান্ত আরও তথ্য

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।