পাসপোর্ট সংশোধনের লিখিত আবেদনের নমুনা
পাসপোর্ট সংশোধন করার জন্য অনলাইন আবেদনের সাথে প্রয়োজন হয় একটি লিখিত আবেদন। শেয়ার করলাম পাসপোর্ট সংশোধনের লিখিত আবেদনের নমুনা।
পাসপোর্ট সংশোধন করার জন্য অনলাইন আবেদনের সাথে প্রয়োজন হয় একটি পাসপোর্ট সংশোধনের অঙ্গীকারনামা এবং লিখিত আবেদন। অনেকেই লিখিত আবেদনটি কিভাবে লিখবেন তা নিয়ে দ্বিধায় ভুগেন।
তাই যারা পাসপোর্ট সংশোধনের আবেদন করছেন তাদের জন্য লিখিত আবেদনের একটি নমুনা নিচে শেয়ার করলাম। আবেদনটি স্বহস্তে অথবা কম্পিউটার কম্পোজ করেও পাসপোর্ট অফিসে জমা দিতে পারেন।
পাসপোর্ট সংশোধনের লিখিত আবেদনের নমুনা
তারিখ: . . . . . . . . . . . . . .
বরাবর,
সহকারী পরিচালক
আঞ্চলিক পাসপোর্ট অফিস,
…………………………..।
বিষয়: পাসপোর্টের তথ্য সংশোধন করার আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আবুল কালাম, পিতা: খুরশীদ আলম। আমার পাসপোর্ট নম্বর EG2365235 এ আমার নিম্মলিখিত তথ্যগুলো আবেদনের সময় ভুল দেয়া হয়েছে। প্রকৃতপক্ষে আমার জাতীয় পরিচয়পত্র অনুসারে সঠিক তথ্য হবে নিম্নরূপ:
বর্তমান পাসপোর্টে ভুল তথ্য | জাতীয় পরিচয়পত্র অনুসারে সঠিক তথ্য | |
---|---|---|
নাম | MD ABUL KALAM | ABUL KALAM |
জন্ম তারিখ | 10 DECEMBER 1985 | 10 DECEMBER 1987 |
এমতাবস্থায় পাসপোর্টের ভুল তথ্যসমূহ সংশোধনের জন্য আমি অনলাইনে ই পাসপোর্ট আবেদন করেছি, যার Application ID: OID10038000।
অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, উপরিউক্ত সমস্যার কথা বিবেচনা করে আমার পাসপোর্ট সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার একান্ত মর্জি হয়।
বিনীত নিবেদক-
(নাম)
ঠিকানা: ………………………………..
মোবাইল- 01814000000
আবেদনের নমুনাটি ডাউনলোড করুন:
আরও পড়ুন- পাসপোর্ট রিনিউ করার পর পুরাতন পাসপোর্ট কি করবেন
পাসপোর্ট সংশোধন সংক্রান্ত আরও তথ্য
আবেদন | পাসপোর্ট আবেদন |
কি কি লাগে | পাসপোর্ট করতে কি কি লাগে |
সংশোধন | পাসপোর্ট সংশোধন |
সংশোধন পরিপত্র | পাসপোর্ট সংশোধন পরিপত্র |
সংশোধনের অঙ্গীকারনামা | পাসপোর্ট সংশোধনের অঙ্গীকারনামা |
পাসপোর্ট ফি জমা | অনলাইনে পাসপোর্ট ফি জমা দেয়ার নিয়ম |
ক্যাটাগরি | ই পাসপোর্ট |
হোমপেজ | Eservicesbd |