জানুন সিঙ্গাপুরে কোন কাজের চাহিদা বেশি ও বেতন কত

কাজের ভিসায় সিঙ্গাপুর যেতে চান? তাহলে আপনার জানা উচিত বর্তমানে সিঙ্গাপুরে কোন কাজের চাহিদা বেশি এবং বেতন কত।

Advertisement

সিঙ্গাপুর একটি উন্নত দেশ যেখানে কাজের সুযোগ অনেক বেশি। বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে কাজের ভালো ভালো সুযোগ পাওয়া যায়।

আজকের ব্লগে সিঙ্গাপুরে কি কি কাজের চাহিদা বেশি, কাজের বেতন কত, সিঙ্গাপুর যেতে কত বয়স লাগে, কি ধরনের কাজের সুযোগ পাওয়া যায় এসব সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব।

সিঙ্গাপুরে বিভিন্ন ধরনের কাজের মধ্যে নির্মান, মেরামত, ওয়েল্ডিং এ ধরনের কাজের চাহিদা অনেক বেশি বলা যায়। কাজের অনেক সেক্টর থাকায় চাহিদাসম্পন্ন কাজও অনেক বেশি। তবে বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ নির্মান শ্রমিক ও টেকনিশিয়ান হিসেবে সিঙ্গাপুর কাজের ভিসা পেয়ে থাকে।

Advertisement

সিঙ্গাপুরে কোন কাজের চাহিদা বেশি

বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুরে সবচেয়ে চাহিদাপূর্ণ চাকরির মধ্যে রয়েছে নির্মাণ শ্রমিক, ফ্যাক্টরি শ্রমিক, মেরিন এবং অফশোর টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ার, নার্স, আইটি এক্সপার্ট ইত্যাদি। এই সেক্টরগুলো প্রায়ই বিভিন্ন ভূমিকায় দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়।

সিঙ্গাপুর উন্নতশীল দেশগুলোর মধ্যে অন্যতম। সিঙ্গাপুরে কাজের বিভিন্ন সেক্টর আছে। তবে Welding বা নির্মান কাজের চাহিদা এখানে অনেক বেশি।

আরও পড়তে পারেন- সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি

Advertisement

সিঙ্গাপুরে যেসব চাকরির চাহিদা বেশি তা বিস্তারিত আলোচনা করা হলো:

১. নির্মাণ শ্রমিক (Construction Workers)

সিঙ্গাপুরে ক্রমবর্ধমান নির্মাণ শিল্পের জন্য নির্মান কাজের চাহিদা অনেক বেশি এবং এর জন্য প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। বাংলাদেশ থেকে নির্মান কাজের জন্য অনেক দক্ষ-অদক্ষ শ্রমিক সিঙ্গাপুরে গমন করে।

বিভিন্ন বিল্ডিংয়ের নির্মাণ কাজের অন্তর্ভুক্ত সকল কাজ যেমন প্লাম্বার, ইলেক্ট্রিক্যাল কাজ, ওয়েল্ডিং এর কাজ ইত্যাদি কাজের চাহিদা ও বেতন অনেক বেশি।

২. ফ্যাক্টরি শ্রমিক (Factory Workers)

সিঙ্গাপুরের একটি শক্তিশালী উৎপাদন খাত রয়েছে যেখানে প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন। উৎপাদন কর্মী, মেশিন অপারেটর, টেকনিশিয়ান, ধাতুর কাজ, যন্ত্রপাতি উৎপাদন ইত্যাদি কাজের চাহিদা অনেক বেশি।

Advertisement

তবে এই সব কাজের সুযোগ পেতে হলে অবশ্যই দক্ষতার পরিচয় দিতে হবে। ম্যানুফ্যাকচারিং এর কাজ চাহিদাসম্পন্ন হওয়ায় বাংলাদেশ থেকে অনেক মানুষ এই কাজের জন্য সিঙ্গাপুরে গমন করে।

দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে সিঙ্গাপুরে কাজের অনেক সুযোগ রয়েছে। এক্ষেত্রে অধিক চাহিদাসম্পন্ন কাজের সুযোগ ও বেতন দুটোই অনেক বেশি।

৩. পরিষ্কার পরিচ্ছন্নতা ও রক্ষনাবেক্ষন কর্মী (Cleaner)

বিভিন্ন বিল্ডিং, রাস্তা, কর্মস্থল ইত্যাদি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং রক্ষনাবেক্ষনের জন্য সিঙ্গাপুরে অনেক শ্রমিক নিয়োগ দেয়া হয়।

সিঙ্গাপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রক্ষনাবেক্ষনের কাজের চাহিদা তুলনামূলক ভাবে অনেক বেশি। এর ফলে প্রতিবছর বিভিন্ন দেশ থেকে এ ধরনের কর্মী নিয়োগ দেয়া হয়।

Advertisement

৪. নার্স (Nurses)

সিঙ্গাপুরে বিভিন্ন হাসপাতালের জন্য নার্সিং বা বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা মূলক কাজের চাহিদা অনেক বেশি। নার্স, স্বাস্থ্যসেবা সহকারী, কনস্টেবল, আয়া, ডাক্তারের সহযোগী ইত্যাদি কাজের জন্য অনেক শ্রমিক নেয়া হয়। এধরনের কাজের চাহিদা এবং বেতন অন্যান্য দেশের তুলনায় সিঙ্গাপুরে অনেক বেশি।

৫. সিঙ্গাপুরে হোটেল বয় কাজের চাহিদা

সিঙ্গাপুরে হোটেল স্টাফ ও ওয়েটার হিসেবে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আজকাল, সিঙ্গাপুরে অনেক হোটেল বয় জব আছে এবং এগুলোতে বেতন মাসে ১৫০০ থেকে ২০০০ সিঙ্গাপুর ডলার পর্যন্ত হয়ে থাকে।

আপনি যদি হোটেল বয় হিসাবে একটি রেস্তোরাঁয় কাজ করেন তবে আপনাকে আবর্জনা, টেবিল পরিষ্কার, খাবার পরিবেশন এবং খাবার রান্নাঘরে নিয়ে যাওয়া এসব কাজ করতে হবে।

সিঙ্গাপুরে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ব্যবসার কাজে গিয়ে থাকে তাই তারা খাবারের জন্য বিভিন্ন রেস্তোরাঁ, রেস্টুরন্ট এবং হোটেলে সবসময় ভিড় লেগে থাকে। বাড়তি কাস্টমারের হ্যান্ডেল করার জন্য এখানে প্রচুর পরিমানে ওয়েটার ও স্টাফ প্রয়োজন হয়ে থাকে।

৬. ইঞ্জিনিয়ার 

সিঙ্গাপুরে ইঞ্জিনিয়ারিং কাজের খুব ভালো চাহিদা আছে, বিশেষ করে মেরিন ইঞ্জিনিয়ার। যথেষ্ট দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে এই কাজ করা সম্ভব।

জাহাজ নির্মান, জাহাজ মেরামত, জাহাজের বিভিন্ন ইলেক্ট্রিক্যাল কাজ, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি কাজের জন্য সিঙ্গাপুরে অনেক শ্রমিকের প্রয়োজন হয়। এতে করে বুঝা যায় যে এধরনের কাজ সিঙ্গাপুরে কতটা চাহিদাসম্পন্ন। 

৭. সফটওয়্যার, এআই ও ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট

ডিজিটাল যুগে, প্রযুক্তি এবং আইটি প্রতিটি শিল্পের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সিঙ্গাপুর একটি প্রযুক্তি-চালিত দেশ হওয়ায় এখানে আইটি খাতে অনেক চাকরীর সুযোগ তৈরি হচ্ছে। Data Analysis, Programing and Software, Artificial Intelligence, Digital Marketing এর মত খাতগুলোতে এখনো দক্ষ লোকের অভার রয়েছে সিঙ্গাপুরে।

এই সেক্টরে যাদের ভাল দক্ষতা রয়েছে তারা সহজেই এসব চাকরীর পাওয়ার চেষ্টা করতে পারেন। এসব খাতের বেতন অনেক বেশি যেখানে বেতন প্রায় ৪০০০ থেকে ৬০০০ সিঙ্গাপুর ডলার হয়ে থাকে। এসব ফিল্ডে ভাল অভিজ্ঞতা অর্জন করলে ভবিষ্যতে আপনি আরও ভাল ভাল সুযোগ পেতে পারেন।

সিঙ্গাপুর বেতন কত

সিঙ্গাপুরে শ্রমিক ক্যাটাগরিতে বেতন গড়ে ২০০০ থেকে ৩০০০ সিঙ্গাপুর ডলার হয়ে থাকে। এছাড়া নার্স, শিক্ষক, ইন্জিনিয়ার এবং আইটি এক্সপার্টদের বেতন ৩০০০ থেকে ৬০০০ সিঙ্গাপুর ডলার পর্যন্ত হয়ে থাকে। নির্দিষ্ট চাকরি ও শিল্পের উপর নির্ভর করে একজন শ্রমিকের বেতন কম বেশি হতে পারে।

দক্ষ শ্রমিক হিসেবে যারা কাজ করে বা যাদের দক্ষতা এবং অভিজ্ঞতা অনেক বেশি তাদের বেতন অনেক বেশি হয়ে থাকে। আবার যাদের দক্ষতা কম তাদের বেতন অনেক কম হওয়ার সম্ভাবনা থাকে।

সিঙ্গাপুরে অদক্ষ শ্রমিকদের বা কম অভিজ্ঞ শ্রমিকদের বেতন শুরু হয়ে প্রায় ৩০ হাজার টাকা থেকে। তবে আস্তে আস্তে বেতনের পরিমান বৃদ্ধি পায়।

নতুন অবস্থায় ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন হলেও কাজের দক্ষতা ও সময়ের সাথে সাথে তা ৭০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। সিঙ্গাপুরের গড় বেতন প্রায় ৪৬ হাজার টাকা। একজন শ্রমিকের সর্বনিম্ম বেতন ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লক্ষ টাকা হতে পারে।

বেতনের পরিমান সিঙ্গাপুরে উক্ত কাজের চাহিদা, শ্রমিকের দক্ষতা ও অভিজ্ঞতা এবং কাজের পরিমানের উপর নির্ভর করে।

Expected Salary for Different Jobs in Singapore

SerialJobsExpected Salary in Singapore Dollar
1Construction worker2,000-3,000
2Factory worker2,500-3,500
3Cleaner1,500-2,000
4Driver2,500-3,500
5Hotel Staff1,500-2,000
6Cook2,000-3,000
7Nurse3,000-4,000
8Teacher3,500-4,500
9Engineer4,000-5,000
10IT professional5,000-6,000

সিঙ্গাপুর যেতে কত বয়স লাগে

বিভিন্ন কাজের জন্য শ্রমিকদের বয়সসীমা সম্পর্কিত নির্দেশনা সিঙ্গাপুরের সরকার কর্তৃক নির্ধারন করে দেয়া হয়।বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে কাজের ভিসায় যাওয়ার সর্বনিম্ন বয়স হলো ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৫০ বছর। তবে সিঙ্গাপুরের নাগরিক হলে ১৬ বছর থেকেই বিভিন্ন বিধিনিষেধ মেনে কাজ করা সম্ভব।

সিঙ্গাপুরে কাজের অবসর নেওয়ার বয়স হলো ৬২ বছর।  বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৫০ বছর বয়স পর্যন্ত সিঙ্গাপুর কাজের উদ্দেশ্যে যাওয়া যাবে।

সর্বনিম্ম এবং সর্বোচ্চ যাদের বয়স তারা কত ঘন্টা কাজ করতে পারবে, কতদিন কাজ করতে পারবে, কোন কোন কাজ করতে পারবে তা সরকার প্রদত্ত বিধিনিষেধ এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।

FAQs

সিঙ্গাপুরে কি কি কাজের চাহিদা বেশি?

সিঙ্গাপুরে সবচেয়ে চাহিদাপূর্ণ কাজের মধ্যে রয়েছে নির্মাণ শ্রমিক, ফ্যাক্টরি শ্রমিক, ড্রাইভার, মেরিন এবং অফশোর টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ার, নার্স, আইটি এক্সপার্ট ইত্যাদি।

সিঙ্গাপুর যেতে কত বছর বয়স লাগে?

সিঙ্গাপুর যেতে কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৫০ বছর বয়স লাগে।

সিঙ্গাপুরে ওয়েল্ডিং কাজের বেতন কত?

সিঙ্গাপুর ওয়েল্ডিং কাজের বেতন ২০০০ থেকে ৩০০০ সিঙ্গাপুর ডলার হয়ে থাকে।

সিঙ্গাপুরে কোন কাজের বেতন বেশি

সিঙ্গাপুরে IT Expert দের বেতন সবচেয়ে বেশি। একজন IT Professional মাসে প্রায় ৫০০০ থেকে ৬০০০ সিঙ্গাপুর ডলার বেতন পেয়ে থাকে।

শেষকথা

সিঙ্গাপুরের চাহিদাসম্পন্ন কাজের জন্য যথেষ্ট দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারলে চাকরির অনেক সুযোগ পাওয়া সম্ভব এবং অধিক বেতনে কাজে করা সম্ভব।

সিঙ্গাপুর ভিসা সংক্রান্ত আরও তথ্য

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।