অনলাইনে বাহরাইন ভিসা চেক করার নিয়ম | Bahrain Visa Check

আপনি কি বাহরাইন ভিসার জন্য আবেদন করেছেন? দেখুন কিভাবে অনলাইনে বাহরাইন ভিসা চেক করবেন।

Advertisement

এই ব্লগে বাহরাইনের ভিসা চেক করার নিয়ম, বাহরাইন ভিসা পাওয়ার উপায়, বাহরাইন ভিসা খোলা না বন্ধ এ সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

বাংলাদেশ থেকে অনেক মানুষ বাহরাইনে কাজের জন্য, ভ্রমণের উদ্দেশ্য, পড়াশোনার জন্য যায়। বিদেশ গমনের পূর্বে ভিসা যাচাই করে গেলে দালাল বা অসাধু এজেন্সির প্রতারণা এড়ানো সম্ভব।

তাই, প্রতারণা এড়াতে ভিসা চেক করে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিই অনলাইনে বাহরাইন ভিসা চেক করার প্রক্রিয়া সম্পর্কে।

Advertisement

Bahrain Visa চেক করতে কি কি লাগবে

ঘরে বসে অনলাইনে বাহরাইন ভিসা চেক করতে পারবেন বাহরাইনের Labour Market Regulatory Authority ওয়েবসাইট থেকে। অনলাইনে নিচের যে কোন ১টি তথ্য দিয়ে ভিসা চেক করা যাবে:

  • Passport Number;
  • আবেদনের Application ID;
  • Work Permit Number
  • আবেদনের ইনভয়েস থেকে পাওয়া ভিসা নম্বর Visa Number
  • বাহরাইন Identity Card

বাহরাইন ভিসা চেক করার নিয়ম

Bahrain Labour Market Regulatory Authority ওয়েবসাইট থেকে বাহরাইন ভিসা চেক করা যাবে। বাহরাইন ভিসা চেক করতে নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন:

  • ভিজিট করুন Registered Workers Eligibility লিংকে;
  • Passport অপশন সিলেক্ট করুন;
  • Passport Number লিখুন এবং Bangladesh Select করুন;
  • I’m not a robot টিক দিয়ে ক্যাপচা পূরণ করুন;
  • Search বাটনে ক্লিক করে ভিসা যাচাই করুন।

বাহরাইনের ভিসা যাচাই করার বিস্তারিত প্রক্রিয়াটি নিচে ধাপে ধাপে দেখানো হলো।

Advertisement

ধাপ ১: বাহরাইন ওয়েবসাইটে প্রবেশ 

অনলাইনে বাহরাইন ভিসা চেক করার জন্য প্রথমে ভিজিট করুন বাহরাইনের Labour Market Regulatory Authority (https://www.lmra.gov.bh/) ওয়েবসাইটে। এখানে Service মেন্যু থেকে Registered Worker Eligibility লিংকে ক্লিক করুন।

বাহরাইন ভিসা চেক

ধাপ ২: প্রয়োজনীয় তথ্য দিয়ে ভিসা চেক 

এই ধাপে আপনি ৪টি ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে ভিসা চেক করার অপশন পাবেন। এগুলো হলো, বাহরাইনের ID Card Number, Work Permit Number, Application ID এবং আপনার বাংলাদেশি Passport Number। সবচেয়ে সুবিধা আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা।

বাহরাইন ভিসা চেক

নিচে সবগুলো অপশন দিয়ে ভিসা চেক করার প্রক্রিয়া দেখানো হলো।

Identity Card 

বাহরাইন সরকার কর্তৃক প্রদত্ত আপনার Bahrain Identity Card এর Personal Number দিয়ে ভিসা চেক করতে পারবেন। এখানে Identity Card অপশনটি সিলেক্ট করে আপনার কার্ড নাম্বারটি Personal Number লেখা খালিঘরে টাইপ করে I’m not a robot ক্যাপচা পূরণ করে Search এ ক্লিক করতে হবে।

Advertisement

Work Permit 

আপনার ওয়ার্ক পারমিট নাম্বার দিয়ে আপনি অনলাইনে বাহরাইনের ভিসা চেক করতে পারবেন। এখানে Work Permit অপশনে ক্লিক করে নিচে Work Permit Number লেখা খালিঘরে আপনার ওয়ার্ক পারমিট নাম্বার টাইপ করে দিতে হবে।

Application ID

আপনার আবেদনের সময় প্রাপ্ত এপ্লিকেশন আইডি দিয়েও আপনি ভিসা চেক করতে পারবেন। এখানে Application ID অপশন সিলেক্ট করে নিচে Application Number এর পাশের খালিঘরে আপনার এপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে ক্যাপচা পূরণ করে Search লেখাতে ক্লিক করতে হবে। 

Passport 

আপনি পাসপোর্ট নাম্বার দিয়েও অনলাইনে ভিসা চেক করতে পারবেন। এখানে Passport লেখাতে ক্লিক করে নিচে Passport Number লেখা খালিঘর আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে পূরণ করতে হবে। এরপর ডানদিকে Choose a Country অপশন থেকে Bangladesh সিলেক্ট করে ক্যাপচা পূরণ করে Search এ ক্লিক করতে হবে।

এভাবে আপনার Identity Card, Work Permit, Application ID, Passport এর তথ্য দিয়ে ক্যাপচা পূরণ করে Search এ ক্লিক করলেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার বাহরাইন ভিসার সকল তথ্য আপনি স্ক্রিনে দেখতে পাবেন।

Advertisement

ভিসা চেক সংক্রান্ত আরও তথ্য

অনলাইনে বাহরাইন ভিসা চেক করার সুবিধা 

আজকাল অসাধু এজেন্সি বা দালালের ফাদে পড়ে ভুল ভিসা নিয়ে বিদেশে যেয়ে প্রতারিত হওয়ার ঘটনা বেড়েই চলছে। এধরনের প্রতারণা এড়াতে ভ্রমণের আগে নিজেই ভিসা চেক করে নেয়া উচিত। এ ধরনের প্রতারণার ফলে মানুষ বিদেশ গমনের পর আর্থিক সমস্যার শিকার হচ্ছে এবং অনেকে সর্বশান্ত হচ্ছে।

উপরের ধাপগুলো অনুসরণ করে আপনি ঘরে বসে নিজেই অনলাইনে আপনার বাহরাইন ভিসার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। তাই বিদেশ গমনের পূর্বে নিজেই ভিসা চেক করে নিলে এধরনের প্রতারণা এড়ানো সম্ভব।

বাহরাইন ভিসা পাওয়ার উপায় 

বাংলাদেশ থেকে Bahrain Visa পাওয়ার জন্য প্রথমেই বাহরাইন ভিসার জন্য আবেদন করতে হবে। বাংলাদেশে অনেক ভিসা এজেন্সি আছে। এছাড়াও নিকট আত্নীয় এর সাথে যোগাযোগ করতে পারেন। এদের মাধ্যমে আপনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ফরম পূরন করে বাহরাইন ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ভিসা এজেন্সির সাথে যোগাযোগ করে আবেদন ফরম পূরন করে জমা দেয়ার কয়েক মাসের মধ্যে ভিসা প্রসেসিং হয়ে যাবে। এভাবে আপনি বাংলাদেশ থেকে বাহরাইন ভিসা পেতে পারেন।

বাহরাইন ভিসা খোলা না বন্ধ?

বর্তমানে বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য Bahrain Visa খোলা আছে। করোনাকালীন পরিস্থিতির কারনে বাংলাদেশের নাগরিকদের জন্য দীর্ঘদিন বাহরাইন ভিসা বন্ধ ছিল। বর্তমানে ২০২৩ সালে আপনি বাংলাদেশ থেকে বাহরাইন ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এখন আপনি চাইলে কাজের জন্য ওয়ার্ক পারমিট ভিসায়, ভ্রমণের উদ্দেশ্যে টুরিস্ট ভিসায়, ব্যবসার ক্ষেত্রে বিজনেস ভিসায় বাংলাদেশ থেকে বাহরাইনে যেতে পারবেন।

FAQ

বাহরাইনের ভিসা চেক করার ওয়েবসাইট হচ্ছে https://www.lmra.gov.bh/

আবেদনকারীর Identity Card, Work Permit No, Application ID, Passport No দিয়ে ভিসা চেক করা যায়।

বর্তমানে বাংলাদেশের নাগরিকদের জন্য বাহরাইন ভিসা খোলা আছে।

বাহরাইন ভিসা খরচ প্রায় ৪ থেকে ৬ লক্ষ টাকা।

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।