নীল পাসপোর্ট কারা পায় ও নীল পাসপোর্ট এর সুবিধা
নীল পাসপোর্ট হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। জানুন নীল পাসপোর্ট কারা পায় এবং এই পাসপোর্টের সুবিধাগুলো কি কি।
বাংলাদেশে নীল পাসপোর্ট হল অফিসিয়াল পাসপোর্ট। এই পাসপোর্ট সরকারি কাজে কোন কর্মকর্তা বা কর্মচারী দেশের বাইরে ভ্রমণ করতে হলে ব্যবহার করা হয়। এই পাসপোর্ট করার জন্য সংশ্লিষ্ট সরকারি মন্ত্রনালয়ের অনুমোদন বা Government Order (জিও) প্রয়োজন হয়।
বাংলাদেশে তিন ধরনের পাসপোর্ট ইস্যু করা হয়। এগুলো হচ্ছে সবুজ পাসপোর্ট বা সাধারণ পাসপোর্ট, নীল পাসপোর্ট বা অফিসিয়াল পাসপোর্ট ও লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোট।
এই ব্লগে আলোচনা করলাম, নীল পাসপোর্ট বা অফিসিয়াল পাসপোর্ট সম্পর্কে।
নীল পাসপোর্ট বা অফিসিয়াল পাসপোর্ট কি
বাংলাদেশে নীল পাসপোর্ট হল অফিসিয়াল পাসপোর্ট। নীল পাসপোর্ট সরকারি কাজে কোন কর্মকর্তা বা কর্মচারী দেশের বাইরে ভ্রমণ করতে হলে ব্যবহার করা হয়। এই পাসপোর্ট করার জন্য সংশ্লিষ্ট সরকারি মন্ত্রনালয়ের অনুমোদন বা Government Order (জিও) প্রয়োজন হয়।
নীল পাসপোর্ট কারা পায়?
সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তি যারা সরকারি কোন দ্বায়িত্ব পালনে বিদেশ যাবেন তারাই নীল পাসপোর্ট পায়। নীল পাসপোর্ট পেতে অবশ্যই বিদেশ যাওয়ার জন্য সরকারি আদেশ পেতে হবে।
নীল পাসপোর্টের জন্য আবেদন করতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে:
- পাসপোর্ট আবেদনকারী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে;
- সরকারি চাকরিতে কর্মরত হতে হবে;
- সরকারি কাজে বিদেশ ভ্রমণের জন্য অনুমোদন পেতে হবে;
আরও পড়ুন:
নীল পাসপোর্ট এর সুবিধা
নীল পাসপোর্ট হল সরকারি কাজে বিদেশ ভ্রমণের জন্য ব্যবহৃত একটি অফিসিয়াল পাসপোর্ট। বাংলাদেশের নীল পাসপোর্টধারী ব্যক্তিরা অন্তত ২৭টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। তবে, সরকারি কাজ ছাড়া কোন চাকরীজীবী যদি বিদেশ গমন করেন, তখন তারা নীল পাসপোর্ট ব্যবহার করতে পারবেন না।
নীল পাসপোর্টের সুবিধাগুলো হলো:
- বিনামুল্যে পাসপোর্ট;
- বিনা ভিসায় ভ্রমণ সুবিধা;
- ভিসা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার;
- বিদেশে অবস্থানকালে সরকারি সহযোগিতা প্রাপ্তি;
১. বিনামূল্যে পাসপোর্ট
সরকারি চাকরিজীবিদের অফিসিয়াল পাসপোর্ট করতে কোন ফি দিতে হয় না। যেহেতু সরকারি কাজে বিদেশ যাওয়ার জন্য আদেশ দেয়া হয়েছে, পাসপোর্ট আবেদন কারীকে এই ফি দিতে হয় না।
নীল পাসপোর্টের আবেদন করতে হলে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট www.epassport.gov.bd ভিজিট করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণের পর পাসপোর্ট অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ও বায়োমেট্রিক তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
দেখুন অফিসিয়াল পাসপোর্ট আবেদন করার নিয়ম।
২. বিনা ভিসায় ভ্রমণ
নীল পাসপোর্টধারী ব্যক্তিরা অন্তত ২৭টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান, নেপাল, পাকিস্তান, এবং আরও অনেক দেশ। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে কাজাকস্থান।
৩. ভিসা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার
নীল পাসপোর্টধারী ব্যক্তিরা ভিসা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পান। এর মানে হল যে তারা অন্যান্য পাসপোর্টধারীদের তুলনায় ভিসা পেতে কম সময় এবং প্রচেষ্টা লাগবে।
৪. বিদেশী কর্তৃপক্ষের কাছ থেকে সহায়তার সুবিধা
নীল পাসপোর্টধারী ব্যক্তিরা বিদেশে অবস্থান কালে সেই দেশের সরকারি সহায়তা এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পান। অর্থাৎ বিদেশ ভ্রমণে যে কোন সমস্যায় পড়লে তিনি বাংলাদেশ সরকারের সর্বাত্মক সহযোগিতা পেয়ে থাকেন।
নীল পাসপোর্টকে সরকারি পাসপোর্টও বলে থাকেন অনেকে। তবে সরকারি পাসপোর্টের সুবিধা অসুবিধা দুটোই আছে। সরকারি পাসপোর্ট ব্যবহার করে নিজের ইচ্ছামত ব্যক্তিগত কাজে ভ্রমণ করা যায় না।
নীল পাসপোর্ট বা অফিসিয়াল পাসপোর্ট সরকারি দ্বায়িত্ব পালনে বিদেশে যাওয়া সরকারি কর্মকর্তাদের জন্য তাদের পেশাগত অনেক সুবিধা প্রদান করে। এটি তাদের বিদেশ ভ্রমণকে সহজ এবং আরও কার্যকর করে তোলে।