আধার কার্ড চেক করার নিয়ম | Aadhaar Card Check 2023
আপনার আধার কার্ড টির অবস্থা বা স্ট্যাটাস চেক করতে চাচ্ছেন? তাহলে জেনে নিন আধার কার্ড চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
আধার কার্ড ভারতীয় সরকারি ডকুমেন্টস গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। The Unique Identification Authority of India (UIDAI) আধার কার্ড প্রদান করে থাকে। আধার কার্ডের নিবন্ধন করার পর কিংবা সংশোধনের জন্য আবেদন করলে আবেদন গ্রহণ হয়েছে কিনা তার তথ্য জানতে আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে হয়।
আধার কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য UIDAI সাইটের Aadhaar Status Check লিংকে ভিজিট করুন। তারপর রিসিপ্ট স্লিপে থাকা ১৪ ডিজিটের Enrollment ID এবং SRN/URN নম্বর লিখুন। এবার ক্যাপচা পূরণ করে সাবমিট করলেই আধার কার্ডের স্ট্যাটাস দেখতে পাবেন। বিস্তারিত আধার কার্ড চেক করার নিয়ম নিয়েই আমাদের আজকের আলোচনা।
আধার কার্ড স্ট্যাটাস চেক করতে কি কি লাগে
আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে প্রয়োজন হয়-
- Enrollment No.
- SRN Number
- URN Number
নতুন আধার কার্ডের জন্য নিবন্ধন করলে অথবা পুরাতন আধার কার্ড সংশোধনের জন্য আবেদন করার পর একটি ক্লিপ প্রদান করা হয়। একে Receipt Sleep বলা হয়।
এ রিসিপ্ট স্লিপে একটি Enrollment No. দেখতে পাবেন। এবং পাশেই এনরোলমেন্ট হওয়ার নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করা থাকে। যেমন- 22/03/2023 এবং 08:31:09 । এই নম্বরগুলো ব্যবহার করেই আধার কার্ড চেক করার নিয়ম এ স্ট্যাটাস চেক করতে পারবেন।
নতুন আধার কার্ড চেক
আধার কার্ড চেক করার জন্য প্রথমেই, https://myaadhaar.uidai.gov.in/check-aadhaar – এই লিংকে ভিজিট করুন। এরপর আধার রিসিপ্ট স্লিপের ১৪ ভিজিটের এনরোলমেন্ট নম্বর লিখুন।
তারপর এনরোলমেন্ট তারিখ ও সময় লিখে প্রদত্ত ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করলেই আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। বিস্তারিত আধার কার্ড চেক করার নিয়ম ধাপে ধাপে দেওয়া হল-
ধাপ-১: UIDAI সাইটে প্রবেশ
আধার কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য UIDAI সাইটের Aadhaar Status Check লিংকে ভিজিট করুন। আপনার সামনে আধার স্ট্যাটাস চেক এর একটি ফরম ওপেন হবে।
ধাপ-২: রিসিপ্ট স্লিপের তথ্য পূরণ
আধার কার্ডের যে রিসিপ্ট স্লিপ প্রদান করা হয়েছে সেখানে থাকা ১৪ ডিজিটের Enrollment ID এবং SRN/URN নম্বর স্ট্যাটাস চেক ফরমে লিখুন।
ধাপ-৩: ক্যাপচা পূরণ
নিচের ধাপে একটি ক্যাপচা পূরণ ঘর ও পাশে একটি ক্যাপচা ছবি দেখতে পাবেন। ডান পাশের ছবিতে থাকা সংখ্যা ও অক্ষর গুলো সঠিকভাবে খালি স্থানে বসিয়ে ক্যাপচা পূরণ করতে হবে।
ধাপ-৪: Submit and Check status
তথ্যগুলো পূরণ করার পর সাবমিট করে দিন। আপনার দেওয়া তথ্য ও ক্যাপচা সঠিক হলে পরবর্তী পেজে আপনার আধার কার্ডের স্ট্যাটাস দেখানো হবে। ব্যাস, আপনার আধার কার্ড চেক করার নিয়ম সম্পন্ন হল।
আধার কার্ডের স্ট্যাটাস চেক এর জন্য, Enrollment Number + Enrollment Date + Enrollment Time – একসাথে লিখতে হবে। (01234567891012 + 22/03/2023 + 08:31:09) উক্ত নম্বর গুলোকে একসাথে করে কোন স্পেস ছাড়া লিখতে হবে। যেমন- 0123456789101222032023083109 – এভাবে লিখতে হবে।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার লেখা এনরোলমেন্ট নম্বর + এনরোলমেন্ট তারিখ + এনরোলমেন্ট সময় – একত্রে করে লেখার সময় কোন সংখ্যা ভুল লিখলে আপনার আধার কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন না। তাই সঠিকভাবে যাচাই করনের জন্য নির্ভুলভাবে তথ্যগুলো পূরণ করুন।
আধার কার্ড নাম্বার চেক
আধার কার্ডের সাথে কোন নাম্বার যুক্ত আছে তা চেক করার জন্য UIDAI সাইটের https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar এই লিংকে ভিজিট করুন। তারপর আধার কার্ড নম্বর ও ক্যাপচা পূরণ করে Proceed And Verify Aadhar বাটনে ক্লিক করলেই নাম্বার চেক করতে পারবেন।
আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকা খুবই উপকারী। আমাদের প্রত্যেকেরই আধার কার্ডের উপযুক্ত ব্যবহারের জন্য মোবাইল নাম্বার অ্যাড করা থাকে কিংবা করতে হয়। কিন্তু আমরা অনেকেই জানিনা আমাদের আধার কার্ডের সাথে কোন নাম্বারটি যুক্ত আছে। তাই UIDAI থেকে Verify Aadhar করার মাধ্যমে আধার কার্ডের নাম্বার চেক করতে পারবেন।
প্রথমেই, myaadhaar.uidai.gov.in ভিজিট করে Verify Aadhaar এ ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার আধার কার্ড নম্বর টি লিখুন। নিচে থাকা ডানপাশের ক্যাপচা ছবিটির এলোমেলো অক্ষর ও সংখ্যা পাশের খালি ঘরে বসান। তারপর Submit করলেই আপনার আধার কার্ডের নাম্বার স্ট্যাটাস দেখতে পাবেন।
এখানে আপনার আধার কার্ডের সাথে যে নাম্বারটি যুক্ত আছে তার শেষের দুই ডিজিট স্ট্যাটাসের একদম নিচের ডান পাশের কোন লেখা থাকবে। এভাবে আধার কার্ড চেক করার নিয়ম মেনে কার্ড নাম্বার চেক করতে পারবেন।
আধার কার্ড ডাউনলোড
আপনার আধার কার্ডটি ডাউনলোড করার জন্য- https://myaadhaar.uidai.gov.in/ লিংকে ভিজিট করে Aadhaar No/ Enrollment No/ Virtual ID লিখুন। তারপর নিচের ক্যাপচা পূরণ করে Send OTP -তে ক্লিক করুন। মোবাইলে আসা OTP দিয়ে Submit বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ড ডাউনলোড শুরু হবে।\
আধার কার্ড ডাউনলোড করার পর তা ওপেন করতে একটি পাসওয়ার্ড লাগবে। সাধারণত পাসওয়ার্ডটি সেট করে থাকে- আপনার নামের প্রথম চারটি অক্ষর এবং জন্মসাল দিয়ে। যেমন- AMAN2001. এভাবেই আপনার আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন।
আধার কার্ড চেক করার অ্যাপস
আধার কার্ড চেক করার একমাত্র সরকারি মোবাইল অ্যাপস হলো UIDAI কর্তৃক তৈরিকৃত mAadhaar। গুগল প্লে স্টোর থেকে এই mAadhaar অ্যাপটি ডাউনলোড করে আধার কার্ড সম্পর্কিত সুবিধা ভোগ করতে পারবেন।
এখানে আধার কার্ড চেক করার নিয়ম অনুযায়ী স্ট্যাটাস চেক ও অন্যান্য সুবিধা যেমন- আধার কার্ড চেক, আধার কার্ড পিভিসি আবেদন, আধার কার্ড সংশোধন, আধার কার্ড QR Code জেনারেট ইত্যাদি পেয়ে থাকবেন।
FAQs
মোবাইল নাম্বার ছাড়া আধার কার্ড ডাউনলোড করা যায় না। কারণ আধার কার্ড ডাউনলোড করতে চাইলে ভেরিফিকেশনের জন্য আপনার আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বার একটি OTP কোড আসবে। তাই আধার কার্ড ডাউনলোড করতে অবশ্যই একটি মোবাইল নাম্বার প্রয়োজন।
প্রথমেই, https://myaadhaar.uidai.gov.in/check-aadhaar – এই লিংকে ভিজিট করুন। এরপর আধার রিসিপ্ট স্লিপের ১৪ ভিজিটের এনরোলমেন্ট নম্বর লিখুন। তারপর এনরোলমেন্ট তারিখ ও সময় লিখে প্রদত্ত ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করলেই আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন।
আধার কার্ড চেক করার ওয়েবসাইট হলো- myaadhaar.uidai.gov.in