আমেরিকা থেকে পাসপোর্ট ফি জমা দেয়ার নিয়ম

সম্প্রতি আমেরিকার লস এঞ্জেলস, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন বাংলাদেশ কনস্যুলেট থেকে ই পাসপোর্ট রিনিউ করার কার্যক্রম শুরু হয়েছে। এখানে দেখাবো, আমেরিকা থেকে ই পাসপোর্ট ফি কত এবং কিভাবে ফি জমা দিবেন বিস্তারিত। তবে আপনাদের যেসব এ্যাম্বাসী থেকে এখনো ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়নি, সেখানে MRP পাসপোর্টে রিনিউ করতে হবে। আমেরিকা থেকে ই পাসপোর্ট ফি’র পরিমাণ…

Advertisement

সম্প্রতি আমেরিকার লস এঞ্জেলস, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন বাংলাদেশ কনস্যুলেট থেকে ই পাসপোর্ট রিনিউ করার কার্যক্রম শুরু হয়েছে। এখানে দেখাবো, আমেরিকা থেকে ই পাসপোর্ট ফি কত এবং কিভাবে ফি জমা দিবেন বিস্তারিত।

তবে আপনাদের যেসব এ্যাম্বাসী থেকে এখনো ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়নি, সেখানে MRP পাসপোর্টে রিনিউ করতে হবে।

আমেরিকা থেকে ই পাসপোর্ট ফি’র পরিমাণ

USA বা আমেরিকা থেকে আপনার ই পাসপোর্টের ফি দিতে আপনার পাসপোর্টের ধরন অনুসারে আপনাকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক/ ওয়াশিংটন/ লস এঞ্জেলস এর পক্ষে একটি মানি অর্ডার/ ব্যাঙ্ক সার্টিফাইড চেক নিতে হবে।

USA থেকে ই পাসপোর্ট ফি

আমেরিকা থেকে ই পাসপোর্টের ফির ক্ষেত্রে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মূল ফি’র সাথে ১০% অতিরিক্ত Welfare Fund Fee যুক্ত হয়। সরাসরি অনলাইনে পাসপোর্ট ফি জমা দেয়ার কোন সুযোগ নেই। নিচে সকল খরচসহ মোট ফি দেওয়া হল।

৪৮ পাতা ৫ বছর মেয়াদীRegular- USD 110.00 (including all charges)
Express- USD 165.00 (including all charges)
৪৮ পাতা ১০ বছর মেয়াদী Regular- USD 137.50 (including all charges)
Express- USD 192.50 (including all charges)
৬৪ পাতা ৫ বছর মেয়াদী Regular- USD 165.00 (including all charges)
Express- USD 220.00 (including all charges)
৬৪ পাতা ১০ বছর মেয়াদী Regular- USD 192.50 (including all charges)
Express- USD 247.50 (including all charges)
আমেরিকা থেকে বাংলাদেশ ই পাসপোর্ট ফি

লস এঞ্জেলস থেকে ই পাসপোট ফি পরিশোধ

লস অ্যাঞ্জেলেস থেকে ই পাসপোর্টের ফি জমা দিতে মানি অর্ডার/ক্যাশিয়ার চেক/ব্যাঙ্ক ড্রাফট করুন Consulate General of Bangladesh, Los Angeles -এর অনুকূলে।

New York নিউ ইয়র্ক থেকে ই পাসপোট ফি

নিউ থেকে ই পাসপোর্টের ফি Consulate General of Bangladesh, New York বরাবর Money Order অথবা Bank Certified Check এর মাধ্যমে পরিশোধ করুন।

Advertisement

Washington DC ওয়াশিংটন ডিসি থেকে ই পাসপোট ফি

নিউ থেকে ই পাসপোর্টের ফি Embassy of Bangladesh বরাবর Money order or Cashier Check or Official Check (30 দিনের বেশি পুরানো নয়) এর মাধ্যমে পরিশোধ করুন। একাধিক আবেদনের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেক আলাদা আবেদনকারীর জন্য আলাদাভাবে অর্থ প্রদান করতে হবে।

মানি অর্ডার বা ক্যাশিয়ার চেক/ব্যাঙ্ক ড্রাফ্ট যে কোনও ব্যাঙ্ক থেকে করা যেতে পারে। আবার পোস্ট অফিস বা নির্বাচিত স্টোর/অফিস থেকে নামমাত্র চার্জ প্রদানের মাধ্যমে মানি অর্ডার করা যাবে।

দয়া করে মনে রাখবেন:

  • আবেদনগুলি প্রত্যাহার করা হলে বা পরিষেবাগুলি অস্বীকার করা হলেও (আবেদন পাওয়ার পরে) সমস্ত ফি ফেরতযোগ্য নয়৷
  • ব্যক্তিগত চেক, ক্রেডিট/ডেবিট কার্ড বা নগদ মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা হয় না।

পড়তে পারেন- বাংলাদেশ থেকে ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম

Advertisement
Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।